বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এর সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭। Bangladesh Rural Electrification Board (BREB) Job recruitment exam question and answers 2017 for the post of Assistant Secretary / Assistant Director (Administration).
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
নিয়োগ পরীক্ষা-২০১৭
পদের নামঃ সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন)
MCQ নির্বাচনী পরীক্ষা
সময়ঃ ৫০ মিনিট পূর্ণমানঃ ৮০
০১। ‘সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) জন ক্লার্ক মার্শম্যান (খ) জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন (গ) উইলিয়াম কেরি (ঘ) ডেভিড হেয়ার
০২। বিভা : কিরণ :: সুবলিত : ?
(ক) সুবিদিত (খ) সুগঠিত (গ) সুবিনীত (ঘ) বিধিত
০৩। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ?
(ক) সভাসদ (খ) শুভেচ্ছা (গ) ফলবান (ঘ) তন্বী
০৪। “এ যে আমাদের চেনা লোক”- বার্কে ‘চেনা’ কোন পদ ?
(ক) বিশেষ্য (খ) অব্যয় (গ) ক্রিয়া (ঘ) বিশেষণ
০৫। ‘গোরক্ষ বিজয়” কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
(ক) শৈবধর্ম (খ) বৌদ্ধ সহজযান (গ) নাথধর্ম (ঘ) কোনটি নয়
০৬। ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ ?
(ক) দিগু (খ) কর্মধারা (গ) দ্বন্দ্ব (ঘ) বহুব্রীহি
০৭। ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি ?
(ক) সলিল (খ) উদক (গ) নীর (ঘ) জলধি
০৮। প্রাণদ : জল : মহীজ : ?
(ক) সম্বর (খ) গ্রহ (গ) নিঃসর্গ (ঘ) অশ্ব
০৯। ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী ?
(ক) কপট ব্যক্তি (খ) ঘনিষ্ঠ সম্পর্ক (গ) হতভাগ্য (ঘ) মোসাহেব
১০। নিচের কোন বানানটি শুদ্ধ ?
(ক) নিশিথিনী (খ) নিশীথীনি (গ) নিশিথীনি (ঘ) নিশীথিনী
১১। ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
(ক) জন+ইক (খ) জন+এক (গ) জনৈ+এক (ঘ) জন+ঈক
১২। “পাখী সব করে রব রাতি পোহাইল” পঙক্তির রচয়িতা—
(ক) রামনারায়ন তর্করত্ন (খ) বিহারীলাল চক্রর্তী (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার (ঘ) মদনমোহন তর্কালংকার
১৩। ‘এ মাটি সোনার বাড়া’— এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে ?
(ক) বিশেষণের অতিশায়ন (খ) রূপবাচক বিশেষণ (গ) উপাদানবাচক বিশেষণ (ঘ) বিধেয় বিশেষণ
১৪। ‘লাঠালাঠি’— এটি কোন সমাস ?
(ক) প্রাদি সমাস (খ) ব্যতিহার বহুব্রীহি সমাস (গ) তৎপুরুষ সমাজ (ঘ) কর্মধারা সমাজ
১৫। ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে—
(ক) নিদাঘ (খ) নশ্বর (গ) নষ্টমান (ঘ) বিনশ্বন
১৬। The new offer of job was alluring. Here ‘alluring’ means-
(ক) unexpected (খ) tempting (গ) disappointing (ঘ) ordinary
১৭। ‘David Copperfield’ is a/an — novel.
(ক) Victorian (খ) Elizabethan (গ) Romantic (ঘ) Modern
১৮। He insisted —– there. (Fill in the gap)
(ক) on my going (খ) is to go (গ) over going (ঘ) to go
১৯। What would be the best antonym of ‘hibernate’ ?
(ক) dormancy (খ) liveliness (গ) sluggishness (ঘ) democracy
২০। Women are too often —– by family commitments.
(ক) confused (খ) controlled (গ) contaminated (ঘ) constrained
২১। The idiom “put up with” means —
(ক) stay together (খ) tolerate (গ) keep trust (ঘ) protect
২২। N. B. Stands for —–
(ক) Note before (খ) No bar (গ) Non bearing (ঘ) Nota bene
২৩। Cricket enjoys a huge —– in Bangladesh.
(ক) follow on (খ) fall out (গ) follow (ঘ) following
২৪। Heat : human
(ক) Kitchen : house (খ) Hand : child (গ) wall : brick (ঘ) Engine : car
২৫। Which is the noun of the word ‘beautiful’ ?
(ক) Beauty (খ) Beautify (গ) Beautious (ঘ) Beautifully
২৬। The Arabian Nights —– still a great favourite.
(ক) has (খ) are (গ) is (ঘ) were
২৭। Climate is a —– of the environment.
