বিসিএস, ব্যাংক সহ যেকোনো সরকারি বেসরকারি নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক মডেল টেস্ট ২০২০।
BCS, Bank, Government, Private exam and University Admission Model Test 2020.
১। ‘উপমহাদেশ’ কী ভিত্তিক উপন্যাস?
ক) ভাষা আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) গণ আন্দোলন
ঘ) ৭০ এর নির্বাচন
উত্তর: খ
২। কবিদের কবি কাকে বলা হয়?
ক) আল মাহমুদ
খ) হাসান আজিজুল হক
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর: ঘ
৩। ‘চাকা’ কার রচনা?
ক) রফিক আজাদ
খ) সেলিম আল দীন
গ) আল মাহমুদ
ঘ) আহমদ ছফা
উত্তর: খ
৪। “ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো” এই মহা এপিসোড কে দিয়েছিলেন?
ক) আহমদ ছফা
খ) রফিক আজাদ
গ) হুমায়ুন আজাদ
ঘ) নির্মলেন্দু গুণে
উত্তর: খ
৫। ‘চর কাঁকড়ার ডকুমেন্টারি’ কার রচনা?
ক) হলাল হাফিজ
খ) হাসান আজিজুল হক
গ) সেলিম আল দীন
ঘ) হাসান হাফিজুর রহমান
উত্তর: গ
৬। বাংলা সাহিত্যে ‘জন্ডিস ‘ কী?
ক)রোগ
খ) নাটক
গ) গান
ঘ) উপন্যাস
উত্তর: খ
৭। ‘কত নদী সরোবর ‘ একটি
ক) নাটক
খ) গান
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ
উত্তর: ঘ
৮। ‘মুজিব -লেলিন – ইন্দিরা ‘ কার রচনা?
ক) শেখ মুজিব
খ) শেখ হাসিনা
গ) শেখ কামাল
ঘ) কোনটিই নয়
উত্ত: ঘ
৯। “শহীদের ঝলকিত রক্তের বুদবুদ ” এই বচন খানা কে জপিয়েছেন?
ক) নির্মলেন্দু গুণে
খ) হেলাল হাফিজ
গ) আহমদ ছফা
ঘ) কোনটিই নয়
উত্তর; ক
১০। ‘গাভী বিত্তান্ত ‘ কার উপন্যাস?
ক) আহমদ ছফা
খ) হুমায়ুন আজাদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) হাসান আজিজুল হক
উত্তর: ক
১১। ‘প্রতিবিম্ব ‘ কার রচনা?
ক) হাসান হাফিজুর রহমান
খ) হাসান আজিজুল হক
গ) আহমদ ছফা
ঘ) আল মাহমুদ
উত্তর: ক
১২। ১৯৯৯ সালে মৃত্যু বরণ করেন কে?
ক) আল মাহমুদ
খ) আহমদ ছফা
গ) আহমদ শরীফ
ঘ) সেলিম আল দীন
উত্তর: গ
১৩। ‘নোলক’ কার দক্ষ হাতের সিদ্ধ রচনা?
ক) আহমদ শরীফ
খ) আহমদ ছফা
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) আল মাহমুদ
উত্তর: ঘ
১৪। হাসান আজিজুল হক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয়
উত্তর: গ
১৫। ‘আত্মজা ও একটি করবী গাছ’ এর রচয়িতা কে?
