ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০০৫

মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষা - ২০১৭ এর প্রশ্ন ও সমাধান

ডেন্টাল কলেজ (বিডিএস) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০০৫
Dental College Admission Test Question and Answer 2005 মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৫ (বহুনির্বাচনী / MCQ )


1. নিচের কোনটির পরিবহন টিস্যু আছে?
✕ মস

✕ শৈবাল

✕ ছত্রাক

✔ ফার্ন

2. Which of the following is correct?
✔ The Tajmahal is one of wonders of the world.

✕ Sahara is in Africa.

✕ The gangs of flows down from the Himalayas.

✕ Bay of Bengal lies to the South of Bangladesh.

3. 0.05 M H2SO4 দ্রবণের PH নির্ণয় কর?
✕ 1.1

✕ 10

✔ 1

✕ 0.10

4. কোনটি সত্য নয়?
✕ বৈদ্যুতিক প্রাবল্য=চার্জ/দূরত্ব২

✕ 1 কুলম্ব= 3×109ই এস এউ চার্জ

✔ বিভব=চার্জ/কাজ

✕ 1 ভোল্ট=108 ই এম ইউ বিভব

5. সম্প্রতি বাংলাদেশের একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টকমার্কেটে প্রবেশাধিকার পেয়েছে।সেটি হল-
✕ স্কয়ার

✕ অপসোনিন

✔ বেক্সিমকো

✕ একমি

6. কোনটি রক্ত জমাট হতে দেয় না?
✕ বিলুরুবিন

✕ অ্যাড্রিন্যালিন

✔ হেপারিন

✕ ইনসুলিন

7. ক্লোরিনের খনিজ লবণ কোনটি নয়?
✔ KCl Mg3(PO4)2,4H2O

✕ KCl, MgCl2, 6H2O

✕ NaCl

✕ KCl

8. নিম্নের কোনটি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে?
✕ অ্যামিটার

✕ অ্যাডাপটর

✕ মটর

✔ ডায়নামো

9. Select the appropriate preposition to complete the following sentence.’ I am looking _ a good job.’
✔ for

✕ into

✕ up

✕ after

10. ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে কোনটি পড়ে না?
✕ দেহ গহ্বরকে সিলোম বলা হয়

✔ দেহাভ্যন্তরে একটি মাত্র নালি দেখা যায়

✕ দেহের কোষগুলো এক্টোডার্ম,মেসোডার্ম ও এন্ডোডার্ম নামক তিনটি কোষস্তরে বিন্যস্ত থাকে

✕ ভ্রূণ স্তরের কোষগুলো বিভিন্ন কলা,অঙ্গ ও তন্ত্র গঠন করে

11. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
✕ হিলিয়াম

✕ আর্গন

✔ সোডিয়াম

✕ নিয়ন

12. 3.5 ডাইঅপ্টার ও -2.5 ডাইঅপ্টার ক্ষমতা বিশিষ্ট দুটি লেন্সকে সংযুক্তে স্থাপন করা হল।যোজনটি ফোকাস দূরত্ব কত মিটার?
✕ 2

✕ 1/2

✔ 1

✕ কোনোটিই নয়

13. Spirogyra-র জন্য নিম্নের কোনটি প্রযোজ্য নয়?
✔ এদের অযৌন প্রজনন সংঘটিত হয় না

✕ দেহ বহুকোষী, শাখা-প্রশাখা যুক্ত ও সূত্রাকার

✕ একটি অতি সাধারণ ও সহজলভ্য সবুজ শৈবাল

✕ এই গণে বর্ণিত ১৮০ টি প্রজাতি রয়েছে

14. Select the appropriate preposition to complete the following sentence.’Rowshan was admitted _ the 1st year MBBS course in Comilla Medical College.’
✕ in

✕ to

✕ of

✔ into

15. স্টার্চ কিসের উপস্থিতিতে স্যুগারে পরিণত হয়?
✕ জাইমেজ

✕ ইনভার্টেজ

✔ ডায়াস্টোজ

✕ মলটেজ

16. নিম্নের কোনটি ডায়াচৌম্বক পদার্থের উদাহারণ?
✔ তামা

✕ নিকেল

✕ অ্যালুমিনিয়াম

✕ ম্যঙ্গানিজ

17. কোন ধাপটি মূত্র সৃষ্টির জন্য প্রয়োজন নয়?
✕ সক্রিয় ক্ষরণ

✕ নির্বাচনমূলক পুনঃশোষণ

✔ শোষণ

✕ অতি পরিস্রাবণ

18. নিম্নের কোনটি ভাইরাসের জন্য সঠিক নয়?
✕ 1937 খ্রিষ্টাব্দে, পিরি এবং বদেন ভাইরাসের স্ফটিক,প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত তা প্রমাণ করেন