(ক) state (খ) situation (গ) rank (ঘ) size
২৮। First languages means the —– language.
(ক) important (খ) main (গ) natural (ঘ) official
২৯। She has —– her hair a beautiful shade of brown.
(ক) colored (খ) given (গ) dried (ঘ) dyed
৩০। ১৭ সে. মি., ১৫ সে. মি., ৮ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-
(ক) সমবাহু (খ) সমদ্বিবাহু (গ) সমকোণী (ঘ) স্থূলকোণী
৩১। (x/3)+{4/(x+1)}=2 হলে, x এর মান কত —
(ক) 1 (খ) 2 (গ) 3 (ঘ) 4
৩২। দু’টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দু’টির ল.সা.গু কত ?
(ক) ২৬০ (খ) ৭৮০ (গ) ১৩০ (ঘ) ৪৯০
৩৩। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল —
(ক) ৩১৪৭ (খ) ২২৮৭ (গ) ২৯৮৭ (ঘ) ২১৮৭
৩৪। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রেফল কতগুণ বৃদ্ধি পাবে ?
(ক) ৩ গুণ (খ) ৯ গুণ (গ) ১২ গুণ (ঘ) ১৬ গুণ
৩৫। ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ………. ধারার ১০ম পদ কত ?
(ক) ৩৪ (খ) ৫৫ (গ) ৪৮ (ঘ) ৬৪
৩৬। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে ?
(ক) ৮৯ (খ) ৭০ (গ) ১৭০ (ঘ) ১৪২
৩৭। ১২+২২+৩২+…………………..+৫০২ = কত ?
(ক) ৩৫৭২৫ (খ) ৪২৯২৫ (গ) ৪৫৫০০ (ঘ) ৪৭২২৫
৩৮। 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান —
(ক) x=1, y=-1 (খ) x=1, y=1 (গ) x=-1, y=-1 (ঘ) x=-1, y=1
৩৯। যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে —
(ক) 0, 2 (খ) 1, 1 (গ) -1, 3 (ঘ) -3, -4
৪০। If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.
(ক) 3 (খ) 6 (গ) 9 (ঘ) 18
৪১। ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ?
(ক) ভারত ও নেপাল (খ) পাকিস্তান ও চীন (গ) ভূটান ও ভারত (ঘ) বাংলাদেশ ও ভারত
৪২। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (low land) পরিমাণ সবচেয়ে বেশি ?
(ক) হবিগঞ্জ (খ) গোপালগঞ্জ (গ) কিশোরগঞ্জ (ঘ) মুন্সীগঞ্জ
৪৩। কোনটি জারক পদার্থ নয় ?
(ক) হাইড্রোজেন (খ) অক্সিজেন (গ) ক্লোরিন (ঘ) ব্রোমিন
৪৪। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভূক্ত হয়েছে ?
(ক) ১৬২টি (খ) ১১১টি (গ) ৫১টি (ঘ) ১০১টি
৪৫। চা পাতায় কোন ভিটামিন থাকে ?
(ক) ভিটামিন ‘ই’ (খ) ভিটামিন ‘কে’ (গ) ভিটামিন বি কমপ্লেক্স (ঘ) ভিটামিন ‘এ’
৪৬। সুয়েজ খাল কোন বৎসর চালু হয় ?
(ক) ১৯০৩ (খ) ১৮৬৯ (গ) ১৮৮৯ (ঘ) ১৮৫৪
৪৭। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়—
(ক) পাগ-মার্ক (খ) ফুটমার্ক (গ) GIS (ঘ) কোয়ার্ডবেট
৪৮। মস্তিস্ক কোন তন্ত্রের অঙ্গ ?
(ক) স্নায়ুতন্ত্রের (খ) রেচন তন্ত্রের (গ) পরিপাক তন্ত্রের (ঘ) শ্বাস তন্ত্রের
৪৯। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে ?
(ক) ডিজেল (খ) পেট্রোল (গ) অকটেন (ঘ) সিএনজি
৫০। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না ?
(ক) OPT (খ) NOON (গ) SOS (ঘ) OTTO
৫১। কীসের স্রোতে নদীখাত গভীর হয় ?
(ক) সমুদ্রস্রোত (খ) নদীস্রোত (গ) বানের স্রোত (ঘ) জোয়ার-ভাটার স্রোত
৫২। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত ?
(ক) ৯১ বর্গ কিলোমিটার (খ) ৯ বর্গ কিলোমিটার (গ) ৭ বর্গ কিলোমিটার (ঘ) ৮ বর্গ কিলোমিটার
৫৩। ‘অলিভ টারটেল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় ?
