ডেন্টাল কলেজ (বিডিএস) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০০৮

Dental College admission

ডেন্টাল কলেজ (বিডিএস) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০০৮।
Dental College (BDS) Admission Test Question and Answer 2008; Bachelor of Dental Surgery (BDS)


1. নিম্নে প্রদত্ত কোনটি ভিটামিন ‘B1′ এর নাম ?
✕ রিবোফ্ল্যাভিন

✕ অ্যাসকরবিক এসিড

✕ প্যানটোথেনিক এসিড

✔ থায়ামিন

2. আদর্শ দ্রবণের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় ?
✕ P=PA+Pa=Pa0XA+PB0XB

✔ ΔH>0

✕ ΔV=0

✕ সকল আন্তঃআণবিক আকর্ষণ বল A….A, A…….B,B….B সমান হবে

3. 20 cm ব্যাসার্ধ ও 500 gm ভরের একটি বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক নিম্নের কোনটি ?
✕ 0.01kg m2

✕ 0.2 kg m2

✔ 0.02 kg m2

✕ 0.1 kg m2

4. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা গ্রন্থ ?
✕ মুক্তি

✕ রাখালী

✕ হিন্দু মেলা উপহার

✔ বনফুল

5. Which of the following set of verb is correct ?
✕ Undo Undid

✕ Sink Sank

✕ Smite Somte

✔ Overwrite Overwritten

6. সাম্য ধ্রুবক সংক্রান্ত নিম্নের কোন ফর্মূলাটি সঠিক নয় ?
✕ Ke=[L]l[M]m[N]n[A]a[B]b[C]c

✕ Kp=PLl×PMm×PNnPAa×PBb×PCc

✕ Kp=Ke(RT)Δn

✔ Δn>=0

সর্বক্ষণ
7. অভিকর্ষজ ত্বরণ ‘g’ সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✕ পৃথিবীর অভ্যন্তরে কমে

✔ ভূ-পৃষ্ঠ থেকে উপরে গেলে বৃদ্ধি পায়

✕ পৃথিবীর কেন্দ্রে শূন্য

✕ ভূ-পৃষ্ঠে সর্বোচ্চ

8. বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল নিম্নের কোন তারিখে মৃত্যুবরণ করেন ?
✕ 5 সেপ্টেম্বর 1917

✔ 18 এপ্রিল 1971

✕ 20 এপ্রিল 1971

✕ 20 আগস্ট 1971

9. Which of the following world is an adverb ?
✕ Entrench

✔ Enticingly

✕ Entice

✕ Entomb

10. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে ?
✕ টেলোফেজ

✔ প্রোফেজ

✕ মেটাফেজ

✕ অ্যানাফেজ

11. অম্ল ও ক্ষার সংক্রান্ত নিম্নে উল্লেখিত কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় ?
✕ ক্ষার লাল লিটমাসকে নীল করে

✕ অম্ল প্রোটন দানকারী

✕ ক্ষার প্রোটন গ্রহণকারী

✔ অম্ল লাল লিটমাসকে নীল করে

12. 100 kg ভরের এক ব্যক্তি 6 m লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামল ভূমির সাথে সিঁড়ি 30° কোণে অবস্থিত হলে লোকটির নিচে নামতে নিম্নে উল্লেখিত কত (J) কাজ করতে হয়েছে ?
✕ 2940

✔ 5880

✕ 5800

✕ 2900

13. নিম্নে কোনটিতে হ্যাপ্লয়েড কোষ থাকে ?
✕ ভ্রুণাণু

✕ উদ্ভিদ কোষ

✕ প্রাণী কোষ

✔ শুক্রাণু

14. DNA সম্পর্কে নিম্নের কোন তথ্য সঠিক নয় ?
✔ এটা খুব সহজেই ক্ষার দ্বারা ভেঙ্গে যায়

✕ DNA এর অর্থ ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড

✕ সাধারণতঃ ক্রোমোসোমের মধ্যে থাকে

✕ DNA এর নিউক্লিওটাইডগুলি ডি-অক্সিরাইবোজ স্যুগার দ্বারা সঠিত

15. নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✔ প্রোটন প্রবাহ মতে হাইড্রোজেন আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধের জন্য দায়ী

