পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০১

পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা

পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০১
Administrative Officer Under The Ministry of Foreign Affairs Job Exam Questions and Solution 2001


বাংলা অংশ
১. ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ -স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানে রচিত ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতার বহুল উচ্চারিত এই পংক্তির বিক্ষুদ্ধ কবির নাম-

নির্মলেন্দু গুণ

শামসুর রাহমান

রুদ্র মুহাম্মদ শহিদিুল্লাহ

মহাদেব সাহা

২. বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রকাশকাল-

১৮৬৫

১৮৭০

১৮৭২

১৮৭৪

৩. ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-

আহসান হাবীব

শামসুর রাহমান

মহাদেব সাহা

আলাউদ্দিন আল আজাদ

৪. ‘পানি’র সমার্থক শব্দ-

উদর

উপল

উদক

উষার

৫. ‘তুই কি কাজ করবি, না মার খাবি? -এই বাক্যের ‘কি’ অব্যয়ের ব্যবহার হয়েছে-

প্রশ্ন জিজ্ঞাসায়

শাসন করায়

বিরক্তি প্রকাশে

ক্রোধ প্রকাশে

৬. ‘তেলও কম ভাজাও মুচমুচে’ বাগধারার বিশিষ্ট অর্থ –

অভাবে সান্ত্বনা

অল্প উপকরণে ভালো ব্যবস্থা

অল্পে সন্তুষ্ট

তেলে ভাজা

৭. ‘মগজ’ শব্দের উচ্চারণ-

মগোজ্

মোগজ্

মোগোজ্

মগজ্

৮. পারিভাষিক শব্দ কোনটি?

মেঘালয়

বিচারালয়

সচিবালয়

হিমালয়

৯. উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ?

অকর্মক ও সকর্মক

প্রত্যয়হীন ও প্রত্যায়ান্ত

ধাতু ও তদ্ধিত

মৌলিক ও কৃদন্ত

১০. যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরুপে-

এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে

দুটি সমাপিকার গঠনে

অসমাপিকা এ নঞর্থ ক্রিয়াযোগে

অন্ত্যর্থ ক্রিয়া ও নঞর্থ ক্রিয়াযোগে

 
১১. ভুল বানান কোনটি?

সমিতি

জ্যামিতি

প্রকৃতি

প্রতিতি

১২. ‘উগ্র’ শব্দের বিপরীতার্থক শব্দ-

অগ্র

ভদ্র

সৌম্য

সুশীল

১৩. শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ –

দরদর

করকর

কুটকুট

খুটখুট

১৪. ‘বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন-

রবীন্দ্রনাথ ঠাকুর

মাইকেল মধুসূদন দত্ত

কাজী নজরুল ইসলাম

মীর মশাররফ হোসেন

১৫. ‘আয়ু যেন “পদ্ম পাতার নীর” -এই বাক্যে ‘পদ্ম পাতয়’ –

কর্মকারক

করণ কারক

অপাদান কারক

অধিকরণ কারক

১৬. ‘জানালা’ শব্দটি –

ফারসি

পর্তুগীজ

হিব্রু

তুর্কী

১৭. ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-

এ্যা ধ্বনি

ও ধ্বনি

য়্ ধ্বনি

উ ধ্বনি

১৮. নিম্নের কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন-

বিদ্রোহী

সাম্যবাদী

সৃষ্টি সুখের উল্লাসে

আনন্দময়ীর আগমনে

১৯. কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম-

আলবার্ট হেনরিথ

উইলিয়াম রাদিচি

ক্লিনটন বি সীলি

টেড হিউস

২০. ‘ময়মনসিংহ গীতিকা ‘ সংগ্রহ করেন-

ড.দীনেশচন্দ্র সেন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

অধ্যাপক মনসুর উদ্দীন আহম্মদ

ইংরেজী অংশ

1. A geologist studies-

insects

plant life

the earth

community and family life

2. A specialist in eye diseases is called–

a cardiologist

an ophthalmologist

an optician

a neurologist

3. Which of the following is correct?

My principal objection is that I am tired

My principle objection is that I am tired

My principle objection is that I tired

My principal objection that I am tired

4. Which of the following is correct?

Did you finish the work yet?

