স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৭
Department of Immigration and Passports under the Ministry of Home Affairs Assistant Director (AD) recruitment exam question and solution 2007
পরীক্ষার তারিখঃ ২৬.০১.২০০৭
বাংলা অংশ
১. মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?
১৫টি
৮টি
১২টি
৯টি
২. ”পথিক তুমি পথ হারাইয়াছ!” কোন্ গ্রন্থের অন্তর্গত?
নৌকাডুবি
পুতুল নাচের ইতিকথা
কপালকুন্ডলা
চরিত্রহীন
৩. ”চাঁদের হাট” অর্থ কোনটি?
আত্মীয় সমাগম
প্রিয়জন আগমন
বন্ধু সমাগম
গণ্যমান্যদের সমাগম
৪. ”অপলাপ” শব্দের অর্থ কি?
প্রলাপ
অস্বীকার
অসদালাপ
মিথ্যা
৫. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
ব্যথার দান
বাঁধন হারা
মৃত্যুক্ষুধা
রিক্তের বেদন
৬. ”বনফুলে”র প্রকৃত নাম কি?
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
বুদ্ধদেব বসু
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
৭. ”ইন্দিরা” গ্রন্থটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্যারিচাঁদ মিত্র
৮. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
৮টি
১০টি
৯টি
৭টি
৯. ”চাঁদের অমাবস্যা” কোন শ্রেণীর উপন্যাস?
মনসমীক্ষমূলক
রূপক
সামাজিক
আত্মজবিনীমূলক
১০. কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
বিষমাখা
খেচর
সজল
তেমাথা
১১. ”বাংলার ইতিহাস” গ্রন্থটি কার রচনা?
রমেশচন্দ্র মজুমদার
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ আব্দুল হাই
ড. নিলীমা ইব্রাহিম
১২. ”কলসটি কানায় কানায় পূর্ণ”- “কলসটি” কোন কারকে কোন বিভক্তি
অপাদানে সপ্তমী
স্থানাধিকরণে সপ্তমী
আধারাধিকরণে সপ্তমী
কালাধিকরণে সপ্তমী
১৩. ”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
শ্রৎ+ধা+অ+আ
শ্রুৎ+ধা+আ
শ্র+ধা+আ
শ্রু+ধা+আ
১৪. কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
ধনু+বিদ্যা
ধনুঃ+বিদ্যা
ধনুর+বিদ্যা
ধনূঃ+বিদ্যা
১৫. সঠিক বানান কোনটি?
আকাঙ্খা
আকাংখা
আকাঙ্ক্ষা
আখাঙ্খা
১৬. সর্বাঙ্গে ব্যথা, ওষধ দিব কোথা? “সবাঙ্গে” কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় সপ্তমী
অপাদনে তৃতীয়া
অধিকরণে তৃতীয়া
অধিকরণে সপ্তমী
১৭. ”ছাড়পত্র” কাব্যটি কার রচনা?
নজরুল ইসলাম
বুদ্ধদেব বসু
সুকান্ত ভট্টাচার্য
মহাদেব সাহা
১৮. ”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?
আবুল ফজল
হুমায়ুন কবীর
আবুল হুসেন
কাজী আব্দুল ওদুদ
১৯. কোনটি কাব্যগ্রন্থ?
শেষের কবিতা
শেষ লেখা
শেষের পরিচয়
শেষ প্রশ্ন
২০. ”জঙ্গনামা” কাব্যের বিষয় কি?
যুদ্ধ-বিগ্রহ
শোক-তাপ
রোমান্স
প্রেম-ভালবাসা
২১. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
কানা হরিদত্ত
বিজয় গুপ্ত
নারায়ণ দেব
বিপ্রদাস পিপলাই
২২. ”পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মুহাম্মদ আব্দুল হাই
সৈয়দ মুজতবা আলী
রাজশেখর বসু
২৩. ”ক্ষীয়মান” এর বিপরীত শব্দ কি?
বধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধিপ্রাপ্ত
বৃহৎ
২৪. ”হ্ম” এর বিশ্লিষ্ট রূপ কোনটি?
