বিসিএস প্রস্তুতি মডেল টেস্ট – বাংলা ব্যাকরণ (প্রিলি প্রশ্ন ও উত্তর)

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর

বিসিএস প্রস্তুতি মডেল টেস্ট – বাংলা ব্যাকরণ (প্রিলি প্রশ্ন ও উত্তর)
BCS Preparation Model Test Bengali Grammar for Preliminary Exam Question and Solution.


১। বাংলা ভাষার ছন্দ কত প্রকার ?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: খ
২। বাংলা সাহিত্যের অলঙ্কার কত প্রকার ?
ক.২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক
৩।কোন বানানগুচ্ছ শুদ্ধ?
ক. অত্যাধিক, ব্যাতিক্রম খ. লাবণ্য, পন্য গ. সখ্যতা, মৌন ঘ.ঘনিষ্ঠ, তিরস্কার
উত্তর: ঘ
৪। নির্ভুল বানান কোনটি?
ক. স্বায়ত্বশাসন খ. স্বায়ত্তশাসন গ. স্বায়ত্ত্বশাসন ঘ. সায়ত্ত্বশাসন
উত্তর: খ
৫। কোন বানানটি শুদ্ধ?
ক. সান্তনা খ. সান্ত্বনা গ. সানতনা ঘ. স্বান্তনা
উত্তর: খ
৬। কোন বানানটি শুদ্ধ?
ক. নিরপরাধী খ. প্রাণিকুল গ. দারিদ্র্যতা ঘ. স্বার্থকতা ঘ. প্রাণিকুল
উত্তর: ঘ
৭। কোন বানাটি শুদ্ধ ?
ক. শ্রদ্ধাঞ্জললী খ.সামঞ্জস্যতা গ.ইতোমধ্যে ঘ. সখ্যতা ?
উত্তর: গ
৮। কোনটি শুদ্ধ বানান ?
ক. শিরচ্ছেদ খ. শিরশ্ছেদ গ. শিরোচ্ছেদ ঘ. শিরঃছেদ
উত্তর: খ
৯। কোনটি শুদ্ধ বানান ?
ক. শ্রদ্ধাস্পদেষু খ. শ্রদ্ধাস্পদেষু গ. শ্রদ্ধাস্পদাষু ঘ. শ্রদ্ধাস্পাদাসু
উত্তর: ক
১০। কোনটি শুদ্ধ বানান ?
ক. সদ্যজাত খ. সদ্দ্যোজাত গ. সদ্যোজাত ঘ. সদ্ব্যজাত
উত্তর: গ
১১। কোনটি শুদ্ধ বানান?
ক. নির্নিমেষ খ. নির্ণিমেষ গ. ণির্নিমেষ গ. নির্নিমেষ
উত্তর: ক
১২। কোনটি শুদ্ধ বানান?
ক. নুনতম খ, ন্যুনতম গ. ন্যূনতম ঘ. নুন্যতম
উত্তর: গ
১৩।‘বঙ্কিম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. রক্তিম খ. ক্লেদাক্ত গ. ঋজু ঘ.বাঁকা
উত্তর: গ

