প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৪
Administrative Officer at Prime Minister’s Office and Cabinet Division of Ministers Job exam Question and Answers – 2004
পরীক্ষার তারিখঃ ২৭/০২/২০০৪
Exam Held On: 27/02/2004
বাংলা অংশ
১. মরমী কবি কাকে বলা হয় ?
হাসন রাজা
সুলতান মিয়াজী
আলাউদ্দিন
ঈসা খাঁ
২. জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
রাখালী
ধানক্ষেত
বালুচর
নকসী কাঁথার মাঠ
৩. কোনটি তৎসম শব্দ ?
কলম
ফুল
বাড়ি
চন্দন
৪. শব্দ ও ধাতুর মূলকে বলে–
বিভক্তি
ধাতু
প্রকৃতি
কারক
৫. সৌম্য -এর বিপরীত শব্দ–
শান্ত
কঠিন
উদ্ধত
উগ্র
৬. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
৬টি
৭টি
৯টি
১০টি
৭. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রমথ চৌধুরী
টেকচাঁদ ঠাকুর
৮. We mean business — বাক্যটির যথার্থ অনুবাদ —
আমরা ব্যবসা বুঝি
আমরা ব্যবসা বুঝিয়ে থাকি
আমরা আসলেই কাজ করি
আমরা কাজ নিয়ে থাকি
৯. কাননে কুসুমকলি সকলি ফুটিল -এ বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভত্তি?
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
করণে শূণ্য
১০. নিচের কোনটি সূর্য়ের প্রতিশব্দ?
সবিতা
অবনী
সুধাকর
কলানিধি
১১. কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?
দেবদাস
শ্রীকান্ত
মৃত্যুক্ষুধা
বড়দিদি
১২. ‘চকলেট’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
ফরাসি
মেক্সিকান
ইংরেজি
পর্তুগিজ
১৩. রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?
কাব্য
ছোটগল্প
উপন্যাস
প্রবন্ধ
১৪. কোন শব্দের বানান অশুদ্ধ?
বৈশিষ্ট
সশ্রদ্ধ
ঘনিষ্ঠ
বৈদগ্ধ্য
১৫. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
১৬. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সিকানদার আবু জাফর
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ আবদুল হাই
সৈয়দ আলী আহসান
১৭. আলোয় আঁধার দূর হয়। –এই বাক্যে ‘আলোয়’ পদটি কোন কারকের উদাহরণ?
অপাদান
করণ
সম্প্রদান
অধিকরণ
১৮. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’। এই চরণটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
ফররুখ আহমেদ
১৯. ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ -এর মুখপত্র ছিল কোন পত্রিকা?
সওগত
মোহাম্মদী
শিখা
মুসলিম ভারত
২০. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?
জমি থেকে বাড়ি দেখা যায়
তিনি বইটি কিনে এনেছেন
লোকটি হঠাৎ লাফ দিল
ছেলেটি পরীক্ষার ফল ভালো করেছে
২১. সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। –এই বাক্যে ‘সৌন্দর্য’ কোন পদ?
বিশেষণ
সর্বনাম
বিশেষ্য
অব্যয়
ইংরেজী অংশ
1. In ‘The Solitary Reaper’ what does the word solitary mean?
Unhappy
Humble
Busy
Lonely
2. which one is the antonym ‘Pacific’ ?
