দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপসহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান -২০১০

দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপসহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০
Deputy Assistant Director at Anti Corruption Commission (ACC) Job Exam Question and Solution 2010
পরীক্ষার তারিখঃ ১২/১১/২০১০
Exam held on: 12/11/2010

বাংলা অংশ 
১. নিচের শব্দগুলোর কোনটি সঠিক বানানে লেখা ?

দুষণ

দুষণ

দূষন

দুষন

২. ”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

রান+না

রাঁদ+না

রান্ন+আ

রাঁধ+না

৩. ”চিলেকোঠার সেপাই” এর রচয়িতা কে?

আখতারুজ্জামান ইলিয়াস

সৈয়দ ওয়ালীউল্লাহ

জহির রায়হান

মানিক বন্দোপাধ্যায়

৪. ”তুমি না সেদিন বাড়ী গিয়েছিলে?” এখানে “না” কোন অর্থে ব্যবহৃত ?

সন্দেহ

বিস্ময়

অনুমান

নিশ্চয়তা

৫. ”নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি?

খেলার মাঠ

পাখির বাসা

খড়ের ঘর

বাগান

৬. ”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি ?

বোকা

নিঃস্ব

সহায়হীন

মলিন

৭. ”সুপ্ত” শব্দের সঠিক অর্থ কোনটি?

সুহৃদ

সুন্দর

গরমিল

নিদ্রিত

৮. ”লোহিত” শব্দের সঠিক অর্থ কোনটি?

মিষ্টি

হলুদ রং

লাল রং

লবণাক্ত

৯. ”যামিনী” শব্দের সঠিক অর্থ কোনটি?

ফুল

রাত্রি

পানি

কুয়াশা

১০. ”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি?

দুর্লভ বস্তু

হতবুদ্ধি

দৃষ্টি শক্তিহীন

স্বার্থে আঘাত লাগা

১১. ”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি?

হঠাৎ বিপদ হওয়া

আশ্চর্য্য হওয়া

মন্দ ভাগ্য

কঠিন পরীক্ষা

১২. ”এই ব্যাপারে তোমার কোনো হাত নাই” এখানে ”হাত” কি অর্থে ব্যবহৃত হয়েছে?

যশ

কর্তৃত্ব

জ্ঞান

অভিজ্ঞতা

১৩. লাভ করার ইচ্ছাকে এক কথায় কী বলে?

লোপ

লোভ

লিপ্সা

বুভুক্ষা

১৪. ”বিধি” এর বিপরীত শব্দ কোনটি?

নিয়ম

অনিয়ম

প্রথা

নিষেধ

ইংরেজী অংশ  
1. Relevant (শব্দের সঠিক অর্থ কোনটি)

প্রাসঙ্গিক

সময়মত

তৎপর

যথাযথ

2. Eradication (শব্দের সঠিক অর্থ কোনটি)

নির্ভুল

জায়গাবহুল

সরস

উচ্ছেদ

3. Prominent (শব্দের সঠিক অর্থ কোনটি)

উল্লেখযোগ্য

অবদমিত

কষ্টার্জিত

নমনীয়

4. Curtail (শব্দের সঠিক অর্থ কোনটি)

সংক্ষিপ্ত করা

শুরু

চোখ বুলানো

প্রচুর

5. Provoke (শব্দের সঠিক অর্থ কোনটি)

নিন্দা করা

উস্কানি দেয়া

বিরত রাখা

ঘৃণা করা

6. নিয়মিত পড়াশুনা না করলে পরীক্ষায় পাশ করতে পারবে না।

If you do not study regularly, you cannot pass the examination.

If you do not study regular, You cannot pass the examination

If you are not study regulary, you are not pass the examination

If you cannot study regulary, you cannot pass the examination

7. তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই না?

You are a student of Dhaka University, you are not?

You are a student of Dhaka University, isn’t you?

You are a student of Dhaka University, are you?

You are a student of Dhaka University, aren’t you?

8. কোনটি সঠিক?

Do you know where does he live?

Do you know where he lives?

Do you know where does he lives?

Do you know he lives where?

9. কোনটি সঠিক?

Salam almost ate the whole fish.

Salam ate almost the whole fish.

Almost Salam ate the whole fish.

Salam ate the whole fish almost.

10. Honesty is indispensable ——- success.

about

for

at

of

11. Arif —- his work by the time his friends arrive.

will finish

had finished

has finish

will finished

12. Please come —– my office.

by

at

on

to

13. Dhaka is —– biggest city in Bangladesh.

a

an

the

to

14. The policeman rescued the child —- danger.

of

from

on

at

15. —— talking, prove your worth by doing something.

Instead of

In lieu of

Despiteq

Without

গণিত অংশ  
১. যদি দুটি সংখ্যার গুণফল ৯৬ এবং সংখ্যা দুটির যোগফল ২২ হয় তবে ছোট সংখ্যাটি কত?