১৪। ‘খিড়কী’ শব্দের বিপরীতার্থক কোনটি?
ক. চিলেকোঠা খ. গুপ্তপথ গ. বাতায়ন ঘ. সিংহদ্বার
উত্তর: ঘ
১৫। ‘প্রচ্ছন্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ব্যক্ত খ. আগমন গ. ভৎসনা ঘ. বিষণ্ন
উত্তর: ক
১৬। ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রচীতী খ. প্রতীচী গ. প্রতিচী ঘ. প্রীতিচী
উত্তর: খ
১৭।‘উচাটান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. উর্ধ্বটান খ. প্রশান্ত গ. চপল ঘ. শীতল
উত্তর: খ
১৮। ‘উগ্র’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. মেজাজ খ.সৌম্য গ. চপল ঘ. শীতল
উত্তর: খ
১৯। ‘সূর্য’ এর প্রতিশব্দ
ক. সুধাংশু খ. শশাঙ্ক গ. বিধু ঘ. আদিত্য
উত্তর: ঘ
২০। ‘সমুদ্র’ এর প্রতিশব্দ
ক. মহীধর খ. অন্তরীক্ষ গ. জলদ ঘ. অর্ণব
উত্তর: ঘ
২১। শিলীমুখ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. ভ্রমর খ. গুহা গ. তীক্ষ্ণপাথর ঘ. কোনটিই নয়
উত্তর: ক
২২। ‘যামিনী’ এর প্রতিশব্দ
ক. প্রসৃন খ. দামিনী গ.শর্বরী ঘ.নিকর
উত্তর: গ
২৩। ‘বিটপী’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. পাদপ খ. দ্রুম গ. তৃণ ঘ. তরু
উত্তর: গ
২৪। ‘বায়স’ শব্দের অর্থ কী ?
ক. শেয়াল খ. বৃদ্ধ গ. কাক ঘ.কোকিল
উত্তর: গ
২৫।‘বলাহক’ এর প্রতিশব্দ
ক. জলাশয় খ.নদী গ. মেঘ ঘ. আকাশ
উত্তর: গ
২৬। ‘মার্তণ্ড’ শব্দের অর্থ ?
ক. সূর্য খ, মরুভূমি গ. চন্দ্র ঘ. আকাশ
উত্তর: ক
২৭। ‘মরুৎ’ এর প্রতিশব্দ
ক. মরুভূমি খ. মরুময় স্থান গ. বায়ু ঘ.মরীচিকা
উত্তর: গ
২৮। ‘পরভৃত’ শব্দের অর্থ
ক. কাক খ. কোকিল গ. বক ঘ. আম্র
উত্তর: খ
২৯। ‘দ্বিপ’ এর প্রতিশব্দ
ক. আলো খ. হাতি গ. জলবে ঘ. বাতি
উ্ত্তর: খ
৩০। ‘তটিনী’ এর প্রতিশব্দ
ক. তরঙ্গিণী খ. তন্বী গ. তরী ঘ. তট
উত্তর: ক
৩১।সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে ?
ক. ড্যাস খ.কমা গ. সেমিকোলন ঘ. হাইফেন
উত্তর: খ
৩২। তারিখ লিখতে কোন যদি চিহ্নের ব্যবহার হয় ?
ক. সেমিকোলন খ. কমা গ. দাঁড়ি ঘ. কোলন
উত্তর: খ

৩৩। বাক্যে সেমিকোলন ( থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. ১ বলতে যে সময় লাগে খ. ১বলার দ্বিগুণ সময় গ. ১সেকেন্ড ঘ. ২ সেকেন্ড
উত্তর: খ
৩৪। ‘শ্রীঘর’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. সুদৃশ্য ঘর খ. বৈঠকখানা গ. জেলখানা ঘ. সরাইখানা
উত্তর: গ
৩৫। ‘হাতজোড়া থাকা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. অলস থাকা খ. নিস্ক্রিয় হয়ে থাকা গ. কর্মব্যস্ত থাকা ঘ. চিন্তায় পড়া
উত্তর: ক
৩৬। ‘হাতির পাঁচ পা দেখা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. অবাক হওয়া খ. গর্বে আনন্দিত হওয়া গ. অহংকার বোধ করা ঘ. ভুল দেখা
উত্তর: খ
৩৫। শিরে সংক্রান্তি’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. আসন্ন বিপদ খ. মাথাব্যথা গ.কুচক্রী মামা ঘ. পাতানো মামা
উত্তর: ক
৩৬। ‘লঙ্ক পায়রা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. পলায়ন করা খ. কুচক্রী গ. উল্টাফল ঘ. ফুলবাবু
উত্তর: খ
৩৭। মাছরাঙ্গার কলঙ্ক এই বাগধারাটির অর্থ কী ?
ক. গোপনে অপরাধ করা
খ. অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা
গ. ডুবে ডুবে জল খাওয়া
ঘ. প্রাণী হত্যাই যার বাঁচার অবলম্বন
উত্তর: খ
৩৮। যে নারীর স্বামী বিদেশে থাকে
ক. প্রষিতভর্তৃকা
খ. প্রেষিতভার্ষা
গ. প্রোষিতভর্তৃকা
ঘ. প্রেসিতভর্ভৃকা
উত্তর: গ
৩৯। শত্রুকে দমন করে যে
ক. শত্রুঘ্ন
খ. অরিন্দম
গ. শত্রুহন্তা
ঘ. কৃতঘ্ন
উ্ত্তর: খ
৪০। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
ক. আমি ঘুম থেকে জেগেছি
খ. আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
গ. আমি বেশ ঘুম দিয়েছি
ঘ. তোমার ভাল ঘুম হয়েছিল তো ?
উত্তর: খ
৪১। ‘জল পড়ে, পাতা নড়ে । এখানে জল ও পাতা কোন কারক- বিভক্তি?
ক. কর্তায় প্রথমা খ. কর্তায় সপ্তমী গ. কর্তায় চতুর্থী ঘ. কর্তায় তৃতীয়
উত্তর: ক
৪২। দশে মিলে করি কাজ । এখানে দশে কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারকে ২য় খ. সম্প্রদান কারকে ৭মী গ. কর্তৃকারকে ৭মী ঘ. কর্তৃকারকে ৭মী
উত্তর: গ

