বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১১
Assistant Manager at Bangladesh Gas Field Company Limited (BGFCL) Recruitment exam Question and Solution 2011
পরীক্ষার তারিখঃ ০৮.০৪.২০১১
Exam Date: 08.04.2011
বাংলা অংশ
১. ‘উত্তম মধ্যম’ বাগধারাটির অর্থ কি?
ভালো-মন্দ
ভেদাভেদ
প্রহার
বিচক্ষন
কোনটিই নয়
২. ‘ঐচ্ছিক’ এর বিপরীত শব্দ কোনটি?
আবশ্যিক
অনিচ্ছা
পারিত্রিক
আচ্ছাদন
কোনটিই নয়
৩. নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
চৌধুরি
কুলটা
নবীন
ভাই
কোনটিই নয়
৪. ‘সে যেতে চায় তথাপি বসে আছে’ – এটি কোন শ্রেনীর বাক্য ?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাস বাক্য
কোনটিই নয়
৫. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বীভিষীকা
কোনটিই নয়
৬. এক কথায় প্রকাশ করুন- ‘ পঙ্কে জন্মে যা’
পঙ্কজ
পাঙ্ক
পঙ্কিল
পক্ষ
কোনটিই নয়
৭. বাংলা ভাষায় ব্যবহৃত যতি চিহ্ন গুলোর কতটি বাক্যের শেষে বসে ?
১
২
৩
৪
কোনটিই নয়
৮. ‘খগ’ শব্দটির অর্থ কি?
ঘোড়া
বাঘ
পাখি
মানুষ
কোনটিই নয়
৯. নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে ?
কপালকুন্ডলা
বেতাল পঞ্চবিংশতি
মরুশিখা
মেঘনাদবধ
কোনটিই নয়
১০. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি ?
কপালকুন্ডলা
নীলদর্পণ
মরুশিখা
মেঘনাদবধ
কোনটিই নয়
১১. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
কাহ্ন পা
লুই পা
ডাকার্ণব
মুনিদত্ত
কোনটিই নয়
১২. নিচের কোনটি জহির রায়হানের রচনা?
সংশপ্তক
বিধ্বস্ত নীলিমা
খোয়াব নামা
আরেক ফাল্গুন
কোনটিই নয়
১৩. কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
পাল
সেন
গুপ্ত
তুর্কি
কোনটিই নয়
১৪. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরুস্কার পান ?
১৯০১
১৯১৩
১৯৪০
১৯৩১
কোনটিই নয়
১৫. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
আলা মাহমুদ
আবুল হোসেন
কোনটিই নয়
১৬. নিচের কোনটি একটি মহাকাব্য?
কপালকুন্ডলা
নীল দর্পন
মরুশিখা
মেঘনাবধ
কোনটিই নয়
ইংরেজী অংশ
1. Fahim was looking to the authority for the confirmation of his status. (Select the missing word).
Forward
In
onto
around
None of these
2. But for your timely help,I would failed and I am forever indebted to you. (Select the missing word).
Of
Have
without
Since
None of these
3. Currently the banking sector is one of largest job providers in Bangladesh.(Select the missing word)
The
credit
Financial
remuneration
None of these
4. You should avail yourself this opportunity.(Select the missing word)
Of
to
in
From
None of this
5. These flowers are not _______ to Bangladesh because these are not found here.
Indigenous
Ingenous
Fluent
Exigent
None of these
6. I put the camera _______ a tripod so I can take a steady picture.(Select the correct word)
By
above
in
on
None of these
7. It is not difficult to_______ an alarm clock .
Soothe
Dissamble
Fort
manual
None of these
8. The committee chairperson became so forceful,so_________ in his expression of opinions that the committee members began to leave the meeting.
Dorment
credible
Dogmatic
lucid
None of these
9. A dwarfed ornamental tree or shurb grown in a tray or shallow pot-
Topiary
Fabrication
Gardening
Bonsai
None of these
10. A composition that imitates or misrepresents somebody’s style, usually in humorous way-
Charade
Idyll
Theoracy
Prototyping
None of these
11. A remedy for all diseases-
Cure
Panacea
Panoroma
Polyghat
None of these
12. Something given or done as an expression of esteem-
Verbatim
Stampede
Tribute
Lullaby
None of these
13. Identify The correct spelling –
Dilapedated
Dellapidated
Dilapidated
Delapidated
Dillapidated
14. Identify The correct spelling –
Conspicuous
Conspecious
Conscipious
Conspeqous
Conspecuos
15. Identify The correct spelling –
Voolaptous
Voleptious
Volaptous
Voluptuous
Volaptuous
16. Identify The correct spelling –
Kindargarten
kindgergerten
kindgegarden
Kintergarden
Kindergarten
গণিত অংশ
১. ২.৫ মিটার বর্গাকার খোলা একটি চৌবাচ্চায় ২৮৯০০লিটার পানি ধরে । এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গ মিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
২২৯.৬০ টাকা
১২৯.৯০ টাকা
৬০০টাকা
২২৭.৮০ টাকা
কোনটিই নয়
২. একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌছায়। অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত মিটার?
