স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৬
Ministry of Home Affairs Administrative Officer recruitment exam question and solution 2006
পরীক্ষার তারিখঃ ১৪.০৭.২০০৬
বাংলা অংশ
১. বাংলা ভাষায় কোরান শরীফ-এর অনুবাদক “ভাই গিরিশচন্দ্র সেন” কোন ধর্মের অনুসারী ছিলেন?
হিন্দু ধর্ম
খ্রিস্ট ধর্ম
ব্রাহ্ম ধর্ম
নাথ ধর্ম
২. যথাক্রমে ষ্ণ এবং হ্ন এর বিশ্লিষ্ট রূপ দেখান।
ষ+ঞ, হ+ণ
ষ+ন, হ+ণ
ষ+ণ, হ+ন
ষ+ন, হ+ন
৩. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
আপনি সপরিবার আমন্ত্রিত
আপনি সপরিবারে আমন্ত্রিত
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
আপনি স্বপরিবার আমন্ত্রিত
৪. কোন শব্দটি “রাত্রি” শব্দের সমার্থক নয়?
ত্রিযামা
নীরদ
যামিনী
শর্বরী
৫. কার উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল?
তাজউদ্দিন আহমদ
আতাউল গণি ওসমানী
জিয়াউর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
৬. ”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন”- কোন কবি বলেছেন?
সুকান্ত ভট্টাচার্য
সমর সেন
জসীমউদ্দীন
আল মাহমুদ
৭. রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত নাটক
রাজা ও রাণী
চিত্রাঙ্গদা
ঘরে-বাইরে
৮. ”গরু মাংস খায়” বাক্যটি অশুদ্ধ কেন?
আসত্তির অভাব
যোগ্যতার অভাব
অর্থ অস্পষ্ট বলে
পদবিন্যাসে ত্রুটি থাকা
৯. ”দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে?
ঈশ্বর
কৃষ্ণ
ভগবানের প্রেত
ভগবান নামের এক ভৃত্য
১০. ঢাকার নবাব পরিবারের এক মহিলা অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
মহররম
বিজয়িনী
খেয়াপারের তরণী
আনন্দময়ীর আগমনে
১১. স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
সুজনেষু
সুজনেসু
সুজনীয়াসু
সুজনিয়াষু
১২. শুদ্ধ রূপটি দেখান-
সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
১৩. ছড়া কোন ছন্দে রচিত হয়?
অমিত্রাক্ষর
মুক্তক
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
১৪. ”আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি ?
আল্লাহ সর্বজ্ঞানী
আল্লাহ আপনাকে রক্ষা করুন
আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে
পৃথিবীর সব কিছু আল্লাহর নখদর্পণে আছে
১৫. ”ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ?
মিশ্র
তদ্ভব
অর্ধ তৎসম
দেশী
১৬. ”দ্বন্দ্ব” বলতে বোঝায়-
জোড়া
দুই
আগুনে পোড়া
সংগ্রাম
১৭. ”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
দুচ+ছার
দুৎ+চার
দুই+চার
দুঃ+চার
১৮. রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায় ?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুকুমার সেন
হরপ্রসাদ শাস্ত্রী
পবিত্র সরকার
১৯. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?
