১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (NTRCA) প্রশ্ন ও সমাধান (কলেজ পর্যায়) – ২০১৯

১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (NTRCA) প্রশ্ন ও সমাধান (স্কুল পর্যায়) - ২০১৯

১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (NTRCA) প্রশ্ন ও সমাধান (কলেজ পর্যায়) – ২০১৯

পরীক্ষার তারিখঃ ৩০/০৮/২০১৯

16th NTRCA MCQ Exam Question and Solution (college level) 2019.

১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (NTRCA) প্রশ্ন ও সমাধান (কলেজ পর্যায়) - ২০১৯

১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (NTRCA) প্রশ্ন ও সমাধান (কলেজ পর্যায়) - ২০১৯

১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (NTRCA) প্রশ্ন ও সমাধান (কলেজ পর্যায়) - ২০১৯

 

Bangla Part Question Solution

1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? –

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

2. বাক্যে কোন যতি চিন্হটি থাকলে থামার প্রয়োজন নেই? –

হাইফেন

3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠিাতা সম্পাদক কে ছিলেন? –

ঈশ্বরচন্দ্র গুপ্ত

4. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি? –

পয়ঃ

5. কোন বানানটি শুদ্ধ? –

মুমূর্ষু

6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?

চাটুকারিতা

7. ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

√দৃশ+অনীয়

8. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ? –

উভয়

9. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-

নির্মোক

10. “রাজাই রাজাই লড়াই করছে” _এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

ব্যতিহার কর্তা

11. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

ষ্ + ণ

12. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

ভিক্ষুককে ভিক্ষা দাও।

13. ‘প্রসারণ এর বিপরীত শব্দ-

আকুঞ্চন

14. কোনটি ফারসি শব্দ?

চশমা

15. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ-

পিশাচ >পিচাশ

16. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

কৃত বিদ্যা যার- সমানাধিকরন বহুব্রীহি সমাস

17. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

কর্মধারয়

18. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? –

লেফাফা দুরস্ত

19. যোগরূঢ় শব্দ কোনটি?

পঙ্কজ

20. কোনটি সমার্থক শব্দ নয়?

পাবক

21. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

বিধি লঙ্ঘিত হয়েছে

22. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

‘র’ বা ‘এর’

23. কোনটি ব্যাঞ্জন সন্ধির উদাহরণ?

সংবাদ

24. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? –

রোমান্টিক প্রণয় কাব্য

25. কায়কোবাদের প্রকৃত নাম কী? –

কাজেম আল কোরেশী

English Part Question Solution

26. Choose the correct sentence.

I know what he wants.

27. Which is the correct use of gerund?

Dancing is a good exercise.

28. The correctly spelt word is-

Millennium

29. Which one is the correct sentence?

He is better today.

30. The word `Homely’ is-

Adjective

31. What you (do) at this moment?

are you doing

32. Choose the correct answer:

He bade me good-bye.

33. The word ‘adulteration’ can be best explained as-

to make impure by adding inferior materials

34. It is high time we (change) our food habit. –

changed

35. Five litres od milk is contained — pot.

to

36. I could not go — for the examination due to rain.

in

37. The phrase ‘at loggerheads’ means-

quarreling

38. Hurry spoils-

the curry

39. — water of this Jake is pure.

The

40. I wanted the poster to —

be hung

41. “Leave no stone unturned” means- try every possible means

try every possible means

42. Would you mind — me a cup of tea?

bringing

43. What is the antonym of ‘rear’?

Front

44. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল। –

The boy came to me crying

45. Had I riches, I — (help) you.

would have helped

46. What is the appropriate meaning of ‘Achilles’ heel?

Vulnerable point

47. ‘লেবু কচলালে তেতো হয়’ – The best translation is-

A jest driven hard, loses its point.

48. Which one below is a correct sentence?

I like his childlike simplicity.

49. At the scene, —–mother arose in her?

the

50. What is the verb form of the word “friend”?

befriend

Math Part Question Solution

51. ৮৮,৯১,৯৫ এবং ৯৯ সংখ্যাগুলাের মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চসংখ্যক উৎপাদক রয়েছে?

