প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীন অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীন এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৬

Administrative Officer and Personal Officer (PS) at The Ministry of Defense recruitment exam and solution – 2006

পরীক্ষার তারিখঃ ২৭.০৫.২০০৬

Exam Date: 27.05.2006

বাংলা অংশ 

১. কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

১৭৯৯ সালে

১৮০০ সালে

১৮০১ সালে

১৮০৪ সালে

২. শের-এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক “নবযুগ” পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন?

মুজাফফর আহমদ

মোহাম্মদ ওয়াজেদ আলী

কাজী নজরুল ইসলাম

আবুল কালাম শামসুদ্দীন

৩. ”যুগস্রষ্টা নজরুল” গ্রন্থটি কার লেখা?

কবি আতাউর রহমান

কবি বে-নজীর আহমদ

মাহমুদ নূরুল হুদা

খান মুহাম্মদ মঈন উদ্দীন

৪. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

অগ্নিবীণা

বিষের বাঁশী

সাম্যবাদী

মৃত্যুক্ষুধা

৫. রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে?

১৯১১ সালে

১৯১২ সালে

১৯১৩ সালে

১৯১৬ সালে

৬. ”এত কাল নদীকূলে; যাহা লয়েছিনু ভুলে; সকলি দিলাম তুলে থরে বিথরে; এখন আমারে লহ করুণা করে”- উদ্ধৃত চরণ কয়টি বরীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?

মানসী

সোনার তরী

বলাকা

চিত্রা

৭. ”শেষের কবিতা” কী?

সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ

অমিয় চক্রবর্তীর একটি কবিতা

রবীন্দ্রনাথের শেষ কবিতা

রবীন্দ্রনাথের উপন্যাস

৮. রবীন্দ্রনাথের সময়ে প্রকাশিত “সবুজপত্র” নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন?

অবনিন্দ্রনাথ ঠাকুর

সজনীকান্ত সেন

প্রমথ চৌধুরী

রবীন্দ্রনাথ নিজে

৯. ”পাখীর নীড়ের মতো চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?

বিষ্ণু দে

অমীয় চক্রবর্তী

সুধীন দত্ত

জীবনানন্দ দাশ

১০. ”নকশী কাঁথার মাঠ” কাব্যগ্রন্থটি কার লেখা?

কবি বন্দে আলী মিয়া

কবি কাদের নেওয়াজ

কবি ফররুখ আহমদ

কবি জসীমউদ্‌দীন

১১. ”অচলা” বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?

দত্তা

ঘরে বাইরে

চোখের বালি

গৃহদাহ

১২. ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস “ন হন্যতে” কার লেখা?

মহাশ্বেতা দেবী

অরুন্ধতী রায়

মৈত্রেয়ী দেবী

মির্জা ইলিয়াছ

১৩. ”গণদেবতা” উপন্যাস কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুর

তারাশঙ্কর বন্দোপাধ্যায়

অন্নদাশঙ্কর রায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৪. ”সোনালী কাবিন” কাব্যগ্রন্থটি কার লেখা?

কবি আল মাহমুদ

শহীদ কাদরী

সৈয়দ শামসুল হক

রফিক আজাদ

১৫. ”হাজার বছর ধরে” কী?

আরব্য রজনীর উপাখ্যানের সংকলন

হাজার বছরের বাংলা সাহিত্য ও সংস্কৃতির ওপর রচিত একটি গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ

হাসান আজিজুল হকের ছোটগল্প

জহির রায়হান-এর উপন্যাস

১৬. ”পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি” গ্রন্থের রচয়িতা কে?

অলি আহাদ

বদরুদ্দীন উমর

ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী

আহমদ ছফা

১৭. ”জাতীয় রাজনীতিঃ ১৯৪৫ থেকে ৭৫” গ্রন্থটির রচয়িতা কে?

আবুল মনসুর আহমদ

অলি আহাদ

আব্দুল গাফফার চৌধুরী

মুনতাসির মামুন

১৮. ”নুরুলদীনের সারাজীবন” এই মঞ্চ নাটকের রচয়িতা কে ?

সেলিম আলদীন

মামুনুর রশীদ

সৈয়দ শামসুল হক

উক্ত তিন জনের কেউ নয়

১৯. ”মুক্তিযুদ্ধ-৭১” কার লেখা?

মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম)

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)

এম. আর আখতার মুকুল

মুহাম্মদ নূরুল কাদির

২০. ”বাকের ভাই” চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?

