ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । পাশের হার ১৬ দশমিক ৫৬ শতাংশ। খ-ইউনিটে মোট দুই হাজার ৩৬৩ টি আসনের বিপরীতে ৩১ হাজার ৩৩৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ৫ হাজার ১৮৮ জন উত্তীর্ণ হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের (admission.eis.du.ac.bd) ওয়েব সাইটে অথবা মোবাইলে ফোনের মাধ্যমে জানা যাবে।
মোবাইল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটের ফলাফল জানার পদ্ধতিঃ
যেকোনো মোবাইল অপারেটর থেকে DU <স্পেস> Kha <স্পেস> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।
অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটের ফলাফল জানার পদ্ধতিঃ
অনলাইনে ফলাফল দেখতে http://admission.eis.du.ac.bd ঠিকানায় আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করুন।