ক+ষ+ণ
ক+হ+ম
হ+ম
ম+হ
২৫. ”ইউসুফ জুলেখা” কি জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
রোমান্টিক প্রণয়কাব্য
রম্যরচনা
ইংরেজী অংশ
1. if you read, you will learn. This sentence is a —–
Simple sentence
Complex sentence
Compound sentence
Negative sentence
2. “Go to the dogs” means-
be estimated
be agreed
be blamed
be ruined
3. Give the meaning of “soft soap”.
to speak ill of others
Flattery for self motives
To speak high of others
To recognise others good deed
4. what is the meaning of the expression “bottom line”?
The final step
The end of a rald
The last line of a book
The essential point
5. Don’t worry. English Grammar is not —– to understand.
so difficult
very difficult
too difficult
difficult enough
6. “The Return of the Native” is written by —
Aldous Huxley
Somerset Mougham
Alexander Dumas
Thomas Hardy
7. Birds will —- in the morning.
chirp
have chirped
chirping
be chirping
8. “On behalf of” means —-
Act for
Act upon
Act to
Act on
9. “Capital punishment” means-
imprisonment
freedom
death penalty
misery
10. “Brutal” means-
gentle
british
cruel
11. What is the synonym of “disparity”?
argumentation
belittle ment
difference
harmony
12. What is the antonym of “delete”?
injure
delay
insert
trap
13. At last the beast in him got —- upper hand.
an
a
the
No article
14. He worked instead of —
playing
play
played
having played
15. Hasan is “a man of letters.”
Noun phrase
Verbal phrase
Prepositional phrase
Adjective phrase
16. Who, which, what are —
Demonstrative pronoun
Relative pronoun
Interrogative pronoun
Both 2 and 3
17. kamal is the “most intelligent” boy in the class.
adverb
Noun
Adjective
Pronoun
18. The word “intolerable” is-
Verb
Conjunction
Adjective
Adverb
19. “Alice in the Wonderland” belongs to-
detective literature
satirical literature
juvenile literature
religious literature
20. What kind of noun is “An army”?
Proper
Common
Collective
Material
21. Give the verb of the word “mourning”?
mournful
mourn
mournfully
mourned
22. Who wrote “Gullivers Travels”?
R. L. Stevenson
Daniel Defoe
Jonathan Swift
D. H. Lawrence
23. “Animal Farm” is written by-
George Orwel
George Eliot
Ernest Hemingway
Thomas Hardy
24. William Wordsworth is pre-eminently—–
a poet of liberty
a poet of love
a poet of nature
a poet of humanism
25. Which one is correct?
One of my friends are a lawyer
One of my friend is a lawyer
One of my friends is a lawyer
One of my friend are lawyer
গণিত অংশ
১. ৮,৮৮৮ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদ-আসলে ১৭,৭৭৬ টাকা হবে?
২০ বছরে
১০ বছরে
৩০ বছরে
২৫ বছরে
২. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ মিটার এবং ৪.২ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
১০.৫ বর্গমিটার
২১.০০ বর্গমিটার
৫.২৫ বর্গমিটার
৫.৫ বর্গমিটার
৩. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ হলে তার বাহুর সংখ্যা কত?
২০
১০
১২
১৮
৪. ৯৯৯ সংখ্যাটি বর্গ কত?
৯৯৯৮০১
৯৯০০০১
৯৯৮০০১
৯৮৮০০১
৫. একটি কাজ মনির করতে পারে ৬ দিনে এবং জহির করতে পারে ১২ দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েক দিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হলো?
৯ দিনে
৬ দিনে
৮ দিনে
৭ দিনে
৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল—
১% বাড়বে
২ বাড়বে
১% কমবে
একই থাকবে
৭. একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু —– হতে পারে না।
৫ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
৮ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
৯ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
১৩ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
৮. একটি সমকোণী ত্রিভজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার এবং ০.৩ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
০.০৬ বর্গমিটার
০.০৩ বর্গমিটার
০.০৫ বর্গমিটার
০.০১ বর্গমিটার
৯. টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
৩০%
১৫%
২৫%
২০%
১০. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের সীমানা সংলগ্ন বাহিরে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত?
