পিএসসি (PSC) কর্তৃক নির্ধারিত ১২ টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০১

পিএসসি সহকারী পরিচালক পরীক্ষা

পিএসসি (PSC) কর্তৃক নির্ধারিত ১২ টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০১
PSC (Public Service Commission) Job Exam Question and Answer 2001 (12 Posts Combined Test)

বাংলা অংশ 

১. নিচের উক্তিটি কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে ? ” পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি -প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে , দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে।”

স্বাধীনতা তুমি

গর্জে উঠো স্বধীনতা

তোমাকে পাওয়ার জন্য , হে স্বাধীনতা

গুড মনিং বাংলাদেশ

২. বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি-

সৈয়দ সুলতান

শাহ্ মুহম্মদ সগীর

আলাওল

আবদুল হাকিম

৩. বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?

লিপিমালা

ইতিহাসমালা

মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং

রাজা প্রতাপাদিত্য চরিত্র

৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা–

প্রভবতী সম্ভাষণ

জীবন চরিত

বেতাল পঞ্চবিংশতি

সীতার বনবাস

৫. “রে পথিক ! রে পাষাণ হৃদয়! কি লোভে এতো ত্রন্তে দৌঁড়িতেছে ?কি আশায় খন্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে? এ শিরে হায়! ও খন্ডিত শিরে তোমার প্রয়োজন কি? ” উদ্বৃতাংশটুকু কোন গ্রন্থের ?

রাজসিংহ

পুরুবিক্রম

নবাব সিরাজ-উদ -দ্দৌলা

বিষাদ -সিন্ধু

৬. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?

বেদান্ত চন্দ্রিকা

বেদান্ত গ্রন্থ

বেদান্ত সার

পথ্য প্রদান

৭. রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প

কাবুলিওয়ালা , মুসলমানীর গল্প ও সমাপ্তি

ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

সমস্যা পূরণ, মুকুট ও সুভা

৮. শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন –

ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর

বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

৯. ” যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।” চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?

১০. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?

কাকের নিদ্রার ন্যায়

অগভীর সতর্ক নিদ্রা

অনিষ্ট চিন্তা

কপট নিদ্রা

১১. ‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-

পদ +ধতি

পৎ + ধতি

পথ + ধতি

পদ্ + হতি

১২. উপসর্গজাত শব্দ কোনটি?

অপিচ

অধীত

অজিন

অগ্রজ

১৩. নীল যে অম্বর = নীলাম্বর – কোন সমাস?

বহুব্রীহি

তৎপুরুষ

কর্মধারয়

অব্যয়ীভাব

১৪. ভাববাচ্যের উদাহরণ –

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেকেছে

কুকুর লোকটিকে কামড়াল

ইংরেজী অংশ  
1. The antonym for the word ‘resemblance’ is–

indentity

similarity

defference

dissembling

2. Indicate the complex sentence-

Nazma asked some favour of her friends

Kawsar is such good man that you can fully rely on him

Rahim says what he means and he means what he says

Grief turned his hair gray

3. Identify the correct sentence –

Hen falt down due his own carelessness

His all was due his own carelessness

His carelessness was due to his own fall

He fell down due to the stairs of his own carelessness

4. choose the correctly spelt word –

Hallucination

Hellucination

Halusination

Hallusination

5. Choose the appropriate preposition for the sentence: Graf looked in awesome form as she cruised — an easy 6-2, 6-1 victory in the final game.

on

over

in

to

6. choose the sentence with the correct agreement of pronouns –

Rahima kindly helped you ,me and him

Rahima kindly helped you, him and me

Rahim kindly helped me, him and you

Rahim kindly helped him, you and me

7. choose the appropriate meaning of the underlined idom: Mowlana Abdul Hamid khan Bhasani has done yeoman’s service to the country.

