বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ সহকারী জেনারেল ম্যানেজার (Admin/HR) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭

Bangladesh Rural Electrification Board (BREB) Assistant General Manager (Admin/HR) Job Exam Question and Solution 2017

পরীক্ষার তারিখঃ  22.09.2017

বাংলা অংশ

১. নিচের কোনটি অশুদ্ধ?

অহিংস-সহিংস

প্রসন্ন-বিষন্ন

দোষী-নির্দোষী

নিষ্পাপ-পাপিন

২. নিচের কোনটি বিশেষ্য পদ?

জাত

গৈরিক

উদ্ধত

গাম্ভীর্য

৩. ”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?

বঙ্গদূত

জ্ঞানান্বেষণ

জ্ঞানাংকুর

সুংবাদপ্রভাকর

৪. ”তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল”। এটি কোন বাক্য?

সরল

জটিল

যৌগিক

সংযুক্ত

৫. ”হপ্ত পয়কার” কার রচনা?

সৈয়দ আলাওল

দীনবন্ধু মিত্র

জৈনুদ্দীন

অমিয় দেব

৬. কবি গানের প্রথম কবি কে?

গোঁজলা পুট

হরু ঠাকুর

ভবানী ঘোষ

নিতাই বৈরাগী

৭. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

৮. গ্রিক শব্দ কোনটি?

তুফান

লুঙ্গি

কুশন

দাম

৯. ”জয়গুন”- কোন উপন্যাসের চরিত্র?

জননী

সূর্যদীঘল বাড়ী

সারেং বৌ

হাজার বছর ধরে

১০. ”উৎকর্ষতা” কি কারণে অশুদ্ধ?

সন্ধিজনিত

প্রত্যয়জনিত

উপসর্গজনিত

বিভক্তিজনিত

১১. ”অক্ষির সমীপে” এর সংক্ষেপণ হলো—

সমক্ষ

পরোক্ষ

প্রত্যক্ষ

নিরপেক্ষ

১২. রামায়ণের রচয়িতা —

রত্নাকর দস্যু

কবীন্ত্র পরমেশ্বর

কৃত্তিবাস ওজা

মাগন ঠাকুর

১৩. প্রথম বাংলা “থিসরাস” অভিধান সংকলন করেছেন?

অশোক মুখোপাধ্যায়

জগন্নাত চক্রবর্তী

আশীষ রায়

ড. মুহম্মদ শহীদুল্লাহ

১৪. ব্যবহারকারীর দেশ হিসেবে আরবি ভাষার অবস্থান —-

প্রথম

দ্বিতীয়

তৃতীয়

চতুর্থ

ইংরেজি অংশ

1. Education is enlightening. here “Enlightening” is —

A gerund

A participle

An infinitive

A finite verb

2. What is Funny poem of five lines called?

Quartet

Limerick

Sixtet

Haiku

3. John Smith is good— Mathematics.

at

in

of

after

4. The Merchant of Venice is Shakespearean play about —-

a Jew

a Moor

a Roman

A Turk

5. Which of the following words can be used as a verb?

Mister

Mistress

Master

Mastery

6. Badminton is the national sport of —-

Malaysia

Scotland

China

Nepal

7. “The French” refers to —

the French people

The French language

The French manners

The French society

8. The people who carry a coffin at a funeral are called—–

Undertakers

Supporters

Pallbearers

Mourners

9. Which of the following integers has the most divisors?

88

91

95

99

10. The antonym for inimical —-

hostile

friendly

indifferent

angry

11. What is the meaning of “White Elephant”?

White Elephant

A hoader

A black marketer

A very costly possession

12. Cul-de-sec—

Selecton

dead end

error

bubble

 

গণিত অংশ

১. ১+৫+৯ …..+৮১ = কত?

৯৬১

৮৬১

৭৬১

৬৬১

২. ৩, ৯, ও ৪ চতুর্থ সমানুপাতিক কত?

