বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতি – সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান প্রশ্ন

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতি – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
BCS, Bank, Teacher Registration and Govt. Job Preparation General Knowledge (GK)
সাধারন জ্ঞান বিসিএস সহ যেকোনো চাকরির প্রস্তুতির জন্য
Recent General Knowledge for BCS, Bank Job, University Admission Test  and any Kind of Competitive Exams

● ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ঋণ নেওয়ার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কোন সংস্থাটির চুক্তি হয়েছে?

উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

● ২০১৮-১৯ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশের রপ্তানি আয় কত?

উত্তর: ২ হাজার ৪১৭ কোটি ডলার (২০১৭-১৮ অর্থবছরের মোট রপ্তানি আয় ছিল ৩ হাজার ৬৬৬ কোটি ডলার)।

● ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?

উত্তর: ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ।

● জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে দেশের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল কোনটি?

উত্তর: কর্ণফুলী ড্রাই ডক।

● ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তর: জওহরলাল নেহরু।

● প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল কবে?

উত্তর: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে (নির্মাণকাজ শেষ হয়েছিল ২৪ তারিখ ভোরে)।

● প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেছিলেন?

উত্তর: ভাষাশহীদ শফিউরের বাবা।

● সম্প্রতি বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষ দলের প্রথম নারী কোচ হয়েছেন কে?

উত্তর: মিরোনা খাতুন।

● সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ কদিনের জন্য স্থগিত করা হয়েছে?

উত্তর: ৯০ দিনের।

● পরিবেশ ও বন রক্ষায় বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৭৯তম (১৮০টি দেশের মধ্যে)।

● প্লাস্টিক দূষণে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: দশম।

● বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা তথ্য-২০১৮’–এর প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিকে ছেলেদের ঝরে পড়ার হার কত?

উত্তর: ৩৬ দশমিক শূন্য ১ শতাংশ (মেয়েদের ৪০ দশমিক ১৯ শতাংশ)।

● ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৯’–এর আইন অনুসারে ধর্মঘট করতে হলে কত অংশ শ্রমিকের সমর্থন থাকতে হবে?

উত্তর: দুই-তৃতীয়াংশ (আগে ছিল তিন-চতুর্থাংশ)।

● নতুন আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে হলে কত শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে?

উত্তর: ২০ শতাংশ (আগে ছিল ৩০ শতাংশ)।

● বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে কোন বিদেশি সংস্থাটি যুক্ত?

উত্তর: জাইকা।

● যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দলের নাম কী?

উত্তর: লেবার পার্টি (থেরেসা মের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি)।

● সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সে দেশের নারীদের চার সন্তান নিলে আজীবনের জন্য আয়কর মওকুফ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন?

উত্তর: হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

● সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাতীয় জীবনে অবদানের জন্য এখন পর্যন্ত কতজনকে একুশে পদক দেওয়া হয়েছে?

উত্তর: ৪৭৫ ব্যক্তিকে এবং তিনটি প্রতিষ্ঠান।

● একই তথ্য অনুযায়ী কতজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে?

উত্তর: ২৬৩ ব্যক্তি ও ২৬টি প্রতিষ্ঠানকে।

● ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস ইনডেক্স বা বৈশ্বিক সংযোগ সূচক-২০১৮-তে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৪০তম।

● ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী কোন অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি একে অপরের সঙ্গে যুক্ত?

উত্তর: ইউরোপ।

● বিশ্বে গাড়ি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন।

● মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?

উত্তর: বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

● মেসিডোনিয়ার পরিবর্তিত নাম কী?

উত্তর: নর্থ বা উত্তর মেসিডোনিয়া।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!