An adventurous service

Render a vluable service

Render an ordinary service

Agitate the people

8. choose the correct pair of words which will complete the sentence : He was terribly — by the — of his efforts.

delighted , thrills

upset, outcome

intoxicated, dreams

activated, prospects

9. The word ‘scattered’means-

To throw something any how

To drop something vertically

To arrange something carefully

To spread something sideways

10. choose the correct tense-

Scarcely had we started than it began to rain

scarcely had we started when it began to rain

Scarcely had we started but it started to rain

Scarcely had we but it began to rain

11. choose the right use of the article in the following sentences:

An ant is the intelligent insect

The ant is an intelligent insect

A ant is the intelligent insect

An ant is a intelligent insect

12. According to this passage, bacteria are-

poisons

very small

larger than virus

plants

13. The writer says that viruses are alive because they-

have complex atomic structure

move

multiply

need warmth and light

14. the atomic structure of viruses-

is variable

is strictly defined

can not be analyzed chemically

is more complex than that of bacteria

15. According to instructions , what should you do before taking this medication?

Mix it

Heat it

Add water to it

see a doctor

16. For whom a dosage of two teaspoonfuls be recommended?

A 10-14 year old child

A 6-+9 year old child

A 3-5 year old child

An adult

17. what is the maximum amount of medication be recommended ?

Two doses

Four doses

Six dises

Eight doses

18. How are the children’s dosages determine ?

By the weight of the child

By the age of the child

By the time of day

By consulting a physician

19. Most likely, this medication is —

Pill

an injection

a lozenge

a liquid

20. Identify the correct parts of speech of the word underlined in the sentence : Whichever of the three sisters you choose to nary, you will have a good wife.

Adjective of number

Countable noun

pronoun

adverb

21. what kinds of parts of speech ?

7

8

5

2

গণিত অংশ 
১. টাকায় ৪টি এবং টাকায় ৬টি দরে সমান সংখ্যক আমড়া কিনে এক ব্যক্তি টাকায় ৫ টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত ?

ক্ষতি ১%

লাভ ১%

ক্ষতি ৪%

কোনো লাভ -লোকসান নেই

২. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ঃ৩ থাকলে , ১০ (দশ) বছর পর এ অনুপাত কি হবে?

৩১ : ১৬

১৫ : ১১

১৬ : ১৩

২৫ : ১৮

৩. ১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?

২৪ সে. মি.

৬০ সে. মি.

৬০ মি.

২৪ মি.

৪. দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২ । বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়ে। সংখ্যা দুটি কত?

৭,৩

৮,৪

৯,২

৯,৪

৫. ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল ?

৮ কি. মি.

১২ কি. মি.

৪ কি. মি.

২ কি. মি.

৬. একটি মাকড়সা ভিন্ন গতিতে হাঁটে এবং দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ডে হেঁটে এবং ৯ সেকেন্ডে দৌড়িয়ে ৮৫ কি. দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ডে হেঁটে এবং ২ সেকেন্ডে দৌড়িয়ে ১৩০ মি. দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতিবেগ কত?

হাঁটা ২ মি/ সে, দৌড় ২৫ মি./ সে.

হাঁটা ৩ মি. /সে. দৌড় ৬ মি. /সে.

হাঁটা ৩ মি. / সে, দৌড় ২০ মি. / সে.

হাঁটা ৪ মি. /সে. দৌড় ৫ মি./সে.

৭. একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি ২/৩ হয় । কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে ১ যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হয় । ভগ্নাংশটি কত?

৪/৫

৩/৪

৭/৯

৫/৬

৮. ক এর কাছে খ এর চারগুণ মার্বেল আছে। ক যদি খ কে ১৮ টি মার্বেল দেয়, তবে উভয়ের নিকট সমানসংখ্যক মার্বেল হবে। ক ও খ এর কাছে কতটি মার্বেল আছে?

৬০,১৫

৪৮,১২

২৪,৬

৩২,৮

৯. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়?

৬২ কেজি

৬৮ কেজি

৮০ কেজি

৭২ কেজি

১০. একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পুর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত?