✕ উদ্ভিদ ‘ঘনত্বের আনতি’-এর বিরুদ্ধে লবণ শোষণ করে

✕ 450° সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে উঠালেই বেশিভাগ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়

✕ পাতার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণের উপর প্রস্বেদনের হার নির্ভর করে

16. কাজ ও ক্ষমতা সংক্রান্ত নিম্নের কোন তথ্য সঠিক নয় ?
✔ ক্ষমতার পরিমাপে সময়ের প্রয়োজন হয় না

✕ কাজের মাত্রা:ML2T−2

✕ ক্ষমতার মাত্রা: ML2T −3

✕ কাজের একক : জুল

17. Which of the following world is a noun ?
✕ Levelly

✕ Lewd

✕ Lexical

✔ Levity

18. মানব শিরাতন্ত্রে নিম্নের কো্নটি অনুপস্থিত ?
✕ পোর্টাল

✔ করোনারি

✕ পালমোনারি

✕ সিস্টেমিক

19. নিম্নের কোন উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যাটি ভূল ?
✔ f উপশক্তি স্তরে 6 টি

✕ s উপশক্তি স্তরে 1 টি

✕ p উপশক্তি স্তরে 3 টি

✕ d উপশক্তি স্তরে 5 টি

20. সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সংযোজনী ধারকত্ব শ্রেণীবদ্ধ ধারকত্বের কতগুণ ?
✕ সমান

✔ চার গুণ

✕ তিন গুণ

✕ দ্বিগুণ

21. Which one of the following is the correct meaning of the corresponding word ?
✔ Play-wright: Scriptwriter

✕ Plutocrat: Government by the richest people

✕ Plummy: To fall suddenly

✕ Plush: Wide loose trousers

22. নিম্নের কোনটি চোখের কোরয়েড-এর অংশ ?
✔ রেটিনা

✕ আইরিশ

✕ পিউপিল

✕ সিলিয়ারী বডি

23. α,β ও γরশ্মি সংক্রান্ত নিম্নের কোন তথ্য সঠিক নয় ?
✕ α রশ্মির তুলনায় γ রশ্মির ছেদন ক্ষমতা 10,000 গুণ

✔ α রশ্মির অাপেক্ষিক ভর শূন্য

✕ β রশ্মির আপেক্ষিক ভর শূন্য

✕ γ রশ্মির আপেক্ষিক ভর শূন্য

24. তড়িচ্চালক শক্তি ও বিভব পার্থক্য সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✔ বিভব পার্থক্য তড়িচ্চালক শক্তির উপর নির্ভরশীল নয়

✕ তড়িচ্চালক শক্তি বর্তনীর রোধের উপর নির্ভর করে না

✕ বিভব পার্থক্য ঘটে বর্তনী ঘটে বর্তনীর দুই বিন্দুর মধ্যে

✕ বিভব পার্থক্য <- তড়িচ্চালক শক্তি

25. স্থায়ী দাঁতের দন্ত সংকেত নিম্নের কোনটি ?

✕ I1C2M2PM3

✔ I2C1Pm2M3I2C1Pm2M3

✕ I2C1Pm3M2I2C1Pm3M2

✕ I2C1M3PM2I2C1M3PM2


26. নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✔ বৈকাল বিশ্বের উচ্চতম হ্রদ

✕ আকিশ কাইকিশু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

✕ পানামা বিশ্বের গভীরতম খাল

✕ 21 জুন বিশ্বের ক্ষুদ্রতম রাত


27. নিম্নের কোন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না ?
✔ থাইমোসিন

✕ থাইরোক্সিন

✕ ক্যালসিটোনিন

✕ ট্রাই-আয়োডো-থাইরোনিন


28. নিম্নে উল্লেখিত কোন তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু সঠিক নয় ?
✔ স্ট্রনসিয়াম 90:2.8×102 বৎসর

✕ ইউরেনিয়াম 238:4.5×109বৎসর

✕ কার্বন 14:5.7×103 বৎসর

✕ রেডিয়াম 226:1.6×103বৎসর


29. তড়িৎ প্রবাহ ও বর্তনী সংক্রান্ত নিম্নের কোন সূত্রটি ভূল ?
✕ Rs=R1+R2+………..

