বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি ভাষা ও সাহিত্য – বাংলা
BCS and all competitive job exam preparation Bengali language and Literature question and answers
সুত্র দিয়ে সহজে শব্দ মনে রাখার টেকনিক
দেশি শব্দ মনে রাখার কৌশল:
100% কার্যকরী কৌশল
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে
চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব
ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
শব্দ
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা,
কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি ।
পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃ
গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি
খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও
আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা
পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর
পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে
বালতিতে রেখে বোমা বানালেন।
শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস ,
পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা,
কেরানি ,কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি
,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান,
বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ
,নিলাম ও বেহালা ইত্যাদি ।
কিছু তুর্কি শব্দ
মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায়
বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে
দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে
বাবুর্চি তাইদেখে হতবাক।সুলতান মাহমুদ
বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।
শব্দ
*** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি ,
সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা ।
ফারসি শব্দ মনে রাখার কৌশল
ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে
নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার
আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল।
আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায়
বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম
নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা
চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার
সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল।
আরবি শব্দ মনে রাখার কৌশল
আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল
করে হাদিস কোরআন তসবি পড়ার পর হজ
যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও
আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও
জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার
মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম
নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায়
খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান
বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি।
বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ
দাও।
আরবি শব্দ :
ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি,
হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল,
আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার,
মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন,
দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ,
আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা,
লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ
* মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার
টেকনিকঃ
বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে।*** লুঙ্গি
,ফুঙ্গি ***
পাঞ্জাবি শব্দ মনে রাখার টেকনিক
শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক।
ফরাসি শব্দ মনে রাখার কৌশল
বুর্জোয়া ইংরেজ ও দিনেমাররা জাহাজে
বসে ক্যাফেতে পিজা ও বিস্কুট খেতে খেতে
রেস্তোরার পাশে গ্যারেজে ম্যাটিনির
রেনেসা দেখবে বলল।
ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল
ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন ,
হরতন দিয়ে তাস খেলে
শব্দ
ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন
, ইস্কুল
★★★বাংলা বিচিত্রা★★★
➊ রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
-কৃষ্ণকান্তের উইল।
➋ ‘নদী ও নারী’ কার রচনা?
-হুমায়ুন কবির।
➌ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের
সম্পাদক কে?
-হাসান হাফিজুর রহমান।
➍ ব্যাঙের সর্দি-অর্থ কি?
-অসম্ভব ঘটনা।
➎ ‘সংশপ্তক’ কার রচনা?
-শহীদুল্লাহ কায়সার।
➏ ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
-স্পষ্টভাষী।
➐ ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?
-মীর মশাররফ হোসেন।
➑ কাজী নজুরুল ইসলামের প্রথম
প্রকাশিত গ্রন্থ কোনটি?
-অগ্নিবীণা।
➒ ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা
করেন?
-আখতারুজ্জামান ইলিয়াস।
➓ যা সহজে অতিক্রম করা যায় না–
-দুর্গম।