জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৫
District Primary Education Officer, Primary Teacher’s Training Institute PTI Superintendent & Assistant Superintendent job exam question and answers – 2005
Exam Date: 20.12.2005
পরীক্ষার তারিখ: ২০.১২.২০০৫
বাংলা অংশ
১. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
চন্ডীদাস
বিদ্যাপতি
জ্ঞানদাস
আলাওল
২. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
শূন্য পুরাণ
ডাকানব
গীত গোবিন্দ
শ্রীকৃষ্ণকীর্তন
৩. অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
তিলোত্তমাসম্ভব কাব্য
মেঘনাদবধ কাব্য
৪. ”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে?
মুনীর চৌধুরী
তুলসী লাহিড়ী
বিজন ভট্টাচার্য
আব্দুল্লাহ আল-মামুন
৫. ”ঠাকুরমার ঝুলি” কার লেখা?
সুকুমার রায়
লালবিহারী দে
দক্ষিণারঞ্জন মিত্র
দীনেশচন্দ্র সেন
৬. ”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
আল-মাহমুদ
সৈয়দ আলী আহসান
শামসুর রাহমান
সৈয়দ শামসুল হক
৭. সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
লাহোর
কাবুল
দিল্লি
বাগদাদ
৮. ”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য?
সরলবাক্য
মিশ্রবাক্য
যৌগিক বাক্য
বৈপরীত্যমূলক বাক্য
৯. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
বর্ণনামূলক অর্থে
প্রশ্নবোধক অর্থে
বিরতি অর্থে
ব্যাখ্যামূলক অর্থে
১০. যা চুষে খাওয়া হয়–
লেহ্য
চুষ্য
চর্ব্য
পেয়
১১. ফল পাকলে যে গাছ মারা যায়–
ঔষধি
ওষধী
ঔষধী
ওষধি
১২. ”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ —
মনস্ + কষ্ট
মনো + কষ্ট
মনোহ্ + কষ্ট
মনঃ + কষ্ট
১৩. ”বহুব্রীহি” শব্দের অর্থ কি?
বহু ধান
বহু গম
বহু পাট
বহু চাল
১৪. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
চা
চিনি
রিক্সা
আলমারি
১৫. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
ফলা
ধ্বনি
কার
স্বর
১৬. চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ঙ
ঞ
ন
ণ
১৭. ”ষ্ণ” প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
বৃদ্ধি
গুণ
আগম
ইং
১৮. নিচের কোনটি তৎসম উপসর্গ?
প্র
গর
বে
লা
১৯. ”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে?
