তথ্য মন্ত্রণালয় এর অধীন বাংলাদেশ টেলিভিশন এর অডিয়েন্স রিসার্স অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৬
Audience Research Officer at Bangladesh Television (BTV) under the Ministry of Information job exam question and answer 2006
পরীক্ষার তারিখঃ ২৬.০৬.২০০৬
Exam Date: 26.06.2006
বাংলা অংশ
১. “আমার সন্তান যেন থাকে দুধেভাতে” কার উক্তি?
চন্ডিদাস
ভারতচন্দ্র
বিহারীলাল
রাজনারায়ণ
২. ”বৈকুণ্ঠের উইল” কার রচনা ?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাজী নজরুল ইসলাম
৩. শওকত ওসমানের রচনা কোনটি?
উত্তম পুরুষ
জননী
শেষ রজনীর চাঁদ
চৌচির
৪. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে?
১৭৬
১৭৮
১৮৮
১৯০
৫. কাজী নজরুল ইসলামের ”দারিদ্র্য” কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
সিন্ধু হিন্দোল
চক্রবাক
৬. কোন বানানটি শুদ্ধ?
অধীণ
অধীন
অধিন
অধিণ
৭. পর্বত -এর সমার্থক শব্দ
মরুৎ
শীর্ষদেশ
গজানন
ক্ষিতিধর
৮. ধাতু কয় প্রকার?
এক
দুই
তিন
চার
৯. কোনটি বাংলা ধাতু?
কাট্
কৃ
মাগ্
গম্
১০. চাঁদমুখ কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
অব্যয়ীভাব
১১. ”বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান” কার রচনা?
যতীন্দনাথ সেন
রজনীকান্ত
রবীন্দ্রনাথ
জসীমউদ্দীন
১২. ”টাকায় কি না হয়”- “টাকায়” কোন কারকে কোন বিভক্তি?
করণে ৬ষ্ঠী
করণে ৭মী
অধিকরণে ৭মী
অপদানে শূন্য
১৩. ”অতি দর্পে হত লঙ্কা” কোন ধরনের বাক্য?
প্রচলিত
ধর্মকথা
খনার বচন
প্রবাদ
১৪. ”সাজাহান” নাটকটির রচয়িতা-
মাইকেল মধুসূদন দত্ত
মীর মশাররফ হোসেন
দ্বিজেন্দ্রলাল রায়
দীনবন্ধু মিত্র
১৫. কোনটি “লালসালু” উপন্যাসের চরিত্র নয়?
জমিলা
মাজেদা
মজিদ
আমেনা
১৬. খাঁটি বাংলা উপসর্গ যোগে কোন শব্দটি গঠিত-
প্রবাহ
অজপাড়াগাঁ
খয়ের খাঁ
বেআদব
১৭. ”বাংলা সাহিত্যের কথা” কার রচনা?
সুকুমার সেন
মুহম্মদ আব্দুল হাই
ড. শহীদুল্লাহ
ড. এনামুল হক
১৮. উপসর্গ কোনটি?
অতি
থেকে
চেয়ে
দ্বারা
১৯. কোনটি সমার্থক শব্দ নয়?
পাবক
পবন
বহ্নি
অনল
২০. শব্দগুলির মধ্যে গ্রিক শব্দ কোনটি?
