সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১০

উপজেলা/থানা শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ও সমাধান

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

Assistant Upzila Education Officer Exam Question and Answers/Solution – 2010

 

পরীক্ষার তারিখঃ ২৪.১২.২০১০

Exam Date : 24.12.2010

বাংলা অংশ 

১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন “চর্যাপদ” কে আবিষ্কার করেন?

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী

ড. দীনেশচন্দ্র সেন

ড. আশুতোষ ভট্টাচার্য

২. ”শ্রীকৃষ্ণকীর্তন কাব্য”— খানি আবিষ্কৃত হয় কোথায়?

রাজপ্রাসাদে

গোয়ালঘরে

কুঁড়েঘরে

গ্রন্থাগারে

৩. ”চন্ডীমঙ্গল” কাব্যের প্রধান কবি কে?

বড়ু চন্ডীদাস

শাহ মুহাম্মদ সগীর

মুকুন্দরাম চক্রবর্তী

কেতকাদাস

৪. ”অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন?

কানাহরি দত্ত

ভারতচন্দ্র রায় গুণাকর

ঈশ্বরচন্দ্র গুপ্ত

রূপরাম চক্রবর্তী

৫. ”বঙ্গেতে জন্মিয়া যেজন হিংসে বঙ্গবাণী”— চরণটি কার রচনা?

সৈয়দ মূর্তজা

আব্দুল হাকিম

মজনু শাহ

মুহাম্মদ সগীর

৬. ”যুগসন্ধি”র কবি কে?

ভারতচন্দ্র রায় গুণাকর

গোলাম মোস্তফা

ঈশ্বরচন্দ্র গুপ্ত

সত্যেন্দ্রনাথ দত্ত

৭. ”ফোর্ট উইলিয়াম” কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?

১৮০০ সালে

১৮০৪ সালে

১৮০১ সালে

১৮০৮ সালে

৮. মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি?

এজিদ বধ

মরুভাস্কর

পদ্মাবতী

অশ্রুমালা

৯. ”গৌড়ীয় বাংলা ব্যাকরণ” রচনা করেছেন?

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রামরাম বসু

রামনারায়ণ তর্করত্ন

রাজা রামমোহন রায়

১০. ”কমলা কান্তের দপ্তর” গ্রন্থটি রচনা করেছেন—

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

মীর মশাররফ হোসেন

তারাশঙ্কর বন্দোপাধ্যায়

 

১১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

সমাচার দর্পণ

প্রবাসী

কালি কলম

ধূমকেতু

১২. ”ছিন্নপত্র” রচনাটি কোন শ্রেণীর?

ছোটগল্প

আত্মকথন

নাটক

রম্য রচনা

১৩. কাজী নজরুল ইসলামের জন্ম-মৃত্যু সাল কোনটি?

১৮৯৯-১৯৭৪

১৮৯৯-১৯৭৬

১৮৯৬-১৯৭৫

১৮৯৮-১৯৭৪

১৪. ”পঞ্চনদ” কোন সমাস

দ্বন্দ্ব

কর্মধারয়

দ্বিগু

অব্যয়ীভাব

১৫. কোন বানানটি ভুল?

ঊনিশ

দ্বন্দ্ব

অধ্যায়ন

সহযোগিতা

১৬. বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয়, এমন বিরাম চিহ্নের সংখ্যা—

৫টি

৮টি

৪টি

২টি

১৭. ”পাখি” কোন ধরনের শব্দ?

সংস্কৃত

বিদেশী

তদ্ভব

অপভ্রংশ

১৮. নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ?

নির্মম

জলদ

পিপাসা

নিরক্ষর

১৯. ”সিংহাসন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

সমাস

সন্ধি

প্রত্যয়

উপসর্গ

২০. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে–

প্রকৃতি

ধাতু

ব্যুৎপত্তি

মৌলিক শব্দ

 

২১. নিচের কোন বানানটি অশুদ্ধ?