১১৬ মিটার
২১৬ মিটার
৬০০ মিটার
১০০ মিটার
১১. বিশেষ ক্রমানুযায়ী সাজানো ৯, ৩৬, ৮১, ১৪৪, ২২৫ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত হবে?
২৮৯
৩৬১
৩২৪
২৫৬
সাধারণ জ্ঞান অংশ
১. Wings of Fire গ্রন্থের রচয়িতা কে?
নেলসন ম্যান্ডেলা
মাদার তেরেসা
অ্যালফ্রেড মার্শাল
এপিজে আবুল কালাম
২. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?
জাপান
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
সিংগাপুর
৩. ”সুনামি” কি শব্দ?
বাংলা
ইংরেজি
জাপানি
চীনা
৪. গভীরতম মহাসাগর-
ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
উত্তর মহাসাগর
দক্ষিণ মহাসাগর
৫. পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
২৪০
১৯৫
১৯৩
১৯৮
৬. রুশ বিপ্লব সংঘটিত হয়-
১৮১৭
১৯১৭
১৭১৭
১৯১৭
৭. সুন্দরবনকে World Heritage ঘোষনা করেছে-
ইউএনডিপি
আইএলও
ইউনিসেফ
ইউনেস্কো
৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
১৯৩৯
১৯৪৫
১৮৩৯
১৯৪২
৯. যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
৬১
৫০
৪১
৭১
১০. উরুগুয়ের রাজধানীর নাম কি?
মন্টিভিডিও
সান্টিয়াগো
বোগোটা
আসনসিওন
১১. বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রণীত হয়?
১৯৯৮
১৯৯১
১৯৭৫
১৯৭৪
১২. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?
হরিপুর
সাঙ্গু
তিতাস
বিবিয়ানা
১৩. বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়?
১৯৯০
১৯৯১
১৯৯২
১৯৯৪
১৪. উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে?
২০০০
২০০২
২০০৩
২০০১
১৫. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
১২৪
১৪৮
১১৮
১৩৬
১৬. বাংলাদেশে বৈদেশিক মুদ্রার উৎস কোন খাতে সর্বোচ্চ?
পাট
চামড়া
পোশাক
হিমায়িত খাদ্য (চিংড়ি)
১৭. ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
১৯৭৫
১৯৬৯
১৯৭০
১৯৭৩
১৮. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
মেঘনা
পদ্মা
যমুনা
কর্ণফুলী
১৯. বাংলায় “ঋণ সালিশি আইন” কার আমলে প্রণীত হয়?
এইচ. এস. সোহরাওয়ার্দী
এ. কে. ফজলুল হক
খাজা নাজিম উদ্দীন
নূরুল আমিন
২০. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
অষ্টম শতাব্দী
দশম শতাব্দী
দ্বাদশ শতাব্দী
ত্রয়োদশ শতাব্দী
২১. যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
ল্যাাভয়সিয়ে
রবার্ট কচ
রোনাল্ড রস
লুই পাস্তুর
২২. জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
লিভার
মস্তিষ্ক
চোখ
কিডনি
২৩. ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
গলা
নাক
ফুসফুস
কিডনি
২৪. কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?
বেরিয়াম
সিলভার
লিথিয়াম
সোডিয়াম
২৫. কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
আর্গন
র্যাডন
জেনন
নিয়ন
২৬. নিচের কোনটি মৌল নয়, আবার যৌগও নয়?
গোল্ড
নিকেল
বায়ু
শর্করা
২৭. কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?
রেডিয়াম
প্যারাফিন
ক্লোরিন
আয়োডিন
২৮. ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
আর্সেনিক
জার্মেনিয়াম
টাংস্টেন
ম্যাঙ্গানিজ
২৯. এক নট = স্থল পথের কত মাইল?
এক মাইল
২.৪ মাইল
১.৪ মাইল
২.৫ মাইল
৩০. একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে?
হলুদ
নীল
কালো
সাদা