Did you finished the work yet?

Have you finish the work yet?

Have you finished the work yet?

5. A vicious circle is a situation which cannot be–

damage

changed

thought

explained

6. The word ‘ inauguration’ means nearly the same as-

a special ceremony

an opening ceremony

acceptance speech

starting speech

7. Opposite of ‘ help’ is–

hinder

replace

rise

work

8. He is –in the class.

tall

taller

tallest

the tallest

9. — the day went on , the weather got worse.

just

since

As

If

10. They came by car,–?

will they

won’t they

did they

didn’t they

 
11. The man — in the accident was taken to hospital.

injured

had injured

being injured

who injured

12. The adjective of ‘imitate’ is —

imitation

imitator

imitative

imitating

13. Shakespeare lived during the reign of —

Elizabeth I

Elizabeth II

Queen Victoriza

King Charles I

14. Great — are never great does.

talker

talkative

talks

talkers

15. ‘Paradise lost’ is a–

short story

an epic poem by john Milton

play

Lyrical poem

16. George Bernard Shaw is–

a playwright

a film -maker

a historian

a modern painter

17. Wordsworth is a —- poet.

classical

modern

romantic

Greek

18. Hamlet is a — by Shakespeare.

play

novel

tale

story

19. A sonnet is a poem of — lines.

ten

twelve

twenty

fourteen

20. The winter has set — very early this year.

out

off

up

in

গণিত অংশ

১. ৬, ১৭, ৪৯ , ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত?

২৯

৩৫৬

৪০৮

৪২৮

২. যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?

১০০ গ্রাম

২৫০ গ্রাম

৬০০ গ্রাম

১০০০ গ্রাম

৩. প্রতি ২০ মিনিটে কোনো ব্যাকটেরিয়ার সংখ্যা ৩ গুণ হয় । ৫ ঘন্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া হলে আরো কত ঘন্টা পর ২৭x সংখ্যক ব্যাকটেরিয়া হবে?

১ ১/৩

৪. x সংখ্যক আমের দাম y টাকা হলে, x টাকায় কতটি আম পাওয়া যাবে?

ay/x

x2/y

a/yx

yx/a

৫. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ৬ কি. মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

৭ ১/ ২ কি. মি.

৫ ১/২ কি. মি.

৮ কি. মি.

৭ কি. মি.

৬. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার , পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?

১.২ কি. মি.

২.৫ কি. মি.

৪ কি. মি.

৬ কি. মি.

৭. একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে লাগলো। বানরটি যদি ১ মিনিটে ৫ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ২৫ মিটার উঁচু বাশেঁর মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?

৮ মিনিট

৯ মিনিট

১০ মিনিট

১১ মিনিট

৮. একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কি. মি. যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?

৭.৫ মিনিট

৮.৫ মিনিট

১০ মিনিট

১৫ মিনিট

৯. কোন ক্ষুত্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬ , ৯ , ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

১৭৯

৩৬১

৩৫৯

৭২১

১০. যদি ৩ জন পুুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?

১০ দিনে

৯দিনে

৮ দিনে

৬ দিনে

 
১১. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে ?

৩০ লিটার

২৫ লিটার

৪০ লিটার

৩৫ লিটার

১২. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩ , ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

৬০ বর্গমিটার

৮৪ বর্গমিটার

৯০ বর্গমিটার

১০৮ বর্গমিটার

১৩. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার।বর্গক্ষেত্রের ১ বাহুর দৈর্ঘ্য কত?

১২৮ মিটার

৬৪ মিটার

৩২ মিটার

৪৮ মিটার

সাধারণ জ্ঞান  অংশ
১. বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগে কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?

মিসিগান

হাওয়াই

জর্জিয়া

আরকানসাস

২. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

সাধারণ পরিষদের

নিরাপত্তা পরিষদের

স্থায়ী সদস্যদের

আমেরিকার প্রেসিডেন্টের

৩. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

প্রতিফলন

প্রতিসরাঙ্ক

প্রতিসরণ

প্রতিধ্বনি

৪. আমেরিকা পার্ল হারবার আক্রমণ করে-

৭ ডিসেম্বর , ১৯৪১ সালে

৮ জুলাই , ১৮৪৩ সালে

৯ সেপ্টেম্বর , ১৯৪৫ সালে

৪ নভেম্বর , ১৯৪২ সালে

৫. বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?

