অর্থ মন্ত্রণালয় এর প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৪
Administrative Officer at Ministry of Finance recruitment examination question and answer 2004
পরীক্ষার তারিখঃ ২৪/১২/২০০৪
Exam held on: 24/12/2004
বাংলা অংশ
১. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
ধ্বনি
বর্ণ
পদ
উপসর্গ
২. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
গতি
বিশেষ
সাধারণ
বিবিধ
৩. ‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’ — ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ?
করণে ৭মী
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
৪. ‘শতাব্দী’ কোন সমাস?
দ্বিগু সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
৫. ‘কপোল’ শব্দের অর্থ কোনটি?
ললাট
গাল
চিবুক
গলা
৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি ?
সমচার দর্পণ
বেঙ্গল গেজেট
বঙ্গদর্শন
দিগদর্শন
৭. কোনটি সরল বাক্য?
যে রক্ষক সেই ভক্ষক
তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
ধনের ধর্মই অসাম্য
৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
হেক্টর বধ
ইডিপাস
মুখরা রমণী বশীকরণ
ভ্রান্তিবিলাস
৯. কোনটি সমার্থক শব্দ নয়?
আলয়
বিপণী
আবাস
নিকেতন
১০. ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃশ+ অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীয়
দৃশ্য +নীয়
১১. রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
পর্তুগীজ
ওলন্দাজ
জাপানি
ফরাসি
১২. কোনটি শুদ্ধ বাক্য?
গণিত খুব কঠিন
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
১৩. কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ?
ড. জিভাগো
মা
ফাউস্ট
আনা কারেনিনা
১৪. কোনটি শুদ্ধ বানান?
সান্তনা
সান্ত্বনা
সানতনা
স্বান্তনা
১৫. কোনটি অস্তিবাচক বাক্য?
পৃথিবী চিরস্থায়ী নয়
ওকে চেনাই যায় না
কথাটা না মেনে উপায় নেই
জায়গাটা নির্জন
১৬. কোনটি সূর্য়ের প্রতিশব্দ নয়?
আদিত্য
দিবাকর
তপন
সুধাকর
১৭. কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে?
বিদেশ
সুখ্যাতি
অনাবৃষ্টি
হরেক
১৮. কোন বানানটি শুদ্ধ?
সংসপ্তক
সংশপ্তক
শংসপ্তক
শংশপ্তক
১৯. আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
আত্মাজা ও একটি করবী গাছ
দক্ষিণায়নের দিন
যদ্যপি আমার গুরু
রেখাচিত্র
ইংরেজী অংশ
1. The baby– because it is hungry now.
is crying
cries
is
are
2. The girl takes — her mother.
with
after
to
for
3. I shall adhere — my plan.
in
at
about
to
4. which is the correct proverb ?
Fools rush in where angels fear to tread
Fool rush in where angels fear to tread
A fool rush in where an angel fears to tread
Fools rush in where the angels fear to tread
5. That was exactly my cup of tea because that was what — complete the sentence
I really like doing
I found necessary
I usually liked to aviod
I felt should look for
6. Find out the sentence that has no spelling errors.
He was committed to truth and justice
He atained everythin gthat he desired
Apparently, he was delayed by train
what will be the committee’s work now
7. I can’t help but laugh.
I can only laugh
I can help myself to laugh
I can not help laughing
All of them
8. `I shall call you on Friday. Here ‘call’ is widely used as–
verb
Adverb
Adjective
Auxiliary verb
9. choose the correct passive voice form of the following sentence- All of his friends laughed at him.
He laughed at all of his friends
He was laughed at by all of his friends
All of his friendes had laughed at him
All of his friends were laughed at him
10. Soya said , ‘ I walk a mile everyday’ Find out indirect narration.
soya said that she walked a mile everyday
soya said that she walks a mile everyday
Soya said that I am walking a mile everyday
Soya said that I walk a mile everyday
11. Change the narration:- I said , ‘Do it’.
I said that it should be done
Isaid that let it be done
I said to do it .
I ordered to do it.
12. God took pity — him Fill up the gap —
on
into
over
with
13. `The ship sailed — of the icy waters — another sea. Fill up the gaps-
on, fro
out , into
of ,into
to ,out
14. Every body longs — happiness.
in
for
from
over
15. ‘At the eleventh hour’ means-
at a time
At the last moment
At the first mometn
At no moment
16. which is the best sentence by ‘Bag and Baggage’?
he leaves the place bag and baggage
he leaves the place with bag and baggage
He leaves the place for bag and baggage
He lives for bag and baggage
17. what is the antonym of ‘Limpid’?
Watery
Bright
Muddy
Transparent
18. Choose the correct translation of ‘ মানুষ কোথা থেকে এলো , সে যাবেই বা কোথায়?
when is man coming form , where is he going?
where did man come from, where will he go to?
where is man’s past,where is his future?