✕ 1Rp=1R1+1R2+ …………

✕ Rt=R0(1+αt)

✔ I=RV


30. নিম্নের কোনটি উ্ক্ত দেশের সঠিক মুদ্রার নাম নয় ?
✕ চিলি পেসো

✕ উত্তর কোরিয়া ওন

✔ আলবেনিয়া রুবল

✕ বতসোয়ানা পুল


31. নিম্নের কোন তথ্যটি আইনস্টাইন সম্পর্কে সঠিক নয় ?
✕ আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশ করেন

✕ সমীকরণ:E=mc2

✔ ব্যাপন সমীকরণ :

✕ x22π=RTL6πr


32. ফ্যারাডে নিম্নের কোনটির ইউনিট ?
✔ কুম্বল

✕ বিদ্যুৎ প্রবাহ

✕ রোধ

✕ বিভব পার্থক্য


33. নিম্নের কোনটি উক্ত কবি/ সাহিত্যিকের সঠিক ছদ্মনাম ?
✕ প্রথম চৌধুরী: সুনন্দ

✕ মীর মোশাররফ হোসেন : অবধূত

✕ মোহিতলাল মজুমদার: দৃষ্টিহীন

✔ শেখ আজিজুর রহমান : শওকত ওসমান




34. Which of the following is an example of present perfect tense ?
✕ He began learning English since the age of ten

✕ I am going to Moscow tonight

✕ Tanveer has been suffering from fever since Sunday last

✔ He has been here since Monday


35. নিম্নে উল্লেখিত কোন বিক্রিয়াটি বিজারণ নয় ?
✕ CuO+H2=Cu+H2O

✔ H2S+Cl2=S+2HCI

✕ Cl2+H2=2HCI

✕ HgCl2+Hg=Hg2Cl2


36. পোস্ট অফিস বক্স যন্ত্রটি নিম্নের কোন কাজের ব্যবহৃত হয় ?
✕ বিভব পার্থক্য পরিমাপে

✕ পোস্ট অফিসে

✔ বৈদ্যুতিক রোধ পরিমাপে

✕ বিদ্যুৎ পরিমাপে

37. নিম্নের কোনটি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয় ?
✕ বিভিন্ন ধরনের অনিয়মিত আকৃতির শ্বেত কণিকা আছে

✕ লোহিত কণিকাগুলি দ্বি-অবতল এবং গোলাকৃতি

✕ রক্তে প্লাজমা এবং রক্তকণিকা বিদ্যমান

✔ রক্তে নিউক্লিয়াস সম্বলিত অণুচক্রিকা থাকে

38. Which of the following is an example of past progressive tense ?
✔ What was she doing in the last evening ?

✕ We had hardly started when it began to rain.

✕ When I met the boy, he had been crying for several hours

✕ They had reached the school before the bell rang

39. নিম্নের কোনটি দশম করোটিক স্নায়ু ?
✕ গ্লোসোফ্যারিঞ্জিয়াল

✕ হাইপোগ্লোসাল

✕ ট্রাইজেমিনাল

✔ ভ্যাগাস

40. Which of the following correct synonym for the corresponding word ?
✕ Vicarious: Corruption

✕ Pedantic: Academic

✕ Muddle: Caked

✔ Scoff: Admonish

41. নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✕ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস হয়

✕ হৃদপেশী এক ধরনের অনৈচ্ছিক পেশি

✕ একটিন ও মায়োসিন নামক প্রোটিন দ্বারা মায়োফাইব্রিল গঠিত

✔ মায়োলিনযুক্ত নিউরনের এক্সনে রেনভিয়ার পর্ব থাকে না

42. নিম্নের যৌগসমূহের কোন মৌলের জারণ সংখ্যা ভূল ?
✕ CH2Cl2যৌগে C এর জারণ সংখ্যা: 0

✔ IF7 যৌগে N এর জারণ সংখ্যা : +-7

✕ HNO3যৌগে N এর জারণ সংখ্যা : +5

✕ H3PO4 যৌগে P এর জারণ সংখ্যা:+5

43. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া নিম্নের কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেন ?
✔ ওয়েরস্টেড

✕ ল্যাপ্লাস

✕ ওহম

✕ ভোল্টা

44. বাম দিকের কোনটি ডান দিকের কোনটির সঙ্গে সংগতিপূর্ণ নয় ?
✔ ফাইব্রোব্লাস্ট=পীত তন্ত তৈরি করে

