সাধারন জ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য (মহাকাশ বিজ্ঞান)

সাধারন জ্ঞান

সাধারন জ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য (মহাকাশ বিজ্ঞান)

General Knowledge Related Question and Answer for Astrology 

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
 ‘শান্ত সাগর’ অবস্থিত – চাঁদে
 পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
 সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
 “সবুজ গ্রহ” বলা হয়ঃ ইউরেনাস-কে
 সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
 “গ্রহ রাজ” বলা হয়ঃ বৃহষ্পতি-কে
 যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
 শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
 “পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুক্র
 সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
 সৌরজগতের পূর্ণ গ্রহের সংখ্যা ৮টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।


 সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্রিমা সেন্টারাই।
 সর্বপ্রথম হ্যালির ধুমকেতু দেখা যায় – ১৭৫৯ সালে।
 হ্যালির ধুমকেতু দেখা যায় ৭৫ বছর পর পর।
 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব  – ৩ লক্ষ ৮৪ হাজারকি.মি.।
 পৃথিবী থেকে সূর্যের দুরত্ব – ১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)।
 সৌরজগতের উপগ্রহ নেই – বুধ ও শুক্র।
 সূর্যের ভর -প্রায় 1.99 × 10¹³ কিলোগ্রাম।
 সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় -২১ জুন।
 উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে -২১ জুন।
 পৃথিবীতে দিবারাতি সমান থাকে -২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!