২৯ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন – বাংলা প্রথমপত্র

বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

২৯ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন – বাংলা প্রথমপত্র।

29th BCS written question – Bangla 1st paper.

১. ক.বানান, শব্দ প্রয়োগ, বিন্যাস, চলিতরীতি ইত্যাদি শুদ্ধ করে নিম্নের বাক্যগুলো পুনরায় লিখুন 0.৫ x ১২ = ৬

১. বঙ্কিমচন্দ্রের রচনানীতির উৎকর্ষতা অনস্বীকার্য। (উৎকর্ষ)
২. সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত। (স্বশিক্ষিত)
৩. সকলের সহযোগিতায় আমি স্বার্থকতা লাভ করতে চাই। (সার্থকতা)
৪. ঝুড়িতে রাখা সমস্ত মাছগুলোর আকার একই রকমের।
৫. তাহার শুশ্রুষা ও সান্তুনায় আমি শক্তি ও উৎসাহ পাইলাম। (শশ্রূষা, সান্ত্বনায়)
৬ এমন অসহ্যনীয় ব্যথা কখনো অনুভব করিনি। (অসহনীয়/অসহ্য)
৭ স্ব স্ব ভূমির পুরস্করিনী পরিস্কার করার নিমিত্ত কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করিয়াছে। (পুকুর পরিষ্কার)
৮. কবির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। (বুদ্ধিজীবীগণ)
৯. তিনি সানন্দিতচিত্তে সম্মতি দিলেন। (সানন্দে সম্মতি দিলেন। )
১০. সে যে ব্যাকরণের বিভিষীকায় ভিত নয়, আশা করি তুমি তা জান।(ভয়ে ভীত নয়)
১১. নদীর তীরের সব জমিগুলো আমার আয়ত্ত্বাধীনে আছে।(আয়ত্তে)
১২. ভূমিকম্পে দালানাট ধ্বসে পড়লো। (ধসে)

খ. শূন্যস্থান পূর্ণ করুন: কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে — হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে – প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা – অতিক্রম করতে চেষ্টা করে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোনো কাণ্ডজ্ঞান জন্মে না। ফলে, সকল ক্ষেত্রে তারা – গা ভাসিয়ে চলে। দেশের উন্নতির জন্য -– তাদের পক্ষে সম্ভব নয়।
উত্তর : আঙ্গুল ফুলে কলাগাছ, কেতাদুরস্ত ভাব , তামার বিষকে, গড্ডলিকা প্রবাহে, ম্যাও ধরা(দায়িত্ব নেওয়া।)

গ. ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : মাছের মা’র পুত্রশোক।

ঘ. নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন : ৬
পরিপত্র, মুচলেকা, সমঝোতা-স্মারক, সংশ্লেষণ, কুম্ভিলকবৃত্তি, প্রত্ন-উৎস।

ঙ. সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুন :

১. যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। (যৌগিক বাক্য)
২. পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য)
৩. তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। (জটিল বাক্য)
8. জ্ঞানীদের পথ অনুসরণ কর, দেশের কল্যাণ হবে। (সরল বাক্য)
৫. তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? (যৌগিক বাক্য।)
৬. তোমাকে দেওয়ার মত আমার কিছুই নেই। (জটিল বাক্য)।

২. যে-কোন একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্য) : ২০

ক. যে সহে, সে রহে।
খ. অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে।
৩. ১০ X ২ = ২০
ক. সারমর্ম লিখুন :

নমি আমি প্রতি জনে, আদ্বিজ চণ্ডাল,
প্রভু ক্রীতদাস!
সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু;
সমগ্রে প্রকাশ!
নমি কৃষি-তন্তুজীবী, স্থপতি, তক্ষক,
কর্ম, চর্মকার!
অদ্রিতলে শিলাখণ্ড—দৃষ্টি অগোচরে,
বহ অদ্রিভার!
কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে
হে পূজ্য, হে প্রিয়!
একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে,
আত্মার আত্মীয়

খ. সারাংশ লিখুন :
স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদনে নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়; দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।

৪. অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন : ২x১৫ = ৩০

ক. চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন।
খ. ডাক ও খনার বচনের বৈশিষ্ট্য আলোচনা করুন।
গ. বড়ু চণ্ডীদাসের পরিচয় দিন।
ঘ. বৈষ্ণব পদাবলি কী? এগুলো কোন শতাব্দীর রচনা?
ঙ. বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যদেব কেন স্মরণীয়?
চ. মধ্যযুগের বাংলা সাহিত্যের সাথে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কী?
ছ. রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় কী ধরনের সাহিত্য রচিত হয়? সে সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন।
জ. ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর কে কেন বাংলা গদ্যের জনক বলা হয়?
ঝ. ‘রবীন্দ্রনাথের ছোটগল্পে নারী ব্যক্তিত্ব’ শিরনামে একটি অনুচ্ছেদ লিখুন।
ঞ. ‘বীরবলী গদ্য’র সৃষ্টা কে? এ গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোকপাত করুন।
ট. নজরুলের কথা সাহিত্যে নিম্নবর্গের জীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুন।
ঠ. ‘কল্লোল-যুগ’ বলতে কী বোঝেন? এ যুগের সাহিত্যকে কেন ‘ত্রিশোত্তর সাহত্য’ বলা হয়?
ড. অ্যাবসার্ড নাটক কী? বাংলাদেশে যে সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাঁদের নামোল্লেখ করুন।
ঢ. শামসুর রাহমানের কবি-প্রতিভার পরিচয় দিন।
ণ. বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক যে-কোন একটি উপন্যাসের ঘটনাংশ বর্ণনা করুন।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!