কোনোটিই নয়

২. ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ২ জন মহিলা ১ জন পুরুষের সমান কাজ করতে পারে। ৪ জন পুরুষ ঐ কাজ কয়দিনে শেষ করতে পারবে?

১২

১৬

২০

কোনোটিই নয়

৩. একটি কলমের দাম যদি P টাকা হয় তবে Q টি 100 টি টাকার নোট দিয়ে কয়টি কলম কেনা যাবে?

100/PQ

PQ/100

Q/100P

100Q/P

৪. একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?

২৫০০০

৩৭৫০০

৪২০০০

কোনোটিই নয়

৫. ১০টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৬টি গড় ৪০ এবং শেষ ৬টির গড় ৩০। ষষ্ঠ সংখ্যাটি কত?

২০

৩০

৪০

কোনোটিই নয়

৬. একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৬% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রয় হলো?

৮৪.৫

৮৪.৬

৮৪

কোনোটিই নয়

৭. ফারুকের বেতন কালামের বেতনের ১.২ গুণ। মালেকের বেতন কালামের বেতনের ০.৮ গুণ। তাদের মোট বেতন ৬৩০০ টাকা হরে মালেকের বেতন কত?

১৬৮০

২১০০

২৫২০

কোনোটিই নয়

৮. যদি x+6y=24, এবং x=-2y তবে y =?

4

6

8

কোনোটিই নয়

৯. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

২, ৪, ৫

৪, ৫, ৬

২, ৪, ৭

সবগুলো দিয়েই ত্রিভুজ গঠন করা যাবে

১০. একখানা গাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় কর।

ক্ষতি ২০%

লাভ ২০%

লাভ ২৫%

ক্ষতি ২৫%

১১. বাবার বয়স ছেলের বয়সের ৪ গুণ। ২০ বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। বাবার বর্তমান বয়স কত?

২০

২৫

৩০

৪০

১২. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২৮ মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

৩৬

৪২

৪৯

কোনোটিই নয়

১৩. যদি x সংখ্যক সংখ্যার গড় a এবং y সংখ্যক সংখ্যার গড় b হয়, তবে (x+y) সংখ্যক সংখ্যার গড় কত?

(a+b) / (x+y)

(ax+by)/2

(ax+by)/(x+y)

(a+b)/2

১৪. ২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

বুধবার

বৃহস্পতিবার

শুক্রবার

শনিবার

১৫. সিরিজের পরের সংখ্যাটি কত হবে? ২, ৫, ১১, ২৩, —

৩৫

৪৫

৪৭

কোনোটিই নয়

সাধারণ জ্ঞান অংশ  
১. মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল (MDG) অর্জন করার কথা কোন সালে?

২০১০

২০১৫

২০২০

২০২৫

২. বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম করযোগ্য আয় কত টাকা?

২,৫০,০০০

১,৬৫,০০০

১,৮০,০০০

১,৮৫,০০০

৩. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?

১১ জৈষ্ঠ্য

২২ শ্রাবণ

১২ ভাদ্র

২৫ বৈশাখ

৪. বলধা গার্ডেন কোথায় অবস্থিত?

গাজীপুর

খুলনা

ঢাকা

নারায়ণগঞ্জ

৫. বুড়িমারি স্থল বন্দর কোথায়?

রংপুর

লালমনিরহাট

পঞ্চগড়

সুনামগঞ্জ

৬. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?

বঙ্গভবন

রাষ্ট্রপতি ভবন

গণভবন

উত্তরাভবন

৭. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?

ঠাকুরগাঁও

বাগেরহাট

নওয়াবগঞ্জ

রংপুর

৮. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?

BTTB

BTCC

RTRC

BTCL

৯. হেক্টর কোন পরিমাপের একক?

ক্ষেত্রফল

ওজন

দৈর্ঘ্য

ঘনফল

১০. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে?

বিদ্যুৎ উৎপাদন

সিমেন্ট কারখানা

CNG

সার কারখানা

১১. বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি ?

এম এম রুহুল আমিন

এ বি এম খায়রুল হক

সৈয়দ মাহমুদ হোসেন

ফজলুল করিম

১২. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

রাজশাহী

বগুড়া

দিনাজপুর

ঢাকা

১৩. কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?

মিশর

তুরস্ক

হন্ডুরাস

আলজেরিয়া

১৪. সম্প্রতি ইন্দোনেশিয়াতে কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে?

Mount Bromo

Masaya Volcano

Mount Talank

Mount Merapi

১৫. কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?

পাকিস্তান

জার্মানি

যুক্তরাজ্য

চীন

১৬. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখে?

৮ মার্চ

৭ এপ্রিল

৫ জুন

কোনোটিই নয়

১৭. ঐতিহাসিক বাবরী মসজিদ ভারতের কোন প্রদেশের আওতাভুক্ত ছিল?

