বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা (BEZA) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮।
পরীক্ষার তারিখঃ ৩০/১১/২০১৮
Bangladesh Economic Zones Authority (BEZA) recruitment exam question and solution 2018.
সমাধান দেখুন প্রশ্নের নিচের অংশে…
বেজা (BEZA) নিয়োগ পরীক্ষার সমাধানঃ
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
1. International Women’s Day is celebrated on – 8th March
2. Who invented genomics of Jute – Maksudul Alam
3. Where does Rakhaine tribe lives mainly in Bangladesh- Patuakhali
4. What are the full form of a.m & p.m – anti meridiem and post meridiem
5. OIC was established in- 1969
6. Where is the headquarter of Red Cross – Geneva
7. Who is the President of National assembly of Bangladesh- Speaker
8. Besides Bangladesh which country recognized Bangla as official language – Sierra Leon
9. Tanguar Haor – Sunamganj
10. Designer of national emblem – Qamrul hasan
11. Acu headquarter – Iran
12. SAARC country doesn’t have embassy – Maldives
13. largest district of Bangladesh – Rangamati
14. East London – South Africa
15. Bangabandhu Shilpa Nagari –
16. Beza has got approval – 88 ( govt 59+ private 29)
17. Highest number of test match – Mushfiqur
18. An approach to business integration – ERP
19. Birds with the largest wingspan – Albetros
20. Best goal keeper of 2018 – Curtois
বাংলা অংশ সমাধানঃ
২১. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি – সুকান্ত ভট্রাচার্য
২২. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এর এককথায় প্রকাশ- ইতিহাসবেত্তা
২৩. পৃথিবী এর সমার্থক শব্দ- বসুন্ধরা
২৪. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাক্যটি কোন কালের উদাহরণ- পুরাঘটিত বর্তমান
২৫. নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস – খাতা-পত্র
২৬. নিচের কোনটি শুদ্ধ বানান – সুশীল
২৭. গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ – নিতান্ত অলস
২৮. কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ ঘোড়াকে চাবুক মার – করণে শুন্য
২৯. খাতক এর বিপরীত কোনটি- মহাজন
৩০. উচ্ছেদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ – উৎ+ছেদ
৩১. বিপদ এবং দু:খ এক সময় আসে। এটি কোন বাক্যের উদাহরণ – যৌগিক
৩২. রফতানি কোন ভাষার শব্দ – ফারসি শব্দ
৩৩. আগুন এর সমার্থক শব্দ কোনটি – পাবক
৩৪. সমাস নির্ণয় করুনঃ শতাব্দী – দিগু সমাস
৩৫. যা আঘাত পায় নি এর সঠিক বাক্য সংকোচন – অনাহত
৩৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮
৩৭. নিচের কোনটি দন্তমূলীয় বর্ণ- শ
৩৮. শুদ্ধ বাক্য কোনটি – একথা প্রমাণিত হয়েছে
৩৯. তিলোত্তমা সম্ভব কাব্য এর রচিয়তা কে – মাইকেল মধুসূদন
৪০. বীরবল কোন কবির ছদ্মনাম – প্রমথ চৌধুরী