মিন্নাত আলী
শাহেদ আলী
আবু রুশদ
বন্দে আলী মিঞা
২০. নিচের পালাগানগুলির মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
দেওয়ানা মদিনা
চন্দ্রবতী
মহুয়া
মলুয়া
ইংরেজী অংশ
1. Look — the word in the dictionary. Fill up the gap by—
at
for
up
after
2. “To err is human, to forgive is divine” is written by—
Tennyson
Blake
Milton
Pope
3. Who wrote “Crime and Punishment”?
Shelley
Tolstoy
Dostoevosky
Byron
4. Unless you work hard, you will not succeed. Here “Unless” is used as—
Conjunction
Interjection
Preposition
None
5. Ended in Fiasco means—
Complete failure
On the verge of failure
Yet to be failure
None of them
6. Which is the good Bangla of “Barking dogs seldom bite”?
পাগলা কুকুর কখনো কামড়ায় না
চিৎকার করলেই কুকুর কামড়ায়
যত গর্জে তত বর্ষে না
গর্জনকারী কুকুর কখনো কামড়ায় না
7. “Novel” means something new and is derived from—
French
Arabic
Latin
Greek
8. “Cowards die many times before their death”. Said by
Macbeth
Hamlet
Julius Caesar
None
9. Bibliography means—
History of books
Collection of books
Worshipper of books
Book on biology
10. What is the salient feature of all literature?
Artistic quality
Sensuous quality
Reflective quality
Joyous quality
11. “History of the II World War” is written by—
Winston S. Churchill
Keats
Clinton
None of them
12. What is “Linguistics”?
The study of history
The study of literature
The study of prose
The scientific study of language
13. “He prayeth best who loveth best” is said by—
Byron
S. T. Coleridge
Wordsworth
Shaw
14. Though, Although, Because, Since, As implies the—-
Negative sentence
Complex sentence
Compound sentence
None
15. Fire burns. What kind of verb “Burn” is?
Causative
Transitive
Intransitive
Copulative
16. Choose the correct sentence.
Your mistake hold this view
You mistake in holding this view
You are mistaken in holding this view
You are mistaken to hold this view
17. There ar four sentences. In one of them only the determiner has been used properly. Identify the same.
I don’t want these water
He does have many money
I would take a little salt on my vegetables
There are less people here than in the other place
18. What type of clause is the “what I want” words? he does not know what I want
Noun clause
Adverbial clause
Adjective clause
Subordinate clause
19. Which is the supporting proverb of “Empty vessels sound much”
A little learning is a dangerous thing
Haste makes waste
All that glitters is not gold
Barking dogs seldom bite
20. — traffic in Dhaka City is going up, no one is doing anything about it. Fill up the gap by—-
Although
Since
Because
Which
গণিত অংশ
১. ১০০৮ সংখ্যাটির কতটি ভাজক আছে?
২০
২৪
২৮
৩০
২. ৫০-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
১০টি
১২টি
১৪টি
১৫টি
৩. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৪০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ৬০% পাস করল। তাহলে উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?
২৫%
২০%
১৫%
১০%
৪. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ২ এবয় ১৫ দিনে করতে তাদের বয়সের অনুপাত ১২ : ৫ হবে। তাদের বর্তমান বয়স কত?
পিতা ৬৩ বছর এবং পুত্র ১৪ বছর
পিতা ৫৪ বছর এবং পুত্র ১২ বছর
পিতা ৪৫ বছর এবং পুত্র ১০ বছর
পিতা ৩৬ বছর এবং পুত্র ৮ বছর
৫. চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
৫% বাড়লো
৫% কমলো
৪% বাড়লো
৫% কমলো
৬. একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
55 জন
60 জন
65 জন
24 জন
৭. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক এবং প্রস্থ 2 মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে । এর দৈর্ঘ্য ও প্রস্থ-
দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার
দৈর্ঘ্য 22 মিটার এবং প্রস্থ 14 মিটার
দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 13 মিটার
দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 12 মিটার
৮. বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করল। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী নিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হলো?
30 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 80 টাকা
40 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 60 টাকা
50 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 48 টাকা
60 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 40 টাকা
৯. ১ টন কত কেজির সমান?
১০০০ কেজি
১০০৫ কেজি
১০১০ কেজি
১০১৬ কেজি
১০. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
36
30
28
24
১. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের–
২ মার্চ
২৩ মার্চ
১০ মার্চ
২৫ মার্চ
২. উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?
৯ চরণ
৬ চরণ
৮ চরণ
৪ চরণ
৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
সুদান
মরক্কো
কঙ্গো
সেনেগাল
৪. কর্কটক্রান্তি রেখা-
বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
৫. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
নভেম্বর
ডিসেম্বর
জানুয়ারি
ফেব্রুয়ারী
৬. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
সুরমা
কর্ণফুলী
তিস্তা
মেঘনা
৭. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছের পোনা ধরা নিষেধ?
১৮
২০
২৩
২৫
৮. বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মের অনুসারী?
রাখাইন
পাঙন
মুরং
কোনোটিই নয়
৯. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের স্থান—
৫ম
৮ম
৯ম
৪র্থ
১০. বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে?
৬৩টি জেলা
৬১টি জেলা
৫১টি জেলা
৪৯টি জেলা
১১. বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি?
উৎপাদন বৃদ্ধির জন্য
মুদ্রা সরবরাহ বেশি
কর্মসংস্থানের অভাব
মজুরির হার বেশি
১২. কত জন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
১৩ জন
১২ জন
৯ জন
১৫ জন
১৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
ঘোড়াশাল সার কারখানা
জিয়া সার কারখানা
কর্ণফূলী সার কোম্পানি লিমিটেড
যমুনা সার কারখানা
১৪. জিয়া আন্তর্জাতিক বিমাবন্দর চালু হয়–
১৯৭৮ সালে
১৯৮৩ সালে
১৯৮৫ সালে
১৯৮০ সালে
১৫. বাংলাদেশের সংবিধানে ক’টি ভাগ/অধ্যায় আছে?
১০টি
১৫টি
১১টি
১৮টি
১৬. বাংলাদেশের প্রাচীনতম শহর—
সুবর্ণগ্রাম, বর্তমানে সোনারগাঁ
জাহাঙ্গীরনগর, বর্তমানে ঢাকা
পুন্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়
পোরটোগ্রানডে, বর্তমানে চট্টগ্রাম
১৭. দেশের প্রথম সাফারি পার্ক কোথায়?
