অর্থ মন্ত্রণালয় এর অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তর এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৯
Assistant Director at National Savings Bureau under the Ministry of Finance Job Exam Question and Solution 2009
বাংলা অংশ
১. গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
সাধারণ মানুষ অর্থে
জনগণের রচিত সাহিত্য অর্থে
জনগণের জন্য সাহিত্য অর্থে
লোকসাহিত্য অর্থে
২. সতীদাহ প্রথা রোধ করেন-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দেবেন্দ্রনাথ ঠাকুর
রাজা রামমোহন রায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
রামরাম বসু
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মদনমোহন তর্কালঙ্কার
৪. কোন বানানটি শুদ্ধ?
গীতাঞ্জলী
গীতাঞ্জলি
গিতাঞ্জলি
গিতাঞ্জলী
৫. প্রহসন বলতে কি বোঝায়?
কমেডি নাটক
হাস্য-রসাত্মক উদ্দেশ্যহীন নাটক
অস্বাভাবিক নাটক
সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
৬. “মৃগয়া” শব্দের অর্থ-
হরিণ
হরিণ শাবক
হরিণের দল
বন্য পশুপাখি শিকার
৭. “পড়া শেষে খেলতে যাবো”- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
স্পৃহা
আসক্তি
অভ্যাস
অভিপ্রায়
৮. বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম-
কুলীন কুলসর্বস্ব
কৃষ্ণকুমারী
নীলদর্পণ
জমীদার দর্পণ
৯. বিধবাবিবাহ রহিতকরণ বিষয়ে কে কলমযুদ্ধ শুরু করেন?
রাজা রামমোহন রায়
প্যারীচাঁদ মিত্র
রাজীবলোচন মুখোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১০. “দাখিলা” শব্দের অর্থ-
মাদরাসার পরীক্ষা
দখলদার
খাজনার রশিদ
অন্যের জমি দখল
ভালো কাজের সীকৃতি
বোকামির দণ্ড
দুষ্প্রাপ্য সামগ্রী
খারাপ কাজের জন্য তিরস্কার
১২. কাজী নজরুল ইসলামের জন্মস্থান-
কুমিল্লা
ত্রিশাল
বর্ধমান
চট্টগ্রাম
১৩. “বিষাদ-সিন্ধু” কার রচনা?
কবি গোলাম মোস্তফা
কবি কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
মীর মোশাররফ হোসেন
১৪. “সবুজপত্র” সম্পাদনা করেন-
সুধীন্দ্রনাথ দত্ত
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. শওকত ওসমানের আসল নাম-
শেখ আজিজুর রহমান
আজিজুর রহমান
শেখ হাবিবর রহমান
আজিজুল হাকিম
১৬. বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
মীর মোশাররফ হোসেন
দীনবন্ধু মিত্র
মুনীর চৌধুরী
১৭. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
মাহেনও
সওগাত
ধূমকেতু
কালিকলম
১৮. বাক্য সংকোচন কি?
অসম্পূর্ণ বাক্য
ক্ষুদ্রতম বাক্য
একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
১৯. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
তিনি স্বস্ত্রীক এসেছেন।
তিনি সাক্ষ্য দেবেন না।
তার কথায় মাধুর্যতা নেই।
২০. সঠিক উচ্চারণ কোনটি-
তিতিখ্খা
তিথিক্খা
তিতিক্খা
তিতিখ্খা
২১. শামসুর রাহমানের আত্মজীবনী-
হৃদয়ে আমার পৃথিবীর আলো
নিজ বাসভূমে
বন্দীশিবির থেকে
কালের ধূলোয় লেখা
২২. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন-
ম্যানুয়েল দ্য আসসুস্পাসাও
ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ড. সুকুমার সেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৩. “লাঠালাঠি” কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
২৪. কোনটি অনুজ্ঞা?
তুমি যাও
তুমি গিয়েছিলে
তুমি যাচ্ছিলে
তুমি যাচ্ছ
২৫. বাংলায় প্রথম পবিত্র কোরনের অনুবাদক-
মীর মোশাররফ হোসেন
মাওলানা আকরাম খান
মুহাম্মদ হাবিবুর রহমান
গিরিশচন্দ্র সেন
ইংরেজী অংশ
1. Which word is not related to literature?
Demagogue
Epilogue
Monologue
Prologue
2. N.B. stands for-
Note Before
No Bar
Nota Bene
Non Bearing
3. Which sentence is not correct?
I feel unwell
I have a headache
Open page 30
I wish I could fly
4. Which sentence is correct?
I do not know to swim
He told me a fool
A drowning man catches at a straw
He said a lie
5. What is the single word for “A hater of mankind”?
Enemy
Hatred
Misanthrope
None of these
6. Which one gives the meaning “outbreak”?
Breakout
Break into
Break up
Break down
7. Which sentence is in Imperative mood?
We live in a village
Stop writing
May you be happy
When will he arrive?
