আবহাওয়া অধিদপ্তর এর অধীন সহকারী আবহাওয়াবিদ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪
Assistant Meteorologist under Bangladesh Meteorological Department job exam question and Answer – 2004
বাংলা অংশ
১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন?
বলাকা
বসন্ত
শেষের কবিতা
গোরা
২. ‘বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ ” — চরণ দুটি কার লেখা?
আলাওল
ভারতচন্দ্র রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
৩. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
পালি
অপভ্রংশ
অবহট্র
সংস্কৃত
৪. ‘উগ্র’ শব্দের বিপরীতার্থক শব্দ–
অগ্র
ভদ্র
সৌম্য
সুলীল
৫. ‘ময়নামতির চর’— এর রচয়িতা—
জসীমউদ্দীন
বন্দে আলী মিয়া
ফররুখ আহমদ
আহসান হাবীব
৬. ‘ক্ষ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
খ, ষ
খ,স
খ,শ
ক, ষ
৭. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
৮. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
চিরসুখী
দশানন
গায়ে হলুদ
কানাকানি
৯. ‘ক্ষমার যোগ্য’ -এর বাক্যসংকোচন–
ক্ষমার্হ্
ক্ষমাাপ্রার্থী
ক্ষমা
ক্ষমাপ্রদ
১০. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ —
ষড়+ ঋতু
ষড্+ঋতু
ষট + ঋতু
ষট্ + ঋতু
১১. কোন বানানটি শুদ্ধ?
মুমূর্ষ
মুমূর্ষু
মূমুর্ষ
মুমূর্ষূ
১২. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ।’— এই বাক্যে ‘কী’ এর অর্থ–
ভয়
রাগ
বিরক্তি
বিপদ
১৩. ‘সওগত’ — পত্রিকার সম্পাদক কে ছিলেন?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
মোহাম্মদ নাসির উদ্দিন
সিকানদার আবু জাফর
১৪. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
বাউন্ডেলের আত্মকথা
মুক্তি
পদ্ম গোখরাে
বিদ্রোহী
১৫. ‘বনফুল’ নিম্নোক্ত কোন লেখকের নাম?
বিভূতিভূষণ মুখোপাধ্যায়
তারাশঙ্কার বন্দোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৬. ‘সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
আল-মাহমুদ
ফররুখ আহমদ
তালিম হোসেন
গোলাম মোস্তফা
১৭. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ —
সাহায্যকারী
তোষামুদে
বাদক
স্বাস্থ্যহীন লোক
১৮. ‘পেয়ারা’ কোন ভাষা খেকে আগত?
হিন্দি
উর্দু
গ্রিক পর্তুগিজ
পর্তুগিজ
১৯. ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতিকুুমার চট্রেপপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
সুকুমার সেন
২০. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় —
নিত্য সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
অব্যায়ীভাব সমাস
ইংরেজী অংশ
1. In what year did Shakespeare died?
1570 AD
1580 AD
1630 AD
1616 AD
2. What is the antonym of ‘ Honorary’?
Literary
Honorable
Salaried
Official
3. Choose the appropriate meaning of the idiom . The piece of land was a bone of contention between the two contention between the two countries—
A matter of dispute
Someting to negotiate
A source of food
Battlefield
4. Which one is correct ?
Our neighbors are going to a holiday
Our neighbors are going for a holiday.
Our neighbors are going on a holiday.
Our neighbors are going in a holiday.
5. Who wrote the Nobel ” Roots” ?
Henry Miller
H.G. Halery
Alex Halery
John Milton
6. What is the synonym of “Incite”?
Instigate
Permit
Urge
Deceive
7. Are you doing anything special —- weekend? Fill in the gap with appropriate preposition.
an
for
on
at
8. Choose the correct sentence :
The matter was informed to the police
The matter has been informed to the police
The matter was informed of the police
The police were informed of the matter.
9. What is the verb of the word ” Shortly” ?
Short
Shorter
Shorten
Shortness
10. Who is the author of “A Farewell to Arms”?
T.S. Eliot
Plato
John Milton
Ernest Hemingway
11. Which is the correct sentence?
He is a most perfect judge.
He is the most perfect judge.
He is a very perfect judge.
He is a perfect judge.