✕ মাস্ট কোষ=হেপারিন নিঃসৃত করে

✕ প্লাজমা কোষ=অ্যান্টিবডি তৈরি করে

✕ হিস্টিওসাইট=ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে

45. রাসায়নিক বন্ধন সংক্রান্ত নিম্নের কোন তথ্য সঠিক নয় ?
✕ ξ-বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে

✕ π-বন্ধনের চেয়ে ξ

ξ বন্ধন বেশি দৃঢ়
✕ ξ- বন্ধন তৈরির পরে π

π- বন্ধন তৈরি হয়
✔ π-বন্ধন ξ

ξ- বন্ধনের চেয়ে দৃঢ়তর
46. কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান যদি 5A হয়, তাহলে তার গড় বর্গের বর্গমূল নিম্নের কত A ? [I0= শীর্ষ মান 5A]
✕ 0.3535

✕ 35.35

✕ 53.53

✔ 3.535

47. Which of the following is correct antonym for the corresponding word ?
✕ Skim : Aquaplane

✕ Shiver :Frisson

✕ Histrionic :Dramatic

✔ Rambling :Compact

48. নিম্নে উল্লেখিত কোনটি থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় ?
✕ শুক্রাণু মাতৃকোষ

✕ সারটলী কোষ

✔ ইন্টারস্টিশিয়াল কোষ

✕ প্রোস্টেট গ্রন্থি

49. কোন প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক নিম্নের কোনটি ?
✕ 4.62×10−2s−1

✕ 4.62×10−1min−1

✕ 46.2×10−2min−1

✔ 4.62×10−2min−1

50. নিম্নে প্রদত্ত দর্পণের প্রকারভেদে উপহার ব্যবহার কোনটি সঠিক নয় ?
✕ উত্তল দর্পণ গাড়িতে

✕ সমতল দর্পণ চেহারা দেখা

✕ অবতল দর্পণ নাক, কান ও গলা পরীক্ষা

✔ গোলকীয় দর্পণ উপরের কোনটিই নয়

51. অ্যানোফিলিশ মশা নিম্নের কোন রোগ ছড়ানোয় সাহায্য করে ?
✔ ফাইলেরিয়াসিস

✕ ডেঙ্গু

✕ ম্যালেরিয়া

✕ কালাজ্বর

52. নিম্নের কোন নিস্ক্রিয় গ্যাসের পরিপ্রেক্ষিতে উল্লেখিত ব্যবহারটি সঠিক নয় ?
✕ আর্গন বৈদ্যুতিক বাল্ব

✔ রেডন এরোপ্লেন ও বেলুন

✕ হিলিয়াম এরোপ্লেন বেলুন

✕ নিয়ন আলোকসজ্জা

53. গুড়াকৃমি নিম্নে উল্লেখিত কোন পর্বের অন্তর্ভূক্ত ?
✔ প্রোটোজোয়া

✕ নেমাটোডা

✕ প্লাটিহেলমিনথেস

✕ অ্যানিলিডা

54. নিম্নের কোন বিক্রিয়াটি দ্বিমুখী কিন্তু একমুখী দেখানো হয়েছে ?
✕ 2KCIO2(s)Δ→ 2KCI(s)+302(g)

✔ H2(g)+I2(g)450°C−−−→2HI(g)

✕ H2(g)+Cl2(g)→2HCI(g)

✕ 2HI(g)450°C−−−→H2(g)+I2(g)

55. দর্পণের সমীকরণ:1u+1v=1f অনুযায়ী নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
✔ v এর মান ঋণাত্মক হলে বিম্বটি বাস্তব

✕ f এর মান ধনাত্মক হলে দর্পণটি অবতল

✕ f এর মান ঋনাত্মক হলে দর্পণটি উত্তল

✕ v এর মান ধনাত্মক হলে বিম্বটি বাস্তব

56. Which of the following is a correct affirmative sentence ?
✔ The old sailor had a strange, mad look in his eyes.

✕ Fair word are of no avail in times of danger.

✕ In my polite way I discoursed on the condition of the drama in the Balkans.

✕ What a wonderful piece of work man is !

