বিসিএস প্রস্তুতি – বাংলাদেশ বিষয়াবলী (০১)

বাংলাদেশ বিষয়াবলী

বিসিএস প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী – বিভাগ প্রতিষ্ঠাকাল (Foundation year of Eight Divisions in Bangladesh)

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিকৌশলঃ বাংলাদেশ বিষয়াবলী. বাংলাদেশ বিষয়াবলীতে বাংলাদেশের ইতিহাস, ভোগৌলিক অবস্থান, পরিবেশ, সমাজ-সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি থেকে প্রশ্ন আসবে। আর তাই, বিসিএস সহ বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য । 

Some important information about Bangladesh divisional establishment for BCS, Bank and any kind of competitive exams. 

#ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
=১৮২৯ সালে।

#চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
=১৮২৯ সালে।

#রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয়
কবে?
=১৮২৯ সালে।

#খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
=১ অক্টোবর ১৯৬০ সালে।


#বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
=১ জানুয়ারী ১৯৯৩ সালে।

#সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
=১ আগস্ট ১৯৯৫ সালে।

#রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
২৫ জানুয়ারি ২০১০ সালে।

#ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়
কবে?
১৪ সেপ্টেম্বর ২০১৫।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!