হিসাব বিজ্ঞান ১ম পত্র HSC পরীক্ষার MCQ প্রশ্ন ও উত্তরমালা ২০১৮

হিসাব বিজ্ঞান ১ম পত্র

হিসাব বিজ্ঞান ১ম পত্র ২০১৮ সালের এইচ এস সি (HSC) MCQ প্রশ্নের সমাধান
Accounting 1st paper MCQ Question and Solution of HSC Exam 2018

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালো করার জন্য হিসাব বিজ্ঞান অংশের কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর। These MCQ set is also important for University Admission test of Accounting Section (C-Unit).

 

১. কোনটিকে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বলা হয়?
উত্তর: (গ) কার্যপত্র
২. ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে?
উত্তর: (ক) আমানতকারী
৩. ব্যবসায়ে কোন ধরনের সম্পদের উপর অবচয় ধার্য করা হয়?
উত্তর: (খ) স্থায়ী সম্পদ
৪. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
উত্তর: (ঘ) ডেবিট নোট
৫. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?
উত্তর: (খ) লেনদেন সনাক্তকরণ
৬. ভগ্নাবশেষ মূল্যকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: (গ) আয়ষ্কাল শেষে সম্পদ থেকে নগদ প্রপ্তি
৭. জমাকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করতে হবে?
উত্তর: (খ) ৪,৫০০ টাকা
৮. উক্ত কোম্পানীর ইস্যুকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ বা বিয়োগ করতে হবে?
উত্তর: (খ) ২,০০০ টাকা বিয়োগ
৯. মি. আকাশের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ মাসের শেষে কত?
উত্তর: (ঘ) ৯০,০০০ টাকা
১০. ব্যাংক ঋণ ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন পরিবর্তন ঘটবে?
উত্তর: (গ) দায় বৃদ্ধি পাবে


১১. সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক?
উত্তর: (খ) প্রারম্ভিক মজুদ + ক্রয় – সমাপনী মজুদ
১২. নগদ প্রপ্তি জাবেদার বৈশিষ্ট_____
উত্তর: (ক) iও ii
১৩. মালিক কতৃক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে কী জাবেদা হবে?
উত্তর: (খ) উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট
১৪. GAAP এর পূর্ণ্রুপ কী?
উত্তর: Generlly Accepted Accounting Principles
১৫. বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ২০% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা কত?
উত্তর: (গ) ২৫%
১৬. ২/১০, n/৩০ দ্বারা কী বুঝায়?
উত্তর: (গ) ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করিলে ২% বাট্টা পায়
১৭. উপরিউক্ত তথ্যের আলোকে নীট ক্রয় মূল্য কত?
উত্তর: (খ) ৫৫,০০০
১৮. বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?
উত্তর: (ক) iও ii
১৯. কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: (গ) সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে
২০. অনগদ ব্যয় হল_____
উত্তর: (ক) iও ii


২১. সংশোধনী জাবেদা হবে____
উত্তর: (খ) ক্রয় ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট
২২. মূলধনী খরচ হলো____
উত্তর: (ক) iও ii
২৩. হিসাববিজ্ঞানের তিনটি “A” দ্বারা কি বুঝায়?
উত্তর: (ক) American Accounting Association
২৪. আসবাবপত্রটি কত সালে ক্রয় করা হয়েছিলো?
উত্তর: (ক) ২০১৩
২৫. বর্তমানে আসবাবপত্রের মূল্য কত?
উত্তর: (ক) ৪৮,০০০ টাকা
২৬. সুদের পরিমাণ কত?
উত্তর: (গ) ১,৮০০ টাকা
২৭. আয় বিবরণীতে কি পরিমাণ বিমার প্রিমিয়াম দেখাতে হবে?
উত্তর: (গ) ২,৪০০ টাকা
২৮. নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রুপ?
উত্তর: (খ) সম্পদ=দায়+মূলধন+আয়-খরচ-উত্তোলন
২৯. হিসাববিজ্ঞানের স্থায়ী বই কোনটি?
উত্তর: (গ) খতিয়ান
৩০. নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গরমিলের কারণ____
উত্তর: (গ) i,iiও iii

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!