১৫তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার MCQ সাজেশান, প্রশ্ন ও উত্তর (সকল বিষয়)

প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন

১৫তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার MCQ সাজেশান, প্রশ্ন ও উত্তর (সকল বিষয়)

15th NTRCA Exam MCQ Suggestion Questions and Answers all Subjects (For Both Primary and High School Teacher)

বিষয়ভিত্তিক প্রশ্ন ও উত্তর সহ বিস্তারিত সাজেশান তথা মডেল টেস্ট -০১

বাংলা

১. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাত সম্পাদক কে ছিলেন?
ক) ঈশ্বর চন্দ্র গুপ্ত
খ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২. ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’?
ক) রোকেয়া সাখাওয়াত হোসেন
খ) বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়
গ) মীর মশাররফ হোসেন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৩. “চৌ হদ্দি”-শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে?
ক) বাংলা+ফারসি
খ) সংস্কৃত+ফারসি
গ) ফারসি+আরবি
ঘ) সংস্কৃত+বাংলা

৪. “পঞ্চতন্ত্র” গ্রন্থটির রচয়িতা কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) প্যারীচাঁদ মিত্র
গ) আবুল ফজল
ঘ) সৈয়দ মুজতবা আলী

৫. ‘অক্টোপাস’ উপন্যাস কার রচনা?
ক) শামসুর রাহমান
খ) সৈয়দ শামসুল হক
গ) শওকত ওসমান
ঘ) সেলিনা হোসেন

৬. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’। এটি একটি-
ক) যৌগিক বাক্য
খ) সরল বাক্য
গ) জটিল বাক্য
ঘ) মিশ্র বাক্য

৭. ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটি লিখেছেন-
ক) ফররুখ আহমদ
খ) শামসুর রাহমান
গ) আহসান হাবীব
ঘ) সিকান্‌দার আবু জাফর

৮. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মীর মশাররফ হোসেন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত


৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়-
ক) সংস্কৃত কলেজ
খ) হিন্দু কলেজ
গ) ইংরেজি কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ

১০. কেরি সাহেবের মুনশী বলা হয় কাকে?
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
খ) রাম রাম বসুকে
গ) চণ্ডীচরণ মুনশীকে
ঘ) গোলকনাথ শর্মাকে

১১. কোনটি স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক) বিধাতা
খ) সপত্নীক
গ) সতীন
ঘ) বিপত্তি

১২. কোনটি শুদ্ধ বানান?
ক) আকাংখা
খ) আকাঙ্খা
গ) আকাংক্ষা
ঘ) আকাঙক্ষা

১৩. ‘Attested’- এর পারিভাষিক শব্দ-
ক) প্রত্যায়িত
খ) সংযুক্ত
গ) স্বাক্ষরযুক্ত
ঘ) পরিচিত

১৪. ‘কপোল’ শব্দের অর্থ কী?
ক) কপাল
খ) গাল
গ) গণ্ডদেশ
ঘ) চিবুক

১৫. যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক) দিন
খ) মাত্রা
গ) খাই
ঘ) দিবস

১৬. ভাষার মূল উপকরণ কী?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বর্ণ
ঘ) বাক্য 


১৭. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক) কাব্য
খ) প্রহসন
গ) ছোটগল্প
ঘ) ছন্দ

১৮. চর্যাপদের ভাষায় কয়টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়?
ক) ৪ টি
খ) ৫ টি 
গ) ৬ টি
ঘ) ৭ টি

১৯. বরিশালের কবি বিজয়গুপ্ত সুলতান হোসেন শাহের আমলে কোন গ্রন্থ রচনা করে খ্যতি লাভ করেন?
ক) জঙ্গনামা
খ) বিদ্যাসুন্দর
গ) পদ্মপুরাণ
ঘ) শ্রীরামপাঞ্চালী

২০. ‘দৃষ্টিহীন’ কার ছদ্ম নাম?
ক) প্যারিচাঁদ মিত্র
খ) মধুসূদন দত্ত
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) মধুসূদন মজুমদার

২১. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক) গিন্নী
খ) হস্ত
গ) গঞ্জ
ঘ) তসবি

২২. ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী

২৩. ‘নীল যে অম্বর=নীলাম্বর’ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু

২৪. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে?
ক) শব্দ
খ) কারক
গ) ক্রিয়াপদ
ঘ) পদ

