রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ক্যাশিয়ার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ক্যাশিয়ার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭
Cashier at Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) Job Exam MCQ Question and Solution 2017

পরীক্ষার তারিখঃ ১৮/০৮/২০১৭

বাংলা অংশ

১. ভাষার প্রাণ কোনটি?

অর্থপূর্ণ বর্ণ সমষ্টি

অর্থপূর্ণ বাক্য

অর্থপূর্ণ ধ্বনি

অর্থপূর্ণ শব্দ

২. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আজাদ

দৈনিক পূর্বকোন

ইত্তেফাক

বিজলি

৩. সুকান্ত ভট্টাচার্য কি লিখতেন?

কবিতা

নাটক

উপন্যাস

ভ্রমণ কাহিনী

৪. নিচের কোনটি শরৎচন্দ্র এর উপন্যাস?

যোগাযোগ

শেষ প্রশ্ন

আরণ্যক

মাঝির ছেলে

৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্যে নোবেল পুরস্কার পান?

চোখের বালি

ঘরে বাইরে

গীতাঞ্জলি

পূরবী

৬. মুনীর চৌধুরী রচিত কবর কিন ধরণের রচনা?

পত্রকাব্য

নাটক

উপন্যাস

মহাকাব্য

৭. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যু বরণ করেন?

১৯৪১

১৯৭১

১৯৭৬

১৯২১

৮. কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হোন?

বুদ্ধদেব বসু

জসীমউদ্দীন

সুকুমার রায়

জীবনানন্দ দাশ

৯. সঠিক বানান কোনটি?

পিপিলিকা

পীপিলিকা

পিপিলিকা

পিপীলিকা

১০. গায়ক এর সন্ধিবিচ্ছেদ কি?

গা+ওক

গা+য়ক

গা + অক

গৈ+অক

১১. বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?

বিদ্বান

বিদুষিণী

বিদুষী

বিদূশি

১২. কোনটি সমষ্টি বাচক বিশেষ্য?

পর্বত

মাটি

মানুষ

জনতা

১৩. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

যতি

ধাতু

উক্তি

প্রকৃতি

১৪. নিচের কোনটি শামসুর রহমানের কবিতা?

আসাদের শার্ট

হুলিয়া

কবর

সাম্যবাদী

১৫. নধর শব্দের সমার্থক শব্দ কোনটি?

শক্তিধর

তাজা

অলস

নফর

১৬. উপসর্গযোগে ঘঠিত শব্দ-

সুদিন

ভাবুক

দিগন্ত

নদীমাতৃক

১৭. অভিধানে ব্যবহৃত য এর পর বর্ণনুক্রমে কি আসে?

১৮. ‘অনল’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

আগুন

দ্যুলোক

সর্বভুক

হুতাশন

১৯. ‘লাইলী মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের ?

সৌদি আরব

ইরাক

ইরান

মিশর

২০. মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি ?

