বিসিএস ভাইভা অভিজ্ঞতা ৩৬তম বিসিএস
আবু জাফর মো:ইলিয়াস
Result: recommend as Bcs agriculture.
merit position 14 out of 322.
18.05.17 বোর্ড : শেখ আলতাফ আলী স্যার
Sub : কৃষি Choice : Admin, Agriculture,
প্রার্থী:আসতে পারি স্যার।
চেয়ারম্যান :জি আসুন। ভিতরে প্রবেশ করে কাছে গিয়ে.. প্রার্থী:আসসালামু আলাইকুম।
চেয়ারম্যান :ওয়ালাইকুমুস সালাম।বসুন।
প্রার্থী: ধন্যবাদ স্যার।
চেয়ারম্যান স্যার:আপনি আবু জাফর মো:ইলিয়াস।পড়শুনা করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এগ্রিকালচারে অনার্স ও এগ্রিকালচার এক্সটেনশনে মাস্টার্স।প্রথম চয়েজ বিসিএস প্রশাসন।এবার পাশেরজনকে ঈশারা করলেন প্রশ্ন করার জন্য।
1.External 1:আচ্ছা তুমি কেন চশমা পড়ো?কারন কি? কবে থেকে?
প্রার্থী:ধন্যবাদ স্যার।আমি ক্লাশ এইটে চোখে ব্লাকবোর্ড এর লেখা পড়তে অসুবিধা হওয়ায় ডাক্তারের পরামর্শে তখন থেকেই চশমা ব্যবহার করে আসতেছি।
2.External 1:“সবার দৃষ্টি এখন কানে” এই খবর টা আজ পেপারে পড়লাম।বলোতো এখানে কান বলতে কি বুঝিয়েছে? প্রার্থী:ধন্যবাদ স্যার।এটি একটি চলচ্চিত্র উৎসব।
৩.External 1:আচ্ছা এই কান কোথায়? প্রার্থী:ধন্যবাদ স্যার।জার্মানি। (ভুল উত্তর সঠিক হবে ফ্রান্স) চেয়ারম্যান স্যার বল্লেন হয়নি। এইটাতো জানার কথা।
প্রার্থী: স্যরি স্যার।বলে ভুল স্বীকার করলাম।
৪.External 1:চিকুনগুনিয়া কি?
প্রার্থী:ধন্যবাদ স্যার।এটি একটি মশাবাহিত রোগ।ডেংগুর বাহক এডিস এজেটাই নামক মশাই এর বাহক।সাম্প্রতিক সময়ে এটি ঢাকাসহ সমগ্র দেশে ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টি করেছে। চেয়ারম্যান স্যার ও সায় দিলেন।
৫. External 2: BT brinjal কি? মানবদেহে ক্ষতিকর প্রভাব আছে কি? প্রার্থী:ধন্যবাদ স্যার।বেগুলের সবচেয়ে বড় শত্রু পোকা হলো ব্রিনজাল ফুট এন্ড শূট বোরার।সেটিকে দমন করার….
External 2:সংক্ষেপে এক কথায় উত্তর দাও।
প্রার্থী: স্যার এটি জেনেটিক্যালি মডিফাই অরগানিজম।মানবদেহে এর ক্ষতিকর প্রভাব নেই।তাই সম্প্রতি এটির চাষে সরকার অনুমতি ও প্রচারণা চালাচ্ছে।
৬. External 2:Climate change একটি বড় ইস্যু সেটা আমরা সবাই জানি। এর ফলে কৃষিতে কি কি সমস্যা হচ্ছে বা হতে পারে?
প্রার্থী: কৃষিতে এর প্রতক্ষ প্রভাব রয়েছে।কৃষিজমি হ্রাস,উৎপাদন হ্রাস,লবণাক্ততা, ইত্যাদি।IPCC এর IR4 রিপোর্ট অনুসারে জলবায়ু পরিবর্তনজনিত কারনে ২১০০ সালে খাদ্যশস্য উৎপাদন ৩০% হ্রাস পাবে।দেশের দক্ষিন পশ্চিম উপকূলীয় ১৩% কৃষিজমি লবণাক্ততার শিকার হয়েছে।
৭.External 2:প্রশাসনে আসতে চাও ইংলিশ তো জানতে ই হবে।আচ্ছা ৩ টি শব্দ দিবো।অর্থ বলো আর বাক্য বানাও।set up, set off,set down.
প্রার্থী:ধন্যবাদ স্যার। set up মানে স্থাপন করা।we shall set up a hospital in our locality। set off,set down এর অর্থ এই মুহূর্তে মনে করতে পারছি না।
৮. External 1:Administration choice দেয়ার জন্য তোমার লাইফে কোন বিশেষ ঘটনা আছে কিনা?বইয়ের কথা/সুবিধা বলবা না।
প্রার্থী:ধন্যবাদ স্যার।আমার ছোটবেলা থেকেই ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা ছিল।(একটি ছোটবেলার ঘটনা বলেছিলাম) যদিও কিভাবে হয় কারা হয় তা তখন অজানা ছিল।পরবর্তিতে বিসিএসে দিতে জানতে পেরেছি বিসিএস প্রশাসন ক্যাডারা নি র্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে।সেখান থেকে মূলত প্রশাসন প্রথম চয়েজ।আর দেশ, জনসেবা,নীতি প্রনয়ণ ও বাস্তবায়নের সুবিধা তো আছেই।বলেদিলাম ছোট একটা গল্প।
৯.External 1:আচ্ছা ইলিয়াস সৃষ্টিকর্তা তোমাকে যদি Re edit করার সুযোগ দেয় কি করবা?
প্রার্থী:ধন্যবাদ স্যার।নিজের চোখের পাওয়ার ঠিক করে নিতাম।তবে বর্তমানে আমি যা আছি তাতেই সন্তুষ্ট।
১০.External 1:তোমার বাবা কি করেন? প্রার্থী:স্যার উনি অবসারপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।
১১.External 1:ভাইবোন কতজন? তোমার পজিশন কত?
প্রার্থী:স্যার আমরা ২ ভাই ১ বোন।আমি সবার ছোট।
১২.External 1:ভাই কি করে?
প্রার্থী:স্যার বড় ভাই একটি প্রাইভেট ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।
১৩.চেয়ারম্যান স্যার:আচ্ছা ইলিয়াস তুমি এখন আসতে পারো।
প্রার্থী:ধন্যবাদ স্যার।দুয়া করবেন।আসসালামু আলাইকুম।
আবু জাফর মো:ইলিয়াস
Result: recommend as Bcs agriculture.
merit position 14 out of 322.