ক) আহমদ ছফা
খ) আহমদ শরীফ
গ) আল মাহমুদ
ঘ) কোনটিই নয়
উত্তর: ঘ
16. Give the antonym of MILITARY
A.Civil
B.Militant
C.Civility
D.Coup
Answer : Option A
17. Choose the word which is most opposite in meaning to the word EMBRACE
A.Disobey
B.Contradict
C.Reject
D.Obscure
Answer : Option C
18. Find the most opposite meaning of SUBVERSION
A.Destabilisation
B.Clarity
C.Compliance
D.Sanity
Answer : Option C
19. Find opposite meaning of UNDER REIN
A.Under wrap
B.Without target
C.Let loose
D.No clout
Answer : Option C
20. Find most opposite word of COERCIVE
A.Progressive
B.Promoting
C.Opinionated
D.Gentle
Answer : Option D
21. Find opposite meaning of ORIENT
A.Disorder
B.Fact
C.Conform
D.Casual
Answer : Option A
22. Find the word just opposite of TIMID
A.Gentle
B.Tired
C.Brave
D.Snicker
Answer : Option C
23. Find antonym of EXODUS
A.Departure
B.Typical
C.Stay
D.Normal
Answer : Option C
24. Find the word that bears the farthest meaning of SINISTER
A.Good
B.Evil
C.Long
D.Short
Answer : Option A
25. Find the word just opposite of STERILE
A.Short
B.Wild
C.Common
D.Fertile
Answer : Option D
26 Find opposite meaning of HERESY
A.Agreement
B.Error
C.Mindful
D.Rash
Answer : Option A
27. Find the word just opposite of PROVOKE
A.Insult
B.Anger
C.Encourage
D.Soothe
Answer : Option D
28. Find opposite meaning of CATEGORICAL
A.Absolute
B.Certain
C.Conditional
D.Positive
Answer : Option C
29. Find opposite meaning of INTENSE
A.Pointed
B.Allow
C.Calm
D.Disallow
Answer : Option C
30. Find the word that bears the farthest meaning of DEARTH
A.Abundance
B.Shortage
C.Famine
D.Sufficiency
Answer : Option A
31. ‘পেসো’ কোন দেশের মুদ্রার নাম?
ক.ফিলিপাইন
খ.মরক্কো
গ. থাইল্যান্ড
ঘ. শ্রীলঙ্কা
উত্তরঃ ক
32. মালদ্বীপের মুদ্রার নাম কি?
ক. রূপী
খ. ডলার
গ. পাউন্ড
ঘ. রূপাইয়া
উত্তরঃ ঘ
33. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
ক.হেলভেটিয়া
খ.রোডেশিয়া
গ. দক্ষিণ রোডেশিয়া
ঘ.সলসবেরি
উত্তরঃ ক
34. তাজিকিস্তান এর রাজধানীর নাম কী?
ক. আস্তানা
খ. আশখাবাদ
গ. আলমা আতা
ঘ. দুশানবে
উত্তরঃ ঘ
35. দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর: গ
36. Duma কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. ফ্রান্স
খ. ফিনল্যান্ড
গ. জার্মানি
ঘ. রাশিয়া
উত্তরঃ ঘ
37. লাটভিয়ার আইনসভার নাম কী?
ক. ডুমা
খ. সায়েমা
গ. স্টেট অ্যাসেম্বলি
ঘ. সীম
উত্তরঃ খ
38. ‘হাউস অব লর্ডস’ এবং ‘হাউস অব কমন্স’-কোন দেশের পার্লামেন্টের নাম?
ক.যুক্তরাষ্ট্র
খ.যুক্তরাজ্য
গ.ইতালি
ঘ.ফ্রান্স
উত্তরঃ খ
39. ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত?
ক. ৪৫০
খ. ৫৪৫
গ. ৫৫০
ঘ. ১০০
উত্তরঃ খ
40. ‘নেসেট’ কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. ফিনল্যান্ড
খ. সুইডেন
গ. সিরিয়া
ঘ.ইসরাইল
উত্তরঃ ঘ
41. Sofia কোন দেশের রাজধানীর নাম?
ক. বুলগেরিয়া
খ. রুমানিয়া
গ. স্লোভেনিয়া
ঘ. ক্রোয়েশিয়া
উত্তর: ক
42.আলবেনিয়ার মুদ্রার নাম-
ক. লেভ
খ. লেক
গ. লিউ
ঘ. কুনা
উত্তর: খ
43. যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা
ক. ৫৪০
খ. ৫৪৫
গ. ৫৪২
ঘ. ৫৩৮
উত্তর: ঘ
44. নিকারাগুয়ার মুদ্রার নাম-
ক. বালবোয়া
খ. কুয়েটজাল
গ. কর্ডবা
ঘ. ল্যাম্পিরা
উত্তর: গ
45. পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?
ক. জ্যামাইকা
খ. হাইতি
গ. বার্বাডোস
ঘ. ত্রিনিদাদ
উত্তর: খ
46.রাশিয়ার সংবিধানের নতুন সংশোধনী অনুসারে কত সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন?