✕ 1935 খ্রিষ্টাব্দে আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি তামাকের মোজাইক ভাইরাসকে রোগাক্রান্ত তামাক পাতা থেকে পৃথক করে কেলাসিত করতে সক্ষম হন

✕ ভাইরাস একটি ল্যাটিন শব্দ,যার অর্থ বিষ

✔ 1994 খ্রিষ্টাব্দে, রুশ জীবাণুবিদ আইভানোভসকি তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসাবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন

19. গ্রাফাইটের কাঠামোর নাম কী?
✔ হেক্সাগোনাল

✕ টেট্রাগোনাল

✕ ট্রাইগোনাল

✕ অক্টাগোনাল

20. জিব্রালটার প্রণালি কোন কোন দেশকে পৃথক করে?
✕ পর্তুগাল ও মরক্কো

✕ মরিতানিয়া ও স্পেন

✕ আলজারিয়া ও স্পেন

✔ মরক্কো ও স্পেন

21. Choose the best English translation for the following sentence.
✕ To reach the railway station, one hour is required.

✕ One hour is required to reach the railway station.

✔ It will take an hour to get to the railway station.

✕ It will take an hour to go to the railway station.

22. কোনটি এসিডিক অক্সাইড?
✕ N2O

✔ N2O3

✕ NO

✕ কোনোটিই নয়

23. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ চার ধরণের আর্দ্রতামাপক যন্ত্র আছে

✔ 1894 সালে ফিজো সর্বপ্রথম আলোর বেগ নির্ণয় করেন

✕ গ্যাসের চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক সূচক তিনটি সূত্র আছে

✕ 1 আলোক বর্ষ =9.04×1012 km

24. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
✕ সমুদ্রগুপ্ত

✕ চন্দ্রগুপ্ত

✕ রামপাল

✔ ধর্মপাল

25. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
✔ সমান সংখ্যক প্রোটন

✕ সমান সংখ্যক নিউট্রন

✕ সমান সংখ্যক ইলেকট্রন

✕ কোনোটিই নয়

26. একটি তড়িৎ কোষের বিদ্যুচ্চালক বল 1.4 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম।উহাদের প্রান্তদ্বয় 2.6 ওহম রোধের একটি তার দ্বারা যুক্ত করলে, প্রান্তীয় বিভব পার্থক্য কত ভোল্ট হবে?
✔ 1.3

✕ 2

✕ 1

✕ 1.5

27. জিনতত্ত্বের জন্য কোনটি সঠিক নয়?
✕ কোন জীবে এওকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রনকারী অ্যালীল দুটি অসম প্রকৃতির হলে ,তাকে হেটারোজাইগাস জীব বলে।

✔ DNA জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তর জীবের বৈশিষ্ট্য বহন করে একে ফ্যাক্টর জিন বলে।

✕ কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে।

✕ জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে

28. কোনটি মায়োসিসের জন্য প্রযোজ্য নয়?
✕ নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়

✔ অ্যানাফেজ প্রতিটি ক্রোমোসোমে দু’ভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে যায়,তাই প্রতি মেরুতে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার সমান

✕ প্রোফেজের জাইগোটিন উপ-পর্যায়ে,হোমোলোগাস ক্রোমোসোম জোড়ার সৃষ্টি করে

✕ সাধারণত কায়াজমা সৃষ্টি ও ক্রসিং ওভার হয় তাই হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে বিনিময় ঘটে

29. What is the synonym for ‘opinion’?
✕ misgiving

✕ knowledge

✕ fact

✔ belief

30. নিম্নের কোন তথ্যটি প্লাজমামেমব্রেনের জন্য সঠিক নয়?
✔ খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত করা

✕ এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করা

✕ প্লাজমামেমব্রেনের আধুনিকতম ও সর্বজন গ্রাহ্য গঠনের মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল

✕ বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন-মাইটোকন্ড্রিয়া,গলগি বডি,নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সৃষ্টিতে সহায়তা করা

31. ত্বরণের বৈশিষ্ট্য কোনটি ?
✔ বস্তুর ত্বরণ বলের সমানুপাতিক

✕ ত্বরণের একক ms−1

✕ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে,সময়ের সাথে বস্তুর সরণের হারকে ত্বরণ বলে

✕ ত্বরণের মাত্রা LT−1

32. Identify the correct passive form of the following sentence.’Fayeza is singing a song,’
✔ A song is being sung by Fayeza.