৫৪ মাইল / ঘন্টা

৫০ মাইল / ঘন্টা

৫২.৫ মাইল / ঘন্টা

৫৫ মাইল /ঘন্টা

১১. ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?

০.০২১

০.০২২

০.০০২১

০.০৪৭

১২. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে।ট্রেনটির দৈর্ঘ্য কত?

৯০০ মিটার

৭৫০ মিটার

৬০০ মিটার

৫০০ মিটার

১৩. ৫ টাকায় ২ টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?

৭টি

১০টি

১২টি

১৫টি

১৪. একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে সুদের হার কত?

৪%

৫%

৬ ১/৪%

৭ ১/২%

১৫. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ কমে গেলে। তার মূলধন কত ছিল?

৩২০০ টাকা

৩২০০০ টাকা

২৪০০০ টাকা

৩৬০০০ টাকা

১৬. World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায়?

জেনেভা

ওয়িাশিংটন

রোম

অসলো

১৭. Poverty and Famines গ্রস্থের রচয়িতা কে?

অমর্ত্য সেন

অসলো

জেনেভা

ওনার মিরডাল

১৮. চিনির মূল্য ২০ % কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

১% বাড়লো

২% কমলো

৩% বাড়লো

৪% কমলো

১৯. কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে , যোগফল ৩, ৬, ৯ ,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

৩৬১

৩৫৯

৭২১

১৭৯

সাধারণ জ্ঞান অংশ  
১. পানামা খাল কোন দুই মহাসাগরকে সংযুক্ত করেছে?

আটলান্টিক ও ভূমধ্য মহাসাগর

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

প্রশান্ত ও উত্তর মহাসাগর

ভারত ও প্রশান্ত মাহসাগর

২. ম্যাকমোহন লাইন বর্তমানে কোন দুটি রাষ্ট্রের সীমানা নির্ধারণ করে?

চীন ও রাশিয়া

চীন ও ভারত

ভারত ও পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তান

৩. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?

১৯২৬ সালে

১৯৩৩ সালে

১৯৬৯ সালে

১৯৮৯ সালে

৪. রাশিয়ার কুরঙ্গ নামক পারমাণবিক সাবমেরিনটি কোন সাগরের তলদেশে ডুবেছিল?

কৃষ্ণ সাগর

বাল্টিক সাগর

বেরিং সাগর

উত্তর মহাসাগর

৫. কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে?

১৪৯৮

১৪৯২

১৫১৭

১৬৪৮

৬. ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?

আলী আকবর রাফসানজানী

হাসান রুহানি

মোহাম্মদ খাতামী

রেজা পাহলবী

৭. সম্প্রতি কোন দেশের কৃষ্ণঙ্গরা শ্বেতাঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে?

এঙ্গোলা

দক্ষিণ আফ্রিকা

জিম্বাবুয়ে

সিয়েরা লিয়ন

৮. আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?

২২ জুলাই

২৮ জুলাই

১৭ আগষ্ট

১৬ সেপ্টেম্বর

৯. ইউরো মুদ্রা ১৯৯৯ সনের কোন তারিখে চালু হয়?

১ জানুয়ারি

১৭ জানুয়ারি

৩০ জুলাই

৩১ আগস্ট

১০. আমাদের উপমহাদেশের কোন বিজ্ঞানী বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন?

এইচ আর খোরানা

আবদুস সালাম

সি ভি রমন

চন্দ্রশেখর

১১. ডি-৮ এর পরবর্তী ২০০১ সালের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-

আঙ্কারায়

কুয়ালালামপুর

কায়রোতে

জাকার্তায়

১২. ‘BIMSTGEC’- এর মন্ত্রী পর্যায়ের তৃতীয় সভা ২০০০ সনে জুলাই মাসে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

ঢাকা

কলম্বো

ব্যাংকক

নয়াদিল্লি

১৩. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলায় বাসিন্দা ছিলেন?