কবর

চিঠি

রক্তাক্ত প্রান্তর

মুখরা রমণী বশীকরণ

ইংরেজি অংশ

1. There has been ‘bad blood’ between two communities for years. (Find the best matches)

impure blood

ill feeling

bloody fights

lack of blood

2. My father ‘left no stone unturned’ to achieve his goal. (Find the best matches)

tried every course of action

spent a huge amount of money

turned away from his goal

bribed several person

3. Find the correctly spelt word-

Benefited

Benifited

Benefited

Benefitted

4. Find the correctly spelt word-

Survaliance

Surveillance

Survellance

None of these

5. Find the correctly spelt word

Gaurantee

Guarantee

Garuntee

Gurantee

6. Find the correctly spelt word

Faithfuly

Sincerely

Truly

b and c

7. Choose The OPPOSITE word- INSINCERE

Free

Honest

Liberal

Frank

8. Choose The OPPOSITE word- PERTINENT

Irrational

Irregular

Insistent

Irrelevant

9. Choose The OPPOSITE word-SEVERE

Lenient

Cautious

Join

Strict

10. Choose The OPPOSITE word- ATTAIN

Crave

Lose

Harbor

Credit

11. Choose The OPPOSITE word-TRAGIC

Boring

Mysterious

Delightful

Incredulous

12. He is a man known _______ his courage

of

for

about

in

13. People look ______ to a hero

in

at

up

of

14. She is suffering _______ dengue fever

from

of

in

with

15. The thief took _______ when he saw the police

Out

after

off

in

16. We must be accountable ______ our superiors

in

to

of

with

17. THOROUGH (Find the best matches)

Dry

Strained

Rigorous

Shrill

18. RESENT (Find the best matches)

Heal

Deceive

Dislike

Strike

19. I saw a ______ of cows in the field

group

herd

swarm

flock

20. The grapes are now _______ enough to be picked

ready

heavy

ripe

advanced

গণিত অংশ

১. ২ টাকা * ৫০টাকা /১০ টাকা *১০ = কত টাকা?

২টাকা

১ টাকা

১০০ টাকা

অর্থবহ নহে

২. x3-0.001=0 হলে x3 এর মান কত?

১০০০

১০০

-১০০

১০

৩. যদি (x-y)2=14 এবং xy=2 হলে x2+y2=কত?

১২

১৪

১৬

১৮

৪. ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রত্তম ও বৃহত্তম মৌলিক সংখ্যার ব্যবধান কত?

৩৫

৪২

৪৮

৫৫

৫. কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করলে ১৩০ যোগ করলে যোগফল যোগফল হবে ২৯৭?

৬০২

২৫২

৩৪২

২৯৭

৬. এক গ্যালন = কত লিটার ?

৩.৫

৪.৫৫

৭. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

১১

৮. প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?

১৫

১৮

২১

২৪

৯. ৩,৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

১৪

১৬

১২

১০. ১০টি সংখ্যার যোগফল ৪৬২।এদের প্রথম চারটির গড় ৫২ এবং শেষের ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

৬০

৬৪

৬২

৫০

১১. কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৮০% গনিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শত করা কতজন ফেল করলো?

১৫%

১০%

১২%

১১%

১২. বার্ষিক ৪.৫% সুদে কত টাকা বিনিয়োগ করলে কত বছরে তা ৮২৬ টাকা হবে?

৪৫৮

৬৫০

৭০০

৭২৫

১৩. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?

৪৫০

৪৭০

৫২০

৫০০

১৪. পরপর তিন্টী ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?

১২

১৪

১৫

১৫. ৪ টাকায় ৫টি করে আম কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

৪৫%

৪৮.৫০%

৫২.৭৫%

৫৬.২৫%

১৬. ক ও খ একত্রে একটি কাজ ৪ দিনে করতে পারে। ঐ কাজ ‘ক’ একা ১২ দিনে করতে পারে। কাজটি করতে ‘খ’ এর কতদিন লাগবে?

৩০

২৮

২৬

২৪

১৭. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৪লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?

২ লিটার

৪লিটার

৬ লিটার

১০ লিটার

১৮. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কতটি?

১৯. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

৯৮মিটার

৯৬মিটার

৯৪মিটার

৯২ মিটার

২০. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?

১২০%

১২৫%

১৪০%

১৫০%

২১. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

দুইবাহু ও অন্তর্ভূক্ত কোণ

দুই কোণ ও এক বাহু

তিন কোণ

তিন বাহু

২২. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?

১২

১৬

২৩. যে চতুর্ভুজের কেবল মাত্র দুটি বাহু সমান্তরাল তাকে কি বলে?

ট্রাপিজিয়াম

রম্বস

আয়তক্ষেত্র

সামন্তরিক

২৪. ধানে চাল ও তুষের অনুপাত ৭ঃ৩ হলে শতকরা কী পরিমাণ চাল আছে?

৮৫%

৯৫%

৬৫%

৭০%

২৫. দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং গুণফল ৫৬; সংখ্যাটি নির্নয় কর?

৭৮ বা ৮৭

৮৯ বা ৯৮

৫৯ বা ৯৫

২৫ বা ৫২

২৬. একটি কলম ১১ টাকায় বিক্রি করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

১২

১০

সাধারন জ্ঞান অংশ

১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান কত সালে?

১৯৬২

১৯৬৯

১৯৭০

১৯৭১

২. ২০১৭-১৮ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার কত?

১৫%

২০%

২৫%

৩০%

৩. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি?

অ্যামিটার

ব্যারোমিটার

অডিওফোন

অডিওমিটার

৪. পিসিকালচার বলতে কি বুঝ?

