স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তর এর সার্কেল অ্যাডজুট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০
Circle Adjutant at Ansar and VDP Directorate under the Ministry of Home Affairs Job Exam Question and Solution 2010
Exam Date: 21/05/2010
পরীক্ষার তারিখঃ ২১.০৫.২০১০
বাংলা অংশ
১. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
লুই পা
কাহ্ন পা
ভুসুক পা
টেন্টন পা
২. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?
আদি মহাভারত
পরাগলী মহাভারত
মহাভারত
মহান মহাভারত
৩. শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
ইউসুফ জোলেখা
লাইলী মজনু
শিরী ফরহাদ
পদ্মাবতী
৪. আরাকানে কখন সমৃদ্ধ সাহত্যে সৃষ্টি হয়েছিল?
যোড়শ শতাব্দী
সপ্তদশ শতক
পঞ্চদশ শতক
অষ্টাদশ শতক
৫. মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
লোক সাহিত্য
ডাক ও খনার বচন
পুঁথি সাহিত্য
ব্রত কথা
৬. বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে ?
লালন ফকির
রবীন্দ্রনাথ ঠাকুর
মাধব বিবি
ফরিদা পারভীন
৭. মুসলামান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
জলদস্যুরা
পর্তুগিজরা
বর্গীরা
ইংরেজরা
৮. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়?
১৮০০ সালে
১৮০৪ সালে
১৮০১ সালে
১৮০৫ সালে
৯. বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশীর অবদান সর্বাধিক?
উইলিয়াম কেরি
লর্ড ওয়েলেসলি
মার্শম্যান
ডিরোজিও
১০. বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
মনসামঙ্গল
মনসা বিজয়
চাঁদ সওদাগর কাহিনী
মনসা প্রশস্তি
১১. কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
পদ্মাবতী
বিদ্যাসুন্দর
জয়চন্দ্র চন্দ্রাবতী
পদ্মিনী উপখ্যান
১২. ”মহাভারত” এর রচয়িতা-
বাল্মিকী
বেদব্যাস
ভদ্রবাহু
মনু
১৩. ”মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ”-কার উক্তি?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪. ”সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- কে লিখেছেন?
বিদ্যাপতি
চন্ডীদাস
জ্ঞানদাস
গোবিন্দ দাস
১৫. ”জাগো বাহে কুন্ঠে সবাই”-এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি?
দীনবন্ধু মিত্রের “নীল দর্পণ” নাটকের তোরাব
রবীন্দ্রনাথ ঠাকুরের “অচলায়তন” নাটকের দাদা ঠাকুর
মামুনুর রশীদের “ওরা কদম আলী” নাটকের কদম আলী
সৈয়দ শামসুল হকের “নূরুল দীনের সারাজীবন” নাটকের নূরুল দীন
১৬. পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হরে তাকে কী বলে?
মৌলিক স্বরধ্বনি
যৌগিক স্বরধ্বনি
মূলধ্বনি
সমধ্বনি
১৭. তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক,ঘ
চ, ছ
ড়, ঢ়
প, ফ
১৮. মর্সিয়া শব্দের অর্থ কি?
শোক বা আহাজারি
দুঃখ
শোককাব্য
বেদনামিশ্রিত কাব্য
১৯. শুদ্ধ শব্দ কোনটি?
জাতিসত্ত্বা
সস্ত্রীক
সমীচিন
গীতাঞ্জলী
২০. ”হিত” শব্দের বিপরীতার্থক শব্দ-
বিহিত
অহিত
সুহৃদ
বিপরীত
২১. ”জ্ঞ” যুক্তবর্ণটি কোন কোন বর্ণেল মিলনে গঠিত হয়েছে?
গ+ঞ
ঞ+জ
ঞ+চ
জ+ঞ
২২. কোনটি শুদ্ধ?