২৫. ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক) মারা যাওয়া
খ) পটল গাছ হতে পটল তোলা
গ) পটল খাওয়া
ঘ) পরীক্ষায় ফেল করা

ইংরেজি অংশ

২৬. ‘Never tell a lie” বাক্যটির Passive from হবে-
ক) Let not a lie ever be told
খ) Let a lie never be told
গ) Let a lie not ever be told
ঘ) Let never be told a lie

২৭. মেয়েটি দেখতে তার মায়ের মত-
ক) The girl is like her mother
খ) The girl takes after her mother
গ) The girl looks as her mother
ঘ) The girl looks after her mother

২৮. He sat—- the fire—-me.
ক) in, on
খ) of, by
গ) by, with
ঘ) at, with

২৯. A speech full of too many words is-
ক) A big speech
খ) Maiden speech
গ) An unimportant speech
ঘ) A verbose speech

৩০. Trees have —-off their leaves.
ক) cast
খ) put
গ) fallen
ঘ) thrown

৩১. The engine blows—-carbon di-oxide.
ক) away
খ) off
গ) out
ঘ) up

৩২. ‘The English’ means-
ক) The English Language
খ) The English Countries
গ) The English People
ঘ) The English Literature

৩৩. He said to me, “Did you take the examination?’’ The indirect form is-
ক) He asked me did I take the examination
খ) He asked to me if I took the examination
গ) He asked me if I had given the examination
ঘ) He asked me if I had taken the examination

৩৪. The teacher said, “Man is mortal”-এর Indirect narration কোনটি?
ক) The teacher said that man is mortal
খ) The teacher said that man was mortal
গ) The teacher said man was mortal
ঘ) None of the above

৩৫. Which is the correct sentence?
ক) He is a very perfect judge.
খ) He is a perfect judge.
গ) He is a most perfect judge.
ঘ) He is the most perfect judge.

৩৬. “No news is good news’’-
ক) It is likely that we expect bad news
খ) It is likely to tave bad news
গ) It is likely that nothing bad has happened
ঘ) It is unlikely that nothing bad has happened

৩৭. ‘Boot leg’ means to-
ক) distribute
খ) export
গ) import
ঘ) smuggle

৩৮. Find out the synonym of ‘economial’ is
ক) Sparing
খ) Squander
গ) Extravagant
ঘ) Wasteful

৩৯. The antonym of ‘Panic’ is
ক) Dance
খ) Relax
গ) Sit
ঘ) Laugh

৪০. Select the correctly spelt words:
ক) aquaintence
খ) accquaintance
গ) acquaintance
ঘ) akquaintance

৪১. I saw a blind man —-I was walking along the road.
ক) at the time
খ) before
গ) when
ঘ) while 

৪২. I water the plants. The word ‘water’ is used as-
ক) Verb 
খ) Adverb
গ) Noun
ঘ) Pronoun

৪৩. Break:Repair: :Wound:
ক) Fix
খ) Plaster 
গ) Heal
ঘ) Hurt

৪৪. A lot of money in the pocket makes one —- happy.
ক) to feel
খ) feeling
গ) feel
ঘ) felt

৪৫. Would you mind —- the door, please?
ক) if open
খ) to open
গ) opened
ঘ) opening 

৪৬. Who is the father of modern English poetry?
ক) Jeoffrey Chaucer
খ) Cynewulf
গ) Robert Browning
ঘ) None of the above

৪৭. Renaissance কথাটির অর্থ কি?
ক) বার্ধক্য
খ) নবজীবন
গ) মৃত্যু
ঘ) পৌঢ়ত্ব

৪৮. ‘Silent Woman’ written by-
ক) Kalidas
খ) John Ruskin
গ) Ben Jonson
ঘ) Munshi Prem Chand

৪৯. ‘England expects every man to do his duty’-Who told it?
ক) Churchill
খ) Wilson
গ) Thatcher
ঘ) Nelson

৫০. ‘Faerie Queene’ is a-
ক) an epic 
খ) novel
গ) play
ঘ) a short story

 

