পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরিবার কল্যাণ অধিদপ্তর এর পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১০

Family Welfare Inspector Trainee at Department of Family Welfare Job Exam Question and Solution 2010

পরীক্ষার তারিখঃ ৫.১১.২০১০

Exam Date: 5.11.2010

বাংলা অংশ 
১. ”যামিনী” এর প্রতিশব্দ কোনটি?

প্রসূন

দামিনী

শর্বরী

নিকর

২. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?

সেমিকোলন

কোলন

হাইফেন

কমা

৩. ”ভূগোল” শব্দটির বিশেষণ পদ কোনটি ?

ভূগোলক

ভৌগোলিক

ভৌগলিক

ভূগোলিক

৪. ”তিমির” শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

অম্বর

আত্মজ

সদন

প্রভা

৫. বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?

৪ মাস

৭ মাস

৬ মাস

৫ মাস

৬. ”ক্ষ” যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ?

খ্‌+ম

ক্‌+ষ

ক্‌+ম

হ্‌+ম

৭. নিচের কোন বানানটি শুদ্ধ?

সমীচিন

সমীচীন

সমিচীন

সমিচিন

৮. ”হিল্লোল” শব্দের অর্থ কি?

সাহস

হাসি ঠাট্টা

কম্পন

তরঙ্গ

৯. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?

হ্ন=হ্‌+ণ

হ্ন=হ্‌+ন

ঞ্জ=জ্‌+ঞ

জ্ঞ=জ্‌+ঞ

১০. ”পদ্মাবতী” কাব্যগ্রন্থের রচয়িতা কে?

দৌলত কাজী

মাগন ঠাকুর

সৈয়দ আলাওল

শাহ মুহম্মদ সগীর

১১. যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়?

কাজী নজরুল ইসলাম

ঈশ্বরচন্দ্র গুপ্ত

সুফিয়া কামাল

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১২. কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ?

প্রহসন

নাটক

কাব্যগ্রন্থ

উপন্যাস

১৩. শব্দের আগে বসে কোনটি?

প্রত্যয়

উপসর্গ

বিভক্তি

অনুসর্গ

১৪. কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?

দিজেন্দ্রলাল রায়

মাইকেল মধুসূদন দত্ত

সত্যেন্দ্রনাথ দত্ত

আহসান হাবীব

১৫. ”মাগো ওরা বলে” কবিতাটি কার লেখা?

সৈয়দ শামসুল হক

শামসুর রাহমান

আল মাহমুদ

আবু জাফর ওবায়দুল্লাহ

১৬. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি?

আনোয়ারা

আলালের ঘরের দুলাল

লাইলী মজনু

ইউসুফ জুলেখা

১৭. ”হ্ম” যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ?

ঋ্‌+হ

হ্‌+ম

ক+ষ

ক্ষ্‌+ম

১৮. এক কথায় প্রকাশ করুন, “যার স্ত্রী মারা গিয়েছে”

বিধবা

বিপত্নীক

সপত্নীক

বিপদাত্মক

১৯. কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ-

মহাশ্মশান

অশ্রুমালা

অমিয়ধারা

উপরের সবগুলো

২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

১৯১১ খ্রি.

১৯৫২ খ্রি.

১৯০৫ খ্রি.

১৯১৩ খ্রি.