(ক) ২০২২ সাল
(খ) ২০২৫ সাল
(গ) ২০৩০ সাল
(ঘ) ২০৩৬ সালে
উত্তরঃ ঘ
47.সম্প্রতি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক প্রকাশিত বিশ্ব সুখী দেশের তালিকায় সবচেয়ে সুখী দেশ কোনটি?
(ক) সুইজারল্যান্ড
(খ) ফিনল্যান্ড
(গ) অস্ট্রিয়া
(ঘ) জাপান
উত্তরঃ খ
48.বিশ্বে প্রথম কবে করোনাভাইরাস আবিষ্কার করা হয়?
(ক) ২০১৯ সালে
(খ) ১৯৬০ সালে
(গ) ১৯০৫ সালে
(ঘ) ২০২০ সালে
উত্তরঃ খ
49.১৫তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) কানাডা
(খ) সৌদি আরব
(গ) জাপান
(ঘ) যুক্তরাজ্য
উত্তরঃ খ
50.যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে কবে বের হয়ে যাবে?
(ক) ৪ এপ্রিল ২০২০
(খ) ১২ জুন ২০২১
(গ) ১৫ অক্টোবর ২০২২
(ঘ) ৪ নভেম্বর ২০২০
উত্তরঃ ঘ
51.যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে?
(ক) ২৯ ফেব্রুয়ারি ২০২০
(খ) ২ মার্চ ২০২০
(গ) ৬ জানুয়ারি ২০২০
(ঘ) ১৫ ডিসেম্বর ২০১৯
উত্তরঃ ক
52.মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
(ক) মাহাথির মোহাম্মদ
(খ) আনোয়ার ইব্রাহিম
(গ) মুহিউদ্দিন ইয়াসিন
(ঘ) ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল
উত্তরঃ গ
53.আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চালানোর পক্ষে রায় দিয়েছে?
(ক) ৪ মার্চ ২০২০
(খ) ৫ মার্চ ২০২০
(গ) ১৭ ডিসেম্বর ২০১৯
(ঘ) ২১ জানুয়ারি ২০২০
উত্তরঃ ক
54.দুই মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করা পেরুর রাজনীতিবিদ জেভিয়ার প্যারেজ দ্য কুয়েলার মারা যান—
(ক) ১ জানুয়ারি ২০২০
(খ) ৪ মার্চ ২০২০
(গ) ২১ মার্চ ২০২০
(ঘ) ১২ ডিসেম্বর ২০১৯
উত্তরঃ খ
55.রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা ব্রিটেন প্রত্যাহার করেছে কবে?
(ক) ৫ মাচ
(খ) ১০ মার্চ
(গ) ১২ মার্চ
(ঘ) ২৫ ফেব্রুয়ারি
উত্তরঃ খ
56.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশের ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবিসংবলিত একটি বিশেষ ডাকচিহ্ন প্রকাশ করেছে?
(ক) ভারত
(খ) যুক্তরাষ্ট্র
(গ) কানাডা
(ঘ) ভিয়েতনাম
উত্তরঃ খ
57.৪৬তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) পাকিস্তান
(খ) জাপান
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) ইরান
উত্তরঃ গ
58.কোন দেশে একই দিনে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন?
(ক) পেরু
(খ) অস্ট্রিয়া
(গ) আফগানিস্তান
(ঘ) উগান্ডা
উত্তরঃ গ
59.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের নাম করে—
(ক) Corona-19
(খ) COVETUS-20
(গ) COVID-19
(ঘ) COBID-19
উত্তরঃ গ
60.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে কবে?
(ক) ৩১ জানুয়ারি
(খ) ২ ফেব্রুয়ারি
(গ) ১২ ফেব্রুয়ারি
(ঘ) ২১ ফেব্রুয়ারি
উত্তরঃ ক
61.৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে (২০২০) কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র?
(ক) প্যারাসাইট
(খ) হাসলারস
(গ) নাইভস আউট
(ঘ) লিটল উইমেন
উত্তরঃ ক
62.২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) স্কটল্যান্ড
(খ) নেদারল্যান্ডস
(গ) কানাডা
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক
63.ইরানের কুদস বাহিনীর বর্তমান প্রধান কে?