গণিত

৫১. ০.০০০১ এর বর্গমূল কত?
ক) ০.১
খ) ০.০১
গ) ০.২৫
ঘ) ০.৩১৬২

৫২. দুইটি সংখ্যার গ.সা.গু. বিয়োগফল ও ল.সা.গু. যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুইটি কত?
ক) ১৪৪, ২০৪ 
খ) ২০৪, ১৪৪
গ) ১০৪, ১৪৪
ঘ) ১৪৪, ১০৪

৫৩. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
ক) ১৯৫৮ সালে
খ) ১৯৬০ সালে
গ) ১৯৬২ সালে
ঘ) ১৯৬৪ সালে

৫৪. কোন সংখ্যার ৬ গুণ হতে ১৫ গুণ ৬৩ বেশি?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮

৫৫. একটি সংখ্যা ৫৫৩ হতে যত বড় ৬৫১‌ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক) ৫৯৯
খ) ৬০০
গ) ৬০১
ঘ) ৬০২

৫৬. ৬,৮,১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক) ৮ 
খ) ৯
গ) ১০
ঘ) ১১

৫৭. দুইটি রাশির অনুপাত ৯:১৫, পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত?
ক) ২০
খ) ৬০ 
গ) ৭৫
ঘ) ৪

৫৮. একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?
ক) ৪ টাকা
খ) ৬ টাকা
গ) ৮ টাকা 
ঘ) ১০ টাকা

৫৯. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ৫ কি.মি.। স্রোতের বেগ নির্ণয় কর।
ক) ৫ কি.মি/ঘন্টা
খ) ৬ কি.মি/ঘন্টা
গ) ৭ কি.মি/ঘন্টা
ঘ) ৮ কি.মি/ঘন্টা

৬০. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মিটার প্লাটফরম ৩০ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
ক) ১৬০ মিটার
খ) ১৮০ মিটার
গ) ২০০ মিটার
ঘ) ২২০ মিটার

৬১. দুইটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট ১৮ মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে?
ক) ২২ ঘন্টা
খ) ২৬ ঘন্টা
গ) ৩০ ঘন্টা
ঘ) ৩৪ ঘন্টা

৬২. ২৯ সংখ্যাটি কোন সংখ্যার ১০%?
ক) ১০
খ) ৯০
গ) ১৯০
ঘ) ২৯০

৬৩. যদি ১৫টি পোষাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোষাক শার্ট হয় তবে ১৫টি পোষাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক) ৯ টি
খ) ১০ টি
গ) ১১ টি
ঘ) ১২ টি

৬৪. কফিলাতী হাইস্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজীতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাশ করে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক) ৫০০ জন
খ) ৬০০ জন
গ) ৭০০ জন
ঘ) ৮০০ জন

৬৫. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক) ২০০ টাকা
খ) ২৫০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৩৫০ টাকা

৬৬. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
ক) ৪০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৬০০ টাকা
ঘ) ৭০০ টাকা


৬৭. ৪ কি.মি/ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কি.মি/ঘন্টা বেগে চললে তার চেয়ে ১ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
ক) ২০ কি.মি.
খ) ৩০ কি.মি
গ) ১০ কি.মি.
ঘ) ১৫ কি.মি.

৬৮. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ ১৬২ ডিগ্রী হলে বহুভুজটির বাহুসংখ্যা কত?
ক) ১৬
খ) ২০
গ) ২৪
ঘ) ২৬

৬৯. একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় কর?
ক) ৬৩০
খ) ৫৩৬
গ) ৬৩৬
ঘ) ৬৩০

৭০. 2x^2+x-15 এ উৎপাদক কোনটি?
ক) (x-3) (2x-5)
খ) (x+3) (2x+5)
গ) (x-3) (2x-5)
ঘ) (x+3) (2x-5)

৭১. x/2+3 = x/3+4 এই সমীকরণে x এর মান কত?
ক) 6
খ) 5
গ) 4
ঘ) 7

৭২. 2^n ÷ 2^(n-1)= কত?
ক) 2^n
খ) 2 
গ) 2^(n+1)
ঘ) 2^(n-1)

৭৩. 〖log〗_264+〖log〗_28 এর মান কত?
ক) 2
খ) 7
গ) 9 
ঘ) 128

৭৪. ১+২+৩+………………+৫০= কত?
ক) ১২০০
খ) ১২২৫
গ) ১২৫০
ঘ) ১২৭৫

৭৫. ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক) ১১ টি 
খ) ১০ টি
গ) ১২ টি
ঘ) ১৩ টি