✕ A song was sung by Fayeza.

✕ A song is sang by Fayeza.

✕ A song is sung by Fayeza.

33. কোনটি নিকেলের আকরিক নয়-
✔ স্মললাইট

✕ নিকেলাইট

✕ পেন্টল্যানডাইট

✕ স্মলটাইট

34. যদি মহাকর্ষ বলের সূচক হয় 1, তবে সবল নিউক্লিয় সবল বলের আপেক্ষিক সবলতা কত?
✕ 1030

✔ 1041

✕ 1

✕ 1039

35. লসিকা সম্বন্ধে কোনটি সঠিক নয়?
✕ লোহিত কণিকা থাকে না

✕ লসিকা নালিতে চলাচল করে

✕ লসিকা স্বচ্ছ

✔ লসিকাতে অণুচক্রিকা আছে

36. অ্যালকোহলের হিমাঙ্ক কত ডিগ্রী সেন্টিগ্রেড?
✕ 138

✕ 135

✔ 130

✕ 133

37. মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘Stop Genocide’ -এর পরিচালক কে ছিলেন?
✕ আলমগীর কবির

✕ বাবুল চৌধুরী

✕ গীতা মেহতা

✔ জহির রায়হান

38. কোন ব্যাকটেরিয়াটি অ্যালকাইন প্রোটিয়েজ এনজাইম উৎপাদনে ব্যবহৃত হয় না?
✕ Streptomyces fradiae

✔ Bacillus firmus

✕ Bacillus licheniformis

✕ Bacillus subtilis

39. Choose the best English translation for the following sentence-‘আমি তাকে যতটা দিয়েছিলুম, তারা তাকে ততটা দিয়েছিল।’
✕ They given him as much as I.

✕ They have given him as much as I.

✔ They gave him as much as I.

✕ They give him as much as I.

40. স্ট্যান্ডার্ড চাপে ও তাপমাত্রায় একটি গ্যাসের 1 লিটারের ভর 1.4246 গ্রাম।গ্যাসটির আণবিক ভর কত?
✔ 32

✕ 25

✕ 23

✕ 30


41. ইথারের জন্য কোন তথ্যটি ভুল?
✕ স্ফুটনাংক 24∘C

✕ সোডিয়ামের সাথে কোন বিক্রিয়া করে না

✕ ইহা একটি গ্যাসীয় পদার্থ

✔ ইহা একটি সক্রিয় যৌগ

42. নিম্নের কোনটি ক্ষমতার জন্য প্রযোজ্য হবে?
✕ ক্ষমতার একক জুল

✔ ক্ষমতার মাত্রা ML2T−3

✕ ক্ষমতার প্রকারভেদ আছে

✕ ক্ষমতা নির্ণয়ে সময়ের প্রশ্ন আসে না

43. ‘A Long Walk to Freedom’ এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে?
✕ ফিডেল ক্যাস্ট্রো

✔ নেলসন ম্যান্ডেলা

✕ আব্রাহাম লিংকন

✕ মহাত্মা গান্ধী

44. কোনটি অগ্ন্যাশয় রসে থাকে না?
✔ পেপসিন

✕ লাইপেজ

✕ ট্রিপসিন

✕ অ্যামাইলেজ

45. রেডিও ও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য কত?
✕ >2.02×104 mn

✔ >2.2×105 mm

✕ >2.02×105 nm

✕ >2.2×105 nm

46. কোনটি প্রাথমিক তড়িৎ কোষের বৈশিষ্ট্য নয়?
✔ ধনাত্মক পাত চিহ্নিত করা থাকে না

✕ রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়

✕ ব্যয়বহুল

✕ কোষের উপাদান বদলাবার প্রয়োজন হয় না

47. ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কী?
✕ রুবিওলা

✔ ফ্ল্যাভিভাইরাস

✕ ভেরিওলা

✕ হার্পিস সিমপ্লেক্স

48. Choose the best indirect sentence of the following.’Nazneen said,’Farzana isn’t the soup boiling yet?’
✕ Nazneen ask Farzana if the soup was not boiling by that time.