(ক) ইসমাইল কানি
(খ) আয়াতুল্লাহ খোমেনি
(গ) সোলাইমানি
(ঘ) রমজান শরীফ
উত্তরঃ ক
64.প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ হিসেবে অভিহিত করেছেন কে?
(ক) নরেন্দ্র মোদি
(খ) জিউসেপ কোঁতে
(গ) ডোনাল্ড ট্রাম্প
(ঘ) ভ্লাদিমির পুতিন
উত্তরঃ খ
65.যুক্তরাজ্য কবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে?
(ক) ৩১ জানুয়ারি, ২০২০
(খ) ২ ডিসেম্বর, ২০১৯
(গ) ৭ মার্চ, ২০১৮
(ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২০
উত্তরঃ ক
৬৬)) পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক. মাইকেল ফ্যারাডে
খ. রুডলফ ডিজেল
গ. নিকোলাস অটো
ঘ. জেমস হ্যারিসন
উত্তর: গ
৬৭)) বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. ওডোমিটার
খ. ট্যাকোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. এনিমোমিটার
উত্তর: ঘ
৬৮) পদার্থের পরিমাণের একক কী?
ক. মোল
খ. ক্যান্ডেলা
গ. আর্গ
ঘ. জুল
উত্তর: ক
৬৯)সমুদ্রের পানির গভীরতা মাপা হয় কোন এককে?
ক. ফুট
খ. মিটার
গ. নটিক্যাল মাইল
ঘ. ফ্যাদম
উত্তর: ঘ
৭০) ১ অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট?
ক. ৭৫৬
খ. ৭৪৬
গ. ৭৩৬
ঘ. ৭২২
উত্তর: খ
৭১) উচ্চ তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়?
ক. হিপসোমিটার
খ. পাইরোমিটার
গ. থার্মোমিটার
ঘ. হাইগ্রোমিটার
উত্তর: খ
৭২)ট্রান্সফরমার কত প্রকার?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ. ৬
উত্তর: খ
৭৩)কোন তত্ত্বের সাহায্যে জানা যায় শূন্য স্থানে আলোর বেগ সবচেয়ে বেশি?
ক. কোয়ান্টাম তত্ত্ব
খ. কণা তত্ত্ব
গ. তরংগ তত্ত্ব
ঘ. তড়িৎ চৌম্বক তত্ত্ব
উত্তর: গ
৭৪)) ফটো ইলেক্ট্রিক কোষের উপর আলো পড়লে কী তৈরি হয়?
ক. চুম্বক
খ. বিদ্যুৎ
গ. তাপ
ঘ. সবগুলো
উত্তর: খ
৭৫) আলোক শক্তির সর্বনিম্ন মানের কণিকাকে কি বলে?
ক. পাইওন
খ. মেসন
গ. পজিট্রন
ঘ. ফোটন
উত্তর: ঘ
৭৬) আলোক তরংগ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়াকে বলে?
ক. বিচ্ছুরণ
খ. বিক্ষেপণ
গ. বিচ্যুতি
ঘ. ব্যতিচার
উত্তর: খ
৭৭) সাধারণত তড়িৎ প্রবাহ বলতে বোঝায়-
ক. প্রোটনের প্রবাহ
খ. ইলেকট্রনের প্রবাহ
গ. পজিট্রনের প্রবাহ
ঘ. বৈদ্যুতিক চাপের পরিমাণ
উত্তর: খ
৭৮) জলবিদ্যুৎ তৈরিতে পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. গতিশক্তি
খ. রাসায়নিক শক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. বিভবশক্তি
উত্তর: ক
৭৯) সূর্যে কোন বিক্রিয়ায় তাপ উৎপাদন হয়?
ক. ফিশন
খ. ফিউশন
গ. তাপহারী
ঘ. জারন-বিজারন
উত্তর: খ
৮০) প্রভা কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তর: খ
৮১) বায়ুতে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কী হয়?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনটা নয়
উত্তরঃ ক
৮২) নিচের কোনটি কম্পোজিট কণিকা?