ফরিদপুর

টাঙ্গাইল

মুন্সিগঞ্জ

চট্রগ্রাম

১৪. ঐতিহাসিক ২১ দফা আন্দোলনের প্রথম দফা কি ছিল?

প্রাদেশিক স্বয়ত্তশাসন

বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান

পূর্ববাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য বন্ধকরণ

বিনা ক্ষতিপূরণ জমিদারী উচ্ছেদকরণ

১৫. ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে ?

আকবর আলী খান

ড. মুহাম্মদ ইউনূস

ড. দেবপ্র্রিয় ভট্রাচার্য

ড. আতিউর রহমান

১৬. আঙ্গরপাতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

রংপুর

নীলফামারী

লালমনিরহাট

পঞ্চগড়

১৭. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?

যমুনা

তিস্তা

আত্রাই

মহানন্দা

১৮. ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আমাদের প্রধান স্মরণীয় ঘটনা কি?

যমুনা সেতু উদ্ধোধন

পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি

মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ

কুয়ালালামপুর কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত করা

১৯. বাংলাদেশে বর্তমান বাজার দরে মাথাপিছু জিডিপি এর পরিমাণ-

২০১০০ টাকা

১৬৫৮৬ টাকা

১২২৪০ টাকা

৫৬৮১ টাকা

২০. বাংলাদেশের বার্ষিক রাজস্ব আয় কত?

২০৫.৮ বিলিয়ন টাকা

১,৩৯,৬৭০ কোটি টাকা

১২৩.৭ বিলিয়ন টাকা

১১০ বিলিয়ন টাকা

২১. বাংলাদেশের বার্ষিক রপ্তানিকৃত দ্রব্যের (এফওবি) মূল্য –

১৭১.৬ বিলিয়ন টাকা

১৭,৮৮৬.০৬ মিলিয়ন মার্কিন ডলার

২৯৯.২ বিলিয়ন টাকা

৩৬০ বিলিয়ন টাকা

২২. বাংলাদেশের তফসিলী ব্যাংকের ১৯৯৬-৯৭ অর্থবছরে মেয়াদি আমানতের পরিমাণ-

৫০০ বিলিয়ন টাকা

৩৯০.৬ বিলিয়ন টাকা

৩৫৪.৬ বিলিয়ন টাকা

৭৩.৯ বিলিয়ন টাকা

২৩. থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বাংলাদেশের হাসপাতালের সংখ্যা –

৭২৫

৯৩৮

১৩০০

১৩১০

২৪. বাংলাদেশ ১৯৭৪ সালের কোন তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

১৮আগষ্ট

৪ সেপ্টেম্বর

১৬ সেপ্টেম্বর

১৭ সেপ্টেম্বর

২৫. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে লিপিবদ্ধ আছে?

দ্বিতীয় পরিচ্ছেদ

প্রথম পরিচ্ছেদ

তৃতীয় পরিচ্ছদ

উপরের কোনো পরিচ্চদই সঠিক নয়

২৬. ‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?

৮০ (১)

৮১ (১)

৮২

৮৪ (১)

২৭. VSAT ব্যবহার করা হয়-

ভূ -পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য

একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য

ভূ-পৃষ্ঠের একস্থানে থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য

এক ধরনের আবহাওয়া জ্ঞাপক ভূ – উপগ্রহ

২৮. Optical fiber cable – এ তথ্য আদান -প্রদানের মাধ্যমে হলো-

বিদ্যুৎ

আলাে

ইলেক্ট্রো -ম্যাগনেটিক ওয়েভ

বিদ্যুৎ ও আলো উভয়ই

২৯. জাতিসংঘের মিলেনিয়াম সামিটের প্রথম ঘোষণা কোনটি?