✕ Nazneen asked Farzana the soup was not boiling by that time.

✕ Nazneen ask Farzana if the soup is not boiling by that time.

✔ Nazneen asked Farzana if the soup was not boiling by that time.

49. কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়?
✕ পর্শুকা

✕ শ্বাসনালী

✔ ইউস্টেশিয়ান নালী

✕ স্তন্যপায়ীর নাক

50. নিম্নের কোনটি নিউক্লিয়ার ফিউশানের বৈশিষ্ট্য?
✔ অত্যাধিক উচ্চ তাপমাত্রায় ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসকে উত্তপ্ত করে এই বিক্রিয়া ঘটানো হয়

✕ প্রচুর নিউক্লিয় বর্জ্য অবশেষ থাকে

✕ চেইন বা শিকল বিক্রিয়া যা অনবরত চলতে থাকে

✕ পারমাণবিক চুল্লীতে এই বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব

51. যদি কোন লক্ষ্যবস্তু অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে অবস্থিত হয়, তবে ঐ বস্তু থেকে দর্পণে আপতিত আলোকরশ্মির প্রতিফলনের ফলে, প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কি রূপ হবে?
✕ লক্ষ্যবস্তু থেকে খর্বিত ,অবাস্তব ও সোজা

✕ লক্ষ্যবস্তু থেকে অত্যন্ত খর্বিত, বাস্তব ও উল্টো

✔ লক্ষ্যবস্তুর সমান,বাস্তব ও উল্টো

✕ লক্ষ্যবস্তু থেকে খর্বিত, বাস্তব ও উল্টো

52. স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহারণ নয় কোনটি?
✕ আলু

✕ হলুদ

✕ আদা

✔ ছত্রাক

53. Which of the following sentence has correct form of verbal noun?
✕ The boys are fond of swim.

✕ Eat voraciously is injurious to health.

✕ he has ruined his eye-sight by read small print.

✔ Singing to myself was my chief delight.

54. নিম্নের কোন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি নিক্ষেপ করে দেহের সুস্থ কোষ কলা ঠিক রেখে ক্যান্সার টিউমার কোষ কলাকে ধবংস করা হয়?
✔ কোবাল্ট-60

✕ কার্বন-14

✕ আয়োডিন-131

✕ ফসফরাস-32

55. 20N এবং 60N মানের দুটি ভেক্টর রশ্মির মধ্যকার কোণ 30∘C ।রাশি দুটির লব্ধির মান কত N হবে?
✕ 69.77

✕ 96.77

✔ 77.96

✕ 77.69

56. 250∘C তাপমাত্রায় 50L আয়তনের একটি সিলিন্ডার 15atm চাপে বায়ু দ্বারা পূর্ণ আছে।যদি বায়ুমন্ডলের চাপ 25∘C তাপমাত্রায় 1atm হয় এবং ঐ সিলিন্ডারে মুখ খুলে দেয়া হয়, তবে কত লিটার (L) বায়ু সিলিন্ডার থেকে বের হয়ে যাবে?
✕ 699

✕ 690

✔ 700

✕ 701

57. নিম্নের কোনটি গ্যামিটোজেনেসিসের জন্য সঠিক নয়?
✕ শুক্রাণু-নিউক্লিয়াসের সম্মুখপ্রান্তে গলগি বডি থেকে অ্যাক্রোসোম সৃষ্টি হয়

✔ ব্যাঙের সাইটোপ্লাজমসহ ডিম্বাণু নিউক্লিয়াসটি কুসুম থেকে পৃথক হয়ে ডিম্বাণুর নিম্নপ্রান্ত জুড়ে থাকে

✕ স্পার্মিওজেনেসিসে হ্যাপ্লয়েড ক্রোমোসোম সেটের DNA অপরিবর্তিত থাকে

✕ প্রত্যেকটি উত্তগোনিয়াম ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোসোম বহন করে

58. প্রথমবারের মতো বাংলাদেশের বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়-
✕ চট্টগ্রামে

