সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োাগ পরীক্ষার প্রশ্ন সমাধান

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০।
Department Of Military Land and Cantonment Office Assistant Exam Question and Solution 2020.

পরীক্ষা অনুষ্ঠিতঃ ২৬/১২/২০২০

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০ 2

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০ 1

১. ধন অপেক্ষা জ্ঞান বড়। এখানে অপেক্ষা হলো? উত্তরঃ অনুসর্গ

২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তরঃ অহি-নকুল

৩. সনেটে কয়টি লাইন থাকে? উত্তরঃ ১৪

৪. সপ্তাহ কোন প্রকারের শব্দ? উত্তরঃ গণণাবাচক

৫. ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ ঘ্রা + আন

৬. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তরঃ কবিরাজ

৭. পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? উত্তরঃ সৈয়দ শামসুল হক

৮. হুলিয়া কবিতা কার রচনা? উত্তরঃ নির্মলেন্দু গুণ

৯. আটকপালে বাগধারাটির অর্থ কী? উত্তরঃ হতভাগ্য

১০. শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ সমীচীন

১১. Intra শব্দের অর্থ কি? উত্তরঃ অন্তঃ (ভিতরে)

১২. Choose the best answer of affects from the alternative. উত্তরঃ damage

১৩. Have you ever seen the zoo. এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? উত্তরঃ তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো?

১৪. Which of the following spelling is correct? উত্তরঃ ever

১৫. What parts of speech is alive? উত্তরঃ adjective

১৬. Fill in the gap of the following sentence. I get up before —-sunrise. উত্তরঃ the

১৭. The masculine gender of Bride? উত্তরঃ bridegroom

১৮. What is the plural form Hundred? উত্তরঃ hundreds

১৯. আমি সাঁতার জানিনা। এর সঠিক ইংরেজি অনুবাদ? উত্তরঃ I do not know how to swim.

২০. “Abolish” শব্দটির Synonym কোনটি? উত্তরঃ Cancel

২১. ৩X০.৩ ÷২= কত? উত্তরঃ ০.৪৫

২২. নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? উত্তরঃ ১/২

২৩. ২.১/২ +২ ১.১/২-৩=কত? উত্তরঃ ৩

২৪. এক বর্গমিটার সমান কত বর্গফুট? উত্তরঃ ১০.৭৬৪

২৫. ৩২৯ X ৪১২ হতে কত বিয়োগ করলে বিয়োগফল ৩২৯ + ৪১২ এর সমান হবে? উত্তরঃ ১৩৪৮০৭

২৬. এক ব্যক্তির নিকট যাকাতের ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোকের প্রত্যককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকের সংখ্যা কত? উত্তরঃ ১৫০ জন

২৭. এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? উত্তরঃ ৬.৪৫

২৮. এক একরের ৫% সমান কত বর্গগজ? উত্তরঃ ২৪২ ( ১ একর = ৪৮৪০ বর্গগজ তাহলে ৪৮৪০ এর ৫%=২৪২)

২৯. ১ হেক্টর সমান কত একর? উত্তরঃ ২.৪৭

৩০. ১ কেজি পানির ওজন কত লিটার? উত্তরঃ ১ লিটার

৩১. ভুটানের রাজধানীর নাম কি? উত্তরঃ থিম্পু

৩২. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? উত্তরঃ ৭৬ বছর

৩৩. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন সাল পর্যন্ত? উত্তরঃ ১৯৫৫

৩৪. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? উত্তরঃ জুলিও কুরি পদক.

৩৫. বাংলাদেশের দ্রুততম মানব ২০২০ কে? উত্তরঃ ইসমাইল হোসেন (সেনাবাহিনী)

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!