বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী সচিব/পরিচালক-প্রশাসন) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৫

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব/পরিচালক-প্রশাসন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৫
পদের নামঃ সহকারী সচিব/পরিচালক-প্রশাসন।
পরীক্ষার তারিখঃ ৬/১১/২০১৫

Bangladesh Rural Electrification Board (BREB) Job recruitment exam question and answers 2015 for the post of Assistant Secretary / Assistant Director (Administration).

১। কোনটি সঠিক?
@@উচ্চারন ভুল হলে মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
২. কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনোটি?
@@√কৃ+ণক
৩. অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
@@অতি+অন্ত
৪. ‘পাখি’ এর প্রতিশব্দ কোনটি?
@@বিহগ
৫. কালি কলম ………লেখে তিন জন?
@@মন
৬. কোন বানানটি শুদ্ধ?
@@সমীচীন
৭. যিনি ভালো ব্যাকরণ জানেন?
@@বৈয়াকরণ
৮. পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে?
@@উপকথা
৯. ‘আবোল তাবোল’ কার লেখা?
@@সুকুমার রায়
১০. ‘গুরু’ শব্দের স্ত্রী লিঙ্গ কি?
@@গুর্বী
১১. ঝিনুক অঞ্চল কি?
@@মহীসোপান
১২. ‘ডেড সি’ কি?
@@একটি হ্রদ
১৩. কোন তিথিতে চন্দ্র ও সূর্য পৃবিথীর সাথে সমকোণে অবস্থান করে?
@@অষ্টমী তিথিতে
১৪. সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিন গোলার্ধে বাম দিকে বেঁকে যাওয়ার কারণ কি?
@@পৃথিবীর আহ্নিক গতি
১৫. ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ কিরুপ?
@@নীল
১৬. According to the conditions of my scholarship, after finishing my degree____.
My education will be employed by the University
Or, The University will employ me
[Not sure]
17. আমি ভাঙ্গবো তবু মচকাবোনা?
@@I will rather break than bend
18. BAY : OCEAN
@@Peninsula : Continent
19. He (to work) diligently?
@@He works diligently
20. Select the right word? He ran fast lest he ___ miss the train
@@should


21. Who, What, Which are?
@@Relative pronoun
22. Instead of ‘continue’ we can say?
@@Carry on
23. I finally killed the fly ____ rolled up news paper.
@@with
24. Adjective of word ‘sea’ is?
@@Marine
25. Verb of word ‘circle’ is?
@@Encircle
26. Who wrote the book ‘Utopia’?
@@Sir Thomas Moore
27. Author of the book ‘The Alchemist’ is?
Sir Thomas Moore//Charles Darwin//TS Eliot//Ben Jonson
C/A: Paulo Coelho
২৮. রিকশার জন্ম হয়?
@@জাপানে
২৯. অলিম্পিক পতাকার রঙ কয়টি?
@@৫ টি
৩০. ২ বার নোবেল পুরষ্কার কে পেয়েছিলেন?
@@মেরী কুরি
৩১। AFP কোন দেশের সংবাদ সংস্থা?
@@ফ্রান্স
৩২। KLM কোন দেশের বিমান সংস্থা?
@@নেদারল্যান্ড
৩৩। মুসলিম দেশ নয় অথচ পতাকায় চাঁদ তারা আছে?
@@সিঙ্গাপুর
৩৪। ‘বায়তুল মাল’ প্রতিষ্ঠা করেন?
@@হযরত আবু বকর(রাঃ)
৩৫। ঢাকার সর্ব প্রথম রাজধানী কবে স্থাপিত হয়?
@@১৬১০ খ্রী.
৩৬। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
@@হোসেন শহীদ সোহরাওর্য়াদী
৩৭। ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
@@লাহোরে
৩৮। কি কারনে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়?
@@নীল চাষীদের বিদ্রোহের ফলে
৩৯। প্রাচীনকালে ঢাকা যে জনপদের অধীন ছিল?
@@বঙ্গ
৪০। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে?
@@১৯৭৪ সালে


৪১। বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারী করে?
@@খন্দকার মোশতাক আহমেদ
৪২। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে?
@@আমদানী কমে যায়
৪৩। মাথাপিছু আয়ের দিক দিয়ে বাংলাদেশ কি ধরনের দেশ?
@@নিম্ন-মধ্যম আয়ের দেশ
৪৪। বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ?
@@জাপান
৪৫। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
@@সুপ্রিম কোর্ট
৪৬। কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
@@মারমা
৪৭। কার উপর আদালতের কোন এখতিয়ার নাই?
@@রাষ্ট্রপতি
৪৮। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়?
@@ ৭ই এপ্রিল ১৯৭৩
৪৯। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে?
@@প্রধানমন্ত্রী
৫০। বাংলাদেশের নদীর তীরে অবস্থিত নয় কোন জেলা?
@@নোয়াখালী
51. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্প্রতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-
@@শুক্রবার
৫২. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল। ঐ মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
@@৬
৫৩. a :b = 4 :7 এবং b : c = 5 : 6 হলে a:b:c=?
@@20:35:42
54. ০.৩*৩০/১০ = কত?
@@০.৯
৫৫. ১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত বিভিন্ন ঊপায়ে বেছে নেয়া যায়?
@@১২৬০
৫৬. ৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় নেয়। ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরতে কত সময় নিবে?
@@৫ মিনিট
৫৭. প্রতিদিন কচুরিপানা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ৩০ দিনে পুকুরটি কচুরিপানা ভর্তি হলে কতদিনে শেষ অর্ধাংশ ভর্তি হয়েছে?
@@২৯ দিনে
৫৮. মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে?
@@মেলানিন
৫৯. হাড় ও দাঁতকে মজবুত করে-
@@ক্যালসিয়াম
৬০. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
@@বেশি হয়


৬১। নভোচারী মহাশূন্যে আকাশের যে রং দেখতে পায় তা হলো ?
@@কালো
৬২। শান্ত সাগর কোথায় অবস্থিত ?
@@চাঁদে
৬৩। গ্রিন হাউজ ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে ?
@@নিম্নভূমি নিমজ্জিত হবে
৬৪। চিকিৎসাশাস্রের আলকানুন নামক বইটি কে লিখেছেন ?
@@ইবনে সিনা
৬৫। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরিণ গঠন সম্বন্ধে আলোচনা করা হয় তার নাম ?
@@মরফোলজি
৬৬। কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা লোপ পায় ?
@@সবুজ
৬৭। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয় ?
@@এলমুনিয়াম
৬৮। এক বাইটে বিটের সংখ্যা কত ?
@@৮
৬৯। কোনটি রক্তের কাজ নয় ?
@@জারক রশ বিতরন করা
৭০। পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
@@ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
৭১। IUCN –এর কাজ হলো বিশ্বব্যাপী-
@@প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
৭২। পেট্রোলের আগুন পানির দ্বারা নেভানো যায় না, কারণ-
@@ খ ও গ উভয়ই
৭৩। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
@@গামা রশ্মি
৭৪। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
@@রেনিন
৭৫। গ্রন্থিরাজ বলা হয়?
@@পিটুইটারি-কে
৭৬। কোনটি সাময়িক বায়ুর উদাহরণ?
@@মৌসুমী বায়ু
৭৭। যে বই পড়তে ভালবাসে তার——–কম?
@@শত্রু
৭৮। বিশ্বশক্তির অধিকারী………?
@@উন্নত অস্ত্রধারীরা
৭৯। বাক্যের অন্তর্গত প্রত্যকটি শব্দকে বলা হয়?
@@পদ
৮০। বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
@@রাজা রামমোহন রায়

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!