12. Ode on a Grecian Urn — Who is the poet of the poem?
Wordsworth
Shelly
Shakespeare
Keats
13. A lexicographer is a person who writes —–
Novels
Dictionaries
Graphs
Medical books
14. Who, which , what etc-
Demonstrative pronoun
Relative pronoun
Reflexive Pronoun
Indefinite pronoun
15. A great playwright of Shakespeare’s time was—
Samuel Johnson
Christopher Marlowe
Oliver Goldsmith
John Donne
16. The word ‘ Euphemism’ means—
stating one thing like another
description of a disagreeable thing by an agreeable name
contrast the word is made in the same sentence
statement is made emphatic by over statement
17. Anger, even, when it is —- has one virtue, it overcomes—
Sinful — sloth
Sloth —- sinful
Inevitable -desire
In tenure-hot
18. Each question below consists of a related pair of words . Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair: Modest — Insolent
Subjection — Liberation
Rsstrian —–Indulge
Complaint — Acquiescence
Restriction —- Relaxation
19. Choose the appropriate meaning of the idiom ‘Swan song ‘?
First work
Last work
Middle work
Early work
20. Complete the following sentence. If I had known you were coming—
I would go to the station
I had gone to the station
I would have gone to station
I would be going to the station
গণিত অংশ
১. দুইটি সংখ্যার অনুপাত ৫: ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?
২০০
২২৪
২৪০
২৪৮
২. দুুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩ এবং সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় করুন।
২৪
২৬
২৮
৩২
৩. কোনো দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম এবং বিক্রয়মূল্য কত?
১৫০ টাকা
২০০ টাকা
২৫০ টাকা
৩০০ টাকা
৪. ২০-এর চেয়ে বড় এবং ২০০-এর চেয়ে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে?
৩৫
৩৭
৩৮
৪০
৫. ১ এবং ৫৪০ -এর ভাজকের সংখ্যা কত?
২০
২৩
২৪
২৫
সাধারণ জ্ঞান অংশ
১. প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝাত?
কুমিল্লা ও ঢাকা জেলাকে
চট্রগ্রাম ও নোয়াখালী জেলাকে
ঢাকা ও ময়মনসিংহ জেলাকে
নোয়াখালী ও কুমল্লিা জেলাকে
২. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
কুড়িগ্রাম
নীলফামারী
পঞ্চগড়
লালমনিরহাট
৩. বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
১৯৮০ সালে
১৯৭৫ সালে
১৯৭২ সালে
১৯৭৪ সালে
৪. কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে?
১৬ ডিসেম্বর ১৯৭৫
১৭ সেপ্টেম্বর ১৯৭৪
১৪ নভেম্বর ১৯৭৩
৩১ ডিসেম্বর ১৯৭২
৫. বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক পরিমাণে পাট উৎপন্ন হয়?
ময়মনসিংহ
কুমিল্লা
ফরিদপুর
ঢাকা
৬. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
নাটোরের লালপুর
পাবনার ঈশ্বরদী
রাজশাহী সদর
যশোর শহর
৭. ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন–
তিতুমীর
সূর্যসেন
হাজী শরীয়তুল্লাহ
মুন্সী মেহেরুল্লাহ
৮. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
২২৫ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
১০ নটিক্যাল মাইর
৯. ‘ছিয়াত্তরের মন্বত্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
বাংলা ১০৭৬ সালে
বাংলা ১১৭৬ সালে
বাংলা ১৩৭৬ সালে
বাংলা ১৮৭৬ সালে
১০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
হামিদুর রহমান
মইনুল হোসেন
তানভীর কবির
মাযহারুল ইসলাম
১১. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা–
ঢাকা
ময়মনসিংহ
কিশোরগঞ্জ
রাঙামাটি
১২. মোনালিসা চিত্রটির চিত্রকর কে ?
মাইকেল এঞ্জেলো
লিওনার্দো দ্য ভিঞ্চি
পাবলো পিকাসো
ভ্যানগগ
১৩. বিশ্বব্যাংকের কোন অঙ্গসংগঠনটি Soft-loan Window নামে পরিচিত ?
IBRD
IDA
IFC
EDI
১৪. কমনওয়েলথযুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ?
কানাডা
অস্টেলিয়া
দক্ষিণ আফ্রিকা
ভারত
১৫. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
ভারত
পাকিস্তান
মালদ্বীপ
ভুটান
১৬. জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়–
১৯৪৮ সালে
১৯৫০ সালে
১৯৫৫ সালে
১৯৬১ সালে
১৭. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
আটলান্টকি ও ভূমধ্যসাগর
প্রশান্ত ও উত্তর মহাসাগর
ভারত ও প্রশান্ত মাহসাগর
১৮. কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?