পরিপক্ক

দূরবীক্ষন

ত্রিভুজ

মুরদ্যান

২২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

স্বর্ণকুমারী দেবী

চন্দ্রাবতী

ফয়জুননেসা চৌধুরানী

কামিনী রায়

২৩. ”সাঁঝের মায়া” কাব্যগ্রন্থটি রচয়িত্রী–

নূরজাহান বেগম

সুফিয়া কামাল

জাহানারা আরজু

বেগম রোকেয়া

২৪. ”পায়ের আওয়াজ পাওয়া যায়”– কার লেখা?

আব্দুল মান্নান সৈয়দ

সৈয়দ শামসুল হক

আবদুল্লাহ আল মামুন

শওকত ওসমান

২৫. কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

সাতটি তারার তিমির

ধূসর পান্ডলিপি

বনলতা সেন

রূপসী বাংলা

ইংরেজী অংশ 

1. The word “empower” is–

an adjective

a verb

an adverb

a noun

2. “Fictitious” means

full of facts

factual

artificial

true

3. The meaning of “bottom line” is—

the final step

the end of the road

the last line of a book

the essential point

4. I’ve never seen such a “Slow coach”. Slow coach means —

an irresponsible person

a careless person

a thoughtful person

a very lazy person

5. “war and Peace” is written by—

Charles Dickens

Leo Tolstoy

Thomas Hardy

Maxim Gorkey

6. Earnest Hemingway is a famous

British novelist

Irish novelist

American novelist

Latin American novelist

7. The English took them for Egyptians means—

The English Considered them to be Egyptians

The English took them to the Egyptians

The English were taken in by the Egyptians

The English brought them as far as to Egypt

8. A person who writes about his own life. Writes–

a diary

an autobiography

a chronicle

a biography

9. “Maiden speech” means–

speech made by a maid

first speech

last speech

soft speech

10. Verdict means —

punishment

comment

judgement

remark

 

11. The synonym of the word “banish” is

to go away

to move

to visit

to exile

12. What does “capital punishment” mean?

Punished by the government

Death penalty

Misery

Imprisonment

13. Which one of the following sentences is correct?

Why have you done this?

Why you have done this?

Why did you have done this?

Why you had done this?

14. To express a past habit or state which one will be the correct expression?

I came here when I was a child

I had come here when I was a child

I used to come here when I was a child

I would come here when I was a child

15. Choose the correct spelling?

Gillotine

Gillotin

Guillotine

Gilottin

16. The word “plight” means–

an unpleasent condition

an unusual condition

an undesirable condition

an unstable condition

17. The word homogeneous means—

of the some race

of the same kind

of the same place

of the same density

18. Fill in the blank with correct word. The woman was seen —- the ring in her bag.

putting

put in

put on

was putting

19. “Achilles heel” means–

a heel of Achilles

the fault of Achilles

minor fault

the fault which is small but can cause a person’s fall

20. The Charity of Hatem Tai is known to all. The word charity is —

material noun

common noun

abstract noun

collective noun

 

21. William Wordsworth is pre-eminently—

a poet of nature

a poet of love

a poet of human nature

a poet of liberty

22. If you read, you’ll learn. The sentence is a —-

simple sentence

compound sentence

complex sentence

negative sentence

23. Select the right word for “A speech made without previous preparation”.

Extemphore speech

Memorised speech

Instant speech

Composed speech

24. Which one is correct sentence?

I entered into the classroom

I entered inside the classroom

I entered the classroom

I entered in the classroom

25. Which one of the following is a comedy?

King Lear

Dr. Faustus

The Duchess of Malfi

As you Like it

গণিত অংশ 

১. 2x + 3y = 1 এবং 5x – 2y + 7 = 0 সমীকরণদ্বয়ের সমাধান কত?

(1, 1)

(3, 4)

(-1, 1)

(2, -1)

২. |2x-3| <7 এর সমাধান কত?

2<x<5

-2<x<5

3<x<5

1<x<5

৩. (x-2)(x-3)<0 এর সমাধান সেট কত?

x>2

x<3

2<x<3

কোনোটিই নয়

৪. দুইটি সংখ্যার পার্থক্য 4, ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুনের সমান। বড়টির সমান কত?