এ বিশ্ব সংঘাত শূণ্যকরণ

সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ

এইডস -এর বৃদ্ধির হার বিপরীতমুখীকরণ

২০১৫ সালের মধ্যে হত দরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক হ্রাসকরণ

৩০. বর্তমান বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ-

চীন

যুক্তরাষ্ট্র

ভারত

থাইল্যান্ড

৩১. ২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকে বিভিন্র খেলার সংখ্যা প্রায়-

২৩০

২৬০

৩০০

৩৫০

৩২. আটলান্টসি তৃতীয় বারের মতো ২০০০ সালে মহাশূন্য স্টেশনের সাথে সংযুক্ত হয়-

১০ আগস্ট

১৭ আগস্ট

২৯ আগস্ট

৭ সেপ্টেম্বর

৩৩. এবারের অলিম্পিকে কর্তৃপক্ষ ‘গ্রীন গেইম’ খেলার প্রতিশুতিবদ্ধ যার অর্থ হলো-

সবুজ চত্বরে সমস্ত খেলার আয়োজন করা

সবুজ কাপড়ে যুকব -যুবতি খেলোয়াড়দের খেলায় অংশগ্রহন

অলিম্পিক ভিলেজে যাবতীয় দূষণমুক্ত পরিবেশে খেলোয়াড়দের রাখার ব্যবস্থা করা

অলিম্পিকের যাবতীয় গেইমসে মাদকসেবীদের অংশগ্রহণ থেকে বিরত করা

৩৪. URL হলো-‘‘

Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resource এর ঠিকানা

কতগুলো Network এর বিভিন্ন resource এর ঠিকানা

শুধূ মাত্র একটি LAN এর বিভিন্ন resources – এর ঠিকানা

একটি network এর domain

৩৫. শরীরের কোনো অংশ পোড়া গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?

লবন পানি দেয়া

ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া

বরফ বা পরিষ্কার ঠান্ডা

নারিকেলের তৈল দেয়া

৩৬. দুর্ঘটনায় পতিত কোনো ব্যক্তির ভাঙ্গা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন?

ব্যথা নিবারক মলম জাতীয় ঐষুধ লাগানো

মালিশ করা

শুধু সান্ত্বনা দেয়া

ভাঙ্গা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতালে বা চিকিৎসকের নিকট পাঠানো

বিজ্ঞান অংশ  
১. পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে, কারণ ওখানে-

অক্সিজেন কম থাকে

বায়ুর চাপ কম থাকে

বায়ুর চাপ বেশি থাকে

বায়ু ঠান্ডা থাকে

২. কোনো বস্তুর ওজন কোথায় বেশি থাকে?

খনির ভিতর

পাহাড়ের ওপর

মেরু অঞ্চলে

বিষুব অঞ্চলে

৩. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?

০ ডিগ্রি

১০০ ডিগ্রী

৪ ডিগ্রী

-৪০ ডিগ্রী

৪. রক্তশূণ্যতা বলতে কি বুঝায়?

রক্তের পরিমাণ কমে যাওয়া

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া

রক্তে অণুচক্রিকার পারিমাণ কমে যাওয়া

রক্তরসের পরিমাণ কমে যাওয়া

৫. নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের

০.৫% জলীয় দ্রবণ

০.৯% জলীয় দ্রবণ

১% জলীয় দ্রবণ

২% জলীয় দ্রবণ

৬. মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন ?

মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে

মাটির পাত্র ভালো তাপ পরিবাহী

মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহাস্য করে

মাটির পাত্র তাপ কুপরিবাহী

৭. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

কম হয়

অনেক সময় হয়

বেশি হয়

একই হয়

৮. কম্পিউটারের ব্রেইন হলো-

মেমোরি

হার্ড ডিক্স

বায়োস

মাইক্রো প্রসেসর

৯. Windows -98 Operating system কত বিটের ?

৮টি

১৬টি

৩২টি

৬৪টি

১০. শরীরের কোনো অংশ পোড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?

লবণ পানি দেয়া

ডিম ভেঙ্গে শুধু সাদ অংশ দিয়ে প্রলেপ দেয়া

বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেয়া

নারিকেলের তৈল দেয়া

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!