১৪

১৬

১২

৩. একটি পঞ্চভুজের সমষ্টি-

৪ সমকোণ

৬ সমকোণ

৮ সমকোণ

১০ সমকোণ

৪. Which of the following integers has the most divisors?

88

91

95

99

৫. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর্ পুত্রের বয়স কত?

৯ বছর

১৪ বছর

১৫ বছর

১৮ বছর

৬. ১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

৪%

৬%

৫%

৭%

সাধারন জ্ঞান অংশ

১. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?

নিউইয়র্কে

শিকাগোতে

টোকিওতে

লন্ডনে

২. কোন দেশটি এককক্ষ বিশিষ্ট আইন সভা–

সুইডেন

স্পেন

পাকিস্তান

অস্ট্রিয়া

৩. মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র—

স্ফিগমোম্যানোমিটার

স্টেথস্কোপ

কার্ডিওগ্রাফ

ইকোকার্ডিওগ্রাফ

৪. কোনটি “চির শান্তির শহর” হিসেবে পরিচিত?

রোম

ভেনিস

ভ্যাটিকান সিটি

এথেন্স

৫. কোনটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?

মরুমায়া

মরুভাস্কর

মরুতীর্থ

মরুকুসুম

৬. কোন দেশ SAGQ -এর সাথে যুক্ত নয়?

শ্রীলংকা

ভারত

ভুটান

নেপাল

৭. বিশ্বের কোন দেশের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস?

ভারত

চীন

সুদান

বাংলাদেশ

৮. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র—

ক্রনোমিটার

ট্যাকোমিটার

হাইড্রোমিটার

ওডোমিটার

৯. কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়?

জহরলাল নেহেরু

মার্শাল টিটো

ড. সুকর্ণ

আনোয়ার সাদাত

১০. তাম্রলিপ্ত কি?

প্রাচীন জনপদ

তামার পাতে শাসনাদেশ

প্রাচীন গ্রন্থ

প্রাচীন ভাষা

১১. ধীবরের দেশ—

মালদ্বীপে

থাইল্যান্ড

ফিনল্যান্ড

নরওয়ে

১২. বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?

প্রফেসর আবদুল হাই

ড. মুহম্মদ শহীদুল্লাহ

কাজী মোতাহার হোসেন

ড. মযহারুল ইসলাম

১৩. এশিয়া মহাদেশে দেশের সংখ্য কয়টি?

৩৩ টি

৩৫ টি

৫৩ টি

৪৪ টি

১৪. গোল্ড কোস্ট কোন দেশের পুরানো নাম?

ওশানিয়া

অষ্ট্রোলিয়া

সুরিনাম

ঘানা

১৫. ১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে —

ফ্রান্স ও জার্মানি

ফ্রান্স ও যুক্তরাজ্য

জার্মানি ও যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

১৬. পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জন্মস্থান—

যুক্তরাষ্ট্র

রাশিয়া

যুক্তরাজ্য

জার্মানি

১৭. ”বেকেরেল” কিসের একক?

লেন্সের ক্ষমতা

এক্সরে

দীপন ক্ষমতা

তেজস্ক্রিয়তা

১৮. সমাজকর্ম “মূল্যবোধ নিরপেক্ষ” বা Value Free নয় কেন?

স্বীকৃত পেশাবলে

অস্বীকৃত পেশাবলে

লাভজনক

সামাজিক পেশাবলে

১৯. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?

ভারতীয়

আরব

গ্রিক

চীন

২০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব দেশ কোনটি?

ইন্দোনেশিয়া

মালয়েশিয়া

মালদ্বীপ

সেনেগাল

২১. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?

ইতালি

ইংল্যান্ড

ফ্রান্স

রাশিয়া

২২. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

২৮০ m/s

৩৩২ m/s

১১২০ m/s

২৩. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

২৫৬ টি

৪০৯৬ টি

৬৫৫৩৬ টি

৪২৯৪৯৬৭২৯৬ টি

২৪. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

পরিবিবি

ইসলাম খান

শায়েস্তা খান

ঈশা খান

২৫. মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয়—

শব্দ শক্তি

তড়িৎ শক্তি

বিদ্যুৎ সংকেত

চৌম্বক শক্তি

২৬. নিচের কোনটি সাধরণত ইনফ্রারেড ব্যবহার করা হয়?