রেশম চাষ

মৎস চাষ

ফল চাষ

পাখি পালন

৫. কোনটি ভাইরাসজনিত রোগ ?

কলেরা

যক্ষ্মা

বসন্ত

টাইফয়েড

৬. কোন নদীতে জোয়ার ভাটা হয় না?

পদ্মা

মেঘনা

কর্ণফুলী

গোমতী

৭. বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠির বসবাস বেশি?

কক্সবাজার

নেত্রকোনা

বান্দারবান

কুষ্টিয়া

৮. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?

১৯৭১

১৯৭২

১৯৭৪

১৯৭৫

৯. বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বর্তমান অধিনায়ক কে?

মুশফিকুর রহমান

তামিম ইকবাল

সাকিব আল হাসান

মাশরাফি বিন মুর্তাজা

১০. কার্জন হল কোন সালে নির্মিত হয়?

১৯০১

১৯০৫

১৯০৭

কোনটিই নয়

১১. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

পদ্মা

যমুনা

ব্রহ্মপুত্র

মেঘনা

১২. ‘আবার তোরা মানুষ হ’ সিনেমার পরিচালক কে?

জহির রায়হান

হুমায়ন আহমেদ

খান আতাউর রাহমান

আমজাদ হোসেন

১৩. ‘উলানবাটোর’ কোন দেশের রাজধানী?

মঙ্গোলিয়া

রাশিয়া

তুরস্ক

সুদান

১৪. VFG এর পূর্ণরূপ কি?

Valuable General Feeding

Vulnerable Group Feeding

Voluntary Group Feeding

Vulnerable General Feeding

১৫. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদরদপ্তর কোথায় ?

ভিয়েনা

নিউইয়র্ক

রোম

জেনেভা

১৬. আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ?

মার্কিন যুক্তরাষ্ট্র

রাশিয়া

চীন

ভারত

১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে পারমানবিক বোমা নিক্ষেপ করে তার নাম কি?

লিটল বয়

নাগ

অগ্নি

আকাশ

১৮. রুংধনুতে কয়টি রং আছে?

সাতটি

চারটি

নয়টি

ছয়টি

১৯. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ?

পা

ত্বক

হাত

মাথা

২০. চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?

বান্দারবান

রাঙ্গামাটি

সিলেট

খাগড়াছড়ি

তথ্য প্রযুক্তি অংশ

১. কম্পিউটারে ব্যবহৃত দুটি কোড কি?

০ এবং ১

২ এবং ৩

৪ এবং ৫

৬ এবং ৭

২. RAM ও ROM এর মধ্যে মৌলিক পার্থক্য কি?

অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন

স্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন

অস্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন

স্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন

৩. Bikroy.com কি ধরনের প্রতিষ্ঠান?

কম্পিউটার ক্রয়-বিক্রয় স্থান

ইন্টারনেট ভিত্তিক ব্যাংক

খোলা বাজার

ইন্টারনেট ভিত্তিক দোকান

৪. বিশ্বের প্রথম কম্পিটারের নাম কি?

পিপিডি-১

ডিপিপি-১

ডিপিডি-১

পিডিপি-১

৫. Virus-এর পূর্ণ অভিব্যক্তি কি?

Various Information Resources Under

Various Information Resources Under Seize

Various Information Resources Under Seal

Various Information Resources Under Seal

৬. OMR এর পূর্ণরূপ কি ?

Optical Mark reader

Optimum Mark Reader

Optimum Mark Reader

Optical Mark Recorder

৭. কম্পিটারের কোন মেমরী কখনো স্মৃতিভ্রংশ হয় না?

ROM

RAM

CD-ROM

Processor

৮. সর্বোপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কি?

ইনটেল-৪০০৪

ইনটেল ৪০৪

এ এমডি

ডিডিএম

৯. কম্পিউটার ভাইরাস কি?

একটি ক্ষতিকারক জীবাণু

এক ধরনের বিশেষ যন্ত্র

এক ধরনের বিশেষ তথ্য প্রযুক্তি

এক ধরনের বিশেষ প্রোগ্রাম

১০. ই-মেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?

১টি

২টি

৩টি

৪টি


মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!