রোম
ভেনিস
এথেন্স
ওসলো
১৯. ‘অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
দুর্ভিক্ষ ও দারিদ্র্য
উন্নয়নের গতিধারা
মাইক্রোক্রেডিট
বৈদেশিক সাহাস্য
২০. গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
উত্তাপ অনেব বেড়ে যাবে
বৃষ্টিপাত কমে যাবে
নিন্মভূমি নিমজ্জিত হবে
সাইক্লোনের প্রবণতা সাহায্য
২১. আসিয়ান গঠিত হয়–
১৯৬৩ সালে
১৯৬৫ সালে
১৯৬৭ সালে
১৯৬৯ সালে
২২. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত–
রিয়াদ
জেদ্দা
দামেঙ্ক
মক্কা
২৩. ‘বিশ্বনারী দিবস’ পালিত হয় প্রতি বছর —
১ জানুয়ারি
১১ ফেব্রুয়ারি
৮ মার্চ
১৫ ডিসেম্বর
২৪. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
চীন-জাপান
কানাডা-যুক্তরাষ্ট্রে
ভারত-পাকিস্তান
দক্ষিণ – আফ্রিকায়
২৫. সুয়েজ খাল যুক্ত করেছে–
আরব সাগর ও ভূমধ্যসাগরকে
লোহিত সাগর ও আরব সাগরকে
লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
ভারত মহাসাগর ও আরব সাগরকে
২৬. সিরডাপ এর সদর দপ্তর কোথায়?
দিল্লি
পোল্যান্ড
ঢাকা
ইসলামাবাদ
২৭. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী —
আন্দিজ পর্বতমালা
হিমালয় পর্বতমালা
আল্পস পর্বতমালা
আটলাস পর্বতমালা
২৮. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
দ্যাগ হ্যামারশোল্ড
কুট ওয়াইল্ডহেইম
ট্রিগভেলি
উ থান্ট
২৯. পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
আমাজান
জর্ডান
দানিয়ুব
জাম্বেসী
৩০. ওপেকভুক্ত একমাত্র অ -আরব এশীয় দেশ–
ইন্দোনেশিয়া
ইরান
থাইল্যান্ড
ফিলিপাইন
৩১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
জয়নুল আবদীন
হাশেম খান
হামিদুর রহমান
৩২. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
নারিকেল জিনজিরা
সোনাদিয়া
কুতুবদিয়া
নিঝুম -দ্বীপ
৩৩. পূর্বাশা দ্বীপের অপর নাম–
নিঝুম দ্বীপ
সেন্ট মার্টিন দ্বীপ
দক্ষিণ তালপট্রি দ্বীপ
কুতুবদিয়া দ্বীপ
৩৪. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন–
শাহ আবদুল হামিদ
মীর্জা গোরাম হাফিজ
মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ
শামসুল হক
৩৫. মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ —
সাত গম্বুজ মসিজিদ
লালবাগ শাহী মসজিদ
আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
চকের মসজিদ
৩৬. বাংলাদেশেরর বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র–
ভেড়ামারা
আশুগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
গোয়ালপাড়া
৩৭. বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন–
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
মন্ত্রিপরিষদ
জাতীয় সংসদ
৩৮. বাংলাাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ?
কুদরত -ই-খুদা
ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
ড. শমসের আলী
আনোয়ার হোসেন
৩৯. সাফ গেমস অনুষ্ঠিত হয় প্রতি–
৩ বছর পর
২ বছর পর
৪ বছর পর
প্রতি বছর
৪০. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
প্রতিফলন
প্রতিধ্বনি
প্রতিসরণ
প্রতিসরাঙ্ক
৪১. তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে–
প্রোটনের প্রবাহ
ইলকট্রনের প্রবাহ
নিউট্রনের প্রবাহ
পজিট্রনের প্রবাহ
৪২. রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি?
পাম রশ্মি
অবলোহিত বিকিরণ
মাইক্রোওয়েভ
আলোক তরঙ্গ
৪৩. সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
এপ্লিকেশন প্রোগ্রাম
লোটাস
ফাইল মেকার
সিস্টেম সফটওয়্যার
৪৪. কাজের একক কোনটি?
নিউটন
প্যাসকেল
জুল
ওয়াট
৪৫. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ–
গলানাঙ্ক কম
স্ফুটনাঙ্ক বেশি
একমাত্র তরল ধাতু
অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
৪৬. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
নাইট্রোজেনের
অক্সিজেনের
ফসফরাসের
পটাসিয়ামের
৪৭. কচুশাকে বেশি থাকে–
আয়োডিন
ক্যালসিয়াম
ভিটামিন
লৌহ