24th BCS Preliminary (MCQ) Question with Solution – 2003
২৪ তম বিসিএস প্রিলিমিনারী (নৈব্যত্তিক) পরীক্ষার প্রশ্ন ও সমাধান -২০০৩
Question : ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন? Answer : মুহম্মদ শহীদুল্লাহ্ |
Question : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি উপন্যাস? Answer : শেষের কবিতা |
Question : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা? Answer : পত্রিকা |
Question : জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? Answer : রাখালী |
Question : ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে? Answer : আনোয়ার পাশা |
Question : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? Answer : মৃত্যুক্ষুধা |
Question : ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা? Answer : কাব্য |
Question : কোনটি ঠিক? Answer : বহিপীর (নাটক) |
Question : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? Answer : পথের দাবী |
Question : কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী? Answer : ভবিষ্যতের বাঙালি |
Question : “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন- Answer : প্রমথ চৌধুরী |
Question : মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের- Answer : এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে |
Question : এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? Answer : ১৩১১ |
Question : চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? Answer : ২০% |
Question : কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত? Answer : ১১৩/৩৫৫ |
Question : এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ? Answer : ৩০০০ |
Question : একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ত্রেফল কত? Answer : ১৫ |
Question : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত? Answer : ৮০ মিটার |
Question : ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে? Answer : ভারত ও পাকিস্তান |
Question : ১^২+৩^২+৫^২+ —— +৩১^২ = কত? Answer : ১০৪১৬ |
Question : ৯, ৩৬, ৮১, ১৪৪,…………এর পরবর্তী সংখ্যাটি কত? Answer : ২২৫ |
Question : রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? Answer : গামা রশ্মি |
Question : মাইট্রোকল্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? Answer : ৭৩% |
Question : মূল নেই কোন উদ্ভিদের? Answer : ঊপরের একটিও নয় |
Question : রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে- Answer : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে |
Question : আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়- Answer : অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে |
Question : পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে- Answer : ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান |
Question : ল্যাপটপ কী? Answer : ছোট কম্পিউটার |
Question : এসবেসটস কী? Answer : অগ্নি নিরোধক খনিজ পদার্থ |
Question : পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন? Answer : বায়ুর চাপ কম থাকার কারণে |
Question : There are ___ dangerous drivers. Answer : a lot of |
Question : I have read the book ___ you lent me. Answer : that |
Question : Water boils ___ you heat it to 100 Centigrade. Answer : if |
Question : Tell me ___ that. Answer : who told you |
Question : I opened the door as soon as I ____ the bell. Answer : heard |
Question : I am looking for someone who ____ play the piano. Answer : can |
Question : Don’t make a noise while your father ____. Answer : is sleeping |
Question : As the sun ___, I decided to go out. Answer : was shining |
Question : He gave up ____ football when be got married. Answer : playing |
Question : I have ____ interest in the matter. Answer : no |
Question : ____ is not the only thing that tourists want to see. Answer : Scenery |
Question : Just now he ___ his dinner but he says he\’ll see you when he\’s finished. Answer : has had |
Question : The children were entrusted ____ the care of their uncle. Answer : with |
Question : He parted ___ his friends in tears. Answer : from |
Question : \”I\’ll have a cup of tea,\” my father said, \”because I\’m not hungry.\” Which of the following sentences is the correct indirect speech? Answer : My father said that he would have a cup fo tea because he wasn\’t hungry |
Question : The expression \’Lingua France\’ means: Answer : The common language |
Question : Choose the correct meaning: He raised his eyebrow at my exploration. Answer : Show surprise or disapproval |
Question : ‘Razzmatazz’ means: Answer : A noisy activity |
Question : The antonym for \’Recalcitrant\’- Answer : Complaint |
Question : The synonym for \’Obdurate\’- Answer : Stubborn |
Question : ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী? Answer : স্থাবর |
Question : উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? Answer : প্রত্যয়জনিত |
Question : তুমি না বলেছিলে আগামীকাল আসবে? – এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে? Answer : হ্যাঁ-বাচক |
Question : কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ- Answer : ফাঁকি দেওয়া |
Question : নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? Answer : আষাঢ় |
Question : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল- Answer : সমক্ষ |
Question : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য- Answer : উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে |
Question : তুমি এতক্ষণ কী করেছ? – এ বাক্যে ‘কী’ কোন পদ? Answer : সর্বনাম |
Question : আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? Answer : অধিকরণ কারকে সপ্তমী |
Question : জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী? Answer : ইউরিয়া |
Question : বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? Answer : কামরুল হাসান |
Question : কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? Answer : আয়কর |
Question : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী? Answer : সেন্টমার্টিন |
Question : ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিদানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? Answer : ২৭ |
Question : প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? Answer : ১৯৭৮ |
Question : স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? Answer : বাংলাদেশের ম্যাপ |
Question : বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি? Answer : বরেন্দ্র গবেষণা যাদুঘর |
Question : বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- Answer : বেনাপোল |
Question : যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত – Answer : চারটি রেডক্রস কনভেনশন নামে |
Question : স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? Answer : হেগে |
Question : বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত? Answer : ইয়োকোহামা |
Question : ‘হ্যারি পটার’ কী? Answer : সামপ্রতিককালের সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই |
Question : বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল? Answer : মেসোপটেমিয়ায় |
Question : নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? Answer : যুক্তরাষ্ট্র |
Question : প্রথম কোন শিশু ‘ইভ’ এর জন্ম-তারিখ কী? Answer : ডিসেম্বর ২৬, ২০০২ |
Question : ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে? Answer : নেলসন ম্যান্ডেলা |
Question : ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়? Answer : আদ্দিস আবাবা |
Question : কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে? Answer : রোম চুক্তি |
Question : MIGA কখন গঠিত হয়? Answer : ১৯৮৮ |
Question : নিচের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়? Answer : দি নেদারল্যান্ডস্ |
Question : ‘ব্রেটন উড্স ইন্স্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বুঝায়? Answer : আইএমএফ ও বিশ্বব্যাংক |
Question : মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বারিত হয়? Answer : ১৯৬৬ |
Question : ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- Answer : ১৯৯৫ |
Question : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়? Answer : ৬৯জন |
Question : x+y=7 এবং xy=10 হলে (x-y)^2 এর মান কত? Answer : 9 |
Question : 2x^2+x-15 এর উৎপাদক কোনটি? Answer : (x+3) (2x-5) |