৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইট bpsc.gov.bd এ প্রকাশ করা হয়েছে । ৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি এর বিস্তারিত আলোচনা করা হল।
৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শুন্য পদসমুহ প্রতিযােগিতামূলক ৪৩তম বিসিএস পরীক্ষা -২০২০ এর মাধ্যমে পূরণের জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হচ্ছে ।
৪৩ তম বিসিএস টাইম লাইন
আবেদনপত্র জমাদানের শুরু : ৩০ ডিসেম্বর ২০২০ (সকাল ১০.০০)
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ৩১ জানুয়ারী ২০২১ (সন্ধ্যা ০৬.০০)
শূণ্য আসনঃ ১৮১৪টি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২০
বয়সসীমা
ক. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২/০১/১৯৯৯ সর্বোচ্চ ০২/১১/১৯৯০ পর্যন্ত)।
খ. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২/০১/১৯৯৯ সর্বোচ্চ ০২/১১/১৯৮৮ পর্যন্ত)
ক্যাডরের নাম ও পদসংখ্যা
সম্প্রতি প্রকাশিত ৪৩ বিসিএস বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার সংখ্যা ১ হাজার ৮১৪। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষাক্যাডারে । অন্যান্য পদগুলোর সংখ্যা নিচে ছক আকারে দেওয়া হল ।
ক্যাডরের নাম | পদসংখ্যা |
শিক্ষা | ৮৪৩ |
প্রশাসন | ৩০০, |
পুলিশ | ১০০ |
পররাষ্ট্র | ২৫ |
অডিট | ৩৫ |
ট্যাক্স | ১৯ |
কাস্টমস | ১৪ |
সমবায় | ২০ |
ডেন্টাল সার্জন | ৭৫ |
অন্যান্য ক্যাডার | ৩৮৩ |