গণিত সহজ পদ্ধতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
Mathematics Easy Technique (Math Formula) for any Competitive Exam Preparation
সমস্যা ১:
৭(সাত) এর ৫% কত হবে?
ক) ০.৩০ খ) ০.৩৫
গ) ০.৪০ ঘ) ০.৪৫
আপনি কি এটা ক্যালকুলেটর ছাড়া
করতে পারবেন? না পড়লে টেকনিক দেখুন
টেকনিকঃ ৫x৭= কত? অবশ্যই ৩৫
উত্তর খ) ০.৩৫
সমস্যা ২:
১৫০০ এর ৪০% কত হবে?
ক) ৫০০ খ) ৬০০
গ) ৭০০ ঘ) ৮০০
টেকনিকঃ ১৫ কে ৪ দিয়ে গুন দিন। ৬০
হবে
[বলে রাখা ভাল যে, সংখ্যা যতই বড়
হোক না কেন শুন্য বাদ দিয়ে প্রথম
দিকের সংখ্যা দিয়ে গুন করবেন]
উত্তরঃ খ) ৬০০
সমস্যা ৩:
১৫০০ এর ৭% কত হবে?
ক) ২০০ খ) ২০৫
গ) ৩০৪ ঘ)১০৫
টেকনিকঃ ১৫ কে ৭ দিয়ে গুন দিন।
উত্তর পেয়ে যাবেন।
উত্তরঃ ঘ) ১০৫।
—————————————
Math shortcut
২ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষ অংক বা এককের অংক যদি জোড় সংখ্যা বা ০ হয়, তবে ঐ সংখ্যা ২ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৬, ১০ ইত্যাদি।
৩ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১২৩২৪=১+২+৩+২+৪=১২ যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ১২৩২৪ সংখ্যাও ৩ দ্বারা বিভাজ্য হবে।
৪ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষ দুটি অংক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৭৪৫২৮। এখানে শেষ দুটি অংক ২৮ যা ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং ৭৪৫২৮ সংখ্যাও ৪ দ্বারা বিভাজ্য হবে।
৫ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষে ০ বা ৫ থাকলে ঐ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১০১১০।
৬ দ্বারা বিভাজ্য:
সংখ্যাটি জোড় এবং অংকগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১২৫৪।
৮ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষ ৩টি অংক দ্বারা গঠিত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৮৫৭৮১২০।
৯ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার অংকগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। যেমন- 658476।