বাংলাদেশের মোট বিভাগ, সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন সংখ্যা (সর্বশেষ তথ্য, ২০১৯)

বাংলাদেশের মোট বিভাগ,সিটি কর্পোরেশন,জেলা

বাংলাদেশের মোট বিভাগ, সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন এর সংখ্যা (সাম্প্রতিক তথ্য)
বাংলাদেশ বিষয়াবলী (সাম্প্রতিক তথ্য)  সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর।
বাংলাদেশের মোট বিভাগ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন এর সংখ্যা।
Bangladesh Affairs General Knowledge Question and Answer (Division, City Corporation, District, Thana, Union and Village).

সর্বশেষ তথ্য, ২০১৯ অনুযায়ীঃ

বিভাগ ঃ 
১| মোট বিভাগ: ৯টি।
২| সর্ব‌শেষ বিভাগ: পদ্মা বিভাগ (বৃহত্তম ফ‌রিদপুর‌কে কেন্দ্র ক‌রে)।
৩| যে ৫টি জেলা নি‌য়ে পদ্মা বিভাগ গ‌ঠিত হ‌য়: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর।
৫| দে‌শের সব‌চে‌য়ে বড় প্রশাস‌নিক বিভাগ: চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম: ময়মন‌সিংহ।
৬| ঢাকা বিভাগ ভে‌ঙ্গে এ পর্যন্ত ২টি বিভাগ গ‌ঠিত হয়।
(ক) ময়মন‌সিংহ বিভাগ
(খ) পদ্মা (ফ‌রিদপুর) বিভাগ
৭| নতুন পদ্মা বিভাগ গ‌ঠিত হওয়ায় ঢাকা বিভা‌গে বর্তমান জেলা সংখ্যা ৮টি (পূ‌র্বে ছি‌লো ১৩টি)।

সিটি কর্পোরেশন ঃ
১। মোট সিটি কর্পোরেশন: ১৩টি।
২| সর্বশেষ: ফ‌রিদপুর সি‌টি কর‌পো‌রেশন।
৩| নতুন নিয়ম: বিভাগীয় শহর ছাড়া আর নতুন করে কো‌নো সিটি করপোরেশন হবে না।
৪। সবচেয়ে ছোট ও বড় সিটি কর্পোরেশন যথাক্রমে: সিলেট (২৬.৫ বর্গকি.মি.) ও গাজীপুর (৩২৯.৯ বর্গকি.মি.)।

পৌরসভা ঃ
১। মোট পৌরসভা: ৩২৮টি।
২| সর্বশেষ পৌরসভা: বিশ্বনাথপুর, সি‌লেট।

থানা ঃ
১। মোট থানা: ৬৪৭টি।
২| সর্বশেষ একসা‌থে ৭টি থানা চালু হচ্ছে।

উপজেলা ঃ
১। মোট উপজেলা: ৪৯২টি।
২| সর্বশেষ: শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)

ইউ‌নিয়ন ঃ
১| মোট ইউনিয়ন: ৪৫৭১টি

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!