৩৮তম বিসিএস ও ব্যাংক প্রস্তুতি ভাষান্তর : বাংলা-ইংরেজি (Translation: Bangla to English)

বিসিএস ও ব্যাংক চাকরির জন্য ভাষান্তর অনুবাদ

38th BCS Preliminary MCQ as well as bank Preparation, Translation: Bengali to English or vise-versa; some important of them are follows.

৩৮তম বিসিএস  সেই সাথে ব্যাংক প্রস্তুতি হিসেবে ভাষান্তর : বাংলা থেকে ইংরেজি  অথবা ইংরেজি থেকে বাংলা এর জন্য গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ নিচে দেয়া হলো। 

……………………………………………………………………………………………………………………………………………………………

১। অসাক্ষাতে কারও নিন্দা করা উচিত নয়।
-One should not speak ill of others in absence.
২। রিয়াদ যখন জেগে উঠল তখন বৃষ্টি পড়ছিল।
-When Riad woke up,it was raining.
৩। সূর্যকে দূর থেকে ছোট দেখায়।
-The sun looks small from distance.
৪। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী।
-The girl is as intelligent as beautiful.
৫। বন্ধৃকে বিদায় জানাতে সে বিমান বন্দরে গিয়েছিল।
-He went to airport to see his friend off.
৬। এক সপ্তাহ পর সে পুরোপুরি আরোগ্য লাভ করবে।
-He will come round completely after a week.
৭। ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
-Smoking is injurious to health.
৮। আজ আমার পড়ায় মন বসছে না।
-Today I can’t concentrate my mind on studies.
৯। তুমি ছাত্র রাজনীতি পছন্দ কর না, কর কি?
-You do not like student politics, do you?
১০। গুজবে কান দেওয়া উচিৎ নয়।
-One should not pay heed to rumour.


সুখি হতে চান?-ক্ষমা করতে শিখুন। Want to be happy, Learn to forgive.
ধনী হতে চান? – পরিশ্রমী হোন। Want to be rich, Be industrious.
ক্ষমা পেতে চান?- বিনয়ী হোন। Want to have forgiveness, Be humble.
ব্যক্তিত্ববান হতে চান?- ঠাট্টা ছাড়ুন। Want to have personality, Leave fun, jokes.
জ্ঞানী হতে চান ?- কম কথা বলুন। Want to be wise, Speak little.
প্রিয়পাত্র হতে চান?- হাসতে শিখুন। Want to be favorite person, Learn to laugh.
সম্পদশালী হতে চান?-বেশীবেশী দানকরুন। Want to be rich, Donate more and more.
মহৎ হতে চান?-নিজের ভুল খুজুঁন। Want to be honest, Find your own flaws.
সফলতা চান?- ধৈর্য্যধারন করুন। Want to be successful, Be patient.
হীনমন্যতা এড়াতে চান?-প্রত্যাশা বর্জন করুন। Want to avoid inferiority complex, Avoid much expectations.
পাপ থেকে বাঁচতে চান? -লোভ ত্যাগ করুন। Want safe from sins, Avoid greediness.ত
স্রষ্টার কৃপা চান?-সুসময়ে শোকরিয়া করুন। Want to have mercy of Almighty, Be thankful to right time.
অন্তরে শান্তি চান?-আপনজনদের সাথে ভাল ব্যহার করুন। Want to have tranquility in heart, Speak good to family members.


১। Advice – উপদেশ,
Advise-উপদেশ দেওয়া।
২। Affect-ক্ষতি করা,
Effect -ফল।
৩। Allusion -উল্লেখ,
Illusion -ভ্রান্তি।
৪। Antic -অদ্ভূত,
Antique-পুরাতন।
৫। Ascent- আরোহন,
Assent – সম্মতি।
৬। Accessary- কুকর্মে সহয়তাকারী,
Accessory -অপ্রধান।
৭। Ail- কষ্ট দেওয়া,
Ale- মদ।
৮। Allude – উল্লেখ করা,
Elude – পালিয়ে রক্ষা পাওয়া।
৯। Allusive – পরোক্ষ উল্লেখপূর্ণ,
Elusive – ছলনাময়।
১০। Altar – বেদী,
Alter – পরিবর্তন করা।


আসুন, আসুন- please come in.

এখানে আসুন- Please come here.

আবার আসবেন যেন- Please come again.

একটু অপেক্ষা করুন- Please wait.

আর একবার চেষ্টা করুন- Please try again.

বসুন, বসুন- Please be seated.

আপনি যে রকম বলবেন- As you like it.

দয়া করে উত্তর দিন- Please give me a reply.

এখানে সই করুন- Please sign here.

দয়া করে চুপ করুন- Be quiet please.

ওকে জাগিয়ে দিন- Please wake him up.

আর একটুখানি থাকুন- Please stay a little longer.

আমাকে যেতে দিন অনুগ্রহ করে- Please allow me to go.

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!