2

4

6

8

৫. ০, ১, ২ এবং ৩ সংখ্যা চারটি দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

৩১৮৭

২২৮৭

২৯৮৭

২১৮৭

৬. |x-4| = 2 এর সমাধান হবে

x = 3, 6

6, -2

2, 6

-2, -6

সাধারন জ্ঞান অংশ  

১. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন–

মাননীয় স্পিকার

মাননীয় প্রধানমন্ত্রী

মহামান্য রাষ্ট্রপতি

চিফ হুইফ

২. জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা—

৪৫

৩০

৬০

৫০

৩. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার—

১.২৯%

২.৯৯%

১.৩৭%

১.৮৪%

৪. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন—

৯ জন

৭ জন

১০ জন

১২ জন

৫. বিশ্বের দীর্ঘতম নদী–

আমাজন

নীলনদ

মেকং

ভোলগা

৬. দাস প্রথা বিলুপ্ত করেন—

মার্টিন লুথার কিং–

আব্রাহাম লিংকন

নেলসন ম্যান্ডেলা

জর্জ ওয়াশিংটন

৭. ২০০৯ সালে শান্তিতে নোবেল প্রাইজ পান—

ড. ইউনূস

বারাক হোসেন ওবামা

অং সান সুচি

বান কি মুন

৮. হ্যামলেট নাটকটি লেখেন—

সেক্সপিয়ার

বরার্ট ফ্রস্ট

আর্নেস্ট হেমিংওয়ে

জন কিটস

৯. কবর কবিতাটি লেখেন

মুনীর চৌধুরী

জসীমউদ্‌দীন

আব্বাস উদ্দিন

কাজী নজরুল ইসলাম

১০. SAARC -এর সদর দপ্তর অবস্থিত–

ঢাকা

কাঠমান্ডুতে

কলম্বোতে

কাবুলে

 

১১. মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি—

সুইডেনে

জাপানে

নরওয়েতে

কানাডায়

১২. কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়?

৮টি

৬টি

৪টি

১০টি

১৩. জাতিসংঘের প্রথম মহাসচিব–

উথান্ট

ট্রিগভ্যালি

ড্যাগ হ্যামার শোল্ড

বুট্রস ঘালি

১৪. ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা—-

৩০

২৭

২৫

২৮

১৫. ইসরাইলী গোয়ান্দা সংস্থার নাম–

সিআইএ

কেজিবি

মোসাদ

RAW

১৬. সম্প্রতি বাংলাদেশে জীবনরহস্য আবিষ্কৃত হয়েছে—

পাটের

ধানের

গমের

আখের

১৭. চিলি কোথায় অবস্থিত?

এশিয়ায়

আফ্রিকায়

দক্ষিণ আমেরিকায়

মধ্যপ্রাচ্যে

১৮. সর্বোচ্চ পর্বতশৃঙ্গ—

কাঞ্চনঝংগা

অন্নপূর্ণা

এভারেস্ট

নাঙ্গা পর্বত

১৯. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়—

১৯৯২ সালে

১৯৯৪ সালে

১৯৯৬ সালে

১৯৯০ সালে

২০. শিল্প বিপ্লব শুরু হয়—

যুক্তরাষ্ট্রে

চীনে

ইংল্যান্ডে

রাশিয়ায়

 

২১. বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা—

মার্কটালী

আন্দ্রে মারলো

ডব্লিও এ.এস. ওডারল্যান্ড

এডওয়ার্ড কেনেডি

২২. দুই মহাদেশ বিস্তৃত নগর–

কায়রো

কাসাব্লাংকা

প্যারিস

ইস্তাম্বুল

২৩. হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা—

লিটল বয়

ডেস্ট্রয়ার

স্কাড

প্যাট্রিয়ট

২৪. দুধে কোন এসিড থাকে?

ফোলিক

হাইড্রক্লোরিক

ল্যাক্টিক

সাইট্রিক

২৫. বাংলা ভাষাকে দেশের ২য় ভাষার মর্যাদা দিয়েছে–

লাইবেরিয়া

নামিবিয়া

সার্বিয়া

সিয়েরা লিয়ন

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!