১৯৪৬ ও ১৯৭৬

১৯৬২ ও ১৯৯০

১৯৬১ ও ১৯৮৯

১৯৭০ ও ১৯৯১

৬. জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে?

৫টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ, রুশ , চীন ও স্প্যানিশ

৬টি যথা- ইংরেজি , চীনা , ফ্রেঞ্চ, রুশ , স্প্যানিশ , ও আরবি

৩টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ ও রুশ

৪টি যথা- ইংরেজি , ফ্রেঞ্চ, জার্মান ও রুশ

৭. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-

আইসোটন

আইসোটোপ

আইসোবার

রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল

৮. সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-

নিরবচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া

অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া

হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি

ভারী পরমাণুর ফিশন পদ্ধতি

৯. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?

IMF

OIC

NAM

ASEAN

১০. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী ?

রাষ্ট্রপতির কাছে

জনগণের কাছে

জাতিসংঘের কাছে

জাতীয় সংসদের কাছে

 
১১. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-

চাষী নজরুল ইসলাম

খান আতাউর রহমান

জহির রায়হান

সুভাষ দত্ত

১২. ‘সব কটি জানালা খুলে দাও না ‘ – গানটির গীতিকার –

আরতাফ মাহমুদ

আবদুল গাফফার চৌধুরী

আবু হেনা মোস্তফা কামাল

নজরুল ইসলাম বাবু

১৩. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?

পাট ও পাটজাত দ্রব্য

হিমায়িত মাচ ও শাকসবজি

চা ও ফলমূল

তৈরি পোশাক

১৪. ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল ?

১৯৫৭ সালে

১৭৫৭ সালে

১৭৯৩ সালে

১৬০০ সালে

১৫. পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত?

জামালপুর

সিরাজগঞ্জ

মানিকগঞ্জ

ময়মনসিংহ

১৬. ‘৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?

১৯৯০ সালে

১৯৯২ সালে

১৯৯৬ সালে

১৯৯৯ সালে

১৭. প্রীতিলতা ওয়াদ্দাদার কার শিষ্য ছিলেন?

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের

মাস্টারদা সূর্যসনের

নেতাজী সুভাষ চন্দ্র বসুর

মহাত্মা গান্ধীর

১৮. ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি’- অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-

‘৬৯ -এর গণঅভ্যুত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা

‘৭১ -এর মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা

‘৫২-্বএর ভাষা আন্দোলন নিয়ে গাফফার চৌধুরী দ্বারা

‘৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা

১৯. রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের –

২৬ (১) ধারা বলে

২৭ ধারাবলে

২৮ (২) ধারাবলে

২৯ (২) ধারাবলে

২০. বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগে কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?

মিসিগান

হাওয়াই

জর্জিয়া

আরকানসাস

 
২১. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

সাধারণ পরিষদের

নিরাপত্তা পরিষদের

স্থায়ী সদস্যদের

আমেরিকার প্রেসিডেন্টের

২২. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

প্রতিফলন

প্রতিসরাঙ্ক

প্রতিসরণ

প্রতিধ্বনি

২৩. আমেরিকা পার্ল হারবার আক্রমণ করে-

৭ ডিসেম্বর , ১৯৪১ সালে

৮ জুলাই , ১৮৪৩ সালে

৯ সেপ্টেম্বর , ১৯৪৫ সালে

৪ নভেম্বর , ১৯৪২ সালে

২৪. বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?

১৯৪৬ ও ১৯৭৬

১৯৬২ ও ১৯৯০

১৯৬১ ও ১৯৮৯

১৯৭০ ও ১৯৯১

২৫. জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে?