তুফান
লুঙ্গী
কুপন
দাম
ইংরেজী অংশ
1. It is too cheap to be real silk; it must be-
unreal
false
imitation
artificial
2. Please keep an —- on the baby.
ear
look
eye
hand
3. We want to —- the house, but it wasn’t suitable.
look on
look through
look for
look over
4. He had a bad tooth, so the doctor —– it out.
cut
pulled
drew
drag
5. The —- of radium brought much fame to Madame Curie
invention
use
detection
discovery
6. “A stones throw” means-
to strike
at a short distance
a game
unit of weight
7. Choose the correct spelling.
reconcilation
reconciliation
reconcilliation
reconceliation
8. Choose the correct sentence?
Yours is the most prettiest hat of all
He says good English
He could not avoid to do this
I am quite sure of his honesty
9. Choose the best end for the sentence. He copied my essay–
word to word
word for word
word in word
to the last word
10. “An early bird” means-
a little bird
a short lived bird
an early riser
a bird that one often sees
11. A leader must be one whom the people can –
look up
look down
look on
look up to
12. The antonym of “Soothe” is–
calm
secluded
irritate
sound
13. Do you remember the place (where we first met?) The bracket clause is a/an
main clause
adjectival clause
adverbial clause
noun clause
14. As a student he is still — on his parents.
dependent
dependant
dependable
depend
15. What is the sound made by a goat?
cooing
hooting
bleating
squeaking
16. The housekeeper —- an egg for Newton.
boiled
bought
cooked
kept
17. He avoided making the same mistakes again. The word “making” is a/an-
object
auxiliary verb
participle
gerund
18. In TV terms, the opposite of live is-
dead
asleep
on the air
taped
19. Choose the right set of words for the blanks : Kajal returned —- London —- plane — Dhaka.
in, by, from
from, by, to
to, by, from
at, by, in
20. Replace the bracket words by a single adjective : Airline pilots undergo (very strict and severe health checks) at regular intervals.
spontaneous
unanimous
outrageous
rigorous
গণিত অংশ
১. মেহেদীর বোনের বয়স মেহেদী ও তার পিতার বয়সের মধ্য সমানুপাতী। মেহেদীর বয়স ১২ বছর, পিতার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
১৬ বছর
২৪ বছর
১৮ বছর
২০ বছর
২. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ……. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৫৫
৪০
৬৮
৮৯
৩. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর, হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
৬৫ বছর
২৮ বছর
৩৩ বছর
৫৩ বছর
৪. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৩৬ বর্গমিটার
৪২ বর্গমিটার
৪৮ বর্গমিটার
৫০ বর্গমিটার
৫. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারে সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কত ছাত্র আছে?
৩৬০০
২৪০০
১২০০
৩০০০
৬. যদি x+3y=40 এবং y=3x হয়, তবে x= কত?
6
10
8
4
৭. x-[x-{x-(x+1)}] এর মান কত?
x+1
1
-1
x-1
৮. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, তার অতিভুজের মান কত?
৭ সে. মি
৫ সে. মি
৮ সে. মি
৬ সে. মি
৯. একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
৮৮ বর্গমিটার
১২০ বর্গমিটার
১২১ বর্গমিটার
১৩২ বর্গমিটার
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
২. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
IMF
ILO
OIC
OPEC
৩. সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ আছে?
২৭নং অনুচ্ছেদে
৩১নং অনুচ্ছেদে
৩২নং অনুচ্ছেদে
৩৪নং অনুচ্ছেদে
৪. বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে জামানতবিহীন অর্থায়ন করছে কোন ব্যাংক?
গ্রামীণ ব্যাংক
ব্র্যাক ব্যাংক
শিল্প ব্যাংক
সমবায় ব্যাংক
৫. বেতবুনিয়ায় দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন হয়–
১৪ জনু, ১৯৭৫
১ জুলাই, ১৯৭৫
১৪ জুন, ১৯৭৭
১ জুলাই, ১৯৭৭
৬. সুরমা ও কুশিয়ারা কোন নদীতে প্রবাহিত?
পদ্মা
মেঘনা
ব্রহ্মপুত্র
যমুনা
৭. বাংলাদেশে মৎস্য প্রজাতির গবেষণাগার কোথায় অবস্থি?
চাঁদপুর
রাজশাহী
ময়মনসিংহ
সিরাজগঞ্জ
৮. বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে
গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা
গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী
৯. সম্প্রতি বাংলাদেশ কোন সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়?
CIRDAP
ECOSOC
SMRC
ICDDRB
১০. সরকারি সিদ্ধান্ত মোতাবেক কোন রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান হোল্ডিং কোম্পানিতে পরিণত হবে?
PDB
WDB
WASA
BIWTA
১১. র্যাব কবে থেকে কাজ শুরু করে?
২৫ জানুয়ারি, ২০০৩
১৪ এপ্রিল, ২০০৪
১ জানুয়ারি, ২০০৫
২৫ জানুয়ারি, ২০০৫
১২. ২০০৫-২০০৬ সালের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কত টাকা?
২১,৫০০ কোটি টাকা
২৩,৫০০ কোটি টাকা
২৪,৫০০ কোটি টাকা
২৫,০০০ কোটি টাকা
১৩. পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ওরা ১১ জন”-এর পরিচালক কে?
জহির রায়হান
খান আতাউর রহমান
চাষী নজরুল ইসলাম
আলমগীর কুমকুম
১৪. ”বরফ গলা নদী” উপন্যাসটি কার লেখা?