Where was man found, where will he enter?
19. which is the best translation of ‘ তেলা মাথায় তেল দেওয়া।?
Giving oil only to head
To carry coal to New castle
To carry coal to Old castle
To carry coals to New Castle
20. Shakespeare a playwright Here “playwright” is used as —
Object
Subject
Adverb
Complement
গণিত অংশ
১. একটি নতুন বাইসালেকেলর দাম ২,৫০০ টাকা । প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পূর্বতন মূল্যের ৪/৫ এ দাঁড়ায় । ৩য় বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে?
১,০০০ টাকা
১,২০০ টাকা
১,২০০ টাকা
১,৩৪০ টাকা
২. আবদুল করিম আবদুর রহিমের চাইতে ৩ বছেরর ছোট । আফজালের বয়স আবদুল করিমের থেকে ২ বছর কম । মুমিনের বয়স যখন ৫ তখন আবদুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
৫৪ বছর
৪৫ বছর
৫০ বছর
৪৩ বছর
৩. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর । আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ২৬ বছর । পুত্রের বয়স কত?
৯ বছর
১৮ বছর
১৫ বছর
১৪ বছর
৪. পিয়াঁজের দাম ২৫% বৃদ্ধি পেল। খরচ সমান রাখতে পিয়াঁজের ব্যবহার কত কমাতে হবে?
২৫%
২০%
৩৩.৩৩%
২৪%
৫. একটি রেসিপিতে তিনটি ডিম এবং দুই কাপ দুধ প্রয়োজন। যদি উক্ত রেসিপিতে আটটি ডিম ব্যবহার করা হয় তবে কত কাপ দুধ প্রয়োজন?
৪ ৪/৫
৫ ১/৩
১/২
৫ ৪/৫
৬. a +b =2 , a -b =0 হলে a/b =কত?
০
১
২
৪
৭. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
১০ গজ
১২ গজ
১৪ গজ
১৬ গজ
৮. ১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্ব অবস্থিত জ্যা -এর দৈর্ঘ্য কত?
২৪ সেমি
১৮ সেমি
১৬ সেমি
১২সেমি
৯. ১,৩,৫ কি সংখ্যা ?
মূলদ
অমূলদ
মৌলিক
কোনোটিই নয়
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে–
পাকিস্তান থেকে
যুক্তরাষ্ট্র থেকে
জাপান থেকে
চীন থেকে
২. মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
বান্দরবান
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
ময়মনসিংহ
৩. কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় আগমন করে?
ইংরেজ
পর্তুগীজ
ফরাসি
দিনেমার
৪. পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের না কি ?
এম.এ. জিন্নাহ
লিয়াকত আলী খান
ইস্কান্দার মীর্জা
আইয়ুব খান
৫. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত ?
পদ্মা
মধুমতি
আড়িয়াল খাঁ
ভৈরব
৬. আওয়ামী মুসলীম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি–
মাওলানা ভাসানী
শেখ মজিবুর রহমান
শামসুল হক
সোহরাওয়ার্দী
৭. কোনটি পদ্মার শাখা নদী?
আড়িয়াল খাঁ
ভৈরব
করতোয়া
কর্ণফুর্লী
৮. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা–
মাওলানা ভাসানী
এ.কে. ফজলুল হক
আবুল হাশিম
সোহরাওয়ার্দী
৯. গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়–
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭৬ সালে
১৯৭৭ সালে
১০. বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ?
৯৫ টি
৭০ টি
৫২ টি
৫৫টি
১১. ইরাকে মার্কিন আগ্রাসনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়–
২০০৪ সালের ১৯ মার্চ
২০০৪ সালের ২০ মার্চ
২০০৪ সালের ২১ মার্চ
২০০৪ সালের ২৪ মার্চ
১২. বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোন সংক্ষুদ্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারব?
৭
১১
১০২
৩১
১৩. বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে?
কঙ্গো
ঘানা
সিয়েরা লিওন
মোজাম্বিক
১৪. ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে ক’টি দেশ নিয়ে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল?
১০টি
১৫টি
২৮টি
৪টি
১৫. ২০০১ সালে ডারবানে অনুষ্ঠিত International Conference on Racism – এ অংশ নেয়–
৭৯ টি দেশ
১৬৩ টি দেশ
১১১টি দেশ
৮৯ টি দেশ
১৬. কোন দেশটি UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
ইসরাইল
জার্মানি
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
১৭. চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় —
১৯৬৪ সালে
১৯৫৮ সালে
১৯৫৪ সালে
১৯৫০ সালে
১৮. আসিয়ান এর জন্ম—
১৯৬২ সালে
১৯৬১ সালে
১৯৬৭ সালে
১৯৫০ সালে
১৯. কোথায় Land Mine Treaty স্বাক্ষরিত হয়েছিল?