 

সাধারণ জ্ঞান

৭৬. গুয়ান্তানামে বে বন্দিশালা কোথায় অবস্থিত?
ক) কিউবা
খ) মালয়েশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য

৭৭. সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত?
ক) এইচ১ এস১
খ) এইচ১এন১
গ) কে এম১ এইচ১
ঘ) এস১এফ১

৭৮. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
ক) ১৭ সেপ্টেম্বর, ১৯৭২
খ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৩
গ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
ঘ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৫

৭৯. মুদ্রাস্ফীতির কারণ কি?
ক) উৎপাদন বৃদ্ধি
খ) আমদানি বৃদ্ধি
গ) সরকারি কর হ্রাস
ঘ) টাকার সরবরাহ বৃদ্ধি 

৮০. সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
ক) হীরা
খ) পিতল
গ) ইস্পাত
ঘ) গ্রাফাইট

৮১. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ-
ক) ভারত
খ) চীন
গ) জার্মানি
ঘ) জাপান

৮২. শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
ক) মধ্যম থাকে
খ) বেশি থাকে
গ) কম থাকে
ঘ) কোনটি থাকে না

৮৩. কমলাপুর রে স্টেশনের স্থাপতি কে?
ক) এফ আর খান
খ) লুই কান
গ) মাজহারুল ইসলাম
ঘ) বব বোই

৮৪. বাংলা নববর্ষ চালু করেন?
ক) আকবর 
খ) লক্ষণ সেন
গ) ইলিয়াস শাহ
ঘ) গৌরী সেন

৮৫. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) ক্লাইভ
খ) কর্নওয়ালিস
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস

৮৬. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
ক) IBRD
খ) IDA
গ) IMF 
ঘ) IFC

৮৭. ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়-
ক) নভোঃ মাইক্রোস্কোপ
খ) বাইনোকুলার
গ) টেলিস্কোপ
ঘ) পেরিস্কোপ

৮৮. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
ক) পাখি পালন বিদ্যা
খ) রেশম চাষ বিদ্যা
গ) মৎস্য চাষ বিদ্যা
ঘ) মৌমাছি পালন বিদ্যা

৮৯. কোন নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত?
ক) কর্ণফুলী
খ) নাফ
গ) মাতামুহুরী
ঘ) হালদা

৯০. সুপ্রিম কোর্টের বিচারপতিগণের কার্যকাল কত বছর?
ক) ৬৫ বছর
খ) ৬৬ বছর
গ) ৬৭ বছর
ঘ) ৬৮ বছর

৯১. বঙ্গভঙ্গ বহিত করা হয় কোন সালে?
ক) ১৯০১ সালে
খ) ১৯০৬ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯১১ সালে

৯২. ‘বাসস’ কি?
ক) একটি সংবাদ সংস্থা
খ) একটি বহুজাতিক সংস্থা
গ) একটি নদীর নাম
ঘ) একটি গ্রন্থের নাম

৯৩. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
ক) ২১ ফেব্রুয়ারি
খ) ২৬ মার্চ
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ৭ মার্চ

৯৪. কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
ক) ডিউই
খ) মন্টেসরী
গ) ফ্রোয়েবল
ঘ) হার্ডওয়্যার

৯৫. কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
ক) রম
খ) অপারেটিং সিস্টেম
গ) হার্ডওয়্যার
ঘ) র‌্যাম 

৯৬. ‘ডং’ কোন দেশের মুদ্রার নাম?
ক) ভিয়েতনাম 
খ) লাওস
গ) কম্বোডিয়া
ঘ) থাইল্যান্ড

৯৭. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কি?
ক) ভোলা
খ) বরিশাল 
গ) পটুয়াখালী
ঘ) ঝালকাঠি

৯৮. ‘আকাবা’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক) মিশর
খ) তুরস্ক
গ) জর্ডান 
ঘ) সিরিয়া

৯৯. ‘ফুনাফুট’ কোন দেশের রাজধানীর নাম?
ক) জিবুতি
খ) সামোয়া
গ) টোঙ্গা
ঘ) ট্যুভালু

১০০. ‘মোটরগাড়ির শহর’ কোন দেশের ভৌগোলিক উপনাম?
ক) ডেট্রয়েট
খ) তাসখন্দ
গ) কিউবা
ঘ) বেনারস

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!