মাধবকুন্ডে
সীতাকুন্ডের চন্দ্রনাথ রিজার্ভ বনভূমিতে
কক্সবাজার জেলার ডুলাহাজরায়
মুরাইছড়ি
১৮. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
৩টি
৬টি
৯টি
১৬টি
১৯. আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?
১৯৭০
১৯৭৩
১৯৭৬
১৯৭৫
২০. ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
১৯৫০
১৯৫৭
১৯৬০
১৯৬৩
২১. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ”স্বাধীনতা চুক্তিটি” কি নামে পরিচিত?
ওয়াশিংটন চুক্তি
স্বাধীনতা চুক্তি
প্রথম ভার্সাই চুক্তি
বার্লিন চুক্তি
২২. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
ফুয়েরার
সি. আই. এ
কে. জি. বি
গেস্টাপো
২৩. কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
১৯৫৮
১৯৬৮
১৯৪৮
১৯৭৮
২৪. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
কিসিঞ্জার
দ্য গল
চার্চিল
রুজভেল্ট
২৫. স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
ব্রিটেন
ফ্রান্স
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
২৬. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য
৩০তম
৩২তম
৩৪তম
৩৬তম
২৭. স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
ফ্রান্স
যুক্তরাজ্য
ইতালি
পর্তুগাল
২৮. ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে?
১৯৮০
১৯৮১
১৯৮২
১৯৮৩
২৯. মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
নিকারাগুয়া
কোস্টারিকা
এল সালভেদর
কলম্বিয়া
৩০. বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়?
ওয়াকর্স, বেইজিং
ইডেন গার্ডেন, কোলকাতা
আজটেক, মেক্সিকো
মারকানা, ব্রাজিল
৩১. ”ভিক্টোরিয়া ক্রস” কোন দেশের সর্বোচ্চ খেতাব?
কানাডা
ব্রিটেন
অস্ট্রেলিযা
ফিজি
৩২. ”ব্ল্যাক ক্যাট” কোন দেশের কমান্ডো বাহিনী?
ইসরাইল
দক্ষিণ আফ্রিকা
ভারত
পাকিস্তান
৩৩. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
সৌদি আরব
লেবানন
মিশর
তিউনিসিয়া
৩৪. সম্প্রতি ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজ ট্রফিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কততম বিজয়?
৭ম
৯ম
১০
১ম
৩৫. নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার ?
ইউরিয়া
অ্যামোনিয়াম সালফেট
অ্যামোনিয়াম নাইট্রেট
সবগুলো
৩৬. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
অস্ট্রেলিয়া
কানাডা
সাইপ্রাস
মরিসাস
৩৭. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
১৯৫০
১৯৫৭
১৯৬০
১৯৭৬
৩৮. বিখ্যাত যুদ্ধক্ষেত্র “ওয়াটারলু” কোন দেশে অবস্থিত?
সুইডেন
বেলজিয়াম
ইংল্যান্ড
ইতালি
৩৯. ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
জার্মানি
ফ্রান্স
ইংল্যান্ড
আমেরিকা
৪০. ”সীমান্ত গান্ধী” নামে কে পরিচিত?
ইন্দিরা গান্ধী
মহাত্মা গান্ধী
খান আব্দুল গাফ্ফার খান
রাজীব গান্ধী
সাধারন বিজ্ঞান অংশ
১. কচু শাকে বেশি থাকে—
ShowAns
লৌহ
ক্যালসিয়াম
ভিটামিন
আয়োডিন
২. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
৮ মিনিট ২০ সিকেন্ড
৮ মিনিট
৭ মিনিট ৪০ সিকেন্ড
৭ মিনিট ৩০ সিকেন্ড
৩. পেনিসিলিন আবিস্কার করেন কে?
এডিসন
পিয়েরে কুরী
আলেকজান্ডার ফ্লেমিং
রবার্ট রস
৪. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?
৫৪৫০১ বর্গমাইল
৫৬৫০১ বর্গমাইল
৫৭৪০১ বর্গমাইল
৫৬৯৭৭ বর্গমাইল
৫. সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?
কামারাংগা
লিচু
পেয়ারা
আমলকী
৬. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
স্বর্ণ
রৌপ্য
হীরক
প্লাটিনাম
৭. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
৪ সে.
১০ সে.
২০ সে.
০ সে.
৮. কেঁচো শ্বাসকার্য চালায়
শ্বসনতন্ত্রের সাহায্যে
ত্বকের সাহায্যে
ফুসফুসের সাহায্যে
ফুলকার সাহয্যে
৯. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হলো–
ইথিলিন
পিরিডিন
কার্বন মনোঅক্সাইড
মিথেন