ক. ইলেকট্রন
খ. মেসন
গ. আলফা
ঘ. পাইওন
উত্তরঃ গ
৮৩) নিচের কোনটি কাদুনে গ্যাস?
ক. ফসজিন গ্যাস
খ. প্রডিউসার গ্যাস
গ. ক্লোরোপিক্রিন
ঘ. সালফার ডাই অক্সাইড
উত্তরঃ গ
৮৪) সূর্যমুখীর তেলে কী এসিড থাকে?
ক. ইরোসিক এসিড
খ. লিনোলিক এসিড
গ. স্যালিক এসিড
ঘ. ফরমিক এসিড
উত্তরঃ খ
৮৫) মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কী বর্ণ নেয়?
ক. লাল
খ. হলুদ
গ. নীল
ঘ. বর্ণহীন
উত্তরঃ খ
86. এক্সরে বিকিরণ পরিমাপ করার একক হলো
ক. কুরি
খ. বেকরলে
গ. ডায়াপ্টার
ঘ.রন্টজেন
উত্তর : ঘ
৮৭)নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর প্রতিষ্ঠিত নয় ?
ক.ডায়ানামো
খ. মোটর
গ.ট্রান্সফরমার
ঘ.ডায়োট
উত্তর : ঘ
৮৮)বাসা বাড়িতে সরবরাহকৃত বিদু্যতের ফ্রিকোয়েন্সি কত ?
ক.২২০ হার্জ
খ.৬০ হার্জ
গ.৫০ হার্জ
ঘ.৪০ হার্জ
উত্তর : গ
৮৯)নকুলান্ধা দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় ?
ক.দ্বি ফোকাস
খ. উত্তল
গ. অবতল
ঘ.টরিক
উত্তর : ঘ
৯০)প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের দূরত্ব হওয়া দরকার
ক.৪ মিটার
খ. ১/১০ মিটার
গ. ১৭ মিটার
ঘ.১৬.৬ মিটার
উত্তর : ঘ
৯১। রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয় ?
ক. ডিডিটি
খ. ক্লোরোফরম
গ. ফ্রেয়ন
ঘ. ক্লোরো পিক্রিন
উত্তর :গ
৯২।আপেক্ষিক ভর কে আবিষ্কার করে ?
ক. ডালটন
খ.বয়েল
গ.মোসলে
ঘ.ক্যাভেন্ডিস
উত্তর :ক
৯৩।কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
ক. সোডিয়াম
খ.বোরন
গ.পটাসিয়াম
ঘ.পারদ
উত্তর :ঘ
৯৪। মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
ক. ৯৮.৪ ডিগ্রি সেলসিয়াস
খ.৩৬.৯ ফারেনহাইট
গ.৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস
ঘ.কোনোটিই নয়
উত্তর :গ
৯৫।পানির তলার তেলের সন্চয় নির্ণায়ক যন্ত্র কোনটি ?
ক.হাইড্রোমিটার
খ.হাইগ্রোমিটার
গ.ওয়েলগেজ মিটার
ঘ.গ্রাডিমিটার
উত্তর :ঘ
৯৬।সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস ব্যবহার করা হয় ?
ক.নিয়ন
খ.সোডিয়াম
গ.আর্গন
ঘ.নাইট্রোজেন
উত্তর :ঘ
৯৭। ডেটলের প্রধান উপাদান কোনটি ?
ক. অ্যামোনিয়া
খ. ফেনল
গ.ট্রাইক্লোরোফেনল
ঘ. ক্লোরোফরম
উত্তর :গ
৯৮।মধ্যপ্রাচ্যের কোন দেশের সংসদ নাই ?
ক. ইরান
খ.কুয়েত
গ.সৌদি আরব
ঘ.ইয়েমেন
উত্তর :গ
৯৯।Tshogdu কোন দেশের আইন সভা ?
ক. উগান্ডা
খ. বুরন্ডি
গ.নেপাল
ঘ.ভুটান
উত্তর :ঘ
১০০।রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ কত ?
ক. ৫ বছর
খ.৪ বছর
গ.৩ বছর
ঘ.২ বছর
উত্তর :খ