মঞ্চ নাটক “পায়ের আওয়াজ পাওয়া যায়”-তে

”সংশপ্তক” উপন্যাসের টিভি সিরিয়ালে

টিভি সিরিয়াল “কোথাও কেউ নেই”-তে

হুমায়ূন আহমেদের টিভি সিরিয়াল “বহুব্রীহি”-তে

ইংরেজী অংশ  

1. A free-lance journalist is —

an independent journalist

an unpaid journalist

a journalist belonging to another country

an unqualified journalist

2. The life story of a person written by himself is a/an-

biography

autobiography

life history

diary

3. One who loves and serves mankind is–

a misanthropist

a philanthropist

a socialist

an optimist

4. Words inscribed on a tomb is an-

epitome

epithet

epitaph

episode

5. To resolve a problem is to —

find an answer

ignore it

pose a question

do mathematics

6. To foresee is to–

remember

forget

see four of something

anticipate

7. A handicapped person is one who-

works at handicraft

suffers from some disability

assigns handicaps to contestants

gives training in manual skill

8. An association of sports teams is called a —

group

school

league

game

9. Choose the correct alternative : As a student he is still — on his parents.

dependent

depend

dependable

dependence

10. Everyone —– to be ready to leave at 7.00 am

consented

answered

accepted

agreed

 

11. Dessert is —

course of fruit, etc. at the end of a meal

barren land

go away from

to be rewarded

12. Contact lenses are worn in one’s-

cameras

eyes

shoes

clothes

13. I suggested that he —- take legal advice.

will

must

should

can

14. The Thames —- London.

flows by

flows from

flows into

flows through

15. Hospitals —- the sick.

save

shelter

treat

operate

16. This children park —- half an hour before sunset.

opens

starts

closes

stops

17. — this exercise until you can do it well.

Parctice

Memorise

parctise

Do

18. If you cannot do a thing —-, you should not do it at all.

especially

beautifully

easily

properly

19. When the train was leaving the station both father and son —- in a last goodbye.

shook hands

waved their hands

stood together

shook his head

20. —– rather tired after their long journey, they did not go to bed.

Although they were

As they were

Because they were

Since they were

গণিত অংশ  

১. ৫০ হতে ১০৩ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

১০টি

১১টি

১২টি

১৩টি

২. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২৫০০ বর্গমিটার। বর্গের একটি ধারা হচ্ছে-

২০০ মিটার

২২০ মিটার

২৫০ মিটার

২১০ মিটার

৩. একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের দৈর্ঘ্য=?

১০০ মিটার

১১০ মিটার

১২০ মিটার

১৩০ মিটার

৪. প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?

১১৯০ টাকা

১১৯০.৫০ টাকা

১১৯৫ টাকা

১১৯৫.৫০ টাকা

৫. দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?

23

14

41

50

৬. ৩+৬+৯+ ……….. +৩৬ =?

২৩০

২৩১

২৩২

২৩৪

৭. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯৩। সংখ্যাদ্বয় কত?

৪৪ ও ৪৫

৪৫ ও ৪৬

৪৩ ও ৪৬

৪৬ ও ৪৭

৮. ৬৫৫৮ এর সাথে কোন ক্ষুুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

-৩

৯. ৭২৮ এবং ৯০০ কে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকবে?

১২

১৩

১৪

১৬

১০. একটি ঘরের দৈর্ঘ্য ২৭ মিটার ও প্রস্থ ১৮ মিটার হলে, ঘরের মেঝের ক্ষেত্রফল হবে-

৩০০ বর্গমিটার

৪০০ বর্গমিটার

৪৮৬ বর্গমিটার

৯০০ বর্গমিটার

সাধারণ জ্ঞান অংশ  

১. বাংলাদেশের নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?

ব্রহ্মপুত্র

পদ্মা

মেঘনা

যমুনা

২. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

সমতট

পুন্ড্র

বঙ্গ

হরিকেল

৩. বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?

১৯৭২

১৯৭৬

১৯৭৭

১৯৭৮

৪. বাংলাদেশের সর্বাদিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?

পাট

তৈরি পোশাক

চা

মাছ

৫. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

১৯৫৫

১৯৫৭

১৯৬৭

১৯৭২

৬. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?

লস এঞ্জেলস্‌

আটলান্টা

মস্কো

মেক্সিকো সিটি

৭. বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

বরিশাল হিতৈষী

সমাচার দর্পণ

ঢাকা প্রকাশ

রংপুর বার্তাবহ

৮. ”আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির সুরকার-

আবদুল লতিফ

আবদুল আহাদ

আলতাফ মাহমুদ

আবদুল গাফফার চৌধুরী

৯. কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?

রাজশাহী

ফরিদপুর

রংপুর

যশোর

১০. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?

স্যার জগদীশ চন্দ্র বসু

ড. আব্দুল্লাহ আল-মুতী মরফুদ্দীন

ড. কুদরত-ই-খুদা

ড. জামিলুর রেজা চৌধুরী

 

১১. যমুনা বহুমুখী সেতুর পিলার কয়টি?