57. নিম্নের কোন উক্তিটি সঠিক নয় ?
✔ গ্লাইকোজেন স্যুগার জাতীয় কার্বোহাইড্রেট

✕ লো-ডেনসিটি লাইপোপ্রোটিন একটি ক্ষতিকারক কোলেস্টেরল

✕ নিউক্লিওপ্রোটিন একটি যুগ্মপ্রোটিন

✕ উদ্ভিদ সাধারণত 20 টি অ্যামিনো এসিড দ্বারা বিভিন্ন প্রোটিন তৈরি করে

58. নিম্নের কোনটি লাফিং গ্যাস ?
✕ N3O4

✔ N2O

✕ NO

✕ N2O3

59. সবচেয়ে প্রাচীন দূরবীক্ষণ যন্ত্র নিম্নের কোনটি ?
✔ কেপালারের দূরবীক্ষণ যন্ত্র

✕ ভূ-দূরবীক্ষণ যন্ত্র

✕ নিউটনের দূরবীক্ষণ যন্ত্র

✕ গ্যালিলিওর টেলিস্কোপ

60. নিম্নে উল্লেখিত কোন রাজধানী পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত ?
✔ লাপাজ

✕ লুয়ান্ডা

✕ ভ্যাটিক্যান সিটি

✕ কাঠমান্ডু

61. Which of the following is a correct assertive sentence ?
✕ She was like a star twinkling in a cloudless sky.

✕ I have ever been round the sun once a year since I was born

✔ There nothing to do but flop down on the couch.

✕ I requested everyone in the meeting.

62. সালোকসংশ্লেষণে নিম্নে উল্লেখিত কোন রঙের আলো সর্বাধিক সক্রিয় ?
✕ বেগুনী

✕ কমলা

✕ হলুদ

✔ নীল

63. যদি উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ 5.5×1012 kwh হয়, তবে রুপান্তরিত ভরের পরিমাণ নিম্নলিখিত কত kg ?
✕ 2200

✕ 20

✕ 22

✔ 220

64. নিম্নের কোন হ্যালোজেনের রঙটি সঠিক নয় ?
✔ আয়োডিন – লাল

✕ ফ্লোরিন – হালকা হলুদ

✕ ক্লোরিন – সবুজাভ হলুদ

✕ ব্রোমিন – লালচে বাদামী

65. দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে কোনটি সঠিক নয় ?
✕ গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র প্রতিসারক

✕ নিউটনের দূরবীক্ষণ যন্ত্র প্রতিফলন

✕ হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র প্রতিফলন

✔ গ্রেগরীর দূরবীক্ষণ যন্ত্র প্রতিসারক

66. নিম্নে প্রদত্ত কোন ধমনিটির উৎপত্তি অ্যাওর্টার বাঁক থেকে হয় না ?
✕ বাম সাবক্লেভিয়ান

✕ ইনোমিনেট

✕ বাম সাধারণ অ্যারোটিভ

✔ ডান সাধারণ ক্যারোটিড

67. নিম্নের কোন উক্তিটি সঠিক নয় ?
✕ হাইডাথোডে গহ্বরের নিচে কিছু অসংলগ্ন কোষ থাকে

✕ উদ্ভিদ দেহে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করাই অধঃত্বকের কাজ

✔ ব্যক্তবীজী উদ্ভিদে সঙ্গীকোষ থাকে

✕ বহিঃ অভিস্রবণের ফলে রক্ষীকোষ শ্লথ হয়

68. নিম্নের কোনটি অগ্নি নির্বাপনে ব্যবহৃত হয়-
✕ CHCI3

✕ CH3CI

✔ CCI4

✕ CH2CI4

69. নিম্নের কোনটির প্রভাবে ফলের বং হলুদ হয় ?
✕ লাইকোপিন

✕ ক্লোরোফিল

✔ জ্যাস্থোফিল

✕ ক্যারোটিন

70. নিম্নের কোনটি গ্যামাক্সিনের রাসায়নিক সংকেত ?
✕ C6H6(O3)3

✔ C6H6CI6

✕ C6H6CI

✕ C5H5NO2

71. নিম্নে প্রদত্ত বাংলাদেশের কোন জেলায় ‘ চর কুকড়ি মুকড়ি’ অবস্থিত ?
✕ নোয়াখালী