৪৩। ‘ভোরে সূর্য উদিত হয়’- উদাহরণটি কোন বর্তমান কালের ?
ক. সাধারণ খ. ঘটমান গ. নিত্যবৃত্ত ঘ. পুরাঘটিত
উত্তর: গ
৪৪। কোন দুটি পদের বচন ভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম খ. বিশেষ্য ও বিশেষণ গ. সর্বনাম ও অব্যয় ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তর; ক
৪৫। ‘দোসরা’ তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি খ. ফারসি গ. উর্দু ঘ. হিন্দি
উত্তর: ঘ
৪৬। ‘গুরু’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
ক. গুরী খ. গুরুমা গ.গুরুনী ঘ. গুর্বী
উত্তর: ঘ
৪৭। ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?
ক. মর্দ খ. জেনানা গ. জেনানী ঘ. মরদী
উত্তর: খ
৪৮। ‘বঁধু’ হচ্ছে
ক. পুংলিঙ্গ খ. স্ত্রী লিঙ্গ গ. নিত্য স্ত্রীলিঙ্গ ঘ. উভয়লিঙ্গ
উত্তর: ঘ
৪৯। নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক নয়?
ক. সতীন খ. এয়ো গ. কুলটা ঘ. স্ত্রৈণ
উত্তর: ঘ
৫০। নিচের কোনটি নিত্য পুরুষবাচক ?
ক. ঢাকী খ. কবিরাজ গ. পুরোহিত ঘ. সবগুলোই
উত্তর: ঘ
৫১। ‘বই টই নিয়ে পড়তে বস’ । এখানে বই-টই কী ?
ক. যথাদ্বিরুক্তি খ. অনুচর দ্বিরুক্ত গ. সমার্থক দ্বিরুক্ত ঘ. বিপরীতার্থক দ্বিরুক্ত
উত্তর: খ
৫২।নিচের কোনটি যথার্থ প্রয়োগ?
ক. এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় ।
খ. শুধুমাত্র তুমি গেলেই হবে
গ. এখানে গরু- ছাগলের বিরাট হাট বসে
ঘ. কেবলমাত্র আসছি।
উত্তর; গ
৫৩। কোন বাক্যটি শুদ্ধ?
ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ. সায়াহ্ণে সবাই বাড়ি ফিরছে
গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ. দারিদ্রতা কেউ চায় না
উত্তর: খ
৫৪। কোন বাক্যটি বাচ্যজনিত অশুদ্ধ?
ক. দশচক্রে ভগবান ভূত
খ. তার সৌজন্যতা ভুলবনা
গ. আমি গীতাঞ্জলি পড়েছি
ঘ. এ কথা প্রমাণ হয়েছি?
উত্তর: ঘ
৫৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
ক. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
খ. এ কথা প্রমাণ হয়েছে।
গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন ।
ঘ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তর: ঘ

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!