উত্তরঃ ৮৮

52. পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত ?

উত্তরঃ ২ কেজি

53. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত | গুণ?

উত্তরঃ ৯

54. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গ মিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত | মিটার?

উত্তরঃ ৮২

৫৫. একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ ১২%

৫৬. ১০% সরল মুনাফায় ২০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?

উত্তরঃ ২০০ টাকা

৫৭. 3cotA-4 হলে sinA এর মান কত?

উত্তরঃ 3/5

৫৮. 9p2+14p এর সাথে কত যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

উত্তরঃ 49/9

৫৯, m-n=X এবং mn=6×2 হলে m3-m3= কত?

উত্তরঃ 19×3

৬০.একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি এবং ৪ সে.মি হলে ক্ষেত্রফল কত হবে?

উত্তরঃ 24 বর্গ সে.মি

৬১.ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ।উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?

উত্তরঃ 240

৬২. X2-3x, x2-9 এবং x2-4x+3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?

উত্তরঃ x-3

৬৩, যদি ax=b, by=C এবং c2=a হয় তবে xyz এর মান কত?

উত্তরঃ 1

৬৪. log10/x = -2 হলে x এর মান কত হবে?

উত্তরঃ .01

৬৫, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত হবে?

উত্তরঃ ২৪ মিটার

৬৬. x x/1=52 হলে (x + x/1) এর মান কত?

উত্তরঃ 29

৬৭. X2-4, x2 +4+x+4, x3-8 বীজগাণিতিক রাশির ল,সা,গু কত?

উত্তরঃ (x +2)^2 (x3-৪)

৬৮, X2+ x2/1=3 হলে x3/x6+1 এর মান কত?

উত্তরঃ 25

৬৯, কঃখ=4:৭, খঃগ= ১০.১৪৭ হলে কঃখঃ গ কত হবে?

উত্তরঃ ৪০

৭০:৪৯ ৭০. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলােমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

উত্তরঃ ৩০০

৭১. একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে?

উত্তরঃ Π বর্গ একক

৭২. কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ?

উত্তরঃ স্কুল কোণ

৭৩, sin + cos / sin-cos=7 হলে sec এর মান কত?

উত্তরঃ +- 5/3

৭৪, x2-x-6 =0 সমীকরণের মূলদ্বয় হবে?

উত্তরঃ 3,-2

৭৫. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে। করিমের বয়স কত?

উত্তরঃ ৪১ বছর

General Knowledge Part Question Solution

76. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করে কত? –

৪২৬ জন

77. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? –

বেগম রাজিয়া বেগম

78. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?

বাঘাইছড়ি

79. মনপুরা ৭০ কী? –

একটি চিত্রশিল্প

80. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? –

২টি

81.বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? –

রাঙ্গামাটি

82. বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় এর অবস্থান কোথায় ছিল? –

বগুড়ায়

83. বাংলাদেশ কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? –

১৯৯৭ সাল

84. নদী ছাড়া ‘মহানন্দা’ কি? –

আম

85. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? –

চট্টগ্রাম

86. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? –

আফগানিস্তান

87. মূল্য সংযোজন কর একটি-

পরোক্ষ কর

88. কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক কে? –

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

89. বিশ্ব ব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার কারী দেশ কোনটি?

কিউবা

90. তুরস্কের মুদ্রার নাম কি? –

লিরা

91. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে-

ইরাক

92. বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? –

পিপীলিকা

93. নিউজিল্যান্ডের আদিবাসী কারা? –

মাওরি

94. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? –

৫ জুন

95. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?

২৯ তম

96. উরুগুয়ে রাউন্ড কোন ঘটনার সাথে সম্পর্কিত? –

WTO

97. যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরূপ? –

রাষ্ট্রপতি শাসিত

98. SMOG হচ্ছে-

দূষিত বাতাস

99. ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? –

সিসমোগ্রাফ

100. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? –

অক্সিজেন পরিবহন করা

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!