✕ পটুয়াখালী

✔ ভোলা

✕ ফেনী

72. Which one of the following is the correct English meaning of that idiom ?
✔ A back seat: A low position in the order of priority

✕ A bag of bones: Show good results

✕ As it were: A particularly difficult

✕ Armed to the teeth: Something that is cause of dispute

73. নিম্নে উল্লেখিত কোন পার্থেনোকার্পিক ফলটি ’জিবেরেলিন’ নামক একটি ফাইটোহরমোন প্রয়োগে সৃষ্টি করা হয় ?
✕ আঙ্গুর

✕ কলা

✕ পেঁপে

✔ আপেল

74. I said to him, “How long will you stay?” He replied,”For five days.” Which one of the following is the correct indirect from of above sentences ?
✕ I asked him how long he will stay. He replied that he would stay for five days.

✔ I asked him how long he would stay. He replied that he would stay for five days.

✕ I ask him how long he would stay. He replied that he would stay for five days.

✕ I asked him how long he would stay. He reply that he would stay for five days.

75. মৃত সালমোনেলো টাইফি জীবাণু থেকে নিম্নের কোনটি তৈরি করা হয় ?
✕ জলবসন্ত

✔ টাইফয়েড ভ্যাকসিন

✕ পোলিও

✕ র‌্যাবিস ভ্যাকসিন

76. বেনজিন বলয়যুক্ত যৌগের জন্য নিম্নের কোন সংকেতটি সঠিক নয় ?
✔ জাইলিনের ফর্মূলা- C9H12

✕ সাধারণ ফর্মূলা- CnH2n−6

✕ বেনজিনের ফর্মূলা – C6H6

✕ টলুইনের ফর্মূলা- C7H8

77. ’অ্যাঞ্জেল’ জলপ্রপাতটি নিম্নে উল্লেখিত কোন দেশে অবস্থিত ?
✕ ফ্রান্স

✕ ভারত

✕ নরওয়ে

✔ ভেনিজুয়েলা

78. নিম্নের কোনটি নিষেক ক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন করার প্রক্রিয়া ?
✕ পার্থেনোজেনেসিস

✕ অ্যাপোস্পোরি

✕ অ্যাপোগ্যামি

✔ অ্যাগ্যামোস্পার্মি

79. নিম্নের কোনটি এই সংকেতের 2CH3−CH2OH+O2 নাম ?
✕ মিথানল

✔ ইথানল

✕ বেনজাইল অ্যাকোহল

✕ প্রোপানন

80. নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ ?
✕ মূলা

✔ রসুন

✕ ফুলকপি

✕ শালগম

81. নিম্নের কোনটি অ্যালডিহাইডের কার্যরীমূলক ?
✕ -COOH

✕ -OH

✔ -CHO

✕ -HCHO

82. এক ব্যক্তি 3 ms−1 বেগে দৌড়াচ্ছে । বৃষ্টি লম্বালম্বিভাবে 3 ms−1 বেগে পড়ছে । বৃষ্টি থেকে বাঁচতে হলে ঐ ব্যক্তিকে নিম্নের কত ডিগ্রী (°) কোণে ছাতা ধরতে হবে ?
✕ 60

✕ 30

✕ 40

✔ 45

83. পেসমেকার হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ অবস্থিত ?
✕ ডান নিলয়

✕ বাম অলিন্দ

✔ ডান অলিন্দ

✕ বাম নিলয়

84. কলি চুনের সঙ্গে নিম্নে উল্লেখিত কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় ক্লোরিন বিক্রিয়া করলে ব্লিচিং পাউডার উৎপাদিত হয় ?
✔ 40

✕ 60

✕ 70

✕ 80

85. স্থিতাবস্থা থেকে 4 ms−2 সমত্বরণে চললে একটি বস্তু পঞ্চম সেকেন্ডে নিম্নের কত মিটার (m) দূরত্ব অতিক্রম করবে ?
✕ 32

✕ 18

✕ 16

✔ 50

86. নিম্নের কোন মহিলা শান্তিতে প্রথম নোবেদ পুরস্কার বিজয়ী হন ?
✕ রুখ রোড

✔ বার্থাভন স্যুটনার

✕ মাদাম কুরী

✕ জেনেট র‌্যাস্কিন

87. Which of the following is the correct indirect form of this sentence ? He said to me, ” Are you ill? ” I replied, “No”.
✕ He asked me if I was ill. I replied that I am not.