8. Which is not a reptile?
Crocodile
Leopard
Anaconda
Viper
9. What is the synonym of “magnificent”?
Splendid
Beautiful
Interesting
Impressive
10. A synonym for “celebrity” is-
superstar
politician
gentleman
officer
11. What a contrast _____ his brother? (Fill in the blank)
with
for
to
from
12. Shakespeare was born in the year ______. (Fill in the blank)
1540
1564
1340
1610
13. If winter comes, can _____ be far behind. (Fill in the blank)
Autumn
Spring
Summer
Rain
14. Which is not a play?
The Tempest
Othello
King Lear
Pride and Prejudice
15. “Waiting for Godot” is-
a problem play
a morality play
an Absurd drama
a novel
16. “Lyrical Ballads” was published in the year-
1798
1770
1779
1775
17. We find the utterance “Frailty thy name is woman!” in-
Shakespeare
Bacon
Fielding
Jane Austen
18. A “herd” of cattle is passing. The quotation word herd is-
adjective
common noun
collective noun
abstract noun
19. I know “better. The quotations word is-
adjective
adverb
preposition
noun
20. “Pediatrics” relates to the treatment of _____. (Fill in the blank)
adults
women
children
old people
21. “Lingua france” means-
the common language
the first language
French language
international language
22. He gave up _____ football when he got married. (Fill in the blank)
playing
of playing
to play
play
23. Which sentence is correct?
The man was tall who stole my bag
The man stole my bag who was tall
The man who stole my bag was tall
The man was stealing my bag who was tall
24. What is the verb of the word “shortly”?
Short
Shorter
Shorten
Shortness
25. Heptagon gives the meaning-
seven sides
five sides
triangle
straight
সাধারণ জ্ঞান অংশ
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দিন আহমদ
ক্যাপ্টেন মনসুর আলী
সৈয়দ নজরুল ইসলাম
২. নোবেল বিজয়ী প্রথম মুসলীম মহিলা কে?
শিরিন এবাদী
জান্নাতুল ফেরদৌস
সিফাতই রাব্বানী
ড. বেনজির আহমদ
৩. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক্লাইভ
জন মেয়ার
কর্নওয়ালিস
ওয়ারেন হেস্টিংস
৪. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
১২৫৫ খ্রিঃ
১৬১০ খ্রিঃ
১৯০৫ খ্রিঃ
১৯৪৭ খ্রিঃ
৫. তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
উন্নয়নশীল দেশসমূহ
উন্নত দেশসমূহ
তেলপ্রধান দেশসমূহ
এশিয়ার দেশসমূহ
৬. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি করেন কে?
আশরাফুল
শচীন টেন্ডুলকার
ডন ব্রাডম্যান
জয়সুরিয়া
৭. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
১৭০০ খ্রিঃ
১৭৬২ খ্রিঃ
১৭৭৩ খ্রিঃ
১৭৯৩ খ্রিঃ
৮. উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর-
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
স্যার এ. এফ. রহমান
আবু সাঈদ চৌধুরী
৯. বাংলা নববর্ষ চালু করেন-
আকবর
লক্ষণ সেন
ইলিয়াস শাহ
গৌরী সেন
১০. বাসস একটি-
কাগজের নাম
প্রেসক্লাবের নাম
সংবাদ সংস্থার নাম
কোম্পানির নাম
১১. বাংলাদেশের বৃহত্তম হাওর-
হাকালুকি
চলনবিল
হাইল হাওর
আড়িয়াল খাঁ
১২. জাতীয় সংসদের কোরাম হয়-
৯০ জন
৭৫ জন
৬০ জন
৬৮ জন
১৩. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
১৯৯৯
২০০০
১৯৯৮
২০০১
১৪. কোন মুঘল সুবেদার চট্টোগ্রামের নাম রাখের ইসলামাবাদ?
ইসমাইল খাঁ
রাজা মানসিংহ
মীর জুমলা
শায়েস্তা খাঁ
১৫. কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
এফ আর খান
বব বোই
লুই কান
মাজহারুল ইসলাম
১৬. জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস-
২১ অক্টোবর
২৩ সেপ্টেম্বর
১ জানুয়ারি
২৪ অক্টোবর
১৭. বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন?
ল্যারী হোমস
মোহাম্মদ আলী
থিসিয়াস
অলিভার ক্লার্ক
১৮. পৃথিবীর বৃহত্তম দ্বীপ-
জাভা
গ্রীনল্যান্ড
মাদাগাস্কার
আইসল্যান্ড
১৯. পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
ভারত
চীন
ব্রাজিল
শ্রীলংকা
২০. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
হেমারফেস্ট
কুইবেক
তিব্বত
কোনটিই নয়
২১. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? (২০০৯)
চীন
জার্মানি
ভারত
আমেরিকা
২২. শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
কম থাকে
বেশি থাকে
মধ্যম থাকে
থাকে না
২৩. হ্যালির ধুমকেতু কত বছর পর পর দেখা যায়?
৮৬ বছর
৭৬ বছর
৭৪ বছর
১০০ বছর
২৪. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি
একই হয়
স্বল্পপরিমাণ কমে যায়
২৫. সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
পিতল
হীরা
ইস্পাত
গ্রাফাইট