গণিত সহজ পদ্ধতি চাকরির পরীক্ষা প্রস্তুতি (Math Easy Technique)

গণিত চাকরি পরীক্ষার প্রস্তুতি

গণিত সহজ পদ্ধতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
Mathematics Easy Technique (Math Formula) for any Competitive Exam Preparation

সমস্যা ১:
৭(সাত) এর ৫% কত হবে?
ক) ০.৩০ খ) ০.৩৫
গ) ০.৪০ ঘ) ০.৪৫
আপনি কি এটা ক্যালকুলেটর ছাড়া
করতে পারবেন? না পড়লে টেকনিক দেখুন
টেকনিকঃ ৫x৭= কত? অবশ্যই ৩৫
উত্তর খ) ০.৩৫

সমস্যা ২:
১৫০০ এর ৪০% কত হবে?
ক) ৫০০ খ) ৬০০
গ) ৭০০ ঘ) ৮০০
টেকনিকঃ ১৫ কে ৪ দিয়ে গুন দিন। ৬০
হবে
[বলে রাখা ভাল যে, সংখ্যা যতই বড়
হোক না কেন শুন্য বাদ দিয়ে প্রথম
দিকের সংখ্যা দিয়ে গুন করবেন]
উত্তরঃ খ) ৬০০

সমস্যা ৩:
১৫০০ এর ৭% কত হবে?
ক) ২০০ খ) ২০৫
গ) ৩০৪ ঘ)১০৫
টেকনিকঃ ১৫ কে ৭ দিয়ে গুন দিন।
উত্তর পেয়ে যাবেন।
উত্তরঃ ঘ) ১০৫।

—————————————

Math shortcut

২ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার শেষ অংক বা এককের অংক যদি জোড় সংখ্যা বা ০ হয়, তবে ঐ সংখ্যা ২ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৬, ১০ ইত্যাদি।

৩ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১২৩২৪=১+২+৩+২+৪=১২ যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ১২৩২৪ সংখ্যাও ৩ দ্বারা বিভাজ্য হবে।

৪ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষ দুটি অংক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৭৪৫২৮। এখানে শেষ দুটি অংক ২৮ যা ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং ৭৪৫২৮ সংখ্যাও ৪ দ্বারা বিভাজ্য হবে।

৫ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষে ০ বা ৫ থাকলে ঐ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১০১১০।

৬ দ্বারা বিভাজ্য:
সংখ্যাটি জোড় এবং অংকগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১২৫৪।

৮ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার শেষ ৩টি অংক দ্বারা গঠিত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৮৫৭৮১২০।

৯ দ্বারা বিভাজ্য:
কোন সংখ্যার অংকগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। যেমন- 658476।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!