calm
courageous
zealous
agitated
3. choose the correct sentence—
I have a little friends in Bangladesh
I have little friends in Bangladesh
I have few friend in Bangladesh
I have a few friends in Bangladesh
4. American female novelist pearl S. Buck got noble prize in 1938 for the book–
The Good Earth
House Divided
The patriot
De Cameron
5. Noun of the word ‘ poor’ is —
Poorify
poority
poorness
poverty
6. The boy reads a book.—— what kind of verb ‘reads’ in the sentence is?
Principle verb
Auxiliary verb
Transitive verb
Intransitive verb
7. ‘Pros and cons’ means—
Advantage and diadvantages
Merits ans demerits
Good and bad
All
8. ‘The God of small Things’ is written by —-
Vikram Seth
John Galsworthy
Arundhuti Roy
E. M. Forster
9. Who is the greatest modern English Dramatist?
John keats
Russell
G. B . Shaw
Shelley
10. Who wrote ‘The IIIiad’?
Milton
Vergil
Homer
Byron
11. Shakespeare is know mostly for his—-
sonnets
novels
plays
autobiography
12. Who is called the ‘poet of Nature’ is English literature?
Lord Byron
John Keats
William Wordsworth
P.B. Shelley
13. Who is the modern philosopher who was awarded Nobel Prize for Literature?
V.I. Lenin
Bertrand Russell
Walt Whitman
Spenser
14. Plebiscite is a term related to—
Law
Technology
Medicine
Polities
15. Who was the only Laureate to refuse the Nobel Prize?
Jea-Paul Sartre
Rabindranath Tagore
Leo Tolstoy
T. S. Eliot
16. Fill in the blank: He has assured me — safety .
for
of
in
with
17. Fill in the blank: People who assume that no evil can befall them are foolishly—
complacent
confident
apprehensive
ardent
18. A person who writes about his own life writes—
a diary
a chronicle
a biography
an autobiography
19. Who is the author f ‘ A Farewell to Arms’?
John Milton
Ernest Hemingway
Mathew Arnold
Robert Browning
20. Who wrote ‘ Cowards die many times before their death?
Shakespeare
Franklin
Dryden
Caryle
গনিত অংশ
১. চারটি সমান বাহু দ্বারা গঠিত ক্ষেত্রকে , যার একটি কোণও সমকোণ নয়, তাকে কি বলা হয়?
চতুর্ভুজ
রম্বস
সামন্তরিক
বর্গক্ষেত্র
২. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । তাতে সোনার ও তামার পরিমাণ ৩ : ১ । তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে ?
৬ গ্রাম
৪ গ্রাম
৫ গ্রাম
৮ গ্রাম
৩. ১২ ও ৯৬ -এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
২১
২৩
২৪
২২
৪. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
৭১
৪১
৩১
৩৯
৫. দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে।দ্বিতীয় ব্যক্তি একাকী কত দিনে কাজটি করতে পারবে?
২০ দিনে
২২ দিনে
২৪ দিনে
২৬ দিনে
৬. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
২.০৫৭৩৪
০.২০৫৭৩৪
০.০২০৫৭৩৮
২০.৫৭৩৮০
৭. ২ টা ১৫ মিনিট সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
২০ ডিগ্রী
২৩ ডিগ্রী
২৩ ১/২ ডিগ্রী
২২ ১/২ ডিগ্রী
৮. একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
১২১ বর্গ মি.
৮৮ বর্গ মি.
১৩২ বর্গ মি.
১২০ বর্গ মি.
সাধারণ জ্ঞান অংশ
১. ২০০৪ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
সিডনি,অস্টেলিয়া
এথেন্স , গ্রিস
বার্সিলোনা , স্পেন
আটলান্টা. যুক্তরাষ্ট্র
২. শ্রীলংকার সরকার ও বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের মধ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিত শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ কোনটি?
ভারত
থাইল্যান্ড
নরওয়ে
যুক্তরাজ্য
৩. অষ্টম বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ -এর ফাইনালে অস্টেলিয়া ভারতের বিরুদ্ধে কত রানে জয়লাভ করে বিশ্ব শিরোপা জেতে?
১১০ রান
৭৫ রান
৮৫ রান
১২৫ রান
৪. নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত ?
ডেড সিটি
ফেয়ার ফিল্ড
গ্রাউন্ড জিরো
ডেড ভ্যালি
৫. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
সুইজারল্যান্ড
দক্ষিণ সুদান
নাউরু
টুভ্যালু
৬. বিখ্যাত ‘ওয়াটার লু ‘ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
জার্মানি
ফ্রান্স
যুক্তরাজ্য
বেলজিয়াম
৭. ২০০২ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে?
সৌদি আরব
বাহরাইন
কুয়েত
সংযুক্ত আরব আমিরাত
৮. নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের কি নামে ডাকা হয়?
এস্কিমো
মাওরি
জুলু
নর্ডিক
৯. ঢাকা মহানগরীতে টু -স্টোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে?
৩১ ডিসেম্বর, ২০০২
৩১ ডিসেম্বর , ২০০১
১ জানুয়ারি , ২০০২
১ জানুয়ারি, ২০০৩
১০. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ কততম রাষ্ট্রপতি?
১৬ তম
১৭ তম
১৮ তম
১৯ তম
১১. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
বিষুব রেখা
সুমেরু রেখা
মকরক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা
১২. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
মেঘনা
যমুনা
পদ্মা
কর্ণফুলী
১৩. বাংলাদেশে কবে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষদ্ধ হয়?