অন্ধ্র

হরিয়াণা

রাজস্থান

উত্তর প্রদেশ

১৮. ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

Luiz Inacio Lula Da Silva

Itamar Franco

Fernando Henrique CArdoso

Mykel Temar

১৯. বিশ্বকাপ ক্রিকেট-২০১১ কোন তারিখে শুরু হবে?

১৭ ফেব্রুয়ারি

১৯ ফেব্রুয়ারি

৯ মার্চ

১৭ মার্চ

২০. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

কুড়িল দ্বীপপুঞ্জ

মার্শাল দ্বীপপুঞ্জ

দিয়াগো গার্সিয়া

গ্রেট বেরিয়ার রীফ

২১. মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?

১টি

২টি

৩টি

৪টি

২২. Kyoto Protocol কিসের সাথে সম্পর্কযুক্ত?

পারমাণবিক অস্ত্র

পরিবেশ

আন্তর্জাতিক বাণিজ্য

কৃষি বিষয়

২৩. ক্ষমতার একক কোনটি?

ওয়াট

জুল

ক্যালরি

নিউটন

২৪. প্রতিফলিত শব্দকে কি বলা হয়?

তীক্ষ্নতা

প্রতিধ্বনি

বিস্তার

কোলাহর

২৫. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি হয়?

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

২৬. কো খাদ্যে পচন ধরে না?

মধু

দুধ

ফল

কোনটিই নয়

২৭. আয়নার পশ্চাতে কোন ধাতুর প্রলেপ দেয়া হয়?

এলমিনিয়াম

লিথিয়াম

তামা

পারদ

২৮. ওয়েব পেজ ব্রাউজ করার সময় নিচের কোন সফ্‌টওয়্যারটি ব্যবহৃত হয়?

MS Word

Acrobat

Mozilla Firefox

Power Point

২৯. LAN-এর পূর্ণরূপ কী?

Large Area Network

Local Array Network

Land Array Network

Local Area Network

৩০. বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে?

জাতীয় পরিচয় পত্র

পাসপোর্ট

ব্যাংকের চেকবই

সবগুলোতেই ব্যবহৃত হচ্ছে

৩১. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ আবশ্যক?

ডিভিডি রম ড্রাইভ

পেন ড্রাইভ

মডেম

কোনটিই নয়

৩২. আপনার Mobile Set যদি ২০০৫ সালের পরে তৈরি হয়ে থাকে তবে এটাতে Lithium Battery ব্যবহৃত হয়েছে। নিচের কোন বক্তব্যটি সত্যি হলে উপরের বক্তব্যটি সঠিক হবে ?

Lithium Battery শুধু Mobile Set ব্যবহৃত হয়

Lithium Battery তৈরি হয়েছে ২০০৫ সালের পর

শুধুমাত্র ২০০৫ সালের পরে তৈরি Mobile Set এ Lithium Battery ব্যবহৃত হয়

শুধুমাত্র ২০০৫ সালের পরে তৈরি Mobile Set এ Lithium Battery থাকতে পারে

৩৩. যদি Coke এর মধ্যে চিনির পরিমাণ Pepsi এর মধ্যে চিনির পরিমাণের চেয়ে বেশি হয় এবং Pepsi এর মধ্যে চিনির পরিমাণ Sprite এর মধ্যে চিনির পরিমাণের চেয়ে কম হয় তবে নিচের কোনটি সঠিক?

Coke এর মধ্যে চিনির পরিমাণ Sprite এর মধ্যে চিনির পরিমাণের চেয়ে বেশি

Sprite এর মধ্যে চিনির পরিমাণ Coke এর মধ্যে চিনির পরিমাণের চেয়ে বেশি

Sprite এর মধ্যে চিনির পরিমাণ Coke এর মধ্যে চিনির পরিমাণের সমান

Coke, Pepsi এবং Sprite এর মধ্যে চিনি আছে

৩৪. একটি দেশে ২০০৫ সালে নারী ও পুরুষের অনুপাত ১০০ : ১১০। ১৯৯৫ সালে এই অনুপাত ছিল ১০০ : ১২০। যদি এই ১০ বছরে ঐ দেশের জনসংখ্যা বৃ্দ্ধির হয়ে থাকে তবে নিচের কোনটি সঠিক?

ঐ দেশের নারীর সংখ্যা ১৯৯৫ সালে যা ছিল, ২০০৫ সালে ততই আছে

এই ১০ বছরে পুরুষ জনসংখ্যা বৃদ্ধি হার নারী জনসংখ্যা বৃদ্ধির হারের চাইতে বেশি

এই ১০ বছরে নারী জনসংখ্যা বৃদ্ধি হার পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হারের চাইতে বেশি

কোনোটিই সঠিক নয়

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!