দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কনস্টেবল ও ডেসপাচ রাইডার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯।
Anti-Corruption Commission (ACC) Constable and Dispatch Rider Exam Question and Solution 2019.
পরীক্ষার তারিখঃ ১৩/১২/২০১৮
পদের নামঃ কনস্টেবল ও ডেসপাচ রাইডার
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কনস্টেবল ও ডিসপ্যাচ রাইডার পদের নিয়োগ পরীক্ষার সমাধান:
বাংলা অংশের সমাধানঃ
১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর: গীতাঞ্জলি
২. পদ্মরাগ গ্রন্থের রচয়িতা কে? উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
৩. পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের গ্রন্থ? উত্তর: নাটক
৪. হাতটান অর্থ কি? উত্তর: চুরির অভ্যাস
৫. কোন বানানটি সঠিক? উত্তরঃ প্রত্যুৎপন্নমতি
৬. ’’ঘোড়াকে চাবুক মার’’এখানে ’’চাবুক’’ কোন কারকের উদাহরণ? উত্তরঃ করণ কারক
৭. নিশীথ রাতে বাজছে বাঁশি- এখানে ’’নিশীথ’’ কোন পদ? উত্তরঃ বিশেষণ
৮. চাবি কোন ভাষার শব্দ? উত্তরঃ পর্তুগিজ
৯. ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ ষট+যন্ত্র
১০. সৈয়দ মুজতবা আলীর ‘’প্রবাস বন্ধু’’ গল্পের তন্বী শব্দের অর্থ বুঝিয়েছেন? উত্তরঃ তিরস্কার
ইংরেজী অংশের সমাধানঃ
১১. Which spelling is correct? Ans: Committee
১২. The cap is the——- table. Ans: on
১৩. ——–is a princess. Ans: She
১৪. Awake এর past participle কোনটি? Ans: awoken
১৫. কোনটি superlative degree? Ans: He is the best of all
১৬. Adjacent শব্দটির অর্থ কি? Ans: নিকটবর্তী
১৭. Null and void এর অর্থ কি? Ans: বাতিল
২৮. Choose the correct antonym of the word ‘tall’’ Ans: dwarf
২৯. শূন্যস্থান পূরণ কর: The lady ran ———-the road. Ans: over
৩০. The adjective of the word ‘’climax’’ is? Ans: Climactic
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৮. ২০১৯ সালে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তরঃ নিরক্ষীয় গিনি (১ম যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ ১১৩ তম)
১৯. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? উত্তরঃ ইন্দোনেশিয়া
২০. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তরঃ আন্তোনিও গুতেরেস (পর্তুগাল, তিনি নবম মহাসচিব)
২১. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান? উত্তরঃ ২৭নং
২২. ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? উত্তরঃ ১৬১০
২৩. বাংলাদেশে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? উত্তরঃ ৬৭৬
২৪. দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? উত্তরঃ পটুয়াখালী জেলার কুয়াকাটায়
২৫. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? উত্তরঃ ভারত (ভুটান ১ম, ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান ভারতের কয়েক ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)
২৬. বাংলা ছিয়াত্তরের মন্বন্তর এর সময়কাল? উত্তরঃ ১৭৭০
২৭. ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ কোন ইভেন্টে প্রথম পদক পায়? উত্তরঃ তায়াকোয়ানদো (এসএ গেমসে তায়াকোয়ানদো প্রথম স্বর্ণপদক দিপু চাকমার )
গণিত অংশের সমাধানঃ
৩১. ১,৩,৬,১০,১৫,২১,২৮………..সিরিজের পরবর্তী সংখ্যা কত? উত্তরঃ ৩৬
৩২. কোনটি ক্ষুদ্রতম? উত্তরঃ ১২/১৩
৩৩. ০.০১ x ০.০২ x o.০১১=? উত্তরঃ ০.০০০০০২২
৩৪. x-y= ২ এবং xy=২৪ হলে x+y এর মান কত? উত্তরঃ ১০
৩৫. ১৫% ক্ষতিতে ৭০০ টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? উত্তরঃ ৫৯৫ টাকা