উপরেউক্ত
উপরোক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
২৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
যৌবনে দাও রাজটীকা
বই পড়া
বাজে কথা
সাহিত্যে খেলা
২৪. ”যাপিত জীবন” উপন্যাসের রচয়িতা কে?
রাবেয়া খাতুন
রিজিয়া রহমান
সেলিনা হোসেন
নাসরিন জাহান
২৫. ”কিত্তনখোলা” নাটকটি কার রচনা?
মুনীর চৌধুরী
মমতাজউদ্দীন আহমদ
সৈয়দ শামসুল হক
সেলিম আল দীন
২৬. ”আত্মজা ও একটি করবী গাছ” -কার লেখা গল্প?
বশীর আল হেলাল
শওকত আলী
হাসান আজিজুল হক
রিজিয়া রহমান
২৭. ”পথ জানা নাই”- গল্পটি কার লেখা?
আবুল মনসুর আহমদ
আবু জাফর শামসুদ্দিন
শওকত ওসমান
শামসুদ্দীন আবুল কালাম
২৮. কোন বইটি উপন্যাস?
বাংলা কাব্য
বৃত্রসংহার কাব্য
দিবারাত্রির কাব্য
মহাশ্মশান
২৯. ”পুতুল নাচের ইতিকথা”-উপন্যাসটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মানিক বন্দোপাধ্যায়
সৌরিন্দ্র মোহন মুখোপাধ্যায়
জহির রায়হান
৩০. ”চাঁদের অমাবস্যা” কি জাতীয় গ্রন্থ?
বিজ্ঞানবিষয়ক
কাব্য
উপন্যাস
নাটক
ইংরেজী অংশ
1. What is the plural form of “it”?
Its
They
These
Those
2. The word “rusticated” means-
expelled
rusted
rustic
risty
3. The word “glowing” means-
pale
shining
wet
hot
4. Phoenix is-
an imaginery bullock
a mythical goat
a mythical bird from ashes
a dead mythical bird
5. Select the right word/words to fill in the gap : Everything including the books —- bought.
were
was
are
have
6. Correct spelling is—
Cigarette
Cigarrete
Cigrete
Ciggrette
7. Give the opposite gender of “doctor”-
Lady doctor
Doctress
Nurse
Doctorex
8. Fill in the blanks with correct word : —-! I am undone.
Alas
What
Shall
Will
9. The expression “blue blood” means-
noble birth
enmity
bluish
blue color
10. The idiom “in a nutshell” means
mutshell
concise
cover
nutty
11. The antonym of the word “Private” is-
Covert
Personal
Public
Concealed
12. Fill in the gap with proper word/words : This pen is inferior —- your pen.
than
that
from
to
13. Select the proper word/words to fill in the gap : Milk is preferable —- Coffee.
from
to
in
with
14. The expression “cats and dogs” means-
enmity
heavy
fighting
light
15. Fill in the gap with proper word/words : She was blessed — a son.
by
for
in
with
16. Correct spelling is —-
Pneumonia
Newmonia
Numonia
Neumania
17. Single word for “the man who is not married” is-
spinster
virgin
bachelor
non-married
18. Fill in the gap with proper word : He is jealous — my fame
on
for
of
with
19. Fill in the gap with proper word : I saw him —
go
went
going
gone
20. Pick up the proper word for the gap : The boat — in the padma.
drowned
sink
sank
sunk
21. What is the singular form of “agenda”?
agendus
agenda
agendum
agendae
22. “Out and out” means-
absolute
outside
external
rural
23. Hazardous in opposite to –
dangerous
safe
risky
critical
24. Correct spelling is-
Writing
Writting
Ritting
Wrriting
25. Righteous means-
just
sinful
amoral
rigid
26. Idiom “a bed of roses” means-
Full of roses
comfortable
sunny
nice
27. The word “solar” is related to –
Moon
sun
Mars
Saturn
28. Select the right word/words : I do not believe —- his honesty.
in
at
with
to
29. Fill in the gap : “All that glitters —- not gold”.
are
were
is
have
30. Idiom “silver lining” means-
hope
white line
silver plated
white colour
গণিত অংশ
১. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত?
