বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ই-ইউনিট ২০১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ই-ইউনিট ২০১৭ Begum Rokeya University of Rangpur (BRUR) Admission Test Question and Answer E Unit 2017


ইংরেজি অংশ

1. Identify the appropriate parts of speech for underlined word : The Arter-effects of the drug are bad.
✕ adjective

✕ adverb

✕ verb

✔ noun

2. ‘Ghee’, buer’,cheese’ these words are-
✔ material noun

✕ collective noun

✕ proper noun

✕ common noun

3. He blushed________shame at his own mistake.
✕ for

✕ to

✕ of

✔ with

4. ‘A “rising” sun generally signifies hope’. Here, the underlined word is a_________
✕ gerund

✕ infinitie

✔ participle

✕ modifier

5. ‘Lion’s share’ means-
✔ best part

✕ worst part

✕ tiny part

✕ brave

6. Singing simultaneously________dancing is indeed a hard skill.
✕ for

✕ at

✕ to

✔ with

7. Select the correct analogy___________Peak : Summit
✕ Foreign : Native

✕ Gun : Soldier

✔ Mutation : Change

✕ Switch : Current

8. The translation of- ‌‌’আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাবে ?’
✕ How could I go airport from here ?

✕ How should I reach airport from here ?

✕ How do I reach airport from here ?

✔ How do I get to the airport from here ?

9. Who is your ‘Next?’ Here, the underlined word is-
✔ noun

✕ adverb

✕ adjective

✕ preposition

10. The correct spelling is-
✕ Esorbitant

✔ Exorbitant

✕ Exorbertant

✕ Exeorbetant

গণিত অংশ
1. ⇀A=−⇀B হলে ⇀A χ−⇀B=?
✕ A, −A2

✕ B, −B2

1

2. কোন বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে এর ওজন –
✔ বাড়তে থাকে

✕ কমতে থাকে

✕ একই থাকে

✕ শুন্য হয়


3. 90∘<θ≤180ο হলে, বলের দ্বারা কৃতকাজ- ✕ শূন্য হবে ✕ এক একক হবে ✔ ঋণাত্মক হবে ✕ ধনাত্মক হবে

4. শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হলো-
✕ অগ্রগামী তরঙ্গ

✕ স্থির তরঙ্গ

✕ অনুপ্রস্থ তরঙ্গ

✔ অনুদৈর্ঘ্য তরঙ্গ


5. লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি ?
✕ [ML2T−2]

✔ [L−1]

✕ [L−2]

✕ [ML]


6. নিচের কোন শর্তে তিনটি ভেক্টর একই হলে অবস্থান করে ?
✔ →A (→B χ →C) = 0

✕ →A χ →B χ →C = 0

✕ →A.→B.→C = 0

✕ →A χ (→B χ →C) = 0

7. কেপলারের দ্বিতীয় সূত্র অনুযায়ী ধ্রুব থাকে-
✕ রৈখিক ভরবেগ

✔ কৌণিক ভরবেগ

✕ গতি শক্তি

✕ স্থিতি শক্তি

8. 1 kg বরফের তাপমাত্রা 2K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত ?
✕ 2100J

✔ 4200J

✕ 2.I J

✕ 4.2 J

9. তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 1μF, 2μF ও 3μFশ্রেণিবদ্ধ বিন্যাসে এর তুল্য ধারকত্ব-
✕ 116μF

