বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০

Insurance Development & Regulatory Authority (IDRA)

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০

Insurance Development & Regulatory Authority (IDRA) Recruitment exam question and answer-2020

পদের নামঃ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

পরীক্ষার তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২০
সময়ঃ ৯০ মিনিট
পূর্ণমানঃ ৯০

উত্তর নিচে দেখুন

বীমা-উন্নয়ন-ও-নিয়ন্ত্রণ-কর্তৃপক্ষ-IDRA-

১। সঠিক উত্তর লিখুন: (বাংলা)

ক) বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি?  উত্তরঃ ৫০
খ) কলম’ কোন ভাষার শব্দ? উত্তরঃ আরবি
গ) “বিপদ এবং দুঃখ এক সময়ে আসে- কোন ধরনের বাক্য? উত্তরঃ যৌগিক
খ) কবর কবিতাটি কার রচনা? উত্তরঃ জসীম উদ্দিন
ঘ) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? উত্তরঃ কার

চ) চক্ষুদান করা বাগধারাটির অর্থ কী? উত্তরঃ চুরি বা চুরি করা
ছ) সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা ও নয়ন? উত্তরঃ শুভ+ইচ্ছা ও নে+অন
জ) বচন অর্থ কী? উত্তরঃ সংখ্যার ধারণা
ঝ) বইপড়া’ কোন সমাস? উত্তরঃ তৎপুরুষ
এ) এক কথায় প্রকাশ করুন: ‘পা ঘোতে মাথা পর্যন্ত’ ও ‘যা অধ্যয়ন করা হয়েছে। উত্তরঃ আপাদমস্তক ও অধীত।

২। অনুচ্ছেদ লিখুন: যানজট নিরসনে মেট্রোরেল

(English)

৩. Write the correct answers:
Fill-in the blanks with Appropriate Preposition, Word/ Article (a-d)
a) He joined ____ Army. Ans: in
b) He is good ____ Football. Ans: at
c) She is fond ____ sweets. Ans: of
d) I am looking forward ____ you. (to see/to seeing/seeing) Ans: to seeing

e) Correct the sentence: Stop to write. Ans: Stop writing
f) Write the meaning of the Idioms ‘By and by’ Ans: a future time or occasion
g) What is the verb of the word ‘beautiful’? Ans: beutify
h) What is the plural form of the word ‘tooth’? Ans: Teeth

Translate into English:
1) কী সুন্দর পাখি। উত্তরঃ What a beautiful bird.
2) আয় বুঝে ব্যয় কর। উত্তরঃ Cut one’s coat according to one’s cloth

৪. Write a Paragraph on Cyber Security

(গণিত)

৫। কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাদা দেয়ায় মােট ১২৫ টাকা হলাে। ঐ শ্রণীতে মােট কতজন ছাত্র ছিল।

সমাধান:
ধরি, ছাত্র সংখ্যা x জন
তাহলে প্রত্যেকে চাঁদা দেয় 5x পয়সা
অতএব, x জন জনের চাঁদার পরিমাণ = 5x2

প্রশ্নমতে,
5x2 = 125*100 [ 1 টাকা = 100 পয়সা]
বা, 5x2 = 2500
বা, x = 50 [বর্গমূল করে]
সুতরাং ছাত্র সংখ্যা 50 জন এবং প্রত্যেকে 250 পয়সা করে চাঁদা দেয়।

৬। পিতা ও পুত্রের বয়সের যােগফল ৮০, পিতার বয়স পুত্রের বয়সে তিনগুন। পিতার বয়স কত?

৭। x + y = 7, xy = 10 হলে (x – y)2 এর মান কত?

সমাধান:
(x – y)= (x + y)-4xy = 49-40 = 9

৮। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x2+2xy-2y-1

সমাধান:
x2+2xy-2y-1
= (x2+2xy+y2)-(y2+2y+1)
= (x+y)2– (y+1) 2
= (x + y +y+ 1)(x +y-y- 1)
=(x + 2y + 1)(x – 1)

উত্তরঃ (x + 2y + 1)(x – 1)

৯। সঠিক উত্তর লিখুন :
ক) ইমেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কী বলে? উত্তরঃ ডোমেইন নেম।
খ) ১ ন্যানােমিটার ১ মিটারের কত ভাগের ১ ভাগ? উত্তরঃ একশত কোটি ভাগের এক ভাগ।
গ) পূর্ণরূপ লিখুন:
i) MICR = Magnetic Ink Character Recognition.
ii) URL = Uniform Resource Locator.

ঘ) ফেসবুক ও টুইটার কী ধরনের ওয়েবসাইট? উত্তরঃ সামাজিক যোগাযোগ মাধ্যম।
ঙ) ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি?
চ) MS Word-এ নতুন Window চালু করার জন্য কীবাের্ড-এর কোন শর্টকাট Key ব্যবহৃত হয়? উত্তরঃ Ctrl + N.
ছ) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? উত্তরঃ ROM.

জ) কোন কম্পিউটার ডিভাইস একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করতে পারে? উত্তরঃ টাচস্ক্রিন।
ঝ) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী? উত্তরঃ পিপীলিকা।
ঞ) LAN-এর দুইটি সুবিধা লিখুন।

ট) MS Excel-এ Split কোন মেনুর অধীনে থাকে?
ঠ) World Wide Web-এর জনক কে? উত্তরঃ টিম বার্নার্স লি।
ড) ল্যাপটপ ও পামটপের মধ্যে পার্থক্য কী?
ঢ) ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম
ণ) MS Power Point কোন ধরনের Software? উত্তরঃ Presentation Software.

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!