৭৫টি

৫৯টি

৫০টি

৪৫টি

১২. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?

সিলেট পাহাড়ে

কক্সবাজার সমুদ্র সৈকতে

সুন্দরবনে

লালমাই এলাকায়

১৩. কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?

জেলা পরিষদ

উপজেলা পরিষদ

ইউনিয়ন পরিষদ

গ্রাম পরিষদ

১৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

পদ্মা

ব্রহ্মপুত্র

মহানন্দা

করতোয়া

১৫. সুন্দরবনকে “বিশ্ব ঐতিহ্য” (World heritage) ঘোষণা করেছে কোন সংস্থা?

ইউনেস্কো

আই. এল. ও

কমনওয়েলথ

ইউনিসেফ

১৬. বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয়-

দর্শনা-কুষ্টিয়া

ঢাকা-সিলেট

দর্শনা-গোয়ালন্দ

কুষ্টিয়া-গোয়ালন্দ

১৭. বাংলাদেশের তেল শোধনাগারের নাম-

ইস্টার্ন রিফাইনারি

মেঘনা রিফাইনারি

বেঙ্গল রিফাইনারি

পদ্মা রিফাইনারি

১৮. খাসিয়ারা কোন অঞ্চলের উপজাতি?

সিলেট

পার্বত্য চট্টগ্রাম

কুমিল্লা

রাজশাহী

১৯. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?

প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট

স্পিকার

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

২০. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

রাজশাহী

ঢাকা

চট্টগ্রাম

ময়মনসিংহ

 

২১. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

১৯৭৭

১৯৭৮

১৯৭৯

১৯৮১

২২. কত সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করে?

১৯৮৭

১৯৮৮

১৯৮৯

১৯৯০

২৩. মেঘবতী সুকর্নপুত্রী কত সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল?

২০০০

২০০১

২০০২

২০০৩

২৪. বেনেলাক্স (BENELUX) কত সালে গঠিত হয়েছিল?

১৯৪৮

১৯৫০

১৯৫১

১৯৫৮

২৫. VELVET REVOLUTION কি?

VELVET সামগ্রীর উৎপাদন

সাবেক চেকোস্লোভিয়ায় সমাজতন্ত্র বিরোধী আন্দোলন

গর্বাচেভের কর্মসূচি

এর কোন অস্তিত্ব নেই

২৬. ১৯৯২ সালে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী রিগোবার্তা থেনসু কোন দেশের নাগরিক?

গুয়েতেমালা

প্যারাগুয়ে

উরুগুয়ে

ভেনিজুয়েলা

২৭. ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়?

১৯৭৪

১৯৮২

১৯৯০

২০০১

২৮. ”অরেঞ্জ রেভ্যুলেশন” (ORANGE REVOLUTION) কোথায় সংঘটিত হয়েছে?

যুক্তরাষ্ট্রে

পূর্ব ইউরোপে

জার্মানিতে

ইউক্রেনে

২৯. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?

চীন

রাশিয়া

কাজাকিস্তান

আফগানিস্তান

৩০. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?

২১

২২

২৭

২৪

 

৩১. ”উই রিভার” চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?

১৯৯৮

১৯৯৯

২০০০

২০০১

৩২. জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে?

১৯৭৮

১৯৭৯

১৯৮০

১৯৮১

৩৩. ভারতীয় বংশোদ্ভূত মহেন্দ্র চৌধুরী কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন?

সুরিনাম

ফিজি

টুভ্যালু

মরিসাস

৩৪. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?

২১

২২

২৩

২৪

৩৫. ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?

১৯৬৪

১৯৬৫

১৯৬৬

১৯৬৭

৩৬. ইরান সম্প্রতি কোন দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করতে চেয়েছে?

রাশিয়া

চীন

পাকিস্তান

কোনটি নয়

৩৭. জার্মানির বননির্বাচিত চ্যান্সেলরের নাম কি?

মার্কেল

শ্রোয়েডার

হেলমুট কোল

হেলমুট স্মিথ

৩৮. নেপালে কোন প্রধানমন্ত্রীকে সম্প্রতি জেল থেকে মুক্তি দেয়া হয়েছে?

গিরিজা প্রসাদ কৈরালা

মনমোহন অধিকারী

সূর্য বাহাদুর থাপা

শের বাহাদুর দেউবা

৩৯. ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট মোষে কাতসাভ সম্প্রতি প্রথমবারের মতো নিচের কোন দেশটির সফর করেন?

গ্রিস

হল্যান্ড

লুক্সেমবার্গ

মালটা

৪০. শ্রীলংকায় শান্তি প্রতিষ্ঠায় কোন দেশ/সংস্থা বড় ভূমিকা পালন করছে?

জাতিসংঘ

ভারত

নরওয়ে

সার্ক

 

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!