WAN

Satellite

MAN

TV রিমোট কন্ট্রোল

২৭. কিরগিজস্তানের রাজধানী কোথায়?

বিশকেক

আলমা আতা

আশখাবাদ

উলানবাটোর

২৮. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?

ম্যাগনেশিয়াম

ক্যালসিয়াম

সোডিয়াম

পটাশিয়াম

২৯. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

আলিবার্ড হল

এস্ট্রোলার হল

ওবেরী হল

ইন্টেলসেট-I

৩০. ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামেরা জনক কে?

স্যাংগার ও পলিং

লুই পাস্তুর ও ওয়াটসন

ওয়াটসন ও ক্রিক

পলিং ও ক্রিক

৩১. প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে—

ইউকোসুক

গোয়াম

হাওয়াই

সুবিক বে

৩২. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

তামা

রুপা

সোনা

কার্বন

৩৩. দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে?

গজারিয়া

গাজীপুর

সাভার

ভালুকা

৩৪. পারস্পরিক আবেশকে ব্যবহার করে কোনটিতে?

ডায়োড

ট্রান্সফরমার

ট্রানজিস্টর

অ্যামপ্লিফায়ার

৩৫. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?

জার্মানি

ফ্রান্স

যুক্তরাজ্য

রাশিয়া

৩৬. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম—

ক্রনোমিটার

কম্পাস

সিসমোগ্রাফ

সেক্সট্যান্ট

৩৭. অন্ধজনদের প্রতি লিখনরীতির উদ্ভাবন করেন —

ব্রেইল

কপার্নিকাস

ডেভিটবোর

টমাস আলভা এডিসন

৩৮. কলকাতার ১ম রঙমঞ্চ তৈরি হয়?

১৮১৭ সালে

১৮৩২ সালে

১৮৫২ সালে

১৭৫৩ সালে

৩৯. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

গ্লিসারিন

ফিটকিরি

সোডিয়াম ক্লোরাইড

ক্যালসিয়াম কার্বনেট

৪০. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা লাইন কোনটি?

সনোরা

ম্যাকনামারা

ডুরান্ড

হিন্টারবার্গ

৪১. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

রাজশাহী

ঢাকা

চট্টগ্রাম

খুলনা

৪২. কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে?

যুক্তরাষ্ট্র

নিউজিল্যান্ড

বাহামা

সুইজারল্যান্ড

৪৩. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

ইয়াসির আরাফাত

নাগীব মাহফুজ

আনোয়ার সাদাত

প্রফেসর আবদুস সালাম

৪৪. মনপুরা “৭০” কি?

একটি উপজেলা

একটি নদী বন্দর

একটি উপন্যাস

একটি চিত্রশিল্প

৪৫. আইসল্যান্ড হলো–

মুক্তার দ্বীপ

পান্নার দ্বীপ

লবঙ্গ দ্বীপ

আগুনের দ্বীপ

৪৬. নাসাউ কোন দেশের রাজধানী?

নিকোবর দ্বীপপুঞ্জ

মাদাস্কার দ্বীপপুঞ্জ

বাহামা দ্বীপপুঞ্জ

ফিজি দ্বীপপুঞ্জ

৪৭. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?

চীন

ইন্দোনেশিয়া

যুগোশ্লাভিয়া

মালয়েশিয়া

৪৮. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?

কুর্দি

তাতারু

রেড ইন্ডিয়ান

মাউরী

৪৯. কোন চুক্তির মাধ্যমে “ইইসি” প্রতিষ্ঠা লাভ করে?

রোম চুক্তি

ম্যাসট্রিক্ট চুক্তি

ভিয়েনা কনভেনসন

ব্রাসেলস চুক্তি

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!