ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার “চ” ইউনিটের প্রশ্ন ও সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “চ” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
পরীক্ষা অনুষ্ঠিতঃ ১৫/০৯/২০১৮
Dhaka University admission test exam question and solution of CHA unit (Session: 2018-19)
সমাধান দেখুন প্রশ্নের নিচের অংশে…

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “চ” ইউনিটের ভর্তি পরীক্ষার সমাধান: 

১. রায়বেঁশে নৃত্য শীর্ষক লিনোকাঠের শিল্পী-  কামরুল হাসান

২. ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল একদিনের ক্রিকেটে কোন আন্তর্জাতিক কাপ অর্জন করেছেন- এশিয়া কাপ

৩. RGB মানে- Red, Green, Blue

৪. কান্তজির মন্দিরগাত্রের রিলিফ ভাস্কর্যগুলি রচিত হয়েছে- পোড়ামাটির ফলকে

৫.কাউ উইথ টু ফিগারস” শীর্ষক প্রাঙ্গন ভাস্কর্যটি কার গড়া?- নভেরা আহমেদ

৬. কোন বানানটি শুদ্ধ- সমীচীন

৭. “রোশনচৌকি “ শব্দের অর্থ কি-বাদক দল

৮. “ স্কুল অফ এথেন্স “ নামক ছবিটির শিল্পী কে-রাফায়েল

৯. The smiles that win, the tints that glow. Who wrote the line?- Lord Byron

১০. প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে- ব্রিটেনে

১১. কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি এডা কার কন্যা- কবি লর্ড বায়রনের কন্যা

১২. বাংলাদেশের কোন জেলায় চিনামাটি বা শ্বেতমৃত্তিকা সঞ্চিত হয়- নেত্রকোনা

১৩. Torso শব্দের অর্থ- Upper part of human body without head

১৪. বাগেশ্বরী শিল্প- প্রবন্ধাবলী কার রচনা- অবনীন্দ্রনাথ ঠাকুর

১৫. কোন শিল্পী নারী ব্যালে নৃত্য শিল্পীদের নিয়ে শিল্প কর্ম রচনা করার জন্য বিখ্যাত- এদগার দেগা

১৬. সখের হাঁড়ি কোন শিল্পের জন্য সমাদৃত- মৃৎশিল্প

১৭. কোন নারী শিল্পী ভারতীয় উপমহাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ হিসেবে গণ্য হয়ে থাকেন- অমৃতা শেরগিল (ভারত)

১৮. ফতেহপুর সিকরি কোন মোগল শাসকের আমলে নির্মিত- আকবর

১৯. What is the plural form of phenomenon plural- phenomena

২০. I could not sleep —– I was very tired.t -though

২১. বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়- মার্কিন যুক্তরাষ্ট্র

২২. বটতলার ছাপাই ছবির ঐতিহ্য সঙ্গে যুক্ত কোন শহর-কলকাতা

২৩. সাঁওতাল পরিবার ভাস্কর্যটির শিল্পী কে- রামকিঙ্কর বেইজ

২৪. স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার কে- কে জি মুস্তফা

২৫. শিল্পকর্ম হিসেবে ইউরিনাল উপস্থাপন করেছিলেন কে-পাবলো পিকাসো

২৬. আলপনা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – আলিম্পন

২৭. বিশ শতকের অন্যতম শিল্প আন্দোলনের নাম- ইম্প্রেশনিজম

২৮. কোন প্রকার শোলা দিয়ে শিল্পকর্ম তৈরি হয়- ভাত শোলা বা ফুলশোলা

২৯. কোনটি মৃৎ শিল্পের অন্তর্ভুক্ত- সরা চিত্র

৩০. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি- চিলেকোঠার সেপাই

৩১. লিথোগ্রাফি কি- ছাপচিত্রের একটি পদ্ধতি

৩২. রাজকীয় শব্দের প্রকৃতি ও প্রত্যয়- রাজকীয়= রাজ+ঈয়

৩৩. ভাষার মূল উপাদান কি-ধ্বনি

৩৪. মাথা ব্যথা বলতে কি বুঝায়- আগ্রহ

৩৫. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি- চীন

৩৬. ডিজাইন কোন শিল্প শাখার অন্তর্ভুক্ত- চারু শিল্পের সব শাখা

৩৭. বাংলাদেশে বিমূর্ত শিল্পধারায় কার প্রভাব সবচেয়ে বেশী-

৩৮. বাংলাদেশে বিমূর্ত শিল্পধারায় কার প্রভাব সবচেয়ে বেশী- মোহাম্মদ কিবরিয়া

৩৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়- ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করি’

৪০. সেরিগ্রাফিতে কি ব্যবহার করা হয়- জিঙ্কের প্লেট

৪১. কোন মাধ্যমটি স্বচ্ছ- জলরং

৪২. Fill in the blank- In Bangladesh we drive — the left. -On

৪৩. ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ কী ধরণের শিল্পকল্প -ব্যঙ্গচিত্র

৪৪. নিচের কোনটি মৃৎ শিল্পের উপাদান নয়- প্লাষ্টিক

৪৫. কোন শিল্পীর জন্ম বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে? সোমনাথ হোর (চট্টগ্রামে)

৪৬. ফভিজম শিল্প-আন্দোলন এর সাথে কোন শিল্পী জড়িত ছিলেন- ওঁরি মাতিস ( (১৮৬৯-১৯৫৪)

৪৭. নবান্ন ক্রলচিত্র কার আঁকা- জয়নুল আবেদিন

৪৮. সার্স রোগ শরীরের কোথায় আক্রমণ করে- ফুসফুসে

৪৯. কোনটি ডিজাইন সম্পাদন করার সফটওয়্যার নয়- Adobe acrobat ( PDF পড়ার জন্য)

৫০. ওয়াশ মাধ্যমে প্রাচ্যরীতির চিত্রকলার প্রবক্তা কে- অবনীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!