দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পর্ব – ০২)

সাধারন বিজ্ঞান মডেল টেস্ট

বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। 

Daily Science Important MCQ and Answers for BCS & Any kind of competitive exams

১। প্রশ্নঃ সঠিক উত্তর কোনটি ? —– ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব ।

ক. টীকাদান কর্মসূচি

খ. সচেতনতা

গ. পুষ্টিকর খাদ্য

ঘ. অর্থ

উত্তরঃ 

২। প্রশ্নঃ সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়

ক. ২০০৪

খ. ২০০৩

গ. ২০০৬

ঘ. ২০০৮

উত্তরঃ 

৩। প্রশ্নঃ Order corporation – এর প্রতিষ্ঠাতা কে?

ক. Bill Gates

খ. Tim Cook

গ. Andrew S Grove

ঘ. lawrence J.Ellison

উত্তরঃ 

৪। প্রশ্নঃ গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়?

ক. বেকেরেল রশ্মি

খ. x- রশ্মি

গ. গামা রশ্মি

ঘ. বিটা রশ্মি

উত্তরঃ 

৫। প্রশ্নঃ বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি–

ক. যুক্ত অবস্থার চাইতে কম

খ. যুক্ত অবস্থার চাইতে অধিক

গ. যুক্ত অবস্থার সমান

ঘ. কোনোটিই সঠিক নয়

উত্তরঃ 

৬। প্রশ্নঃ ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

ক. গায়ের ঘাম বের হতে দেয় না

খ. বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে

গ. পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারন করে

ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

উত্তরঃ 

৭। প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সত্য নয়?

ক. পদার্থের নিউক্লিয়াসে ও নিউট্রন থাকে

খ. প্রোটিন ধনাত্মক আধানযুক্ত

গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত

ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

উত্তরঃ 

৮। প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি?

ক. পিডোমিটার(pedometer)

খ. ট্যাক্সিমিটার(taximeter)

গ. ট্যাকোমিটার(tachometer)

ঘ. ক্রোনোমিটার(chronometer)

উত্তরঃ 

৯। প্রশ্নঃ সিসমোগ্রাফ (seismograph) কি?

ক. বায়ু মাপার যন্ত্র

খ. ভূমিকম্প মাপার যন্ত্র

গ. বৃষ্টি মাপার যন্ত্র

ঘ. পানি প্রবাহ মাপার যন্ত্র

উত্তরঃ 

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!