১৭ মিটার
১৮ মিটার
২০ মিটার
১৯ মিটার
কোনটিই নয়
৩. পাঁচটি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ এবং ১০সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো । কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
১০মিনিট
১৪মিনিট
২৩মিনিট
১৮মিনিট
কোনটিই নয়
৪. টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয় । ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে
৮
৯
১০
১১
কোনটিই নয়
৫. শতকরা বার্ষিক ৬টাকা হার সুদে ৯৫০টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
২৮০ মিনিট
৩২০মিনিট
৩৮০ মিনিট
৪৯০মিনিট
কোনটিই নয়
৬. একটি স্কুলে মোট ৫৪০ জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে ২৭ জন অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিলো?
৯৫%
৫%
৯৩%
৫০%
কোনটিই নয়
৭. আজাদ সাহেবের মাসিক বেতন ১৫০০০ টাকা । এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত?
১৬০৭৫টাকা
১৬০৫০টাকা
১৬০০০টাকা
১৭০০০টাকা
কোনটিই নয়
৮. একটি তেল কোম্পানি তাদের তেলের দাম ২৫% বৃদ্ধি করল। তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচের কোনো পরিবর্তন হবেনা?
১৫%
২৫%
২০%
১০%
কোনটিই নয়
৯. একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয়মূল্যের উপর ১২% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয়মূল্য ১৯,৪০০ টাকা, তার জন্য কতটাকা কর দিতে হবে ?
১৬৭৫টাকা
২৩২৮টাকা
২৭০০টাকা
২৮০০টাকা
কোনটিই নয়
১০. আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন ?
৫০০ কেজি
২৫০ কেজি
৪০০কেজি
৬০০কেজি
কোনটিই নয়
১১. একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো । পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?
২৭৫টাকা
৩০০টাকা
২৬০টাকা
২৭০টাকা
কোনটিই নয়
১২. আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০টাকা মুনাফা পেল। বার্ষিক সুদের হার কত ছিল ?
১৫%
২৫%
২০%
১০%
কোনটিই নয়
১৩. রহিমের আয়ের দ্বিগুণের সাথে ১১০ টাকা যোগ করলে মোট ৭০০০টাকা । রহিমের আয় কত?
২৩৭৫ টাকা
৩৪৪৫টাকা
৩২৬০টাকা
৪২৭০টাকা
কোনটিই নয়
১৪. আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল । সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে ?
৫৮৫টাকা
৪৯৫টাকা
৫০০টাকা
১৮০০টাকা
কোনটিই নয়
১৫. এক বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার হলে ৪৫০ লিটারে কত বালতি পানি হবে?
৩০০ বালতি
৪৫০ বালতি
৫০০ বালতি
৬৭৫ বালতি
কোনটিই নয়
১৬. চা পাতার উপর কর ১০% কমালে ২৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৫০কেজি চা পাতার কর বেশি দেয়া যায় । চা পাতার কর কত টাকা কমছে?
১৮৫টাকা
২৫০টাকা
১৫০টাকা
১০০টাকা
কোনটিই নয়
১৭. হেলালের মাসিক আয় ৪২০০টাকা এবং ব্যয় ২৯৪০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা ?
৭৫%
৬৫%
৮০%
৭০%
কোনটিই নয়
১৮. কলার দাম ১৬.৬৭% কমে যাওয়ায় ৭৫ টাকায় আগের চেয়ে ৫টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত?
৪৫টাকা
৫০টাকা
৩০টাকা
৬০টাকা
কোনটিই নয়
সাধারণ জ্ঞান অংশ
১. নিচের কোন নদীতে জোয়ার ভাটা হয়না?
পাদ্মা
কর্ণফুলী
নাফ
গোমতী
কোনটিই নয়
২. নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত নেই?
কুমিল্লা
চট্টগ্রাম
বান্দরবান
ফেনী
কোনটিই নয়
৩. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি ?
মিথেন
ইথেন
ইউরিয়া
অক্সিজেন
কোনটিই নয়
৪. বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর মাস্কটের নাম কি?
গুগলি
স্টাম্পি
দুসরা
উইকি
কোনটিই নয়
৫. ২০১১ সালের সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
ভারত
নেপাল
বাংলাদেশ
মালদ্বীপ
কোনটিই নয়
৬. বাংলাদেশ কে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ?
ভারত
ভূটান
নেপাল
রাশিয়া
কোনটিই নয়
৭. সম্প্রতি ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
সেন্দাই
তিয়ানজিং
সুনিক
ফুকুশিমা
কোনটিই নয়
৮. সম্প্রতি কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?
ইংল্যান্ড
নরওয়ে
লিথুয়ানিয়া
লিবিয়া
কোনটিই নয়