✔ ফেনীতে

✕ নোয়াখালীতে

✕ লক্ষ্মীপুরে

59. কোন তথ্যটি এনজাইমের জন্য সঠিক নয়?
✕ খুব অল্পমাত্রায় উপস্থিত থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে

✕ এনজাইম কলয়েডের মতো

✕ কার্যকারিতা PH দ্বারা নিয়ন্ত্রিত হয়

✔ কার্যকারিতা নির্দিষ্ট নয়

60. Which form of the verb within the bracket will be the most appropriate for the following sentence?”If were you,I (handle) the situation more carefully”.
✕ will handle

✔ would handle

✕ handled

✕ would have handle

61. C, H এবং O দ্বারা গঠিত জৈব যৌগে C=39.9%, H=6.75% এবং অবশিষ্ট অক্সিজেন আছে।যৌগটির বাষ্প ঘনত্ব 30 হলে যৌগের আণবিক সংকেত নির্ণয় কর?
✕ C2H2O

✔ C2H4O2

✕ C4H8O4

✕ C3H8O2

62. একটি ট্রেন 3ms−2 সমত্বরণে চলছে এবং আদি বেগ 10ms−1 ।ট্রেনটি যখন 60m পথ অতিক্রম করবে, তখন এর বেগ কত হবে?
✕ 21.54ms−2

✕ 21.44ms−2

✔ 21.45ms−1

✕ 21.54ms−1

63. বিশ্বের প্রথম ক্লোন ভেড়া ‘ডলি’ সম্প্রতি কোন রোগে মৃত্যুবরণ করে?
✕ ক্যান্সার

✕ টিউবারকিউলোসিস

✕ নিউমোনিয়া

✔ আর্থাটিস

64. লৌহ পৃথকীকরণ-এ কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না?
✕ বিগলন

✕ ভস্মীকরণ

✕ গাঢ়ীকরণ

✔ তড়িৎ বিশোধন

65. লোহার কুরী বিন্দু কত ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায়?
✕ 840

✕ 780

✕ 670

✔ 400

66. কোন তথ্যটি ফার্মেন্টেশন প্রক্রিয়ার জন্য সঠিক নয়?
✕ অক্সিজেনের উপস্থিতিতে ঘটতে পারে

✕ এতে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইম কোষের বাইরে নিঃসৃত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে

✕ এটি কোষের বাহিরে হয়

✔ দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়

67. Choose the best English translation for the following sentence. ‘চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হওয়া সত্ত্বেও, প্রত্যেক বছর বিশেষ করে তৃতীয় বিশ্বে বিভিন্ন রোগে হাজার হাজার লোক মারা যায়।’
✕ In spite of tremendous advancement in medical science, thousands of people die of vyear,especiallyarious disease every in the third world countries.

✕ In spite of tremendous advancement in medical science, thousands of people died of vyear,especiallyarious disease every in the third world countries.

✔ In spite of tremendous advancement in medical science, thousands of people die of vyear,especiallyarious disease every in the third world countries.

✕ In spite of tremendous advancement in medical science, thousands of people die of vyear,especiallyarious disease every in the third world countries.

68. যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিম্নের কোন দেশ উপহার দেয়?
✕ বেলজিয়াম

✕ যুক্তরাজ্য

✔ ফ্রান্স

✕ ইতালি

69. HClO4− এ ক্লোরিনের সঠিক জারণ সংখ্যা কত?
✔ +6

✕ +7

✕ +5

✕ +4

70. নিম্নের কোনটি সঠিক?
✔ স্ট্রোক হচ্ছে উচ্চ রক্তচাপজনিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিলতা

✕ বেসোফিল অ্যান্টিবডি উৎপন্ন করে

✕ রক্তের প্রায় 45% তরল প্লাজমা

✕ লোহিত রক্ত কণিকা রক্তের তরলতা রক্ষা করে


71. Fill in the blank with appropriate preposition. The girl burst _ tears.
✔ into

✕ no

✕ with

✕ in

72. একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাগে নিঃসরণ হার 6;5 ।ক্লোরিনের ঘনত্ব 36 হলে, অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত?
✕ 20

✕ 24

✔ 25

✕ 50

73. নিম্নের কোনটি তড়িৎ প্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়ার জন্য সঠিক নয়?
✕ তড়িৎ প্রবাহের দরুণ তাপ উৎপন্ন হয়