জহির রায়হান
শওকত ওসমান
সেলিনা হোসেন
শহীদুল্লাহ কায়সার
১৫. শেরে বাংলা এ. কে. ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন?
ঢাকা
কুমিল্লা
বরিশাল
সিরাজগঞ্জ
১৬. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি ?
মার্লবোরো হাউস
হোয়াইট হাউজ
বাকিংহাম প্রাসাদ
দি চেকার্স
১৭. আবাদান বন্দর কোন দেশে অবস্থিত?
ইরাকে
ইরানে
তুরস্কে
লিবিয়ায়
১৮. যে দেশটিতে সেনাবাহিনী নেই-
মালদ্বীপ
নেপাল
ভুটান
শ্রীলঙ্কা
১৯. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে-
ডোভার প্রণালী
জিব্রাল্টার প্রণালী
বেরিং প্রণালী
পক প্রণালী
২০. পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?
কায়রো
ক্যাসাব্লাঙ্কা
প্যারিস
ইস্তাম্বুল
২১. দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কি?
আফ্রিদী
জুলু
কুর্দ
মাসাই
২২. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় কোথায়?
নাইজেরিয়া
দক্ষিণ আফ্রিকা
মিশর
ইন্দোনেশিয়া
২৩. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
নিউইয়র্ক
জেনেভা
প্যারিস
জুরিখ
২৪. ন্যাটো (NATO) কোন ধরনের জোট?
অর্থনৈতিক
পরিবেশগত
রাজনৈতিক
সামরিক
২৫. ”রয়টার্স” কোন দেশের সংবাদ সংস্থা?
যুক্তরাষ্ট্র
জার্মানি
ব্রিটেন
ফ্রান্স
২৬. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান-
বর্ণমালা
স্থাপত্য
চিত্রকলা
মুদ্রার প্রচলন
২৭. কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
ফিনল্যান্ড
জার্মানি
লুক্সেমবার্গ
নরওয়ে
২৮. দেশ ও মুদ্রার নাম একই-
জায়ার
জাম্বিয়া
গাম্বিয়া
জিম্বাবুই
২৯. ”কানকুন” কোথায় অবস্থিত?
মেক্সিকো
ব্রাজিল
পেরু
কলম্বিয়া
৩০. ইউনেস্কোর (UNESCO) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
প্যারিস
রোম
জেনেভা
৩১. মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
মাটির পাত্র তাপ কুপরিবাহী
৩২. মাছ অক্সিজেন নেয়-
মাঝে মাঝে পানির ওপর নাক তুলে
পানির অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
পটকার মাধ্যমে জমানো বাতাস হতে
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
৩৩. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
গরু
ছাগল
গয়াল
রয়েল বেঙ্গল টাইগার
৩৪. বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে-
চোখে দেখে
ঘ্রাণ শক্তির মাধ্যমে
আলট্রাসোনিক শব্দের মাধ্যমে
সবগুলোই ঠিক
৩৫. দুধকে টক করে-
ভাইরাস
ব্যাক্টেরিয়া
ফাংগাস
প্রোটোজোয়া
৩৬. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-
কীটপতঙ্গের সাহায্যে
ফুলে ফুলে সংস্পর্শে
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
৩৭. একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে-
অঙ্গ
কলা
জীব
অণু
৩৮. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
মাটির জৈব লবণকে পরিবর্তিত করে
৩৯. কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই ?
মাছ
আনারস
ডাল
দুধ
৪০. সহজে সর্দি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
ভিটামিন-ই
ভিটামিন-কে
ভিটামিন-সি
ভিটামিন-বি১২
৪১. ক্যান্সর রোগের কারণ-
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কোষের অস্বাভাবিক মৃত্যু
কোষের জমাট বাঁধা
উপরের সব কয়টিই
৪২. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
হাইড্রোজেন গ্যাস
মিথেন
কার্বন মনোক্সাইড
নাইট্রোজেন গ্যাস
৪৩. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
হাইড্রোজেন
অ্যালুমিনিয়াম
সিলিকন
কার্বন
৪৪. একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
নিউটনের প্রথম সূত্র
নিউটনের দ্বিতীয় সূত্র
নিউটনের তৃতীয় সূত্র
নিউটনের মহাকর্ষীয় সূত্র
৪৫. একখন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
বাড়বে
কমবে
প্রথমে কমবে পরে বাড়বে
একই থাকবে