মুসলিম মানস ও বাংলা সাহিত্য
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা গদ্যরীতির ইতিহাস
বাংলা সাহিত্যে গদ্য
২০. ”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল কত
মুহম্মদ আবদুল হাই
আহমদ শরীফ
ইংরেজী অংশ
1. What is the meaning of the expression “bottom line”?
The final step
The end of a road
The last line of a book
The essential point
2. Don’t worry. English Grammar is not —- to understand.
so difficult
very difficult
too difficult
difficult enough
3. “To read between the lines” means—
to read carefully
to read only some lines
to read quickly to save time
to read carefully to find out any hidden meaning
4. I’ve never seen such a “slow-coach” like you. Here “slow-coach” means —
an irresponsible person
a careless person
a very lazy person
an unthoughtful person
5. A pilgrim is a person who undertakes a journey to a —-
holy place
mosque
bazar
new country
6. What is the antonym of “Gentle”
Harsh
Clever
Modest
Rude
7. What is the synonym of “Competent”?
Discrete
Capable
Prudent
Cautious
8. What is the antonym of “Honorary”?
Literary
Honourable
Salaried
Official
9. Which one is the correct?
One of my friends are a lawyer
One of my friends is a lawyer
One of my friend is a lawyer
One of my friends are a lwayer
10. I — here since 1940.
live
am living
have been living
lived
11. Which one is the correct?
Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh
Kazi Nazrul Islam is the Shelley of the Bangladesh
Kazi Nazrul Islam is a Shelley of Bangladesh
Kazi Nazrul Islam is a Shelley of the Bangladesh
12. Which one of the following sentences is correct?
Dhaka is on Buriganga
Dhaka is on a Buriganga
Dhaka is on the Buriganga
The Dhaka is on the Buriganga
13. If you read, you will learn. This sentence is a —–
Simple
Compound
Complex
Negative
14. Will you go there? This sentence is an ——
Exclamatory
Optative
Imperative
Interrogative
15. A sentence is a ——
group of words
collection of words
group of words that makes a complete sense
part of paragraph
16. The parts of speech of the word “Generalisation” is-
Verb
Noun
Pronoun
Adjective
17. What kind of noun is “cattle”?
Proper
Common
Collective
Material
18. The noun of the word “beautiful” is-
Beautify
Beauty
Beautifully
Beauteous
19. What is the adjective of the word “Heart”?
Hearten
Heartening
Heartful
Heartened
20. My uncle has three sons. —- work in the same office.
Who all
They all
All of them
All of whom
21. The test match between India and Pakistan has been —– in a draw.
closed
finished
cancelled
ended
22. It’s time —- your mistake.
you realised
that you realised
you would realised
you have realised
23. Cristopher Marlowe was a contemporary —– Shakespeare.
to
of
with
on
24. Mr. Rahim has been absent from the office —– Friday last.
in
on
from
since
25. It is you who —- to blame.
is
was
are
were
26. The patient has a severe cerebral —–
suffering
pain
fever
problem
27. A 13 years old is not —- to vote in an election.
as old enough
old enough
enough old
enough old as
28. The hen has —- ten eggs.
laid
lied
lain
given
29. He talks as if he —- everything.
has known
had known
will know
knew
30. She argued —- me about the marriage.
with
for
to
from
গণিত অংশ
১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক ও প্রস্থ 2 মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য কত?
15 মিটার
25 মিটার
20 মিটার
18 মিটার
২. 9+7+5 ………… ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n = কত?
16
12
14
18
৩. log 11 + log 121 + log 1331 + …………… ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
45 log 11
55 log 11
36 log 11
66 log 11
৪. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7 : 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 : 3 হবে। পুত্রের বর্তমান বয়স কত?
10 বছর
12 বছর
15 বছর
8 বছর
৫. সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সে.মি , প্রস্থ ৬.৪ সে.মি এবং উচ্চতা ২.৫ সে.মি। সোনার বারের ওজন কত?
২৬১৭.৪৪ গ্রাম
২৭১৭.৪৪ গ্রাম
২৭১৬.৪৮ গ্রাম
২৭১৮ গ্রাম
৬. একটি ফ্যাক্টরিতে মাসে ৫০,০০০ ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয়। ঐ ফ্যাক্টরিতে আনুষঙ্গিক খরচ মাসে ৮০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ৭৫,০০০ টাকা মাসে খরচ হয়। শতকরা ২০ টাকা হারে লাভ করতে হলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত?
১৮১ টাকা
১৮২ টাকা
১৮১.৯৫ টাকা
১৮১.৯২ টাকা
৭. একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত?
২০০ টাকা
২৫০ টাকা
৩০০ টাকা
৩৫০ টাকা
৮. ৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে?
৪ দিনে
৬ দিনে
৫ দিনে
৩ দিনে
৯. ৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
৪২ জন
১৬৮ জন
৮৪ জন
১২৬ জন
১০. সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৬০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে?
১৩৫০ টাকা
১৩৮০ টাকা
১২৮০ টাকা
১৪০০ টাকা
১১. ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির ওজনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির ওজনের অনুপাত ৩ : ৭ হবে?
২৫ লিটার
৪০ লিটার
৩৫ লিটার
২০ লিটার
সাধারণ জ্ঞান অংশ
১. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উইলিয়াম অটরেড
ব্লেইসি প্যাসকেল
হাওয়ার্ড এইকিন
আবাকাস
২. বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ-
বৃষ্টিপাত বেশি হয়
সূর্য মেঘে ঢাকা থাকে
বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
বাতাস কম থাকে
৩. পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ-
বেগ বাড়ানোর জন্য
ক্লান্তির এড়ানোর জন্য
শরীরকে স্থির রাখার জন্য
পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
৪. এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
বাড়বে
কমবে
প্রথমে কমবে পরে বাড়বে
একই থাকবে
৫. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
পেট্রোল
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
৬. এইডস (AIDS) একটি —-
ব্যাকটেরিয়া ঘটিত রোগ
ভাইরাস ঘটিত রোগ
প্রোটোজোয়া ঘটিত রোগ
ফাংগাস ঘটিত রোগ
৭. বিষাক্ত নিকোটিন থাকে–
চায়ে
কফিতে
গাঁজায়
তামাকে
৮. হিমোগ্লোবিনের কাজ কি?