✕ শক্তির এক প্রকারের একক কিলোওয়াট ঘন্টা

✔ রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে ফলে উৎপন্ন হয় না

✕ তড়িৎ বর্তনীতে শক্তি ব্যয়িত হয়

74. চক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য কোনটি সত্য নয়?
✔ NADP বিজারিত হয় না

✕ অক্সিজেন উৎপন্ন হয় না

✕ এই প্রক্রিয়ায় ফটোসিস্টেম-১ অংশগ্রহণ করে

✕ পানির প্রয়োজন হয়

75. What is the antonym for ”quit”?
✕ stop

✔ relinquish

✕ take up

✕ give up

76. চশমার ক্ষমতা যদি +2 ডাইঅপ্টার হয়, তা হলে লেন্সটি নিম্নের কোনটি হবে?
✕ অবতল,ফোকাস দূরত্ব 50cm

✕ উত্তল,ফোকাস দূরত্ব 20cm

✕ অবতল,ফোকাস দূরত্ব 20cm

✔ উত্তল,ফোকাস দূরত্ব 50cm

77. কোনটি স্থুল সংকেত ও আণবিক সংকেত একই?
✕ হাইড্রোজেন পার-অক্সাইড

✕ বেনিজিন

✔ গ্লুকোজ

✕ ওলিয়াম

78. ম্যালেরিয়া পরজীবির কোন ধাপটি মশকী দংশনের সময় মানবদেহে প্রবেশ করে?
✕ উওসিস্ট

✔ স্পোরোজয়েট

✕ জাইগোট

✕ উওকিনেট

79. কোনটি উত্তম অগ্নি নির্বাপক?
✔ CBr2CIF

CO2

✕ CCl4

✕ কোনোটিই নয়

80. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✕ চীনের পার্লামেন্টের নাম কংগ্রেস

✕ পদ্মা নদীর উৎপত্তিস্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ

✕ ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ইং সালে প্রতিষ্ঠিত হয়

✔ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ইং সালে প্রতিষ্ঠিত হয়

81. কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
✕ ১৯৩০

✕ ১৯২০

✔ ১৯২২

✕ ১৯৩২

82. নিম্নের কোনটি জার্মেনিয়ামের ধর্ম?
✕ আপেক্ষিক গুরুত্ব 5.5(25∘C)

✕ পারমাণবিক ভর 72

✔ ধূসর আভাযুক্ত সাদা বর্ণের উজ্জ্বল ধাতু

✕ গলনাংক 900∘C

83. একটি বৈদ্যুতিক স্টোভের গায়ে 1000 watt এবং 200 volt লেখা আছে।গরম অবস্থায় এর রোধ কত হবে?
✔ 40

✕ 50

✕ 80

✕ 60

84. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ T2 ব্যাকটেরিওফায ভাইরাসের গঠন বেশ জটিল

✕ ভাইরাসের দেহে কোনরূপ বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয় না

✔ প্রোক্যারিয়টেরগঠন জটিল ও অত্যন্ত ক্ষুদ্র

✕ ইউক্যারিয়টের সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে

85. Select the most appropriate words to complete the following sentence. ‘We waited until the plane -‘
✕ had taken off

✕ had not taken off

✕ did not take off

✔ took off

86. কোনটি মালপিজিয়ান নালিকার জন্য প্রযোজ্য নয়?
✕ রক্ত থেকে আলট্রাফিলট্রেশনের মাধ্যমে রেচন দ্রব্যসহ অনেক প্রয়োজনীয় বস্তু প্রক্সিমাল প্যাঁচানো নালিকায় প্রেরণ করে

✕ নালিকার এক প্রান্ত মেসনটেরনের এবং পশ্চাৎ খাদ্যনালীর সংযোগস্থলে সংযুক্ত , অন্যপ্রান্ত হিমোসিলে ভাসমান থাকে

✕ ইহা আরশোলার রেচন অঙ্গ

✔ এদের সংখ্যা 60-100 টি

87. 27∘C তাপমাত্রায় 0.526atm চাপে 15gm নাইট্রোজেনের আয়তন কত লিটার হবে?
✕ 25.5

✔ 25.05

✕ 2.505

✕ 25.005

88. কোন পুকুরের তলদেশে খাড়াভাবে তাকালে একটি মাছকে 3m নিচে মনে হয়।পানির প্রতিসরনাঙ্ক 1.33 হলে, পুকুরটির প্রকৃত গভীরতা কত?
✕ 4.33