✕ He asks me if I was ill. I replied that I was not.

✔ He asked if I was ill. I replied that I was not.

✕ He asked me if would ill. I replied that I was not.

88. গতি সংক্রান্ত নিম্নে কোন সমীকরণটি সঠিক নয় ?
✕ ⇀v=⇀v0+⇀at

✕ v2=v02+2⇀a.⇀s

✕ ⇀r=⇀r0+−⇀v0t+12⇀at2

✔ v2=v02+2⇀a.(⇀r0−⇀r)

89. নিম্নের কোনটি প্লাস্টিক তৈরির কাঁচামাল ?
✕ H2−CO−NH

✕ CH3COCI

✔ NH2−CO−NH2

✕ CH2−CHO

90. শক্তি পিরামিডে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে নিম্নে ‍উল্লেখিত কোনটি ?
✔ টারসিয়ারি খাদক

✕ উৎপাদক

✕ প্রাইমারি খাদক

✕ সেকেন্ডারি খাদক

91. Which of the following is the correct English translation of this sentence ? ‘ ছেলেটির অনেক ভাই-বোন আছে তবু তাহাকে একাকী মনে হয় ।’
✕ The boy has many brothers and sister, yet he seems to be lonely.

✕ The boy has many brother and sister, yet he seems to be lonely.

✕ The boy has many brothers and sister, yet he seem to be lonely.

✔ The boy has many brothers and sister, yet he seems to be lonely.

92. অ্যামিনের জন্য নিম্নের কোনটি সঠিক ?
✕ অ্যানিলিন হলো অ্যালিফ্যাটিক অ্যামিন

✔ গঠন অনুসারে অ্যামিন তিন প্রকার

✕ মিথাইল ফিনাইল অ্যামিন হলো প্রাইমারী অ্যামিন

✕ মিথাইল অ্যামিন হলো অ্যারোম্যাটিক অ্যামিন

93. নিম্নের কোন ক্ষেত্রে নীট বল সঠিক নয় ?
✕ 50 Kmh−1স্থির গতিতে চলন্ত গাড়ির নীট বল = 0

✕ একই গতিতে পড়ন্ত বৃষ্টির ফোটার নীট বল= 0

✕ 20 গ্রাম ভরের পানিতে ভাসমান কর্কের নীট বল =0

✔ সবকটিই ভুল

94. মিসরের সভ্যতা কত হাজার বছরের পুরানো ?
✔ 5

✕ 7

✕ 8

✕ 6

95. Which of the following is the correct English translation of this sentence ? ‘একটা জিনিস রিপ সবচেয়ে বেশি ঘৃণা করতেন; আর তা হচ্ছে কাজ করা।’
✔ One thing Rip hated most and that was work

✕ One thing Rip hates most and that was work

✕ One thing Rip hated most and that is work

✕ One thing Rip hate most and that was work

96. ফল পাকার জন্য নিম্নের কোনটি প্রয়োজনীয় ?
✕ সাইটোকাইনিন

✕ পেকটিন

✔ ইথলিন

✕ অক্সিন

97. দাঁত ও চোয়াল কোটরে মধ্যস্তিত সন্ধি নিম্নের কোনটি?
✔ গমফোসিস

✕ নসনডেসমোসিস

✕ সমতল

✕ উপবৃত্তকার

98. নিম্নের কোনিট টি%চার আয়োডিন?
✕ বেনজিনের মধ্যে আয়োডিন

✕ পানির মধ্যে আয়োডিন

✔ অ্যালকোহলের মধ্যে আয়োডিন

✕ পটাশিয়ামের মধ্যে আয়োডিন

99. নিম্নের উল্লেখিত কোন কাঠ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা ভাল?
✕ নন- পোরাস

✕ অসার

✔ সার

✕ পোরাস

100. নিম্নের কোন তথ্যটি আইনস্টাইন সম্পর্কে সঠিক নয়?
✕ আপেক্ষিক বিশেষ তত্ত্ব প্রকাম করেন

✕ সমীকরন ;E−mc2

✔ ব্যাপন সমীকরণ: x22τ=RTL6πr

✕ একজন বৈজ্ঞানিক ছিলেন

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!