(ক) সেন্টমার্টিন (খ) রাঙাবালি (গ) চর আলেকজান্ডার (ঘ) ছেড়াদ্বীপ
৫৪। মহাজাগতিক রশ্মির আবিস্কারক—
(ক) হেস (খ) আইনস্টাইন (গ) টলেমি (ঘ) হাবল
৫৫। ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম ?
(ক) উন্নত ও কৃষি যন্ত্রপাতির নাম (খ) উন্নত জাতের ধানের নাম
(গ) দু’টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম (ঘ) উন্নত জাতের গমের নাম
৫৬। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
(ক) প্রতিসরণ (খ) বিচ্ছুরণ (গ) অপবর্তন (ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন
৫৭। সুনামির (Tsunami) কারণ হলো —
(ক) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত (খ) ঘূর্ণিঝড় (গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ (ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
৫৮। কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে ?
(ক) ১ সেকেন্ড (খ) ০.১ সেকেন্ড (গ) ০.০১ সেকেন্ড (ঘ) ০.০০১ সেকেন্ড
৫৯। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে ?
(ক) সৌর বছর (খ) কসমিক ইয়ার (গ) আলোক বর্ষ (ঘ) পালসার
৬০। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে ?
(ক) মেলানিন (খ) থায়ামিন (গ) ক্যারোটিন (ঘ) হিমোগ্লোবিন
৬১। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
(ক) ৩১ জানুয়ারি ১৯৫২ (খ) ২ ফেব্রুয়ারি ১৯৫২ (গ) ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ (ঘ) ২০ জানুয়ারি ১৯৫২
৬২। যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় —
(ক) প্যাথজেনিক (খ) ইনফেকশন (গ) টক্সিন (ঘ) জীবাণু
৬৩। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক —
(ক) কম হয় (খ) বেশি হয় (গ) ঠিক থাকে (ঘ) কোনটিই নয়
৬৪। মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি ?
(ক) রাশিয়া (খ) যুক্তরাষ্ট্র (গ) ইরান (ঘ) জার্মানি
৬৫। নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ?
(ক) সড়ক দূর্ঘটনা (খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ (গ) ক্যান্সার (ঘ) বায়ু দূষণ
৬৬। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম ?
(ক) রাখাইন (খ) মারমা (গ) পাঙন (ঘ) খিয়াং
৬৭। বাঙ্গালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত ?
(ক) দ্রাবিড় (খ) নেগ্রিটো (গ) ভোটচীন (ঘ) অস্ট্রিক
৬৮। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
(ক) সুশাসন (খ) আইনের শাসন (গ) রাজনীতি (ঘ) মানবাধিকার
৬৯। ‘সুবর্ণ মধ্যক’ হলো —
(ক) গাণিতিক সমাধান (খ) দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
(গ) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান (ঘ) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
৭০। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো —
(ক) স্বাধীনতা (খ) ক্ষমতা (গ) জনকল্যাণ (ঘ) কর্মদক্ষতা
৭১। ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ?
(ক) নিকট প্রাচ্য (খ) পূর্ব আফ্রিকা (গ) দক্ষিণ-পূর্ব আফ্রিকা (ঘ) পূর্ব ইউরোপ
৭২। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন ?
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা (খ) সতীদাহ্ নিবারণ ব্যবস্থা (গ) দ্বৈত শাসন ব্যবস্থা (ঘ) পুলিশ ব্যবস্থা
৭৩। কোলেস্টেরল এক ধরনের —
(ক) অসম্পৃক্ত এলকোহল (খ) জৈব এসিড (গ) পলিমার (ঘ) এমিনো এসিড
৭৪। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?
(ক) ১২০০ (খ) ১২০৪ (গ) ১২১১ (ঘ) ১২১২
৭৫। নীচের কোনটি ইনপুট ডিভাইস ?
(ক) OMR (খ) COM (গ) Plotter (ঘ) Monitor
৭৬। TCP দিয়ে কোনটি বুঝানো হয় ?
(ক) প্রোটোকল (খ) প্রোগ্রাম (গ) প্রোগ্রামিং (ঘ) ফ্লোচার্ট
৭৭। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ?
(ক) ঐচ্ছিক ক্রিয়া (খ) ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া (গ) অনৈচ্ছিক ক্রিয়া (ঘ) ‘ক’ ও ‘গ’ নাম ক্রিয়া
৭৮। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে ?
(ক) Read-out (খ) Read from (গ) Read (ঘ) উপরের সবগুলোই
৭৯। কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র ?
(ক) Input (খ) Output (গ) উভয়েই (ঘ) কোনটিই নয়
৮০। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা —
(ক) জাপান (খ) ভারত (গ) আফগানিস্তান (ঘ) চীন