✕ 6μF

✔ 611μF

✕ 16μF

10. গ্যাসের সান্দ্রতা সহগ, এর পরম তাপমাত্রার-
✕ সমানুপাতিক

✔ বর্গমূলের সমানুপতিক

✕ বাস্তানুপাতিক

✕ বর্গমূলের ব্যস্তানুপাতিক

11. যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে ?
✕ 0%

✕ 1%

✕ 50%

✔ 100%

12. পথ পার্থক্য দশা পার্থক্যের কত গুণ ?
✕ A2πλ

✕ πλ

✕ λπ

✔ λ2π

13. ডায়োড সাধারণত কি হিসাবে ব্যবহৃত হয় ?
✔ রেকটিফায়ার

✕ সুইচ

✕ বিবর্ধক

✕ স্পন্দক

14. নিচের কোনটির ‘রোধের উষ্ণতার সহগ’ ঋণাত্মক ?
✕ Si

✕ Ge

✕ GaAs

✔ সবগুলো

15. বস্তুর আপেক্ষিক তাপ নির্ভর করে কোনটির উপর ?
✔ ভর

✕ আকার

✕ আয়তন

✕ প্রকৃতি

16. সাধারণ নিৰসারক বর্তনীতে আন্তঃগামী ও বহিঃগামী সিগনালের দশা পার্থক্য-
✕ 90θ

✕ 70θ

✔ 180θ

✕ 45θ

17. নিউটনের কোন সূত্র হতে জড়তার ভ্রামকের ধারণা পাওয়া যায় ?
✔ প্রথম

✕ দ্বিতীয়

✕ তৃতীয়

✕ কোনটিই নয়

18. 1 mm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হয়-
✕ 2×106N

✕ 4×106N

✔ 1×106N

✕ 27×106N

19. তত্ত্ব কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে ?
✕ নীতি

✔ অনুকল্প

✕ অনুমিতি

✕ পদ্ধতি

20. সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে-
✕ বেগ সর্বনিম্ন, সরণ সর্বোচ্চ

✕ বেগ ও সরণ সর্বনিম্ন

✕ বেগ ও সরণ সর্বাধিক

✔ বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন

21. সমোষ্ণ প্রক্রিয়ায় কোন গ্যাস অণুর অন্ত:স্থ শক্তি-
✕ বৃদ্ধি পায়

✕ হ্রাস পায়

✔ অপরিবর্তিত থাকে

✕ সামান্য বৃদ্ধি বা হ্রাস পায়

22. এন্ট্রপি সবচেয়ে কম থাকে মোন অবস্থায় ?
✕ তরল

✕ গ্যাসীয়

✕ কঠিন

✔ প্লাজমা

23. অ্যামপ্লিফায়ার হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
✕ ডায়োড

✔ ট্যানজিস্টার

✕ LED

✕ সবগুলো

24. কোন সূত্র দ্বারা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় ?
✕ ফ্যারাডের সূত্র

✔ লেঞ্জ-এর সূত্র

✕ ফ্লেমিং-এর ডানহস্ত সূত্র

✕ ফ্লেমিং-এর বামহস্ত সূত্র

25. দুই মুখ খোলা একটি নলে মূল সুরের কম্পাষ্ক f, নলটির এক মুখ বন্ধ করে দিলে এর কম্পাষ্ক হবে-
✕ 0.5f

✕ 2f

✕ f

✔ 4f

26. একটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্বে যথাক্রমে 25 cm এবং 5 cm। স্বাভাবিক দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে দূরবীক্ষণ নলের দৈর্ঘ্য কত ?
✕ 5 m

✕ 5 cm

✔ 30 cm

✕ 30 m

27. 10−7Wm−2 তীব্রতাবিশিষ্ট একটি শ্রেণিকক্ষের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল কত হবে ?
✕ 10.53 dB

✕ 35.10 dB

✕ 31.50 dB

✔ 53.01 dB

28. নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের-এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল কোনটি ?
✕ তড়িৎ চৌম্বক বল

✔ সবল নিউক্লিয় বল

✕ মহাকর্ষ বল

✕ দূর্বল নিউক্লিয় বল

29. একটি বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে-
✔ নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়

✕ উচ্চতাপ ও নিম্ন তাপমাত্রায়

✕ মহাকর্ষ বল

✕ দূর্বল নিউক্লিয় বল

30. পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ Ve ও চাদেঁর সাপেক্ষে মুক্তিবেগ Vm হলে নিচের কোন সম্পর্কটি সঠিক ?
✔ Ve>Vm

✕ Ve

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!