বাংলাদেশের ইতিহাসে কোন বিশেষ দিন কি বার ছিল, যে কোন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

বাংলাদেশের ইতিহাসে বিশেষ দিবস কি বার

বাংলাদেশের ইতিহাসে কোন বিশেষ দিন কি বার ছিল, যে কোন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
Bangladesh Historical Day Name Date and Year Important for Any Kind of Job Preparation

  • ভাষা আন্দোলন সংগঠিত হয়—১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
  • জাতীয় পতাকা দিবস—১৯৭১ সালের ২ মার্চ (বৃহস্পতিবার)।
  • ৭ মার্চের ভাষণ—১৯৭১ সালের ৭ মার্চ (রবিবার)।
  • কালরাত্রি—১৯৭১ সালের ২৫ মার্চ (বৃহস্পতিবার)।
  • স্বাধীনতা দিবস—১৯৭১ সালের ২৬ মার্চ (শুক্রবার)।
  • মুজিবনগর অস্থায়ী সরকার গঠন করা হয়—১৯৭১ সালের ১০ এপ্রিল (শনিবার)।
  • মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে—১৯৭১ সালের ১৭ এপ্রিল (শনিবার)।
  • শহীদ বুদ্ধিজীবী দিবস—১৯৭১ সালের ১৪ ডিসেম্বর (মঙ্গলবার)।
  • বিজয় দিবস—১৯৭১ সালের ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— ১৯৭২ সালের ১০ জানুয়ারি (সোমবার)।
  • সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন—১৯৭৫ সালের ১৫ আগস্ট (শুক্রবার)।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!