২ মিটার
৪ মিটার
৫ মিটার
৩ মিটার
২. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি ?
৩৬ বর্গ সেমি
৪৮ বর্গ সেমি
৫৬ বর্গ সেমি
৭২ বর্গ সেমি
৩. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয়-
পূরক কোণ
শিরঃকোণ
সন্নিহিত কোণ
সম্পূরক কোণ
৪. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কতটি ?
৯টি
১০টি
১১টি
১২টি
৫. ৪৮ কোন সংখ্যার ৬০%
৫০
৬০
৭০
৮০
৬. ২৫ থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৫ বেশি হবে?
৭
৯
১০
১২
৭. ২ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে?
১০টি
৮টি
৯টি
১১টি
৮. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
১৪ বছর
৮ বছর
৯ বছর
১০ বছর
৯. দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি কত?
৩৫
৪০
৪৫
৫০
১০. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
২১০
২২০
২৩০
২৬০
১১. ২০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
২০%
১২,৫%
১৫%
১০%
১২. ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
৪ বছর
৩ বছর
২ বছর
২.৫ বছর
১৩. a-[a-{a-(a-1)}] এর মান কত?
a+1
a-1
1
-1
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয়?
১৯৫৫ সালে
১৯৫৭ সালে
১৯৬৫ সালে
১৯৭৫ সালে
২. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থি?
সিদ্ধিরগঞ্জ
আশুলিয়া
কাপ্তাই
ঘোড়াশাল
৩. ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ঢাকা
দিল্লি
কলকাতা
সিমলা
৪. বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
অর্থমন্ত্রী
ন্যায়পাল
৫. পৃথিবীতে মহাসাগর কয়টি?
পাঁচটি
ছয়টি
সাতটি
আটটি
৬. বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
১৯৭২ সালে
১৯৭৫ সালে
১৯৮০ সালে
১৯৯৬ সালে
৭. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
আব্রাহাম লিংকন
জর্জ ওয়াশিংটন
জন এফ কেনেডি
বিল ক্লিনটন
৮. লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?
জার্মানি
আয়ারল্যান্ড
সুইডেন
মেক্সিকো
৯. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
রোনাল্ড রিগান
বিল ক্লিনটন
জিমি কার্টার
জর্জ বুশ (জুনিয়র)
১০. মন্ত্রীপরিষদের প্রধান কে?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব
মূখ্য সচিব
১১. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) গঠিত হয়?
১৩০
১৩৪
১৩৭
১৪০
১২. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৭ সেপ্টেম্বর ১৯৭৪
২৩ মার্চ ১৯৭৫
২১ ফেব্রুয়ারি ১৯৭৬
১ ডিসেম্বর ১৯৭৬
১৩. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন?
উগান্ডা
যুক্তরাষ্ট্র
কেনিয়া
ঘানা
১৪. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
১০
১১
১২
১৩
১৫. বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন ?
অলোক কাপালী
সাকিব আল হাসান
সাহাদাত হোসেন রাজীব
মোহাম্মদ রফিক
১৬. কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
১৮১৫ সালে
১৮২০ সালে
১৯১২ সালে
১৯১৪ সালে
১৭. কোন দেশটির লিখিত সংবিধান নেই?
অস্ট্রেলিয়া
ব্রাজিল
যুক্তরাজ্য
অস্ট্রিয়া
১৮. পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
মাধ্যাকর্ষণ বলে জন্যে
মহাকর্ষ বলের জন্যে
আমরা স্তির থাকার জন্যে
পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
১৯. নিউমোনিয়া রোগটি হয়-
ফুসফুসে
কিডনিতে
যকৃতে
হৃৎপিন্ডে
২০. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে?
সিলেট
খুলনা
ঢাকা
রংপুর