৫টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ, রুশ , চীন ও স্প্যানিশ

৬টি যথা- ইংরেজি , চীনা , ফ্রেঞ্চ, রুশ , স্প্যানিশ , ও আরবি

৩টি যথা – ইংরেজি , ফ্রেঞ্চ ও রুশ

৪টি যথা- ইংরেজি , ফ্রেঞ্চ, জার্মান ও রুশ

২৬. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-

আইসোটন

আইসোটোপ

আইসোবার

রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল

২৭. সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-

নিরবচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া

অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া

হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি

ভারী পরমাণুর ফিশন পদ্ধতি

২৮. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?

IMF

OIC

NAM

ASEAN

২৯. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজর্মের জন্য কার কাছে দায়ী?

রাষ্ট্রপতির কাছে

জনগণের কাছে

জাতিসংঘের কাছে

জাতীয় সংসদের কাছে

৩০. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-

চাষী নজরুল ইসলাম

খান আতাউর রহমান

জহির রায়হান

সুভাষ দত্ত

 
৩১. ‘সব কটি জানালা খুলে দাও না ‘ – গানটির গীতিকার –

আরতাফ মাহমুদ

আবদুল গাফফার চৌধুরী

আবু হেনা মোস্তফা কামাল

নজরুল ইসলাম বাবু

৩২. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?

পাট ও পাটজাত দ্রব্য

হিমায়িত মাচ ও শাকসবজি

চা ও ফলমূল

তৈরি পোশাক

৩৩. ভূমি ব্যবস্থাপনায় ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল?

১৯৫৭ সালে

১৭৫৭ সালে

১৭৯৩ সালে

১৬০০ সালে

৩৪. পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত?

জামালপুর

সিরাজগঞ্জ

মানিকগঞ্জ

ময়মনসিংহ

৩৫. ‘৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?

১৯৯০ সালে

১৯৯২ সালে

১৯৯৬ সালে

১৯৯৯ সালে

৩৬. প্রীতিলতা ওয়াদ্দাদার কার শিষ্য ছিলেন?

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের

মাস্টারদা সূর্যসনের

নেতাজী সুভাষ চন্দ্র বসুর

মহাত্মা গান্ধীর

৩৭. ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি’- অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-

‘৬৯ -এর গণঅভ্যুত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা

‘৭১ -এর মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা

‘৫২-্বএর ভাষা আন্দোলন নিয়ে গাফফার চৌধুরী দ্বারা

‘৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা

৩৮. রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের –

২৬ (১) ধারা বলে

২৭ ধারাবলে

২৮ (২) ধারাবলে

২৯ (২) ধারাবলে

৩৯. পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান –

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

হোসেন শহীদ সোহরাওয়র্দী

শেরে বাংলা এ কে. ফজলুল হক

কুমিল্লার ধীরেন্দ্রনাত দত্ত

৪০. নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো-

বিভিন্ন উচ্চপদে নারীর নিয়োগদান

ইউনিয়ন পর্যায়ে জনগণের সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচন

সন্তানের পরিচয়দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন

সামরিক বাহিনীতে নারীর নিয়োগদানের বিধান প্রণয়ন

 
৪১. সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে ?

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর

কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগর

আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

লোহিত সাগর ও ভূমধ্যসাগর

৪২. স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

ব্রিটেন

পর্তুগাল

নেদারল্যান্ড

ফ্রান্স

৪৩. ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্ত অবস্থিত?

উত্তর

পশ্চিম

পূর্ব

দক্ষিণ

৪৪. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি ‘ সম্বলিত ‘ বেলফোর ঘোষণা ‘ কখন দেয়া হয়েছিল?

১৯১৪

১৯১৭

১৯৩৯

১৯৪৮

৪৫. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

নিউইয়র্ক

জেনেভা

দি হেগ

জুরিখ

৪৬. সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?

৩৮ ডিগ্রী সমান্তরাল

১৭ ডিগ্রী সমান্তরাল

২৩ ডিগ্রী সমান্তরাল

১৮ ডিগ্রী সমান্তরাল

৪৭. ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত ?

এশিয়া ও আফ্রিকা

ইউরোপ ও আফ্রিকা

উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা

এশিয়া ও ইউরোপ

৪৮. পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?

ভুটান

ভ্যাটিকান

সুইজারল্যান্ড

মালদ্বীপ

৪৯. নিচের কোনটি কসোভোর রাজধানী?