ইংরেজী অংশ  

1. “Get rid of” means-

listen

to be free from

express

pretend

2. “Kindness” is a —

verb

adjective

adverb

noun

3. Which one is common noun?

Salt

Army

Studentship

Infant

4. “Advice” this word belongs to –

verb

adverb

adjective

noun

5. How gerund is formed?

Verb + ing

Preposition + ing

Noun + ing

Adjective + ing

6. Which one is superlative form of “Little”?

More little

Lest

Less

Least

7. Which one is the plural form of “Louse”?

Loise

Lise

Lice

Louse

8. Which one is Masculine Gender?

heir

Cow

Niece

Bee

9. Withdraw means

give out

give from

give up

give away

10. Which one is correctly spelt?

Diarrhoea

Dirohea

Dirrohea

Dirrhoea

11. Which one is correctly spelt?

Colonel

Cornel

Koronel

Kornel

12. Which one is the comparative form of worst?

Weaker

Worse

Worse

Bad

13. Present Participle perform the works of-

noun & adjective

verb & adjective

verb & adverb

verb & noun

14. Which of the following is the correct pair of synonym?

Defect : Tacful

Gay : Joyful

Excite : Accept

Submissive : Proud

15. Which is the antonym of Gentle?

Rude

Harsh

Naive

Shrewd

16. Which one is dissimilar?

Though

As

Into

But

17. Which is the past form of “buy”

Boght

Buyed

Brought

Bought

18. Which one is the singular of leaves?

Leaf

Leav

Leave

Leafe

19. “In a body” means-

a person

together

strong

all body

20. Which of the following pair is correct?

Respective- নিজ নিজ

Respectable – সম্মান করা

Respectful – শ্রদ্ধা করা

Respectably-যথাক্রমে

গণিত অংশ 

১. একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

২টি বাহু ও ২টি কোণ

২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১ টি বাহু

৪টি বাহু ও ২টি কোণ

৩টি বাহু ও ২ টি কর্ণ

২. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

৯৬ মিটার

২৫৬ মিটার

১২৮ মিটার

৪৮ মিটার

৩. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২/৩ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ১০০ হলে বড় সংখ্যাটির মান কত?

৫৫

৭০

৬৫

৬০

৪. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

৮টি

৯টি

১০টি

৭টি

৫. একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েক জন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হয়ে গেল, নতুন ছাত্রের সংখ্যা কত?

১২ জন

২৪ জন

৯ জন

১৭ জন

৬. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?

০.০২৫

০.২৫

২৫

২.৫

৭. নিচের কোন সম্পর্কটি সঠিক?

ভাজক = (ভাজ্য – ভাগশেষ) X ভাগফল

ভাজ্য = (ভাজক – ভাগশেষ) X ভাগফল

ভাজ্য = ভাজক X ভাগফল – ভাগশেষ

ভাজক = (ভাজ্য – ভাগশেষ) / ভাগফল

৮. একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

লাভ ১০ টাকা

ক্ষতি ১০%

লাভ ৬০ টাকা

লাভ ১০%

সাধারণ জ্ঞান অংশ  
১. কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী?

কার্বন ডাই অক্সাইড

ক্লোরোফ্লোরো কার্বন

কার্বন মনো অক্সাইড

সালফার ডাই অক্সাইড

২. নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?

২৩ সেপ্টেম্বর

২৩ মার্চ

২১ জুন

২১ সেপ্টেম্বর

৩. বুড়িগঙ্গা নদীটি-

ধলেশ্বরীর উপ নদী

শীতলক্ষ্যার শাখা নদী

তুরাগ নদীর শাখা নদী

ধলেশ্বরীর শাখা নদী

৪. জাতিসংঘ দিবস কবে পালন করা হয়?

২৪ সেপ্টেম্বর

৭ জুলাই

২৪ অক্টোম্বর

১০ ডিসেম্বর

৫. রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি ?

লাল, আসমানী এবং সবুজ

লাল, আসমানী এবং কমলা

লাল, আসমানী এবং বেগুনী

লাল, আসমানী এবং হলুদ

৬. হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখায়?

হলুদ

কালো

নীল

সবুজ

৭. আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি?

ঘন মিটার

কিলোমিটার

মিটার

বর্গমিটার

৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

কয়লা

পেট্রোলিয়াম

৯. ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি?

৭টি

৬টি

৩টি

৫টি

১০. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

গোপাল

ধর্মপাল

রামপাল

দেবপাল

১১. জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

রাষ্ট্রপতি

চীফ হুইপ

প্রধানমন্ত্রী

স্পীকার

১২. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে কোন নদী?

হালদা নদী

নাফ নদী

কাসালং নদী

কর্ণফুলী নদী

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে “জাতির জনক” ঘোষণা করা হয়?

১০ জানুয়ারি, ১৯৭২

১৬ ডিসেম্বর, ১৯৭১

২৬ মার্চ, ১৯৭১

৩ মার্চ, ১৯৭১

১৪. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?

১১টি

১০টি

৯টি

৭টি

১৫. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

হাসেম খাঁন

কামরুল হাসান

জয়নুল আবেদিন

হামিদুর রহমান

১৬. রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে?

আয়রন

ভিটামিন-এ

ক্যালসিয়াম

আয়োডিন

১৭. ”সিডর” শব্দের অর্থ-

ঘূর্ণিঝড়

চোখ

জলোচ্ছ্বাস

সাহসী

১৮. ২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান?

আন্দ্রে গেইম

এমেরিটাস রিচার্ড হেক

আকিরা সুজুকি

রবার্ট এডওয়ার্ডস

১৯. বাংলাদেশে আগামী কোন সনে আদমশুমারি করা হবে ?

২০১২ খ্রি.

২০১৩ খ্রি.

২০১৪ খ্রি.

২০২১ খ্রি.

২০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন?

১০ জানুয়ারি, ১৯৬৬

৫ ফেব্রুয়ারি, ১৯৬৬

২৩ মার্চ, ১৯৬৬

১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!