খাদ্য পরিবহন করা
খাদ্য সংশ্লেষণ করা
অক্সিজেন ও কার্বন-ডাইঅক্সাইড বহন করা
হরমোন বহন করা
৯. ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
মৃতজীবী
আংশিক পরজীবী
বহিঃজীবী
অন্তঃপরজীবী
১০. পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়-
ফুসফুসের সাহায্যে
ত্বকের সাহায্যে
ক ও খ উভয়টিই ঠিক
ফুলকার সাহায্যে
১১. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
রাজ কাঁকড়া
গন্ডার
পিপীলিকাভুক্ত ম্যানিস
স্নো লোরিস
১২. ধানের বাদামি রোগ হয়-
ছত্রাক দ্বারা
ভাইরাস দ্বারা
ব্যাকটেরিয়া দ্বারা
ব্যাকটেরিওফাজ দ্বারা
১৩. অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়-
অবাত শ্বসন
সবাত শ্বসন
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
১৪. সালোকসংশ্লেষণ সংঘটিত হয় যেখানে–
মাইটোকন্ড্রিয়া আছে
নিউক্লিয়াস আছে
এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম আছে
ক্লোরোফিল আছে
১৫. কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
ফার্ন
ফণিমনসা
আদা
পাথরকুচি
১৬. সর্বাধিক জনবহুল দেশ-
ভারত
চীন
ইন্দোনেশিয়া
রাশিয়া
১৭. ভারতের কোন রাজ্যে “শিবসেনা” নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে?
রাজস্থান
মহারাষ্ট্র
হরিয়ানা
মধ্যপ্রদেশ
১৮. জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
দক্ষিণ রোডেশিয়া
উত্তর রোডেশিয়া
আপার ভোল্টা
নিয়াসীল্যান্ড
১৯. এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
নেপাল
ভুটান
মালদ্বীপ
থাইল্যান্ড
২০. কোনটি উপদ্বীপ?
জাপান
কোরিয়া
সৌদি আরব
কিউবা
২১. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
জেনেভা
জুরিখ
আমস্টারডাম
২২. কোন সালে ফরাসি বিপ্লব শুরু হয়?
১৭৯৯
১৭৯৭
১৭৭৬
১৭৮৯
২৩. দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
ভিয়েতনাম
মালয়েশিয়া
ফিলিপিন্স
সিঙ্গাপুর
২৪. আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালী নাম-
মালাক্কা
দার্দানেলিস
হরমুজ
বাব-এল মান্দেব
২৫. পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার-
দ্য লেনিন লাইব্রেরি
দ্য লাইব্রেরি অব কংগ্রেস
বিবলিওথেক ন্যাশনাল
দ্য ব্রিটিশ লাইব্রেরি
২৬. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি?
১২টি
১৩টি
১৪টি
৩৩টি
২৭. মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অধীন ছিল?
৩নং সেক্টর
৪নং সেক্টর
২নং সেক্টর
৬নং সেক্টর
২৮. সংবিধানের কত অনুচ্ছেদে “ন্যায়পাল” নিয়োগের বিধান আছে?
২৮(২)
১৩৭
৭৭
৫৬
২৯. বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?
৫৭ বছর
৬০ বছর
৬২ বছর
৬৭ বছর
৩০. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
৩ স্তর
৪ স্তর
৫ স্তর
৬ স্তর
৩১. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
১৯০৫
১৯১৬
১৯১১
১৯২১
৩২. তত্ত্বাবধায়ক সরকারের আইন কখন পাস হয়?
২১ জানুয়ারি, ১৯৯১
২২ ফেব্রুয়ারি, ১৯৯৫
২৭ মার্চ, ১৯৯৬
১০ ডিসেম্বর, ১৯৯৭
৩৩. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
পদ্মা
মেঘনা
যমুনা
গঙ্গা
৩৪. পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন কে?
প্রধানমন্ত্রীর সচিবালয়
প্লানিং কমিশন
অর্থ মন্ত্রণালয়
এনজিও ব্যুরো
৩৫. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি?
কাস্টমস
আয়কর
কৃষি
ভ্যাট