রোমে
অটোয়ায়
নিউইয়র্কে
বার্লিনে
২০. UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women কবে স্বাক্ষরিত হয়?
১৯৭৭ সালে
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৭ সালে
২১. কিয়োটো প্রটোকল, ১৯৯৭ কি?
গ্রীন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি
ব্যবসা -বাণিজ্য সংক্রান্ত চুক্তি
গভীর সমুদ্রে মাছ ধরা সংক্রান্ত চুক্তি
কৃষি ভর্তুকি হ্রাস করা সংক্রান্ত চুক্তি
২২. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে–
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭১ সালে
২৩. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র হচ্ছে–
জর্দান
মিশর
তুরঙ্ক
ইয়েমেন
২৪. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে–
সৌদি আরব
কুয়েত
ইরাক
বাহরাইন
২৫. বিশ্বে সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে-
সৌদি আরব
ভেনিজুয়েলা
ইরাক
যুক্তরাষ্ট্র
২৬. বাংলাদেশ সংবিধানের প্রস্তাবিত চতুর্দশ সংশোধনীতে মহিলা আসন বরাদ্দ করা হবে কয়টি?
৩০টি
৪০টি
৪৫টি
৫০টি
২৭. বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না –
বিবাহ – বিচ্ছেদ
নারী ও শিশুপাচার
দেনমোহর
শিশুর অভিভাবকত্ব
২৮. কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মদ্যে বাংলাদেশে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে?
৩০ দিন
৬০ দিন
৯০ দিন
১৮০ দিন
২৯. চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
রংপুর
গাইবান্ধা
নীলফামারী
দিনাজপুর
৩০. হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
শরীয়তপুর
মাদরীপুর
ফরিদপুর
যশোর
৩১. পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
১৯৫৬ সালে
১৯৬২ সনে
১৯৫২ সনে
১৯৬৯ সনে
৩২. কোন দেশকে বলা হয় ‘পঞ্চম ড্রাগন” ?
দক্ষিণ কোরিয়া
সিঙ্গাপুর
চীন
উপরের কোনোটিই নয়
৩৩. বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়েছিল ?
১৯৭৮ সালে
১৮৮২ সালে
১৯৯৬ সালে
২০০০সালে
৩৪. পূর্ব জার্মানির অবলুপ্তি কবে ঘোষিত হয়?
১৯৯০ সালে
১৯৮৯ সালে
১৯৯১ সালে
১৯৮৮ সালে
৩৫. কোন দেশটি অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না?
মায়ানমার
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
৩৬. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
মাদ্রিদ চুক্তি
ডেটন চুক্তি
জেনেভা চুক্তি
প্যারিস চুক্তি
৩৭. আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এফ কবে থেকে তার কর্যক্রম শুরু করে?
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৯ সালে
১৯৫০ সালে
৩৮. শিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেট পরিণত করে?
রাইজোবিয়াম
সিজিয়াম
নাইট্রোব্যাকটর
নাইট্রোসোমোনাম
৩৯. টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
আলফা
এক্সরে
গামা
বিটা
৪০. বিশ্বের সর্বত্র আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়
৫ জুন
৭ জুলাই
৪ এপ্রিল
৩ মার্চ
৪১. পাকা কলার উপাদান কোনটি?
অ্যামাইল অ্যাসিটেট
ইথাইল অ্যালকোহল
মিথাইল ইথানয়েট
ইথার
৪২. ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী?
এস্টার
ইথার
অ্যালকোহল
গ্লুগোজ
৪৩. সাবান কোন উচ্চতর ফ্যাটি এসিডের লবণ?
পটাশিয়াম
সোডিয়াম
ক্যালসিয়াম
পটাশিয়াম + সোডিয়াম
৪৪. শিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেট পরিণত করে?
রাইজোবিয়াম
সিজিয়াম
নাইট্রোব্যাকটর
নাইট্রোসোমোনাম
৪৫. টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
আলফা
এক্সরে
গামা
বিটা
৪৬. দিয়াশলাইয়ের কা্ঠির মাথায় কোনটি থাকে?
লোহিত ফসফরাস
শ্বেত ফসফরাস
কয়লা
ক্যালসিয়াম কার্বনেট
৪৭. আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?
মেঘ তাপরোধী পদার্থ
মেঘ তাপ গ্রহণ করে
ভূ – পৃষ্ঠ তাপ বিকিরণ করে
জলীয়বাষ্প ঘনীভূত হয়
৪৮. ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে?
৯০- ৯৫ ডিগ্রী ফা:
৯৫- ১১০ ডিগ্রী ফা:
৯৫ – ১০৫ ডিগ্রী ফা:
৯৮ – ১০৪ ডিগ্রী :