বিখ্যাত প্রণালী সমূহ নাম, অবস্থান, পৃথক ও সংযুক্ত করেছে এমন দেশসমূহ (মনে রাখার কৌশল)

বিখ্যাত প্রণালী সমূহ

বিখ্যাত প্রণালী সমূহ নাম, অবস্থান, পৃথক ও সংযুক্ত করেছে এমন দেশসমূহ। প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য সহায়ক। 

Famous Sea way or Method Name, Location, Dividend and Connection of various Country and Sea. General Knowledge for BCS, Govt. Job and University admission Test Preparation.

প্রণালী হল দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। প্রণালী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। অর্থনৈতিকভাবে অনেক প্রণালীই গুরুত্বপূর্ণ।

✿টেকনিক: 1

রুপি ও রুপিয়া….
রুপি শ্রীনে পাক ভারতের/রুপিয়া ইন্দো মালদ্বীপের।।।
ব্যাখ্যা:
রুপি ->শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও ভারত…..
রুপিয়া ->ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম…
————————————-
✿টেকনিক: 2
——————
কাস্পিয়ান সাগর – বিশ্বের বৃহত্তম হ্রদ।
————————————-
যার অবস্থান ছন্দ>> (আজাইরা ইরানে শিয়া নিয়ে তর্কের কাজ করি না) –
আজারবাইজান, ইরান, রাশিয়া,
তুর্কেমেনিস্তান, কাজাখিস্তান ( ৫ টি দেশে)।
———————————————–

★বিভিন্ন সভ্যতার অবদান
——————————-
✿টেকনিক:-৩
———————-
টেকনিকঃ SBAC = কি প অঅদ স
S–>সুমেরীয় সভ্যতা = কিউনিফর্ম লিপি
B–>ব্যবীলনীয় সভ্যতা = পঞ্জিকা
A–>আসিরীয় সভ্যতা = অস্ত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ
C–>কালাডিয় সভ্যতা = সপ্তাহ
—————————————-
✿টেকনিক:৪
———————
★বিখ্যাত প্রণালী সমূহঃ
—————————-
১. পক – ( ভারত শ্রীলঙ্কাকে পোক দিলো ) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং – ( আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং ) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার – ( মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা – ( ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা – ( সুমিত্রা মালির মালা) সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- ( আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব – ( লোহা এল আরবে) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার – (UK ও FRANCE এর মাঝে ডোবা আছে ) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস – ( ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল – ( উত্তর ও দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!