কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ । ভর্তি আবেদন শুরু ৭ সেপ্টেম্বর থেকে। ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড মুঠোফোনের সিম থেকে ১৬২২২ নম্বরে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর থেকে
আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর
ভর্তি পরীক্ষা: ১৭ এবং ১৮ নভেম্বর
২০১৬ ও ২০১৭ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য শিক্ষার্থীর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে (এ ইউনিট) ভর্তির যোগ্যতা চতুর্থ বিষয়সহ জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে (বি ইউনিট) শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা জিপিএ-৬ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে (সি ইউনিট) ভর্তির যোগ্যতা জিপিএ-৬ থাকতে হবে।