১ জানুয়ারি, ২০০২
১ ফেব্রুয়ারি, ২০০২
১ মার্চ , ২০০২
১ জুলাই , ২০০২
১৪. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
বিজয় স্তম্ভ
বিজয় কেতন
রক্ত সোপান
স্বাধীনতা সোপান
১৫. জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা–
৩টি
৫টি
৭টি
৯টি
১৬. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম–
নিঝুম দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ
কুতুবদিয়া দ্বীপ
দক্ষিণ তালপট্রি দ্বীপ
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
১৯২১ সালে
১৯০৫ সালে
১৯৪৭ সালে
১৯৭২ সালে
১৮. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
বগুড়া
রাজশাহী
কুমিল্রা
চাঁপাইনবাবগঞ্জ
১৯. ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
জয়নুল আবেদিন
এস এম সুলতান
হামিদুর রহমান
কামরুল হাসান
২০. প্রত্মতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান —
ময়নামতি
কালুর ঘাট
কক্সবাজার
সুন্দরবন
২১. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক–
আলিবর্দি খাঁ
মুর্শিদ কুলি খাঁ
ইসলাম খাঁ
আলাউদ্দিন হোসেন শাহ
২২. কাজী নজরুল ইসলামের মৃত্যু কোন সালে?
১৯৮৬
১৯৭৬
১৯৭৭
১৯৪১
২৩. বাংলাদেশে রেশম উৎপন্ন হয়–
ময়মনসিংহ
পাবর্ত্য চট্রগ্রামে
রাজশাহীতে
সুন্দরবনে
২৪. ফরাসি বিপ্লব সংঘটিত হয় — সালে।
১৭৮৯
১৭৫৭
১৭৭৭
১৭৬৯
২৫. বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা কোন দেশের অধিবাসী?
পেরু
ব্রাজিল
আর্জেন্টিনা
উরুগুয়ে
২৬. বেটিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
ফ্রান্স
ব্রিটেন
ইতালি
পর্তুগাল
২৭. আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে?
নিউটন
গ্যালিলিও
ডারউইন
আইনস্টাইন
২৮. আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
হার্বার্ট স্পেন্সার
জুলিয়ান হাক্সলি
সিগমান্ড ফ্রয়েড
এরিখ ফ্রম
২৯. বর্তমানে পৃথিবীর জনসংখ্যা —
পাঁচ’শ কোটি
সাত’শ পাঁচ কোটি একুশ লাখ
ছয়’শ কোটি ওপরে
সাত’শ কোটি
৩০. মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা–
এক জোড়া
দুউ জোড়া
২২ জোড়া
২৩ জোড়া
৩১. কোনটি রক্তের কাজ নয়?
কলা হতে ফুসফুসের বর্জ্য পদার্থ বহন করা
ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
হরমোন বিতরণ করা
জারক রস বিতরণ করা
৩২. রান্না করার হাড়ি -পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়– এর প্রধান কারণ–
এটি হালকা ও দামে সস্তা
এটি সব দেশেই পাওয়া যায়
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
এটি সহজ ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
৩৩. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
বিটা রশ্মি
গামা রশ্মি
কসমিক রশ্মি
মৃদু রঞ্জন রশ্নি
৩৪. ‘ল্যাপটপ’ হল এক ধরনের ——
বাদ্যযন্ত্র
ছোট কুকুর
পর্বতোহণ সামগ্রী
ছোট কম্পিউটার
৩৫. রক্তে হিমোগ্লোবিন থাকে–
প্লাজমায়
শ্বেত রক্ত কণিকায়
লোহিত রক্ত কণিকায়
অনুচক্রিকায়
৩৬. বায়ুমন্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?
বার্ষিক গতির জন্য
আহ্নিক গতির জন্য
অক্সিজেনের প্রাধান্যের জন্য
পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
৩৭. —– ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী , তিনি ডিনামাইট আবিষ্কার করেন?
আলফ্রেড বার্নার্ড নোবেল
জন ডাল্টন
রুডলফ ডিজেল
হেনরি ক্যাভেন্ডিস
৩৮. ‘অরিজিন অব স্পিসিজ’ গ্রন্থের প্রণেতা কে?
জন ডাল্টন
হার্বার্ট স্টেন্সার
চার্লস ডারউইন
বেনজামিন ফ্রাঙ্কলিন
৩৯. হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন–
উইলিয়াম কনরাড রনজেন
এস সি এফ হ্যানিমেন
চন্দ্রশেখর ভেঙ্কটরমণ
আবদুস সালাম