বেলগ্রেড

প্রিস্টিনা

সারায়েবো

প্রাগ

৫০. কোন দেশটি ফুটবলে একসাথে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে?

স্পেন

ইতালি

হাঙ্গেরি

ফ্রান্স

৫১. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?

১৪ জুলাই

১৪ আগষ্ট

৪ জুলাই

২৩ মার্চ

৫২. জাপানের সর্বশেষ যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন তার নাম –

ওবুচি

হিরোহিতো

মিকিও আয়োকি

সিনজে অ্যাবে

৫৩. শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?

ফ্রান্স

ইতালি

স্পেন

গ্রিস

৫৪. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি – সালে।

১৮৭৮ সালে

১৯২২ সালে

১৯৩৪ সালে

১৯৪৬ সালে

৫৫. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে –

২০ বছরে , ৮০ হাজার বার

১৬ বছরে , ৭৫ হাজার বার

১৫ বছর ১ মাস , ৮৬ হাজার ৩৩১ বার

১৫ বছরে , ৮৬ হাজার বার

৫৬. www দিয়ে বোঝানো হয়-

World wide Wonder

World Wide Web

Who What When

World Women’s Welfare

৫৭. শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?

ফ্রান্স

ইতালি

স্পেন

গ্রিস

৫৮. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি – সালে।

১৮৭৮ সালে

১৯২২ সালে

১৯৩৪ সালে

১৯৪৬ সালে

৫৯. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে –

২০ বছরে , ৮০ হাজার বার

১৬ বছরে , ৭৫ হাজার বার

১৫ বছর ১ মাস , ৮৬ হাজার ৩৩১ বার

১৫ বছরে , ৮৬ হাজার বার

৬০. www দিয়ে বোঝানো হয়-

World wide Wonder

World Wide Web

Who What When

World Women’s Welfare

 
৬১. শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?

ফ্রান্স

ইতালি

স্পেন

গ্রিস

৬২. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি – সালে।

১৮৭৮ সালে

১৯২২ সালে

১৯৩৪ সালে

১৯৪৬ সালে

৬৩. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে –

২০ বছরে , ৮০ হাজার বার

১৬ বছরে , ৭৫ হাজার বার

১৫ বছর ১ মাস , ৮৬ হাজার ৩৩১ বার

১৫ বছরে , ৮৬ হাজার বার

৬৪. www দিয়ে বোঝানো হয়-

World wide Wonder

World Wide Web

Who What When

World Women’s Welfare

৬৫. দোলক ঘড়ি দ্রুত চলে-

গ্রীষ্মকাল

শরৎকালে

হেমন্তকালে

শীতকালে

৬৬. পরমাণু-কেন্দ্র গঠিত হয়-

প্রোটন ও ইলেক্ট্রন দ্বারা

নিউট্রন ও প্রোটন দ্বারা

ইলেক্ট্রন ও নিউট্রন দ্বারা

ইলেক্ট্রেন , প্রোটন ও নিউট্রন দ্বারা

৬৭. মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়-

পর্বতশৃঙ্গে

বায়ুমন্ডের শেষ প্রান্তে

ভূকেন্দ্রে

ভুপৃষ্ঠে

৬৮. তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বণের রোধ –

অল্প বৃদ্ধি পায়

হ্রাস পায়

বেশি বৃদ্ধি পায়

অপরিবর্তিত থাকে

৬৯. ঘর্ষণ , তাপ , রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-

প্রোটন

নিউট্রন

ইলেক্ট্রন

যে কোনোটি

৭০. পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-

পাউন্ড

কিলোগ্রাম

আউন্স

গ্রাম

৭১. একটি পারমাণবিক কণার –

আয়তন নেই, ওজন আছে

ওজন আছে ,আয়তন আছে

আয়তন আছে, ওজন নেই

আয়তন নেই, ওজন নেই

৭২. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ-

কম হয়

বেশি হয়

সামন্য কিছু হেরফের হয়

একই হয়

৭৩. সবচেয়ে ভারী ধাতু –

লোহা

পারদ

প্লাটিনাম

নিকেল

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!