এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা MCQ প্রশ্ন ও সমাধান ২০১৮

এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা MCQ প্রশ্ন ও সমাধান

এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা MCQ প্রশ্ন ও সমাধান ২০১৮।

MCQ Questions and Solutions History of Bangladesh and World Civilization of the SSC 2018.

১। পূর্ব বাংলাকে স্বায়ত্বশাসনের জন্য আন্দোলন করতে হয়েছিল প্রায়———বছর।

উত্তরঃ গ( ২৪ )

২। শিক্ষক কোন সরকারের কথা বলেছিলেন?

উত্তরঃক (মুজিবনগর সরকার )

৩। অনুচ্ছেদে যে সরকারের কথা বলা হয়েছে তার রাষ্ট্রপতি ছিলেন———।

উত্তরঃগ ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান )

৪। অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল——–।

উত্তরঃ খ( ২৫ শে মার্চ )

৫। বাংলাদেশের সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল——–।

উত্তরঃ খ ( ১০মাস )

৬।  বাংলাদেশের সরকার ব্যবস্থায় মন্ত্রী ও সংসদ সদস্যগণ দায়ী থাকেন——-।

উত্তরঃ গ( জাতীয় সংসদের নিকট )

৭। জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বিশ্বাসঘাতকতা করেছিলেন——।

উত্তরঃ ঘ( খন্দকার মুশতাক )

৮। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হল——-।

উত্তরঃ ক (ইতিহ+আস)

৯। সমাজের জীবনই ইতিহাস—-উক্তিটি কার?

উত্তরঃ গ (টয়নবি )

১০। মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত?

উত্তরঃ খ(৩ )

১১। সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন কোন শিল্পে বেশ পারদর্শী ছিল?

উত্তরঃ গ( নির্মাণ শিল্পে )

১২। অশোক কোন বংশের রাজা ছিলেন?

উত্তরঃ ঘ (মৌর্য )

১৩। বরেন্দ্র অন্তর্ভুক্ত ছিল——–অঞ্চলের।

উত্তরঃ ঘ (i,ii ও iii )

১৪। কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইন-কানুন ঝুলিয়ে রেখে ছিলেন?

উত্তরঃঘ ( রোমান)

১৫। ৩২০ খ্রিষ্টাব্দের দিকে যে সকল স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলো হলো———–

উত্তরঃ গ ( সমতট, তাম্র লিপ্ত )

১৬। ময়নামতি ———– জেলায় অবস্থিত।

উত্তরঃ ঘ  ( কুমিল্লা )

১৭। প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল—-

উত্তরঃ খ (iও iii )

১৮। দুইশত বছরের সুলাতানি শাসনের মধ্যে অন্য ধর্মের কোন শাসক কিছুদিন শাসন করেছিলেন?

উত্তরঃখ  ( রাজা গণেশ )

১৯। চট্টগ্রাম থেকে আরাকানীদের বিতাড়িত করেছিলেন কে?

উত্তরঃ ঘ ( নুশরাত শাহ ) বিঃদ্রঃ সঠিক উত্তর হবে —হুসেন শাহ

২০। বার ভূঁইয়াদের দমন করার পরে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল————-শাসন।

উত্তরঃ খ (সুবাদারি )

২১। ঐ অনুষ্ঠানের খাবারে কোন যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

উত্তরঃ ক (প্রাচীন যুগের )

২২। উক্ত যুগের পোশাক হচ্ছে—?

উত্তরঃ খ (ধূতি ও পাঞ্জাবী )

২৩। মোঘল যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন?

উত্তরঃ ক ( স্থাপত্য শিল্পের বিকাশের জন্য )

২৪। লালবাগের শাহী মসজিদটি নির্মিত হয়েছিল—–?

উত্তরঃ গ ( মুঘল)

২৫। পলাশীর যুদ্ধে পতনের পর সিংহাসনে বসে ছিল——-?

উত্তরঃ ঘ (মীর জাফর )

২৬। রুকাইয়ার সাথে বাঙালী কোন নারীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?

উত্তরঃঘ ( প্রীতিলতা ওয়াদ্দেদার )

২৭। উক্ত নারীর পরাজয়ের মূল কারণ ছিল—-?

উত্তরঃ ক (iও ii )

২৮। ১৯৫৪ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল—–।

উত্তরঃ গ( যুক্তফ্রন্ট )

২৯। লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল—————–সালে।

উত্তরঃ ক (১৯৪০ )

৩০। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন———-।

উত্তরঃ ঘ ( মোহাম্মদ আলী জিন্নাহ )

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!