✔ 3.99

✕ 3.50

✕ 3.69

89. নিম্নের কোন তথ্যটি ঐ অণুজীবের জন্য সঠিক নয়?
✔ ভাইরাসে বংশগতিক পুনঃসংযোগ ঘটে না বলে প্রমাণ আছে

✕ ব্যাকটেরিয়ায় DNA ও RNA উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে

✕ ভাইরাস কেবল সজীব কোষের ভেতর বংশবৃদ্ধি করতে পারে

✕ ব্যাকটেরিয়াকে কেলাসিত করলে, জীবনের লক্ষণ প্রকাশ করে না

90. Which one of the following sentence is correct?
✕ I, she and you ate snacks.

✕ She, I and you ate snacks.

✕ You, I and she ate snacks.

✔ You, she and I ate snacks.

91. 10g ভরের একটি বুলেট 4kg ভরের একটি বন্দুক থেকে 200ms−1 বেগে নিক্ষিপ্ত হল। বন্দুকটির পশ্চাৎ বেগ কত?
✕ 0.7 ms−1

✕ 0.6 mms−1

✔ 0.5 ms−1

✕ 0.5 kms−1

92. কোনটি ওজোন স্তরের সবচাইতে বেশি ক্ষতিকারক বস্তু?
✔ ক্লোরোফ্লরোকার্বন

✕ হাইড্রোক্লোরোফ্লরোকার্বন

✕ মিথাইল ব্রোমাইড

✕ কার্বন টেট্রাক্লোরাইড

93. অ্যান্টিফ্রিজ বা হিমরোধকরূপে ব্যবহৃত হয়-
✔ 40% গ্লাইকল ও 60% পানির মিশ্রণ

✕ পাওয়ার অ্যালকোহল

✕ 60% গ্লাইকল ও 40% পানির মিশ্রণ

✕ মিথিলেটেড স্পিরিট

94. কোনটি প্রাইমারী ক্রমাগমন জেরোসেরির বৈশিষ্ট্য ?
✕ ফাইটোপ্লাকটন দশা দিয়ে এর সূচনা হয়

✕ সাতটি দশায় এর সমাপ্তি ঘটে

✔ ছয়টি দশার এর সমাপ্তি ঘটে

✕ চতুর্থ দশার উদ্ভিদের মধ্যে নলখাগড়া উদ্ভিদ অন্যতম

95. সবুজ টমেটো লাল হয় কোন?
✕ ক্রোমোপ্লাস্টে পরিণত হয়

✕ ক্লোরোপ্রাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তিত হয়

✕ পুরাতন ক্লোরোপাস্ট দূরীভূত হয়ে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়

✔ কোনোটিই নয়

96. রাজাম্ল হচ্ছে –
✕ 3 ভাগ HNO3 +1 ভাগ HCl- এর মিশ্রণ

✕ 3 ভাগ HCl+1 ভাগ H2SO4- এর মিশ্রন

✕ 1 ভাগ HCl +3 ভাগ HNO3 – এর মিশ্রন

✔ 1 ভাগ HNO3 +3 ভাগ HCl – এর মিশ্রণ

97. কোনটি আরশোর রক্তের বৈশিষ্ট্য নয়?
✔ দুই ধরনের হিমোসাইট দেখা যায়। যথা -প্রোহিমোসাইট ও ট্রানজিশনাল হিমোসাইট

✕ আরশোলার রক্ত বর্ণহীন

✕ রক্তের আপেক্সিক গুরুত্ব 7.5-8.0

✕ রক্ত প্রধানত কাদ্যসার ও বর্জ্য পদার্থ সংবহনের কাজ করে

98. ক্রোম ইস্পাতে আয়রনের পরিমাণ শতরা (%) কত?
✔ 9৯৭

✕ ৮০

✕ ৭৩

✕ ৮৬

99. কোনটি Entamoeba histotica – র জীবন চক্রের চারটি দশার একটি নয়?
✕ মেটাসিস্টিক

✕ ট্রোফজেয়েট

✕ ক্রিপ্টোজয়েট

✔ আবরণী বদ্ধ

100. Amin said,” I have been working since 9 am.
✕ Amin said that he is working since 9 am

✕ Amin said that he has been working since 9 am

✕ Amin said that he was worked till 9 am

✔ Amin said that had been working since 9 am

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!